Golder Tours & Travels Ltd

Golder Tours & Travels Ltd Golder Tours and Travels ltd deals with comprehensive services such as Hajj, Umrah, Air-Ticketing, VISA Hajj. Best service, Low price always

Umrah Tickets, Visa Processing , tours, Transfers, Guide or travel related anything.

🕋২০২৬ সাল থেকে  #ফিটনেস_সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে কেউ  হজ্বে যেতে পারবেনা🇸🇦সৌদিআরবের হজ্ব ও ওমরাহ্ মন্রনালয়ের সীদ্ধ...
07/07/2025

🕋২০২৬ সাল থেকে #ফিটনেস_সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে কেউ হজ্বে যেতে পারবেনা
🇸🇦সৌদিআরবের হজ্ব ও ওমরাহ্ মন্রনালয়ের সীদ্ধান্ত।
🕋২০২৫ সালে ৮৭ হাজার হাজীর মধ্যে ৬৯ হাজার হাজার চিকিৎসা দিতে হয়েছে বাংলাদেশী মেডিকেল টিমকে এবং ৩০০ জনকে সৌদিআরবের বিভিন্ন মেডিকেল এ ভর্তি করা হয়েছিলো।
✅তাই সুস্থ থাকা অবস্থায় হজ্ব ও ওমরাহ্ করুন।

বিশেষ: ২০২৬ এর হজ্বের প্রাকনিবন্ধন চলমান।

প্যাকেজের ধরণ:
ভিআইপি তাবু প্যাকেজ
৫ স্টার শিফটিং
স্ট্যান্ডার্ড শিফটিং
ইকোনমিক শিফটিং

Al Safwa Trade Tours & Travels
Dhaka Trade Tours & Travels
Safwa Hajj Group
Dhaka Hajj Group

আসসালামু ‘আলাইকুম ওয়া রহমতুল্ল-হি ওয়া বারকাতুহ্।*আশুরা’র সওম এবং পালন পদ্ধতিঃ*✫ ইবনু আব্বাস (রদ্বিয়াল্ল-হু আনহু) হতে ...
04/07/2025

আসসালামু ‘আলাইকুম ওয়া রহমতুল্ল-হি ওয়া বারকাতুহ্।
*আশুরা’র সওম এবং পালন পদ্ধতিঃ*

✫ ইবনু আব্বাস (রদ্বিয়াল্ল-হু আনহু) হতে বর্ণিত।
‘রসূলুল্ল-হ সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম আশুরা দিন সওম রেখেছেন এবং সাহাবীগনকেও সওম পালনের নির্দেশ দিয়েছেন। তখন সাহাবীগন আরজ করলো, হে আল্ল-হর রসূল (সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম)! ইয়াহুদী ও খ্রীষ্টানরাও এ দিনটিকে সম্মান করে। তখন রসূলুল্ল-হ্ (সল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম) বললেন, *“যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই মুহাররম মাসের নবম তারিখেও সওম পালন করব”*।
(মুসলিমঃ ১১৩৪, ২৫৫৭, ইবনু মাজাহ: ১৭৩৬, আবূ দাউদঃ ২৪৪৫)

✫ ✫ আবূ কাতাদাহ্ (রদ্বিআল্ল-হু আনহু), রসূলুল্ল-হ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে বলেন,
*“প্রতি মাসে তিন দিন সওম পালন করা এবং রমাদান মাসের সওম এক রমাদান থেকে পরবর্তী রমাদান পর্যন্ত সওম পালনের সমান। আর আরাফা দিবসের সওম সম্পর্কে আল্ল-হর নিকট আশা করি যে, তাতে পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। আর আশুরার সওম সম্পর্কে আল্ল-হর নিকট আশা করি যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে"।*
(মুসলিমঃ ১১৬২)
✫✫ ✫ আপনার সদয় অবগতির জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, *মুহাররম মাস হারাম (সম্মানিত) মাস সমূহের অন্তর্ভূক্ত।* মহান আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে হারাম মাসের পবিত্রতা, সম্মান ও বিধান মেনে চলার তৌফিক দান করুন।
(বিস্তারিতঃ সূরা তাওবাহ, সূরা নম্বর ৯, আয়াত নম্বর ৩৬)।

*আল্ল-হ্ সর্বোত্তম হিফাজতকারী।*

27/06/2025
19/06/2025

বদর যুদ্ধ এর সমায় রাসূল (সাঃ) যেখানে তাবু তে ছিলেন ।

11/06/2025

আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় এবছরের হজ ব্যবস্থাপনা ছিল তুলনামূলক সুন্দর, সুষ্ঠু ও সহজতর আলহামদুলিল্লাহ।

সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আল্লাহ সকল হাজীর হজ কবুল করুন এবং বাইতুল্লাহর সুবাস হৃদয়ে চিরজাগরুক রাখুন।

08/06/2025

আল্লাহ একমাত্র কেবল মাত্র উত্তম পরিকল্পনাকারী ।

জীবন বড়ই অনিশ্চিত ও সংক্ষিপ্ত, জীবনের এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে। জীবন আসলেই খুব অনিশ্চিত, কখন কী হবে, কেউ জানে না।

আমরা যতোই পরিকল্পনাই করি না কেন, সময়ের স্রোত সব বদলে দিতে পারে এক মুহূর্তেই।

এক মুহূর্তে সবকিছু ঠিকঠাক মনে হতে পারে! পরের মুহূর্তেই হঠাৎ কোনো ঘটনা আমাদের পুরো জীবন পাল্টে দিতে পারে।

এই অনিশ্চয়তাই হয়'তো জীবনকে রহস্যময় করে তোলে, কেউ জানে না, আগামীকাল কী অপেক্ষা করছে -সুখ, না দুঃখ।

রাজ্জাক ই রিজিক এর বেবস্তা করে দেবেন । ভরসা রাখ নিশ্চিত থাকো তিনি তোমাকে একা ছেড়ে দিবেন না । নিশ্চই উত্তম বাবস্তা করবেন ইনশাআল্লাহ ।

06/06/2025

Eid Mubarak

Offer  Offer  Offer Service Free
02/06/2025

Offer Offer Offer
Service Free

30/05/2025

পেশায় তুমি যাই হও কিন্তু মানুষ হও আগে❕

29/05/2025

ফজর এর নামাজ এর সমায় মক্কা হারাম শরিফ ।

25/05/2025

মক্কা হারাম এ নামজ এর পর

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when Golder Tours & Travels Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golder Tours & Travels Ltd:

Share

Category