04/07/2025
আসসালামু ‘আলাইকুম ওয়া রহমতুল্ল-হি ওয়া বারকাতুহ্।
*আশুরা’র সওম এবং পালন পদ্ধতিঃ*
✫ ইবনু আব্বাস (রদ্বিয়াল্ল-হু আনহু) হতে বর্ণিত।
‘রসূলুল্ল-হ সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম আশুরা দিন সওম রেখেছেন এবং সাহাবীগনকেও সওম পালনের নির্দেশ দিয়েছেন। তখন সাহাবীগন আরজ করলো, হে আল্ল-হর রসূল (সল্লাল্লাহু ’আলাইহি ওয়া সাল্লাম)! ইয়াহুদী ও খ্রীষ্টানরাও এ দিনটিকে সম্মান করে। তখন রসূলুল্ল-হ্ (সল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম) বললেন, *“যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই মুহাররম মাসের নবম তারিখেও সওম পালন করব”*।
(মুসলিমঃ ১১৩৪, ২৫৫৭, ইবনু মাজাহ: ১৭৩৬, আবূ দাউদঃ ২৪৪৫)
✫ ✫ আবূ কাতাদাহ্ (রদ্বিআল্ল-হু আনহু), রসূলুল্ল-হ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে বলেন,
*“প্রতি মাসে তিন দিন সওম পালন করা এবং রমাদান মাসের সওম এক রমাদান থেকে পরবর্তী রমাদান পর্যন্ত সওম পালনের সমান। আর আরাফা দিবসের সওম সম্পর্কে আল্ল-হর নিকট আশা করি যে, তাতে পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। আর আশুরার সওম সম্পর্কে আল্ল-হর নিকট আশা করি যে, তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে"।*
(মুসলিমঃ ১১৬২)
✫✫ ✫ আপনার সদয় অবগতির জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, *মুহাররম মাস হারাম (সম্মানিত) মাস সমূহের অন্তর্ভূক্ত।* মহান আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদেরকে হারাম মাসের পবিত্রতা, সম্মান ও বিধান মেনে চলার তৌফিক দান করুন।
(বিস্তারিতঃ সূরা তাওবাহ, সূরা নম্বর ৯, আয়াত নম্বর ৩৬)।
*আল্ল-হ্ সর্বোত্তম হিফাজতকারী।*