
17/07/2025
অদ্য ১৭/০৭/৩০২৫ খ্রি. তারিখ সকাল ৭.৩০ ঘটিকার সময় জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাট বাজার, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর নামক জায়গায় টহলদানকালীন সময় রাজীব পরিবহন ( ঢাকা মেট্টো- ব-১৫-৭৪৩১) বাসের সাইট বক্সের ভিতর তল্লাশী করিয়া বস্তাবন্দী একটি ককসিটে ১০ কেজি হরিণের মাংসসহ ২ জন আসামিকে হাতে নাতে ধৃত করা হয়। ১ নং আসামী আঃ ছালাম (আনুঃ ৪০), পিতা-জোনাব আলী, সাং-কচুয়া, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট। ২ নং আসামী মোঃ জাকারিয়া (আনুঃ ২৫), পিতা-মোঃ বারেক, সাং-সন্নাসী ছোট পুরি, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট। বন মামলা প্রক্রিয়াধীন। আসামীদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।
©️আসাদ জামান ভাই