Talukder Tours & Travels

Talukder Tours & Travels Talukder Tours & Travels
(•Hajj •Omrah•Air Ticket •Visa)
We care because its a prayer to se

হজ ও ওমরাহ্‌: আত্মশুদ্ধির অপূর্ব আহ্বানইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হলো হজ। এটি একটি ফরজ ইবাদত, যা সামর্থ্যবান মুসলিমদের...
23/04/2025

হজ ও ওমরাহ্‌: আত্মশুদ্ধির অপূর্ব আহ্বান

ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হলো হজ। এটি একটি ফরজ ইবাদত, যা সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে একবার পালন করা আবশ্যক। অপরদিকে, ওমরাহ্‌ হলো একটি নফল ইবাদত, তবে তা আল্লাহর ঘরে উপস্থিত হয়ে এক অনন্য আত্মিক ও মানসিক প্রশান্তি লাভের সুযোগ এনে দেয়।

হজ ও ওমরাহ্‌ মুসলিম জীবনের গভীর আত্মিক দিকগুলোর প্রতিফলন। এই সফরের মাধ্যমে একজন মুসলিম তার পাপের বোঝা হালকা করতে পারে, অন্তরকে পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।

রাসুল (সা.) বলেছেন:
“এক ওমরাহ থেকে আরেক ওমরাহ — এই দুইয়ের মাঝে যেসব গুনাহ হয়, তা মোচন করে দেয়। আর হজ্বে মাবরূর-এর প্রতিদান শুধুমাত্র জান্নাত।” (সহীহ বুখারী ও মুসলিম)

আজই প্রস্তুতি নিন পবিত্র হজ ও ওমরাহ্‌ পালনের জন্য।

হজ ও ওমরাহ: আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টির পথইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ন...
21/04/2025

হজ ও ওমরাহ: আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টির পথ

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মশুদ্ধি, আত্মত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণের এক অনন্য নিদর্শন। হজ পালন করা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য জীবনে একবার ফরজ, যা তাকে আধ্যাত্মিকভাবে নতুন করে জন্ম দেয়।

হজের গুরুত্ব ও ফজিলত: রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করে এবং অশ্লীলতা ও গুনাহ থেকে দূরে থাকে, সে যেন গুনাহমুক্ত হয়ে ফিরে আসে, যেমন নবজাতক শিশু।” (বুখারী ও মুসলিম)

হজ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য এবং একতা গড়ে তোলে। লাখো মানুষ একসাথে একই পোশাকে, একই নিয়মে, একই স্থানে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়—এ এক অনন্য দৃশ্য।

ওমরাহ: ছোট্ট সফর, বড় ফজিলত ওমরাহ হজের মত ফরজ নয়, তবে এটি একটি মহান সুন্নত ইবাদত। ওমরাহ পালনের মাধ্যমে পাপ মোচন হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয়। হাদীসে এসেছে, “এক ওমরাহ থেকে আরেক ওমরাহ—এই দুইয়ের মাঝে যেসব গুনাহ হয়, তা মোচন করে দেয়।” (সহীহ বুখারী)

হজ ও ওমরাহ—কেন করবেন?

আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার একান্ত সুযোগ

গুনাহ মাফের এক বিরল সুযোগ

আত্মার প্রশান্তি ও হৃদয়ের পরিশুদ্ধি

দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি

ইহকাল ও পরকালের সাফল্যের নিশ্চয়তা

উপসংহার: হজ ও ওমরাহ আমাদের জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত। এটি শুধু সফর নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক পরিপূর্ণ যাত্রা। আল্লাহ আমাদের সবাইকে হজ ও ওমরাহর তাওফিক দান করুন। আমিন।

বিভিন্ন সময়ে নিজে নিজে ওমরাহ করার ব্যাপারে বিভিন্ন পোষ্ট ভাইরাল হয়, শুধু টিকিট ভিসা করে একা চলে যেতে উৎসাহ দেয়া হয়। এতে ...
14/03/2024

বিভিন্ন সময়ে নিজে নিজে ওমরাহ করার ব্যাপারে বিভিন্ন পোষ্ট ভাইরাল হয়, শুধু টিকিট ভিসা করে একা চলে যেতে উৎসাহ দেয়া হয়। এতে নাকি কম খরচে উমরাহ করা যাবে।

একটা জিনিস বুঝতে হবে, এজেন্সি আপনার খরচ বাড়ায় না, বরং কমায়, কিভাবে?

১-এজেন্সি এয়ারলাইন্স থেকে গ্রুপ টিকিট নেয়, গ্রুপ টিকিট নরমাল টিকিট থেকে বেশ কিছুটা কমে পাওয়া যায়।

২- এজেন্সি জেদ্দা-মক্কা-মদিনা ট্রান্সপোর্ট এর জন্য বাস ইউজ করে, যাতে ট্রান্সপোর্ট খরচ অনেক কমে আসে, নিজেরা একা গেলে তিন গুন ট্রান্সপোর্ট কস্ট আসবে।

৩- এজেন্সি আপনার জন্য শেয়ারিং রুমের ব্যবস্থা করবে আপনার হোটেল খরচ কমাতে, চার থেকে পাচ জন এক রুম শেয়ার করবে পুরুষ মহিলা আলাদা। এভাবে হোটেল খরচ অনেক কম আসে একা হোটেল নেয়ার চেয়ে।

ওমরাহে গিয়ে এর ওর বাসায় থাকা বা পারমানেন্ট মসজিদে থাকা কোনো বাস্তববাদী চিন্তা না, যারা এতেকাফের চিন্তা করে হোটেল ছাড়া প্যাকেজে যায় তাদের ৯০% দুই দিনের মাথায় তিন গুন দাম দিয়ে রুম বুক করে।

৪- এজেন্সি খাবারের ব্যাবস্থা করে ক্যাটারিং থেকে। নিজেরা হোটেল থেকে কিনে খাওয়ার চেয়ে খরচ কম আসে, হ্যা যদি দিনে এক বেলা খাবার নিয়ত থাকে তাহলে নিজেরা খেলে কমে খাওয়া সম্ভব। কিন্তু ওখানে প্রচুর হাটার উপর থাকতে হয় তাই আসলে কম খাওয়ার চিন্তা এখানে বসে করলেও ওখানে গিয়ে কষ্টকর হয়ে যায়।

৫- যারা প্রথম যাচ্ছেন তাদের জন্য সাথে গাইড থাকা খুব জরুরী। বিশেষ করে যদি সচরাচর বিদেশ ভ্রমনের অভিজ্ঞতা না থাকে, তাহলে প্রথমবারই একা গেলে ভোগান্তির সীমা থাকবেনা। অন্য দেশে আনন্দ ভ্রমনে যাওয়া আর যেখানে লাখ লাখ লোক প্রতিদিন একটা নির্দিষ্ট ইবাদতের জন্য যাচ্ছে সেখানে সফর করা এক কথা না।

৬- এজেন্সি অবশ্যই প্রফিট রাখে, কিন্তু সেটা জনপ্রতি ৩-৫ হাজারের বেশী খুব সাধারনত হয় না। যে এজেন্সিই হোক। গ্রুপে যাওয়ার কারনে এই প্রফিটের চেয়ে অনেক বেশী টাকা আপনার সেভ হয়।

যাদের বহুবার যাওয়ার অভিজ্ঞতা আছে তারা আমার কথাগুলোর বাস্তবতা আশা করি অবশ্যই বুঝবেন। তাই টিকিট ভিসা করে একা চলে যাওয়া - এসব পোষ্টে বিভ্রান্ত হবেন না। এতে শেষে গিয়ে আপনার খরচ এবং ভোগান্তি দুইই অনেক বেশী হবে।

আল্লাহ আমাদের জন্য সহজ করুন।

📣ওমরাহ যাত্রীদের পবিত্র স্থানগুলি পরিদর্শন করার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছে সৌদি সাধারণ নিরাপত্তা কর্তৃপক্ষ। গতকাল ১৪ ...
15/08/2023

📣ওমরাহ যাত্রীদের পবিত্র স্থানগুলি পরিদর্শন করার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছে সৌদি সাধারণ নিরাপত্তা কর্তৃপক্ষ।

গতকাল ১৪ আগস্ট (সোমবার) সৌদি সাধারণ নিরাপত্তা কর্তৃপক্ষ একটি টুইটার পোস্টের মাধ্যমে জানিয়েছে, ওমরাহ যাত্রীদের পবিত্র স্থানগুলির পরিদর্শন করার সময় বিশেষ করে মসজিদ আল 🕋হারাম এবং মসজিদে 🕌নববী এবং তাদের আঙ্গিনায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

আলহামদুলিল্লাহ, নিজস্ব ব্যবস্থাপনায় করা ১৪৪৫ হিজরী সনের  প্রথম ওমরা ভিসা।হজ ও ওমরা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযো...
10/08/2023

আলহামদুলিল্লাহ, নিজস্ব ব্যবস্থাপনায় করা ১৪৪৫ হিজরী সনের প্রথম ওমরা ভিসা।

হজ ও ওমরা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন -

তালুকদার ট্যুরস এন্ড ট্রাভেলস
০১৭১৯০১৫৮৫৮

Address

House#E-32, Road#29 Nirala R/A
Khulna
9100

Telephone

+8801719015858

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talukder Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Talukder Tours & Travels:

Share