
23/04/2025
হজ ও ওমরাহ্: আত্মশুদ্ধির অপূর্ব আহ্বান
ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হলো হজ। এটি একটি ফরজ ইবাদত, যা সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে একবার পালন করা আবশ্যক। অপরদিকে, ওমরাহ্ হলো একটি নফল ইবাদত, তবে তা আল্লাহর ঘরে উপস্থিত হয়ে এক অনন্য আত্মিক ও মানসিক প্রশান্তি লাভের সুযোগ এনে দেয়।
হজ ও ওমরাহ্ মুসলিম জীবনের গভীর আত্মিক দিকগুলোর প্রতিফলন। এই সফরের মাধ্যমে একজন মুসলিম তার পাপের বোঝা হালকা করতে পারে, অন্তরকে পরিশুদ্ধ করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।
রাসুল (সা.) বলেছেন:
“এক ওমরাহ থেকে আরেক ওমরাহ — এই দুইয়ের মাঝে যেসব গুনাহ হয়, তা মোচন করে দেয়। আর হজ্বে মাবরূর-এর প্রতিদান শুধুমাত্র জান্নাত।” (সহীহ বুখারী ও মুসলিম)
আজই প্রস্তুতি নিন পবিত্র হজ ও ওমরাহ্ পালনের জন্য।