15/10/2024
#সুন্দরবন_ভ্রমন 🌳🐯🦅🐅🦌🌊
#এমভি_জিলান 🚤🛥⛴
#দি_রেইনবো_ট্যুরস 🍽⛵
🐯ডিসকভার দি ম্যাজিক্যাল সুন্দরবন 😍
বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন...
হটলাইন :- +8801941776163
+8801711112302
🐯সুন্দরবন
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবিস্থত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত। ঢাকার দক্ষিণ-পশ্চিম ৩২০ কিলোমিটার অবস্থিত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখন্ড বনভূমি। ১০,০০০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৮৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখন্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে “সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান" নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। মোট বনভূমির ৩১.১ শতাংশ অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। ১৯৯২ সালের ২১ শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্রের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী ৭৩%, গেওয়া গরান এবং কেওড়া। ১৯০৩ সালে প্রকাশিত প্লেইন এর হিসেব মতে সর্বমোট ২৪৫টি শ্রেণি এবং ৩৩৪টি প্রজাতির উদ্ভদ রয়েছে সেখানে। সুন্দরবনের বাস্তুসংস্থান মৌলিক প্রকৃতির এবং যা বন্য প্রাণীর বিশাল আবাসস্থল। বন্য প্রাণীর সংখ্যা এবং এর লালনক্ষেত্রের উপর মানুষের সম্পদ সংগ্রহ ও বন ব্যবস্থাপনার প্রভাব অনেক। কচ্ছপ (কেটো কচ্ছপ), সুন্দি কাছিম এবং ধুম তরুণাস্থি কাছিম, গিরগিটি ও বড় গুইসাপ, অজগর এবং রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম।
🌳🐯 সুন্দরবনে_যা_দেখার_আছে :-
বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। এখানে ৪০৩টি পাখি, ১২০টি মাছ, ৪২টি স্তন্যপায়ী, ৩৫টি সীসৃপ এবং ৮টি উভচর প্রজ়াতিসহ টি বন্যজীবনের বাসস্থান সরবরাহ করে ১০৬ বাঘ ও ১০০০০০ থেকে ১৫০০০০ চিত্রা হরিণ রয়েছে। সুন্দরবন এলাকায় শিরদাঁড়ওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির। সাইডেনস্টিকার ও হাই-এর (পরিপ্রেক্ষিত ১৯৭৮) মতে, এর মধ্যে বাণিজ্যিক মাছ ১২০ প্রজাতির; অবশ্য বার্নাকসেকের মতে (২০০০) বাণিজ্যিক মাছ ৮৪ প্রজাতির, কাঁকড়া-চিংড়ি ১২ প্রজাতির ও ৯ প্রজাতির শামুক রয়েছে।
(৩ দিন ও ২রাত খুলনা-সুন্দরবন-খুলনা)
🌳হাড়বাড়িয়া🐅
🌳কটকা অফিস পাড়🐅
🌳কটকা ওয়াচ টাওয়ার🐅
🌳জামতলা সী-বীচ🌊
🌳কটকা খাল🐅
🌳হিরনপয়েন্ট / নিলকমল🐅
🌳কেওড়া সুটকি🐅
🌳দুবলারচর,আলোর কোল সুটকিপল্লী🐅
🌳করমজল🐅
🌳🐯আমাদের_ট্যুর_সম্পর্কে :-
আমরা আমাদের নিজস্ব বিলাসবহুল ক্রুজ শিপ এমভি_জিলান এ অতিথিদের সুন্দরবন জঙ্গলের ভেতরকার সবথেকে জনপ্রিয় যায়গা গুলিতে নিয়ে থাকি, যেমন: বন্যপ্রাণী অভয়ারণ্য, ওয়াচ টাওয়ার, গহীন জঙ্গলের ভেতর দিয়ে বিচরণ ও গহীন জঙ্গল পেরিয়ে সমুদ্র সৈকত ভ্রমণ ইত্যাদি। এছাড়াও থাকছে সমুদ্র সৈকতে সানবাথ করা, ফুটবল খেলা এবং ঘরোয়া খেলার ভেতর লঞ্চে থাকছে তাস, দাবা, লুডো, কেরাম ও হাউজি।
☎️মোবাইল: +8801941776163
+8801711112302
https://www.facebook.com/therainbowtours/
🏠আমাদের_অফিস :- ৪২, গোবরচাকা মেইন রোড, সোনাডাঙ্গা , খুলনা।
#সুন্দরবন
#রয়েলবেঙ্গলটাইগার #ট্যুর #কটকা #কচিখালি #দুবলারচর