28/11/2024
🐅 সুন্দরবন ভ্রমণ 🐒
🛑(খুলনা -সুন্দরবন -খুলনা)
ভ্রমনের সমঃ০৬/০৭/০৮ ডিসেম্বর।
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য।
১) নৌ বিহার।
২) ওয়াইল্ড লাইফ।
৩) সাগর।
৪)বিশাল বনাঞ্চল।
বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া, আপনি এখানে সেই সুযোগ পাচ্ছেন সাথে বোনাস হিসাবে পাচ্ছেন বিশাল বনাঞ্চল,ওয়াইল্ড লাইফ, সুমুদ্র । সেই সুযোগে খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ও দেখার সম্ভবনা খুব বেশী।
এই সময় সুমুদ্রকে পাবেন খুব কাছ থেকে উপভোগ করার সুযোগ।
আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে
বার- বি- কিউ নাইট।
আরও সাথে থাকছে অভিজ্ঞ গাইড।
🐊 সুন্দরবনে আমরা নিচের স্থান গুলো পরিদর্শন করব।
🐅♦️ হারবাড়িয়া/আন্দার মানিক
🐅♦️কটকা জামতলা সী বিচ।
🐅♦️কটকা অফিস।
🐅♦️কটকা ওয়াচ টাওয়ার।
🐅♦️টাইগার পয়েন্ট।
🐅♦️হিরন পয়েন্ট।
🐅♦️দুবলার চর।
🐅♦️করমজল।
★১ম দিন :
নির্ধারিত দিনে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ৭ টার মধ্যে আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে। জাহাজে করে মংলা পোর্টে যাওয়ার পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিসে পৌছাবো। বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩:৩০- ৪ টার মধ্যে আন্দার মানিক
পৌছাব যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছাবে এবং রাতে জাহাজ কটকায় অবস্থান করবে।
★★২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। এরপর ওয়াচ টাওয়ার ঘুরে যাব জামতলা সী বীচ এর উদ্দেশ্যে এবং সেখান থেকে শিপে ফিরে ব্রেকফাস্ট করে কটকা অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিণ দেখা যাবে তারপর শিপে ফিরে এসে রওনা দিবো হিরণ পয়েন্ট এর উদ্দেশ্যে।(হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে যদি সাগরে জোয়ার থাকে তাহলেই শুধুমাত্র আমরা হিরণ পয়েন্ট যেতে পারব,ভাটার সময় হিরণ পয়েন্টের খালে ঢোকা যায় না)। দুপুরের খাবার শেষে হিরন পয়েন্ট নামবো। হিরণ পয়েন্ট ঘুরে এসে আমরা দুবলার উদ্দেশ্যে রওনা দেব। ৪০ থেকে ৪৫ মিনিট পর আমরা দুবলা শুটকি পল্লীতে পৌঁছে যাব। দুবলা শুটকি পল্লী ঘুরে আমরা লঞ্চে এ ফিরে আসবো।
★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর সহ হরিন ও কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে।আনুমানিক বিকাল ৫/৬ টা নাগাদ খুলনায় অবস্হান করব এবং রাতের বাসে/ ট্রেনে করে যে যার বাসা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব।
বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।
★নিরাপত্তা: নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে সসস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা থাকে।
★ খাবার: প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ ৫ বেলা ডবল মেনুর খাবার এবং পর্যাপ্ত চা/কফির ব্যাবস্থা থাকবে।
★প্যাকেজে যা থাকবে নাঃ
★ ব্যক্তিগত কোন ঔষধ।
★ সফট বা হার্ড ড্রিংস্।
★ক্যামেরা বা ভিডিও ক্যামেরা।
📶 সুন্দরবনে কোন সিম অপারেটর কাজ করে না একমাত্র টেলিটক ছাড়া।
বিদ্রঃ কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্যুরের ব্যাঘাত ঘটলে কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবে না।
🦍আমাদের কাছে পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী গ্রুপ ও প্যাকেজ ট্যুরের সুবিধা।
Contact with us~
Best deals:Perfect Deal Tours Khulna, Perfect Deal Tours
Our Office:(3rd resident) Sonadanga,Khulna.
Number:01950792822(khulna office)
01924876762
01712076258(Whats App)
Email:[email protected]