
21/04/2025
বাজিতপুর রেলস্টেশনের যাত্রীগণ স্মার্ট চোর সাহাবুদ্দিন থেকে সাবধান...
নাম সাহাবুদ্দিন। গ্রাম-পীরপুর তাতারকান্দা। সাত সকালে ভদ্রলোক সেজে বাজিতপুর (ভাগলপুর) রেল স্টেশনে চলে আসেন। হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, মুখে মাক্স পরে প্রতিদিন সকালে পরিপাটি হয়ে আসেন এই স্মার্ট চোর। সরল মানুষদের কাছে একেক সময় একেক পরিচয়ে নিজেকে জাহির করেন। কখনো বলেন আমি রেলের লোক, কখনো বলেন আমি ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের স্টাফ আবার কখনো বলেন আমি পুলিশের লোক। স্টেশনের অনেকের অভিযোগ ভাগলপুর টু ভৈরব রোডে ট্রেনে যত চুরির ঘটনা ঘটে এগুলো সাথে সে জড়িত।
অভিনব প্রতারকের তিনটি ঘটনা ও ছবি/ভিডিও এখানে উল্লেখ করছি।
১। ২০১৭ সালের জুন মাসে বাজিতপুর টু কুলিয়ারচর যাওয়ার পথে ভাগলপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ইকরা সুজের ম্যানেজারের মোবাইল ফোন চুরি করতে গিয়ে জনতার হাতে পাকরাও হন (লাল শার্ট পরিহিত ছবি)।
২। ২০২৩ সালের ১ মে মাসের নিজেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের স্টাফ পরিচয় দিয়ে এক মহিলার ব্যাগ ও মোবাইল ফোন চুরি ঘটনায় আটক হন। পরে তাকে চোর ছিনতাইকারী লিখিত কাগজ হাতে ধরিয়ে ছবি উঠিয়ে রাখা হয়।
৩। ১৯ এপ্রিল ২০২৫ সকালে এক মহিলা তাকে পাকরাও করে। অভিযোগ সে নিজেকে রেলের পরিচয় দিয়ে উক্ত মহিলার কাছ থেকে টিকিট দেবার কথা টাকা নিয়ে সটকে পড়েন। এক সপ্তাহ পর উক্ত মহিলা তাকে চিনে ফেলেন। পরে জনতার তোপের মুখে উক্ত মহিলার টাকা ফেরত দিতে দ্রুত স্থান ত্যাগ করেন।