বাজিতপুর আমাদের এলাকা

বাজিতপুর আমাদের এলাকা আমরা বাজিতপুরকে ভালো বাসী গ্রাম-বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না মন চাই ।
আসুন আমরা সবাই মিলে বাংলার গান গাই।

বাজিতপুর রেলস্টেশনের যাত্রীগণ স্মার্ট চোর সাহাবুদ্দিন থেকে সাবধান...নাম সাহাবুদ্দিন। গ্রাম-পীরপুর তাতারকান্দা।  সাত সকাল...
21/04/2025

বাজিতপুর রেলস্টেশনের যাত্রীগণ স্মার্ট চোর সাহাবুদ্দিন থেকে সাবধান...

নাম সাহাবুদ্দিন। গ্রাম-পীরপুর তাতারকান্দা। সাত সকালে ভদ্রলোক সেজে বাজিতপুর (ভাগলপুর) রেল স্টেশনে চলে আসেন। হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, মুখে মাক্স পরে প্রতিদিন সকালে পরিপাটি হয়ে আসেন এই স্মার্ট চোর। সরল মানুষদের কাছে একেক সময় একেক পরিচয়ে নিজেকে জাহির করেন। কখনো বলেন আমি রেলের লোক, কখনো বলেন আমি ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের স্টাফ আবার কখনো বলেন আমি পুলিশের লোক। স্টেশনের অনেকের অভিযোগ ভাগলপুর টু ভৈরব রোডে ট্রেনে যত চুরির ঘটনা ঘটে এগুলো সাথে সে জড়িত।
অভিনব প্রতারকের তিনটি ঘটনা ও ছবি/ভিডিও এখানে উল্লেখ করছি।
১। ২০১৭ সালের জুন মাসে বাজিতপুর টু কুলিয়ারচর যাওয়ার পথে ভাগলপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ইকরা সুজের ম্যানেজারের মোবাইল ফোন চুরি করতে গিয়ে জনতার হাতে পাকরাও হন (লাল শার্ট পরিহিত ছবি)।
২। ২০২৩ সালের ১ মে মাসের নিজেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের স্টাফ পরিচয় দিয়ে এক মহিলার ব্যাগ ও মোবাইল ফোন চুরি ঘটনায় আটক হন। পরে তাকে চোর ছিনতাইকারী লিখিত কাগজ হাতে ধরিয়ে ছবি উঠিয়ে রাখা হয়।
৩। ১৯ এপ্রিল ২০২৫ সকালে এক মহিলা তাকে পাকরাও করে। অভিযোগ সে নিজেকে রেলের পরিচয় দিয়ে উক্ত মহিলার কাছ থেকে টিকিট দেবার কথা টাকা নিয়ে সটকে পড়েন। এক সপ্তাহ পর উক্ত মহিলা তাকে চিনে ফেলেন। পরে জনতার তোপের মুখে উক্ত মহিলার টাকা ফেরত দিতে দ্রুত স্থান ত্যাগ করেন।

বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ...
16/04/2025

বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৭৬ জন আর মহিলা ৫ হাজার ৪০৮ জন।

বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫...

23/03/2025
বাজিতপুর আমাদের এলাকা
14/02/2025

বাজিতপুর আমাদের এলাকা

লিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’-এ এখন দিনেও বিরাজ করে শিয়াল-কুকুর। শতকোটি...
17/11/2024

লিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশিদের ‘প্রেসিডেন্ট রিসোর্ট’-এ এখন দিনেও বিরাজ করে শিয়াল-কুকুর। শতকোটি টাকার রিসোর্ট এখন অন্ধকারে। নেই আলোকসজ্জা, দামি গাড়ির বহর। নামে না হেলিকপ্টারও।

বছর যেতে না যেতেই খানাখন্দে পরিণত হয়েছে সরারচর টু ভাগলপুর রাস্তা!
10/10/2024

বছর যেতে না যেতেই খানাখন্দে পরিণত হয়েছে সরারচর টু ভাগলপুর রাস্তা!

Address

Kishorganj
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when বাজিতপুর আমাদের এলাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাজিতপুর আমাদের এলাকা:

Share

মসলিন কাপড়ের জন্য বিশ্ব বিখ্যাত বাজিতপুর উপজেলা

বৃটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত বাজিতপুর বর্তমানে কিশোরগঞ্জ জেলার মধ্যঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপুর্ণ উপজেলা। শিল্পপতি মরহুম জহুরুল ইসলাম বাজিতপুরে বিভিন্ন উন্নায়ন মুলক কর্মকান্ডের দ্বারা বাজিতপুর আজ বাংলাদেশে একটি পরিচিত নাম। দেশের সর্ব বৃহৎ বেসরকারী জহুরুল ইসলাম মেডিকেল কলেজ দেশ বিদেশে পরিচিত। বাজিতপুরের নামের সাথে জরিয়ে আছে তৎকালীন পুর্ব পাকিস্হানের গর্ভণর আব্দুল মোনায়েম খানের নাম, তিনি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের উন্নায়নের দাবীদার, মহান স্বাধীনতা যুদ্ধে আব্দুল মোনায়েম খান পশ্চিম পাকিস্থানের পক্ষ নেয়ায় বর্তমানে তিনি সমালোচিত ব্যাক্তি। বৃটিশ আমলে বাজিতপুর একটি গুরুত্বপুর্ণ জনপদ হওয়ায় এখানে গড়ে উঠেছিল বিমান বন্দর, দেওয়ানী আদালত ও উপ কারাগার। শুধু তাই নয়, মহকুমা গঠনের লক্ষ্যে ১০০ একর ভুমি অধিগ্রহনও করা হয়েছিল, যা এখনোও বিদ্যমান।