02/04/2025
𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐂𝐚𝐫𝐝 𝐕𝐢𝐬𝐚
---Opportunity Card Visa জার্মান সরকার কর্তৃক অ-ইউরোপীয় (Non-European) দের জন্য এক নতুন চাকরী খোঁজার (Job Seeking) ভিসা। এটি কোন জব ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নয়।
---এই ভিসাতে জার্মানিতে গিয়ে ১ বছর অবস্থান করা যাবে এবং চাকরী খোঁজা (Search) যাবে।
---চাকরী খোঁজাকালীন সময়ে সপ্তাহে ২০ ঘন্টা কাজ-ও করা যাবে।
---এই ১ বছরের মধ্যে পূর্ণকালীন (Full Time) কোন কাজ পেলে Opportunity Card Visa কে ওয়ার্ক পারমিট এ রূপান্তর (Convert) করা যাবে। ১ বছরের মধ্যে কাজ না পেলে আরো ১ বছরের জন্য এই ভিসা নবায়ন (Renew) করা যাবে। এরপর-ও যদি আপনি পূর্ণকালীন (Full Time) কোন কাজ না পান, তাহলে আপনাকে জার্মানি ত্যাগ করতে (Leave) হবে।
--- Opportunity Card Visa তে ১ বছর সময়কালিন নিজের থাকা খাওয়ার সামর্থ্য (Ability) প্রমাণ করার জন্য জার্মানির কোন ব্যাঙ্কের ব্লক একাউন্টে ১২,৩০০ ইউরো (প্রায় ১৭.৫ লক্ষ টাকা) পাঠাতে হবে। জার্মানিতে যাওয়ার পর এই অর্থ মাসে মাসে (প্রতি মাসে ১০২৭ ইউরো করে) উত্তোলন করা যাবে। Opportunity Card Visa আবেদনের একদম শুরুতে ব্লক একাউন্টে টাকা রেখে ব্লক একাউন্টের স্টেটমেন্ট সাবমিট করতে হবে। ভিসা না হলে এই টাকা (১২,৩০০ ইউরো) রিফান্ড নেওয়া যাবে।
---যদি জার্মানিতে আপনার পরিচিত কেউ থাকে, তাহলে উনি যদি আপনার জার্মানিতে Living Cost বহন করবেন, এই মর্মে নির্ধারিত Financial Declaration সরবরাহ (Provide) করেন, তাহলে আর ১২৩০০ ইউরো পাঠাতে হবে না, সেক্ষেত্রে জার্মানিতে তার মাসিক আয় ২৫০০ ইউরোর মত হতে হবে।
---Opportunity Card Visa থাকা অবস্থায় স্পাউস (Spouse) বা বাচ্চা নেওয়া যাবে না। তবে পূর্ণকালীন (Full Time) কোন কাজ পেলে Opportunity Card Visa কে ওয়ার্ক পারমিট এ রূপান্তর (Convert) করার পর স্পাউস (Spouse) এবং বাচ্চাদের নেওয়া যাবে।
---স্পাউস (Spouse) যদি Opportunity Card Visa তে জার্মানি যেতে চান, তাহলে তাকেও ১২,৩০০ ইউরো ব্লক একাউন্টে রেখে আলাদা করে এপ্লাই করতে হবে। সেক্ষত্রে বাচ্চারা বাবা মায়ের সাথে স্বয়ংক্রিয়ভাবে জার্মানিতে যেতে পারবে।
---Opportunity Card Visa তে জার্মানিতে থাকাকালীন সময়ে যদি আপনি জার্মানির কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান তাহলে আপনি Opportunity Card Visa কে Study Permit এ রূপান্তর (Convert) করতে পারবেন।
𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐬
---যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
---ব্যাচেলরের পর ১ / ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
---বয়সঃ যে কোন
---ভাষা পারঙ্গমতা (Language Proficiency): প্রয়োজন নেই। তবে যেহেতু জার্মান এম্ব্যসিতে ভিসা ইন্টারভিউ হবে, তাই ইংরেজিতে কথোপকথনে যথেষ্ঠ পরিমাণ পারঙ্গম (Proficient) না হলে ভিসা প্রত্যাখ্যাত (Refused) হওয়ার সম্ভাবনা থেকে যায়।
𝐍𝐞𝐜𝐞𝐬𝐬𝐚𝐫𝐲 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬
---পাসপোর্ট
---যেকোন স্বীকৃত (Recognized) বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
---চাকরির সনদ
---বিবাহের সনদ (Marriage Certificate)
---ইনস্যুরেন্স
𝐅𝐫𝐞𝐪𝐮𝐞𝐧𝐭𝐥𝐲 𝐀𝐬𝐤𝐞𝐝 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬
---এম্ব্যাসিতে ইন্টারভিউ কবে হতে পারে ?
উত্তরঃ জার্মান এম্ব্যসিতে স্টুডেন্ট ভিসার এপয়েন্টমেন্ট পেতে ১.৫ বছরের বেশি সময় লাগলেও ওয়ার্ক পারমিট ভিসা, স্পাউস ভিসা এপয়েন্টমেন্ট পেতে ২-৩ মাস সময় লাগে। সুতরাং Opportunity Card Visa আবেদনের ২-৩ মাসের মধ্যে আপনি ইন্টারভিউ কল পেতে পারেন।
--- Opportunity Card Visa আবেদনের ডেডলাইন কবে ?
উত্তরঃ Opportunity Card Visa আবেদনের কোন ডেডলাইন এখন পর্যন্ত ঘোষণা করা হয় নি।
---আমি শুনেছি Opportunity Card Visa আবেদনের জন্য জার্মান/ইংলিশ ভাষায় পারঙ্গমতা (Language Proficiency) প্রয়োজন, এটা কি ঠিক ?
উত্তরঃ আপনার যদি ব্যাচেলর সার্টিফিকেট না থাকে তাহলে Opportunity Card Visa তে আবেদন করতে আপনার জার্মান অথবা / এবং ইংলিশ ভাষায় পারঙ্গমতা (Language Proficiency) প্রয়োজন। আর যদি আপনার ৪ বছরের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি থাকে, তাহলে আপনার German/English Language Proficiency দরকার নাই।
---আমার ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি নেই, কিন্তু ৬ মাস/১ বছর/২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আছে, আমি কি জার্মানিতে আবেদন করতে পারব ?
উত্তরঃ আপনার ৬ মাস/১ বছর/২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট যদি জার্মান সরকারের স্বীকৃত (Recognized) হয়, তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত বিষয়ের উপর মোট ৬ পয়েন্টস পেতে হবে---
Partial recognition of a foreign educational qualification
Qualification in a shortage occupation
Professional experience
Language skills
Age
Relation to Germany
Joint applications with your partner
আপনার ডিপ্লোমা/ভোকেশনাল সার্টিফিকেট জার্মান সরকারের স্বীকৃত কিনা তা জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: ABIRVAB AIR SERVICE Maddho Brahman Bazar (opposite
of old Pubali Bank),Kulaura,Moulvibazar.
𝐄𝐦𝐚𝐢𝐥-- [email protected]
Contract no-01714064735/01676112693