Abirvab Air Service

Abirvab Air Service Leading Travel Agent. Air Ticketing, Passport Issue, Work permit, Student Visa,Medical visa,Visit Visa, Hajj & Umrah, NID Correction, Land tax etc.
(1)

Location: Mid BrahmanBazar(Near Dhaka Dental Surgery)Kulaura, Moulovibazar. Cell: 01714064735
01676112693

04/05/2025

🌍✨ বুলগেরিয়া (Schengen country) ভিসার সুবর্ণ সুযোগ! ✨🌍

📢 যারা বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে ভিসা করতে ইচ্ছুক — যেমন মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার কিংবা আরবের যে কোন দেশ — তাদের জন্য দারুণ সুযোগ!

🔖 Visa Category: C (সিজনাল ওয়ার্কার)
🧳 পজিশন: ২০ জন
💼 ভিসা হবার পর টাকা পরিশোধ করতে হবে
🧳 ভিসার মেয়াদ: ৯০-১৮০দিন।

✅ শুধু পাসপোর্ট কপি জমা দিলেই হবে।
✅ অ্যাপয়েন্টমেন্ট এবং প্রসেসিং আমরা করে দেব।
✅ এম্বাসি ফি এবং টিকিট ভাড়ার টাকা যাত্রী বহন করবে।
✅ ইনশাআল্লাহ ২ মাসের মধ্যে ভিসা নিশ্চিত আশা করা যায়।

🚨 পাসপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ: ৭ মে ২০২৫

👉 আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা কল করুন এখনই!

📞01714064735, 01676-112693

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐇𝐮𝐧𝐠𝐚𝐫𝐲 𝐓𝐡𝐞 𝐒𝐦𝐚𝐫𝐭𝐞𝐬𝐭 𝐂𝐡𝐨𝐢𝐜𝐞 𝐟𝐨𝐫 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝐢 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬!📢 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐀𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭!Are you dreaming of pursuing higher...
17/04/2025

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐇𝐮𝐧𝐠𝐚𝐫𝐲
𝐓𝐡𝐞 𝐒𝐦𝐚𝐫𝐭𝐞𝐬𝐭 𝐂𝐡𝐨𝐢𝐜𝐞 𝐟𝐨𝐫 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡𝐢 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬!
📢 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐀𝐧𝐧𝐨𝐮𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭!
Are you dreaming of pursuing higher education in Europe ? But feeling stressed due to the Finland visa complications (especially the India visa transit issue)?
𝐇𝐮𝐧𝐠𝐚𝐫𝐲 – 𝐓𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 𝐀𝐥𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐯𝐞!
Here’s why Hungary is the perfect destination for you:
🔹 90% Visa Success Rate – Your dream of studying abroad is now closer than ever!
🔹 IELTS 5.5 is Enough – Unlike Finland where a minimum of 6.0 is required!
🔹 Direct Visa Application from Dhaka – No more hassle of Indian transit visa issues!
🔹 Affordable Tuition Fees & Cost of Living – Get European-quality education at a much lower cost!
🔹 Attractive Scholarships & Work Permit Opportunities – Study and earn at the same time!
🔹 Schengen Visa Advantage – Enjoy travel freedom across Europe!
💡 Make a smart move! Consider applying to Hungary today to avoid the complexities of Finland's visa process and confidently step into your future.
𝐀𝐟𝐟𝐨𝐫𝐝𝐚𝐛𝐥𝐞 𝐞𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐚𝐧𝐝 𝐫𝐢𝐜𝐡 𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞 𝐚𝐰𝐚𝐢𝐭—𝐚𝐩𝐩𝐥𝐲 𝐧𝐨𝐰!

𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐈𝐭𝐚𝐥𝐲
𝐄𝐦𝐛𝐚𝐫𝐤 𝐨𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐢𝐧 𝐄𝐮𝐫𝐨𝐩𝐞’𝐬 𝐇𝐮𝐛 𝐨𝐟 𝐀𝐫𝐭, 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞, 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧!
𝐖𝐡𝐲 𝐈𝐭𝐚𝐥𝐲?
* Need Based Scholarships Available for all
* Part-Time Job Opportunities
* Fast Track to PR
* Visa Probability: 40%-50 % (based on recent visa issuance result)
* Study Gap Accepted
𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬:
* 𝐁𝐚𝐜𝐡𝐞𝐥𝐨𝐫’𝐬: GPA 4.0, IELTS 5.5
* 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫’𝐬: Bachelor CGPA 3.3, IELTS 6.0 or MOI
* 5 Years Study Gap Accepted
* 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞𝐬: 500-1000 Euro/year.
* 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐃𝐞𝐚𝐝𝐥𝐢𝐧𝐞: May 31, 2025
📞 Contact us today – Take the first step toward building your brighter future! 🚀

𝐂𝐨𝐧𝐭𝐚𝐜𝐭--
𝐄𝐦𝐚𝐢𝐥: [email protected]
𝐂𝐞𝐥𝐥𝐮𝐥𝐚𝐫: 01714064735, 01676112693
𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬:
Arafat Market, Ground Floor, Mid BrahmanBazar (Near Dhaka Dental Surgery) Kulaura, Moulovibazar.


সুখবর সুখবর...রোমেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা কার্যক্রম চালু হয়েছে।ভিসার জন্য এখন আর ইন্ডিয়া যেতে হবেনা, বাংলাদেশ থেকেই সম...
16/04/2025

সুখবর সুখবর...
রোমেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা কার্যক্রম চালু হয়েছে।
ভিসার জন্য এখন আর ইন্ডিয়া যেতে হবেনা, বাংলাদেশ থেকেই সম্পূর্ণ ভিসা প্রসেসিং করা যাচ্ছে।
দেরি না করে আজই যোগাযোগ করুন।

আবির্ভাব এয়ার সার্ভিস
ব্রাম্মণবাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
মোবাইলঃ 01714064735, 01676112693, 01712861982


02/04/2025

𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲 𝐂𝐚𝐫𝐝 𝐕𝐢𝐬𝐚

---Opportunity Card Visa জার্মান সরকার কর্তৃক অ-ইউরোপীয় (Non-European) দের জন্য এক নতুন চাকরী খোঁজার (Job Seeking) ভিসা। এটি কোন জব ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নয়।

---এই ভিসাতে জার্মানিতে গিয়ে ১ বছর অবস্থান করা যাবে এবং চাকরী খোঁজা (Search) যাবে।

---চাকরী খোঁজাকালীন সময়ে সপ্তাহে ২০ ঘন্টা কাজ-ও করা যাবে।

---এই ১ বছরের মধ্যে পূর্ণকালীন (Full Time) কোন কাজ পেলে Opportunity Card Visa কে ওয়ার্ক পারমিট এ রূপান্তর (Convert) করা যাবে। ১ বছরের মধ্যে কাজ না পেলে আরো ১ বছরের জন্য এই ভিসা নবায়ন (Renew) করা যাবে। এরপর-ও যদি আপনি পূর্ণকালীন (Full Time) কোন কাজ না পান, তাহলে আপনাকে জার্মানি ত্যাগ করতে (Leave) হবে।

--- Opportunity Card Visa তে ১ বছর সময়কালিন নিজের থাকা খাওয়ার সামর্থ্য (Ability) প্রমাণ করার জন্য জার্মানির কোন ব্যাঙ্কের ব্লক একাউন্টে ১২,৩০০ ইউরো (প্রায় ১৭.৫ লক্ষ টাকা) পাঠাতে হবে। জার্মানিতে যাওয়ার পর এই অর্থ মাসে মাসে (প্রতি মাসে ১০২৭ ইউরো করে) উত্তোলন করা যাবে। Opportunity Card Visa আবেদনের একদম শুরুতে ব্লক একাউন্টে টাকা রেখে ব্লক একাউন্টের স্টেটমেন্ট সাবমিট করতে হবে। ভিসা না হলে এই টাকা (১২,৩০০ ইউরো) রিফান্ড নেওয়া যাবে।

---যদি জার্মানিতে আপনার পরিচিত কেউ থাকে, তাহলে উনি যদি আপনার জার্মানিতে Living Cost বহন করবেন, এই মর্মে নির্ধারিত Financial Declaration সরবরাহ (Provide) করেন, তাহলে আর ১২৩০০ ইউরো পাঠাতে হবে না, সেক্ষেত্রে জার্মানিতে তার মাসিক আয় ২৫০০ ইউরোর মত হতে হবে।

---Opportunity Card Visa থাকা অবস্থায় স্পাউস (Spouse) বা বাচ্চা নেওয়া যাবে না। তবে পূর্ণকালীন (Full Time) কোন কাজ পেলে Opportunity Card Visa কে ওয়ার্ক পারমিট এ রূপান্তর (Convert) করার পর স্পাউস (Spouse) এবং বাচ্চাদের নেওয়া যাবে।

---স্পাউস (Spouse) যদি Opportunity Card Visa তে জার্মানি যেতে চান, তাহলে তাকেও ১২,৩০০ ইউরো ব্লক একাউন্টে রেখে আলাদা করে এপ্লাই করতে হবে। সেক্ষত্রে বাচ্চারা বাবা মায়ের সাথে স্বয়ংক্রিয়ভাবে জার্মানিতে যেতে পারবে।

---Opportunity Card Visa তে জার্মানিতে থাকাকালীন সময়ে যদি আপনি জার্মানির কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান তাহলে আপনি Opportunity Card Visa কে Study Permit এ রূপান্তর (Convert) করতে পারবেন।


𝐐𝐮𝐚𝐥𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐬
---যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
---ব্যাচেলরের পর ১ / ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
---বয়সঃ যে কোন
---ভাষা পারঙ্গমতা (Language Proficiency): প্রয়োজন নেই। তবে যেহেতু জার্মান এম্ব্যসিতে ভিসা ইন্টারভিউ হবে, তাই ইংরেজিতে কথোপকথনে যথেষ্ঠ পরিমাণ পারঙ্গম (Proficient) না হলে ভিসা প্রত্যাখ্যাত (Refused) হওয়ার সম্ভাবনা থেকে যায়।

𝐍𝐞𝐜𝐞𝐬𝐬𝐚𝐫𝐲 𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐬
---পাসপোর্ট
---যেকোন স্বীকৃত (Recognized) বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট
---চাকরির সনদ
---বিবাহের সনদ (Marriage Certificate)
---ইনস্যুরেন্স

𝐅𝐫𝐞𝐪𝐮𝐞𝐧𝐭𝐥𝐲 𝐀𝐬𝐤𝐞𝐝 𝐐𝐮𝐞𝐬𝐭𝐢𝐨𝐧𝐬

---এম্ব্যাসিতে ইন্টারভিউ কবে হতে পারে ?

উত্তরঃ জার্মান এম্ব্যসিতে স্টুডেন্ট ভিসার এপয়েন্টমেন্ট পেতে ১.৫ বছরের বেশি সময় লাগলেও ওয়ার্ক পারমিট ভিসা, স্পাউস ভিসা এপয়েন্টমেন্ট পেতে ২-৩ মাস সময় লাগে। সুতরাং Opportunity Card Visa আবেদনের ২-৩ মাসের মধ্যে আপনি ইন্টারভিউ কল পেতে পারেন।

--- Opportunity Card Visa আবেদনের ডেডলাইন কবে ?

উত্তরঃ Opportunity Card Visa আবেদনের কোন ডেডলাইন এখন পর্যন্ত ঘোষণা করা হয় নি।

---আমি শুনেছি Opportunity Card Visa আবেদনের জন্য জার্মান/ইংলিশ ভাষায় পারঙ্গমতা (Language Proficiency) প্রয়োজন, এটা কি ঠিক ?

উত্তরঃ আপনার যদি ব্যাচেলর সার্টিফিকেট না থাকে তাহলে Opportunity Card Visa তে আবেদন করতে আপনার জার্মান অথবা / এবং ইংলিশ ভাষায় পারঙ্গমতা (Language Proficiency) প্রয়োজন। আর যদি আপনার ৪ বছরের স্বীকৃত ব্যাচেলর ডিগ্রি থাকে, তাহলে আপনার German/English Language Proficiency দরকার নাই।

---আমার ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি নেই, কিন্তু ৬ মাস/১ বছর/২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট আছে, আমি কি জার্মানিতে আবেদন করতে পারব ?

উত্তরঃ আপনার ৬ মাস/১ বছর/২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট যদি জার্মান সরকারের স্বীকৃত (Recognized) হয়, তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নিম্নোক্ত বিষয়ের উপর মোট ৬ পয়েন্টস পেতে হবে---
Partial recognition of a foreign educational qualification
Qualification in a shortage occupation
Professional experience
Language skills
Age
Relation to Germany
Joint applications with your partner

আপনার ডিপ্লোমা/ভোকেশনাল সার্টিফিকেট জার্মান সরকারের স্বীকৃত কিনা তা জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: ABIRVAB AIR SERVICE Maddho Brahman Bazar (opposite
of old Pubali Bank),Kulaura,Moulvibazar.
𝐄𝐦𝐚𝐢𝐥-- [email protected]
Contract no-01714064735/01676112693

02/04/2025

Looking for a Work Permit Visa in Germany?
No need for English or German language proficiency! 🎯
🌟Requirements
✅Bachelor Degree from any recognized University
✅No Age Limit
✅No Language Proficiency
🌟 𝗪𝗵𝗮𝘁 𝗪𝗲 𝗢𝗳𝗳𝗲𝗿:
✅ No English Proficiency Certificate required for University degree holders
✅ 1-year job searching visa
✅ Part-time job opportunity (20 hours per week)
✅ Convert your visa to a residence permit after landing a job!
📞 For more info, contact:
01714064735, 01676112693
📧 Email: [email protected]

Call now to connect with business.

30/03/2025

Address

Arafat Market (Ground Floor), Middle Brahman Bazar, Moulvibazar, Sylhet
Kulaura
3234

Alerts

Be the first to know and let us send you an email when Abirvab Air Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share