HR INDIA TOURS

HR INDIA TOURS HUMAN RESOURCE

18/09/2024

সুলভ মূল্যে এয়ার টিকেট পেতে আজই যোগাযোগ করুন

HR INDIA TOURS এর সাথে ।

কর্মব্যস্ত জীবনে দম ফেলার ফুরসত মেলে খুবই কম। অনেকের কাছেই এজন্যে পানসে ঠেকে সবকিছু। তাই নতুন উদ্যোমে কাজ শুরু করতে ও মানসিকভাবে চাঙা হতে অনেকেই দেশ-বিদেশের বিভিন্ন টুরিস্ট স্পটে যান রিফ্রেশমেন্টের জন্য। আর এজন্যে অনেকেই বিমানভ্রমণকে বেছে নেন। বিমানভ্রমণ একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে সময়ও বাচায়। ✈️🌍

আর বিমানভ্রমণ করতে প্রয়োজন এয়ার টিকেট। তো আপনিও কি কোথাও বিমানভ্রমণের পরিকল্পনা করছেন নাকি? যদি তাই হয়, তবে সুলভমূল্যে এয়ার টিকেট পেতে আজই যোগাযোগ করুন WFTT এর সাথে। এখান থেকে নিজের পছন্দমতো টিকেট ক্রয় করতে পারেন একদম সাশ্রয়ী দামে।

আমাদের সাথে যোগাযোগের নম্বর -
01317720148
01843074651
01881096405

what’s app

আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে আসুন এই ঠিকানায় -

KUSHTIA ZILA PARISHOD N S ROAD KUSHTIA

#

17/09/2024

Book Indian Train Ticket From Bangladesh
ইন্ডিয়া ভ্রমনে যাবে। ট্রেন টিকেট প্রয়োজন?
আমরা ইন্ডিয়ার সকল রাজ্যের ট্রেনের টিকেট বাংলাদেশ থেকে বুকিং করে থাকি।
কাশ্মীর যাবেন জম্মুর টিকেট প্রয়োজন?
শিমলা যাবেন? কালকা ট্রেনের টিকেট প্রয়োজন?
শিমলা ট্রয় ট্রেন, দার্জিলিং ট্রেন...
কলকাতা, শিলিগুড়ি, দিল্লি, আগ্রা, কালকা, জয়পুর, উদয়পুর, যোধপুর, আজমির শরিফ, জম্মু, চান্ডিগড়, চেন্নাই, কাটপাডি, ভেলর, উটি, মুম্বাইয়, গোয়া, এই সব জায়গায় ট্রেন টিকেট পাবেন আমাদের কাছে।
১) জেনারেল
২) ততকাল
৩) প্রিমিয়াম ততকাল
৪) ফরেন কোটা

আপনি যে কোন দিন বা ভ্রমনের ২৪ ঘন্টার মধ্যে ও যদি আমাদের সাথে যোগাযোগ করেন তা হলে আমরা আপনাকে টিকেট দিতে পারবো ৯০% শিউর দিয়ে বলছি।

CC, EC, SL, A-1, A-2, A-3, S-2, EC এই সব ধরনের টিকেট পাবেন আমাদের কাছে।

বুকিং করতে যোগাযোগ করুন:
Call Or What's App
01317720148
অথবা, What's app এ যোগাযোগ করুন 01843074651

কম মূল্যে ইন্ডিয়ান বিমানের ও ট্রেন টিকেট, Indigo, Spice jet, Air Asia, এর টিকেট করুণ সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী মূল্যে, যে...
17/09/2024

কম মূল্যে ইন্ডিয়ান বিমানের ও ট্রেন টিকেট, Indigo, Spice jet, Air Asia, এর টিকেট করুণ সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী মূল্যে, যেকোন দেশের ডমেষ্টিক/ ইন্টারন্যাশনাল বিমানের বিজিনেস অথবা ইকোনমি ক্লাস এর টিকিট কিনুন সর্বনিম্ন মূল্যে
-
বিস্তারিত জানতে ফোন করুন 01317720148
অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন নিচের লিংকে ক্লিক করে। 01317-720148
-
ইন্ডিয়া বিমান টিকিট
-
ঢাকা-কোলকাতা- দিল্লী- চেন্নাই বাঙ্গালুর -মুম্বাই-হায়দ্রাবাদ-জয়পুর-শ্রীনগর-জম্মু-বাগডোগরা
-
বাংলাদেশ বিমান টিকিট
-
ঢাকা - কক্সবাজার- চট্টগ্রাম - যশোর - রাজশাহী - সিলেট -সৈয়দপুর – বরিশাল
-
ইন্টারন্যাশনাল বিমান টিকিট
-
ব্যাংকক / কুয়ালালামপুর / সিঙ্গাপুর / বালি/ মালদ্বীপ /শ্রীলঙ্কা/ চায়না / অ্যামেরিকা /লন্ডন/ ক্যানাডা সহ পৃথিবীর সকল দেশের টিকিত কিনুন সাশ্রয়ী মূল্যে ।
-
ইন্ডিয়ান রেলওয়ে টিকিট
-
হাওড়া টু চেন্নাই-বেঙ্গালুর-দিল্লি-মুম্বাই-নিউ জলপাইগুড়ি (দার্জিলিং)-গোয়া-আগ্রা (তাজমহল)-শিমলা-আজমির শরীফ ( রাজস্থান )-কাশ্মির-ইরনাকুলাম (কেরালা)-গোয়াহাটি (শিলং)-ভেলোর ( কাটপাডি স্টেশন )
প্যাকেজ সংক্রান্ত আইটিনারী এবং বিস্তারিত জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন:
-------------------------------------------------------------------------------------------
KOlKATA- https://tinyurl.com/2s3h4zm8
KASHMIR- https://tinyurl.com/39k66dup
Simla Manali- https://tinyurl.com/bdhyxe6m
GOLDEN TRIANGLE- https://tinyurl.com/ufk7dmhj
DARJEELING- https://tinyurl.com/34f9zvpr
--------------------------------------------------------------------------
-
এছাড়াও প্যাকেজ ও Worldwide Hotel Reservation করা হয়
# বিমানের টিকিট মূল্য উঠানামা করে।
# টিকিট মূল্য কম বা বেশী হতে পারে।
# টিকিট মূল্য কম বা বেশী নির্ভর করে বিমানের সিট থাকা সাপেক্ষে,
সিজন,ভ্রমণের তারিখ ও আরো অনেক বিষয়ের উপরে।
কমমূল্যে টিকিট পাওয়ার জন্য আপনার ভ্রমণ তারিখের অবশ্যই 2০ - 2৫ দিন আগে বুকিং দেওয়ার চেষ্টা করুন।কারন এসময় মূল্য কম থাকে
❐ যোগাযোগ
আমাদের অফিসের ঠিকানা
HR INDIA TOURS
কুষ্টিয়া জেলা পরিষদ এন এস রোড কুষ্টিয়া
, বাংলাদেশ।
ফোন: 01843074651
Fb: https://www.facebook.com/HRINDIATOURS
E-mail: [email protected]
{Available WhatsApp )


25/08/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:

🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:

প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।

★টিকেট বুকিং:

ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

★লাহোর থেকে ইসলামাবাদ:

লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

★ইসলামাবাদে থাকা:

ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

★কারেন্সি চেঞ্জিং:

লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:

পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

★মূল ট্যুর:

ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

★ট্যুরের পদ্ধতি:

1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

খরচ বিবরণ:

পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

ভ্রমণস্থল:

নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:

1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

★থাকা/হোটেল:

সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

★অতিরিক্ত অভিজ্ঞতা:

• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

19/08/2024

🇮🇳 ইন্ডিয়া ট্যুরে অথবা চিকিৎসার জন্য যাচ্ছেন❓
ইন্ডিয়ান রেল টিকেট প্রয়োজন❓
🤔 চিন্তা করছেন কোথায় পাবেন রেল টিকেট❓

আর কোন চিন্তা নেই আমরাই HR INDIA TOURS দিচ্ছি ইন্ডিয়ান অভ্যন্তরীণ সকল ট্রেনের ১০০% কনফার্ম টিকেট 🎟️ একদম সুলভ মূল্যে।

আর এই টিকেট আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন।

যেমন:- কলকাতা▪️ নিউ জলপাইগুড়ি▪️ চেন্নাই▪️ হায়দ্রাবাদ▪️ ব্যাঙ্গালোর ▪️গোয়া▪️ দিল্লি ▪️আগ্রা ▪️আজমির▪️ মুম্বাই▪️ জাম্মু জয়পুর▪️ জয়পুর▪️ পুনে▪️ গয়া ▪️পাটনা▪️ হারিদুয়ার▪️ কালকা▪️ চন্ডিগড় ▪️গোহাটি▪️ ডিব্রুগড়▪️ আগরতলা এছাড়াও ইন্ডিয়ার সকল গন্তব্যের যাওয়া এবং আসার ট্রেন টিকেট আমাদের কাছে পেয়ে যাবেন।

এই টিকেট কাটতে আপনাকে কোথাও যেতে হবে না আপনি ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠিয়ে এছাড়াও আপনি সরাসরি এসেও চাইলে টিকেট নিতে পারবেন।

whatsapp এর মাধ্যমে আপনার পাসপোর্ট এর কপি পাঠিয়ে দিতে হবে আমরা টিকিট কেটে পিডিএফ ফাইল আপনাকে দিয়ে দিব ওইটা দিয়ে আপনি ভ্রমন করতে পারবেন কোনরকম অসুবিধা ছাড়া।

সতর্ক থাকুন:
কম দামে টিকিটের প্রলোভনে পড়ে প্রতারিত হবেন না বিভিন্ন চক্র এখন কম টাকায় টিকেট দেয়ার কথা বলে অনেকেই প্রতারিত করছে তাই বিশ্বস্ত মাধ্যম থেকে টিকিট সংগ্রহ করবেন।

আমাদের রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে (IRCTC) এর অথোরাইজ এজেন্টশিপ। তাই আমরা টাকা এবং ডকুমেন্টস পাঠানোর 10 মিনিটের মধ্যেই টিকেট দিয়ে দিতে পারি। আপনি আমাদের টিকেট গুলো গুগলে PNR enquiry এর মাধ্যমে চেক করে নিতে পারেন।

👉ভারতীয় ভিসা প্রসেসিং করাতে বা কোনো ধরণের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন,

আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে
01317-720148
01881-096405

অথবা সরাসরি আমাদের অফিসে HR INDIA TOURS আসতে পারেন

অফিস ঠিকানা
HR INDIA TOURS
জেলা পরিষদ বিপরীতে, রওশন আলী মার্কেট ২য় তলা,
এন এস রোড, কুষ্টিয়া-7000।

19/08/2024

ঘরে বসেই সবচেয়ে দ্রুত সময়ে ও সবচেয়ে কম খরচে ইন্ডিগো এয়ার টিকিট কিনুন HR INDIA TOURS থেকে।
বিস্তারিত জানতে কল করুন:
01317720148
01843075651
হোয়াটসঅ্যাপ করুন:
https://wa.me/+8801317720148
অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে।
ঠিকানা: HR INDIA TOURS কুষ্টিয়া এন এস রোড, জেলা পরিষদের বিপরীতে রওশন মার্কেট ২য় তলা, কুষ্টিয়া

17/07/2024
15/07/2024

#ভারতীয় টুরিষ্ট ভিসা আবেদনকারীদের জন্য সুখবর,

মাত্র ১ দিনের মধ্যে আবেদন পত্র জমা দেওয়ার ডেট পাওয়া যাচ্ছে যমুনা ফিউসার পার্কে।

তাই দেরি না করে ভিসা আবেদন করতে চলে আসুন Low Cost Tour Bangladesh

#আজ যারা টুরিষ্ট ভিসার আবেদন করেছেন তারা আবেদন পত্র জমা দেওয়ার ডেট পেয়েছেন আগামী কাল
#আমাদের কাছে আরো যে ধরনের সুযোগ-সুবিধা পাবেন
#ইন্ডিয়ান যে কোন রুটের ট্রেনের/এয়ার টিকিট
#ইন্ডিয়ান হাসপাতালের ডাক্তার অপয়েন্টমেন্ট ডেট
পেতে চলে আসুন আমাদের অফিসে।
#ইন্ডিয়ান টুরিস্ট ও মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সূমহ

#ভিসা করতে যা যা লাগবে:
#মূল পাসপোর্ট (৬ মাস মেয়াদ থাকতে হবে)
#২বাই২ ছবি সাদা ব্যগগ্রাউন্ড (পুরাতন ছবি, চশমা পড়া ছবি, পূর্ববতী ভিসায় ব্যবহিত ছবি চলবে না)
#বিদ্যুত বিল অথবা পানির বিল অথবা টেলিফোন বিল যেকোন একটির ফটোকপি
#ব্যংক স্টেটমেন্ট ৬ মাসের ( টুরিস্ট ভিসার জন্য ৩০ হাজার টাকা ও মেডিকেল ভিসার জন্য ৫০ হাজার টাকা থাকতে হবে) অথবা ডলার ইন্ডোজ করতে হবে ১৫০ ডলার সমপরিমান
#পেশাগত প্রমাণ পত্র যেমন ব্যবসা করলে ট্রেড লাইসেন্স, চাকুরী করলে চাকুরির প্রত্যয়ন, কৃষি কাজ করলে জমির পর্চা
#পুরাতন পাসপোর্ট (যদি থাকে) আবশ্যই দিয়ে হবে
#সুডেন্ট হলে পিতার আথবা মাতার পেশাগত প্রমান পত্র এবং পিতা অথবা মাতার ব্যংক স্টেটমেন্ট
#ইন্ডিয়ান ডাক্তারের এপয়েন্টমেন্ট আথবা ভিসা ইনভিটেশন লেটার(শুধু মাত্র মেডিকেল ভিসার জন্য)
#বাংলাদেশী ডাক্তারের পেসক্রিপশন ও মেডিকেল রিপোর্ট(শুধু মাত্র মেডিকেল ভিসার জন্য)

#যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসুন HR INDIA TOURS অথবা আমাদের ফোন করুন এই নাম্বারে 01317-720148

02/07/2024

#পাসপোর্ট সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি #👈
👉 #আপনি কি আপনার পাসপোর্ট ঠিক করাতে চান?
👉 #আপনার কি পাসপোর্ট এ ভুল আছে সংশোধন করাতে চাচ্ছেন
👉 #খুব কম সময় পাসপোর্ট সংশোধন করে দেওয়া হয়
-----------------👇👇👇

🔴আমাদের সেবা সমূহ
পাসপোর্ট
সংশোধন।
-------------------------------------

👉 #নতুন পাসপোর্ট নিবন্ধন
👉 #নাম পরিবর্তন।
👉 #স্থান পরিবর্তন।
👉 #বয়স পরিবর্তন।
👉 #হারানো পাসপোর্ট
উঠানো।
👉 #নষ্ট হওয়া পাসপোর্ট
উঠানো ইত্যাদি সকল সমস্যার সমাধান
অনালাইনে আবেদন
করে সংশোধন করে
দেওয়া হয়।।
বিস্তারিত তথ্য জানতে কল করুণ HR INDIA TOURS
WhatsApp 01317-720148

16/06/2024

❤️সবাইকে ঈদউল আযহার শুভেচ্ছা। তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম❤️

Address

KUSHTIA, KHULNA
Kushtia
7000

Website

Alerts

Be the first to know and let us send you an email when HR INDIA TOURS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category