29/04/2025
আমাদের দেশের অনেক বাচ্চার ক্রেনিওসাইনোস্টসিস রোগ হয়।এই রোগ সম্পর্কে ভালো জানা না থাকায় দেশে এর ভালো চিকিৎসা হয় না।
তাই আজকে আমি ক্রেনিওসাইনোস্টসিস রোগ সম্পর্কে আলোচনা করব যাতে আপনারা এই রোগ সম্পর্কে মোটামুটি একটা ধারনা নিতে পারেন।
ক্রেনিওসাইনোস্টসিস কি??
(Craniosynostosis) হলো একটি জন্মগত বিকাশজনিত সমস্যা, যেখানে শিশুর খুলি (মাথার হাড়) সময়ের আগেই জোড়া লেগে যায়।
স্বাভাবিকভাবে শিশুর জন্মের পর খুলি একাধিক হাড় দিয়ে গঠিত হয় যেগুলোর মাঝে "সুচার (suture)" নামে ফাঁকা জায়গা থাকে যাতে মস্তিষ্ক বড় হওয়ার জন্য জায়গা পায়। কিন্তু ক্রেনিওসাইনোস্টসিস-এ এই ফাঁকাগুলো সময়ের আগেই বন্ধ হয়ে যায়।
ক্রেনিওসাইনোস্টসিসের ধরণ:
১.স্যাজিটাল সাইনোস্টসিস (Sagittal synostosis): সবচেয়ে সাধারণ ধরন, যেখানে মাথার পেছন থেকে সামনে লম্বালম্বি থাকা সুচার আগেই বন্ধ হয়ে যায়। এতে মাথা লম্বা এবং সংকীর্ণ হয়ে যায়।
২. করোনাল সাইনোস্টসিস (Coronal synostosis): কপালের দিকের সুচার আগেই বন্ধ হয়, এতে এক পাশের চোখের উপরের অংশ চাপা পড়ে যায় এবং মুখের অঙ্গসজ্জা বাঁকা হতে পারে।
৩. ল্যাম্বডয়েড ও মেটোপিক সাইনোস্টসিস: অপেক্ষাকৃত কম দেখা যায়, তবে মুখমণ্ডলের গঠন ও চোখের অবস্থানকে প্রভাবিত করে।
ক্রনিওসাইনোস্টসিসের লক্ষণ:
১.অস্বাভাবিক মাথার গঠন
২.মাথার কিছু অংশ বেশি উঁচু বা নিচু
৩.চোখের অবস্থান অসমান
৪.মাথার বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া
৫.কোনো কোনো ক্ষেত্রে মাথাব্যথা বা মানসিক বিকাশে দেরি হয়(যদি মস্তিষ্কের উপর চাপ পড়ে)
ক্রেনিওসাইনোস্টসিস চিকিৎসা:
চিকিৎসার মূল উদ্দেশ্য হলো মস্তিষ্ককে ঠিকভাবে বড় হতে দেওয়া এবং মাথার স্বাভাবিক গঠন ফিরিয়ে আনা।
সাধারণত সার্জারি করতে হয়, এবং এটি শিশু যত ছোট থাকে, তত ভালো ফলাফল পাওয়া যায়। সার্জারির ধরণ নির্ভর করে কতোটা জটিলতা রয়েছে।
ক্রেনিওসাইনোস্টসিস হলে আমরা কোন ডা : দেখাব??
১.সবার প্রথমে একজন নিউরোসারজন দেখাবেন।তিনিই সারজারি লিড করবেন।
২.একজন প্লাস্টিক সারজনও এই ওপারেশন করতে পারেন।তবে তাকে অবশ্যই ক্রেনিওফেসিয়াল সারজারির উপর মিনিমাম ১ বছরের ফেলোশিপ কোরস বা ট্রেনিং করতে হবে।
৩.ক্রেনিওম্যাক্সিলোফেসিয়াল সারজন ও এই সারজারি করতে পারেন।
এ ছাড়াও এই সারজারি করতে পিডিয়াট্রিক্স সারজন,অপথালমোলজিস্ট সহ বাচ্চার প্রয়োজন অনুযায়ী অন্যান্য ডা:টিমে যোগ হতে পারে।
পরিশেষে এটাই বলব ক্রেনিওসাইনোস্টসিস সারজারি একটা মেজর অপারেশন। একক ভাবে কোনো ডা : দিয়ে এই সারজারি করলে ভালো ফলাফল নাও আস্তে পারে।
একজন নিউরোসার্জন,ক্রেনিওম্যাক্সিলোফেসিয়াল সারজন,প্লাস্টিক সারজন, পিডিয়াট্রিক্স সারজন,অপথালমোলজিস্ট সহ আরও অন্যান্য সব ডা:মিলে একটা টিম গঠন করে সারজারি করলে সাক্সেসফুল হবে।
এছাড়াও যেকোনো হাস্পাতালের যে কোনো ডিপার্টমেন্টের ডা: এর এপোয়েন্টমেন্ট ও যাবতীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন।
Biswas Medic
01619-544126 (What's App)
, ,
,