Biswas Medic

Biswas Medic We are committed to providing the best quality service treatment for our international patient specially from Bangladesh with affordable cost.

15/05/2025

Another Successful Complicated Surgery done by Dr Shivakumar & His Team in Sparsh Hospital Bengaluru.

For any kind of help feel free to contact.




12/05/2025

Sparsh Hospital Bengaluru








For any kind of Help feel free to contact

09/05/2025

Cardiology

05/05/2025

Interventional Radiologist

30/04/2025
আজ আমি বাচ্চাদের মস্তিষ্কের স্নায়ুবিক সমস্যা হাইড্রোসেফালাস নিয়ে আলোচনা করব।হাইড্রোসেফালাস কি?হাইড্রোসেফালাস (Hydrocepha...
29/04/2025

আজ আমি বাচ্চাদের মস্তিষ্কের স্নায়ুবিক সমস্যা হাইড্রোসেফালাস নিয়ে আলোচনা করব।

হাইড্রোসেফালাস কি?

হাইড্রোসেফালাস (Hydrocephalus) হল মস্তিষ্কের স্নায়ুতান্ত্রিক একটি রোগ, যেখানে মস্তিষ্কে অতিরিক্ত সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) জমে যায়। এই তরল সাধারণত মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশে ঘোরাফেরা করে এবং স্নায়ুতন্ত্রকে সুরক্ষা, পুষ্টি ও বর্জ্য অপসারণে সহায়তা করে। কিন্তু যখন এই তরল ঠিকভাবে নিষ্কাশিত হতে না পারে বা অতিরিক্ত তৈরি হয়, তখন তা মস্তিষ্কে চাপ সৃষ্টি করে—এটিই হাইড্রোসেফালাস।

হাইড্রোসেফালাসের প্রধান কারণসমূহ:

1. CSF নিষ্কাশনের প্রতিবন্ধকতা (obstruction): তরল মস্তিষ্ক থেকে বের হতে না পারলে এটি মস্তিষ্কে জমে যায়।

2. অতিরিক্ত CSF উৎপাদন: এটি খুব কমই ঘটে, তবে হতে পারে।

3. রক্তনালীর মাধ্যমে শোষণে সমস্যা: শরীর তরলটি যথাযথভাবে শোষণ করতে না পারলে এটি জমে যায়।

হাইড্রোসেফালাসের প্রকারভেদ:

1. Congenital Hydrocephalus (জন্মগত): জন্ম থেকেই হয়ে থাকে।

2. Acquired Hydrocephalus (অর্জিত): জন্মের পর জীবনের যে কোনো পর্যায়ে হতে পারে, যেমন—মস্তিষ্কে ইনফেকশন, টিউমার, রক্তক্ষরণ বা আঘাতের ফলে।

3. Communicating Hydrocephalus: CSF তৈরি হয় কিন্তু শোষণজনিত সমস্যায় মস্তিষ্কের মধ্যে জমে যায়।

4. Non-communicating (Obstructive) Hydrocephalus: CSF প্রবাহে কোনো বাধা থাকলে এটি হতে পারে।

হাইড্রোসেফালাসের লক্ষণ (বয়সভেদে ভিন্ন হতে পারে):

শিশুদের মধ্যে:

১.মাথার অস্বাভাবিক বৃদ্ধি

২.ফন্টানেল বা মোলায়েম স্থান ফুলে থাকা

৩.বমি, খিটখিটে স্বভাব

৪.চোখ নিচের দিকে তাকিয়ে থাকা ("sunsetting eyes")

৫.খাওয়ায় অনীহা

বড়দের মধ্যে:

১.মাথাব্যথা

২.দৃষ্টিতে সমস্যা

৩.স্মৃতিভ্রংশ

৪.ভারসাম্য ও হাঁটার সমস্যা

৫.মূত্র ধরে রাখতে না পারা

হাইড্রোসেফালাসের চিকিৎসা:প্রধান চিকিৎসা অপারেশন।

সাধারণত দুই ধরনের চিকিৎসা(অপারেশন করা) ব্যবহার হয়:

1. Ventriculoperitoneal (VP) Shunt:একটি ছোট টিউবের মাধ্যমে অতিরিক্ত CSF শরীরের অন্য অংশে (সাধারণত পেটের গহ্বরে) স্থানান্তর করে দেয়।

2. Endoscopic Third Ventriculostomy (ETV): ক্যামেরা-সহ একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্ক থেকে তরল বের হওয়ার বিকল্প পথ তৈরি করা দেওয়া হয়।

এছাড়াও আপনার বাচ্চার অন্যান্য অবস্থার উপর নির্ভর করে নিউরোসার্জন আপনার বাচ্চার জন্য অপারেশন প্ল্যান করবেন।

এই রোগটি যদি সময়মতো শনাক্ত ও চিকিৎসা করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

যেকোনো হাস্পাতালের যে কোনো ডিপার্টমেন্টের ডা: এর এপোয়েন্টমেন্ট ও যাবতীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন।
Biswas Medic
01619-544126 (What's App)

আমাদের দেশের অনেক বাচ্চার ক্রেনিওসাইনোস্টসিস রোগ হয়।এই রোগ সম্পর্কে ভালো জানা না থাকায় দেশে এর ভালো চিকিৎসা হয় না।তাই আজ...
29/04/2025

আমাদের দেশের অনেক বাচ্চার ক্রেনিওসাইনোস্টসিস রোগ হয়।এই রোগ সম্পর্কে ভালো জানা না থাকায় দেশে এর ভালো চিকিৎসা হয় না।

তাই আজকে আমি ক্রেনিওসাইনোস্টসিস রোগ সম্পর্কে আলোচনা করব যাতে আপনারা এই রোগ সম্পর্কে মোটামুটি একটা ধারনা নিতে পারেন।

ক্রেনিওসাইনোস্টসিস কি??

(Craniosynostosis) হলো একটি জন্মগত বিকাশজনিত সমস্যা, যেখানে শিশুর খুলি (মাথার হাড়) সময়ের আগেই জোড়া লেগে যায়।

স্বাভাবিকভাবে শিশুর জন্মের পর খুলি একাধিক হাড় দিয়ে গঠিত হয় যেগুলোর মাঝে "সুচার (suture)" নামে ফাঁকা জায়গা থাকে যাতে মস্তিষ্ক বড় হওয়ার জন্য জায়গা পায়। কিন্তু ক্রেনিওসাইনোস্টসিস-এ এই ফাঁকাগুলো সময়ের আগেই বন্ধ হয়ে যায়।

ক্রেনিওসাইনোস্টসিসের ধরণ:

১.স্যাজিটাল সাইনোস্টসিস (Sagittal synostosis): সবচেয়ে সাধারণ ধরন, যেখানে মাথার পেছন থেকে সামনে লম্বালম্বি থাকা সুচার আগেই বন্ধ হয়ে যায়। এতে মাথা লম্বা এবং সংকীর্ণ হয়ে যায়।

২. করোনাল সাইনোস্টসিস (Coronal synostosis): কপালের দিকের সুচার আগেই বন্ধ হয়, এতে এক পাশের চোখের উপরের অংশ চাপা পড়ে যায় এবং মুখের অঙ্গসজ্জা বাঁকা হতে পারে।

৩. ল্যাম্বডয়েড ও মেটোপিক সাইনোস্টসিস: অপেক্ষাকৃত কম দেখা যায়, তবে মুখমণ্ডলের গঠন ও চোখের অবস্থানকে প্রভাবিত করে।

ক্রনিওসাইনোস্টসিসের লক্ষণ:

১.অস্বাভাবিক মাথার গঠন

২.মাথার কিছু অংশ বেশি উঁচু বা নিচু

৩.চোখের অবস্থান অসমান

৪.মাথার বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া

৫.কোনো কোনো ক্ষেত্রে মাথাব্যথা বা মানসিক বিকাশে দেরি হয়(যদি মস্তিষ্কের উপর চাপ পড়ে)

ক্রেনিওসাইনোস্টসিস চিকিৎসা:

চিকিৎসার মূল উদ্দেশ্য হলো মস্তিষ্ককে ঠিকভাবে বড় হতে দেওয়া এবং মাথার স্বাভাবিক গঠন ফিরিয়ে আনা।

সাধারণত সার্জারি করতে হয়, এবং এটি শিশু যত ছোট থাকে, তত ভালো ফলাফল পাওয়া যায়। সার্জারির ধরণ নির্ভর করে কতোটা জটিলতা রয়েছে।

ক্রেনিওসাইনোস্টসিস হলে আমরা কোন ডা : দেখাব??

১.সবার প্রথমে একজন নিউরোসারজন দেখাবেন।তিনিই সারজারি লিড করবেন।

২.একজন প্লাস্টিক সারজনও এই ওপারেশন করতে পারেন।তবে তাকে অবশ্যই ক্রেনিওফেসিয়াল সারজারির উপর মিনিমাম ১ বছরের ফেলোশিপ কোরস বা ট্রেনিং করতে হবে।

৩.ক্রেনিওম্যাক্সিলোফেসিয়াল সারজন ও এই সারজারি করতে পারেন।

এ ছাড়াও এই সারজারি করতে পিডিয়াট্রিক্স সারজন,অপথালমোলজিস্ট সহ বাচ্চার প্রয়োজন অনুযায়ী অন্যান্য ডা:টিমে যোগ হতে পারে।

পরিশেষে এটাই বলব ক্রেনিওসাইনোস্টসিস সারজারি একটা মেজর অপারেশন। একক ভাবে কোনো ডা : দিয়ে এই সারজারি করলে ভালো ফলাফল নাও আস্তে পারে।

একজন নিউরোসার্জন,ক্রেনিওম্যাক্সিলোফেসিয়াল সারজন,প্লাস্টিক সারজন, পিডিয়াট্রিক্স সারজন,অপথালমোলজিস্ট সহ আরও অন্যান্য সব ডা:মিলে একটা টিম গঠন করে সারজারি করলে সাক্সেসফুল হবে।

এছাড়াও যেকোনো হাস্পাতালের যে কোনো ডিপার্টমেন্টের ডা: এর এপোয়েন্টমেন্ট ও যাবতীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন।

Biswas Medic
01619-544126 (What's App)

, ,
,

28/04/2025

এই পোস্ট শুধুমাত্র যে সব ভাইয়েরা ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে আসতে চান তাদের জন্য

আমরা সবাই জানি ক্যান্সার একটি প্রানঘাতি রোগ।এই রোগটা ধরা পড়ার পর অনেকেই সিদ্ধান্ত নিতে ভুল করেন যে কই চিকিৎসা করাব তাদের জন্য আমার ছোট ২টা পরামরশ

১.ক্যান্সার যদি ১ম স্টেজে থাকে তাহলে আপনারা যেকোনো সরকারি বা ট্রাস্টের অধীনে বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারেন।

২.ক্যান্সার যদি ৩য় বা ৪থ স্টেজে থাকে তাহলে বেসরকারি ক্যান্সার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিবেন। এতে খরচ তুলনামূলক একটু বেশি হলেও রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে!অন্যথায় রোগী শেষ নিশ্বাস ত্যাগের দিকে চলে যায়।

আবার কিছু ক্যান্সার আছে যেগুলো খুব দ্রুত শরীরে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। এদের জন্যও বেসরকারি হাসপাতালে দ্রুত চিকিৎসা শুরু করাই উত্তম।

এছাড়াও মেডিকেল রিলেটেড যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন!

যারা অনেকদিন ধরে বিভিন্ন রকম গ্যাস্ট্রোলজিক্যাল(পেটের) সমস্যায় ভুগছেন  যেমন :পেট ব্যথা,গ্যাস্ট্রিক,এসিডিটি,আলসার,কোলন সম...
23/04/2025

যারা অনেকদিন ধরে বিভিন্ন রকম গ্যাস্ট্রোলজিক্যাল(পেটের) সমস্যায় ভুগছেন
যেমন :পেট ব্যথা,গ্যাস্ট্রিক,এসিডিটি,আলসার,কোলন সমস্যা,টক ঢেকুর, খাদ্যনালী সমস্যা, এছাড়াও গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল নানা সমস্যায় ভুগছেন দেশে অনেক ডা: দেখিয়েও ভালো কোনো ফলাফল পাচ্ছেন না,তারা নিচের ডা: কে দেখাতে পারেন।

Dr Irshad Ali H
Consultant -Gastroentarologist
Sparsh Hospital Bengaluru

এই হাস্পাতালের একটা বিষয় খুবই ভালো এরা অপ্রয়োজনীয় কোনো টেস্ট করেনা,রোগির অপ্রয়োজনীয় কোনো খরচ করায়না,রোগিকে মিথ্যা কোনো ভয় দেখায় না! এবং এরা যে কোনো যায়গার রিপোর্ট গ্রহন করে।

এছাড়াও যেকোনো হাস্পাতালের যে কোনো ডিপার্টমেন্টের ডা: এর এপোয়েন্টমেন্ট ও যাবতীয় সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন।
Biswas Medic
01619-544126 (What's App)

21/04/2025

Dermatologist

Address

Bangalore

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+8801819488789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biswas Medic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas Medic:

Share

Category