
22/06/2025
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাই
তোমার হাসি ফোটা রোদ্দুরে
মেঘ সফর হোক ঘুরে ঘুরে
ভিজুক অলিগলি রাজ সড়ক
শুধু না ভেজে যেন তোমার চোখ
আমিও ঝিরিঝিরি গান শোনাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।।