Himkuri - হিমকুঁড়ি বনবাংলো

Himkuri - হিমকুঁড়ি বনবাংলো চায়ের দেশ শ্রীমঙ্গলের রাধানগরে এক ছোট্ট বনবাংলো " হিমকুঁড়ি "। This is a joint venture company of Kismet Pharmazeutica GmbH , Lippstadt Germany

Kismet-Himkuri Bungalow Limited ,a limited company registered by Joint Stock Companies & Firms Bangladesh in the year 2021 .

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই           পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাইতোমার হাসি ফোটা রোদ্দুরেমেঘ সফর হোক ঘুরে ঘুরেভিজুক অল...
22/06/2025

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাই
তোমার হাসি ফোটা রোদ্দুরে
মেঘ সফর হোক ঘুরে ঘুরে
ভিজুক অলিগলি রাজ সড়ক
শুধু না ভেজে যেন তোমার চোখ
আমিও ঝিরিঝিরি গান শোনাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।।

15/06/2025

আষাঢ় মাসের প্রথম দিনে রোদন রুপসী বৃষ্টির মাতাল সুরে পরানের পদ্মবনে হৃদয়ের বীনাপানি বাজে।।

ওগো সকলি কি অর্থহীনশূন্য শূন্যে হবে লীনতবে কেন সেকিগো সৃজিলেগো!!
15/06/2025

ওগো সকলি কি অর্থহীন
শূন্য শূন্যে হবে লীন
তবে কেন সেকিগো সৃজিলেগো!!

কখনো আকাশ বেয়ে চুপ করেযদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে - চোখ ভাংগা ঘুমে তুমি খোজ না আমায়আশে পাশে আমি আর নেই।।
13/06/2025

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি ভালোবাসা নেমে আসে খুব ভোরে -
চোখ ভাংগা ঘুমে তুমি খোজ না আমায়
আশে পাশে আমি আর নেই।।

....যাঁরা ভালোবেসে এসেছিলেন হিমকুঁড়িতে...!
08/06/2025

....যাঁরা ভালোবেসে এসেছিলেন হিমকুঁড়িতে...!

ঈদের শুভেচ্ছা সবাইকে।। Eid Mubarak to all!
07/06/2025

ঈদের শুভেচ্ছা সবাইকে।।

Eid Mubarak to all!

04/06/2025

চলো ভিজি আজ বৃষ্টিতে!

video credit : Rifat vai

বর্ষায় ছুটি সবুজে ,  হিমকুঁড়ি - যেখানে সবুজ মেশে অনন্তে ।।
03/06/2025

বর্ষায় ছুটি সবুজে ,
হিমকুঁড়ি - যেখানে সবুজ মেশে অনন্তে ।।

***রিপোস্ট***যাঁরা পড়েননি তাঁদের জন্য আবারও দিলাম।কিছু সংযোজনও পরিমার্জন  আছে।এখানে ঘুম ভাংগে অচেনা পাখির ডাকে,সন্ধ্যায় ...
31/05/2025

***রিপোস্ট***
যাঁরা পড়েননি তাঁদের জন্য আবারও দিলাম।কিছু সংযোজনও পরিমার্জন আছে।

এখানে ঘুম ভাংগে অচেনা পাখির ডাকে,সন্ধ্যায় ভেসে আসে নিশি ফুলের সুবাস।হেমন্তে ছাতিম ফুল ফোটাও শুরু হয়ে বন পাহাড়ে। সকাল বেলা শিউলি ঝড়ে পড়ে থাকে সবুজ উঠোন জুড়ে। হরহামেশাই দেখা মিলে বাহারি রঙের প্রজাপতির। কার্তিকের সন্ধ্যায় হিম খসে পড়ে অনন্তলোক থেকে।হিমকুঁড়ি প্রচলিত অর্থে কোন হোটেল, রিসোর্ট বা কটেজ নয়।এটা রাধানগরে একটি "প্রকৃতি বাংলো বাড়ি"।এখানে জৌলুশময় আভিজাত্যের কোন স্থান নেই। শুধু প্রাকৃতিক শোভা সন্দেহাতীত ভাবে রাজত্ব করে বেড়ায় এখানে।উত্তরে বিস্তীর্ণ চা বাগান।দক্ষিণে পাহাড়ি ছরা।তারপরে আবার বাগান।নানা রকম ফুল,ফলের গাছ দিয়ে ঘেরা এই বাংলো।এখন পর্যন্ত হিমকুঁড়িতে ৩টি বাংলো এবং একটি ষড়ভুজ কটেজ রয়েছে। বিস্তারিত নিচে দিচ্ছি।

* "বাংলো- ১" : দুই রুম।সাথে দুটি এটাচ টয়লেট।এক রুমে ৩ জন আরেকরুমে ২ জন থাকতে পারবেন। দুটি রুমে ৫/৬ জন থাকতে পারবেন।এটি একটি ফ্যামেলি বাংলো। বাংলো ১ এর ভাড়া ৩২০০/- টাকা প্রতি রাত্রি। এটাচ টয়লেট,হাই কমোড,বেসিন,শাওয়ার সবই আছে।
* "বাংলো -২": দোতলা বাংলো। বাংলো ২ এ নীচতলায় একটি এবং দোতলায় একটি রুম রয়েছে। প্রতি রুমে ২ জন থাকতে পারবেন,শিশু সহ ৩ জন। নীচতলার রুমের ভাড়া ১৮০০/- টাকা এবং দোতলার রুমের ভাড়া ২২০০/- টাকা প্রতি রাত্রি। প্রতিটি রুমে ৫ ফিট বাই ৭ ফিট সাইজের একটি করে ভাবল বেড দেয়া।প্রতি রুমের সাথেই এটাচ টয়লেট রয়েছে - রয়েছে বারান্দাও।রুম গুলোর সাইজ ১৬ ফিট বাই ১৩ ফিট।কেউ পুরো বাংলো ভাড়া নিতেও পারবেন। সেক্ষেত্রে ফোনে বা মেসেঞ্জারে আলাপ করে নিবেন প্লিজ।
* "বাংলো ৩": একটা রুম, সাইজ ১৫ ফিট বাই ১২ ফিট।সাথে এটাচ টয়লেট এবং বারান্দা রয়েছে।এতে ৫ ফিট বাই ৭ ফিট সাইজের দুটি বেড রয়েছে। এই রুমটিতে কাপল উইথ টু কিডস অথবা কাপল থাকতে পারবেন। রুমটিতে ৩/৪ জন থাকতে পারবেন। এর ভাড়া ২৫০০/- টাকা প্রতি রাত্রি।
* "বাংলো ৪" : নীচতলা দোতলায় দুইটা রুম।প্রতি রুমেই দুইটা করে বেড।কাপল উইথ কিডস থাকতে পারবেন অনায়াসেই।৪ জন করে থাকতে পারবেন। বাংলো ৪ এর নিচতলার ভাড়া ২৮০০/- টাকা এবং বাংলো ৪ এর দুইতলার রুম ভাড়া ৩২০০/- টাকা প্রতি রাত্রি। দুইটা রুমেই টি গার্ডেন ভিউ আছে।
* "ষড়ভুজ কটেজ( Hexagonal cottage)" একটা রুম এর ভেতর ৫ ফিট বাই ৭ ফিট সাইজের দুটো বেড।এটাচ টয়লেট। ৪ জন থাকতে পারবেন। এর ভাড়া ২২০০/- টাকা প্রতি রাত্রির জন্য।

আমাদের ভেতরেই রান্না হয়।মাটির চুলা এবং সিলিন্ডার গ্যাস দুটোই আছে।বারবিকিউ ও করা হয়। মেন্যুর বিষয়টা বাজারের প্রাপ্যতার উপর নির্ভরশীল। ব্রেকফাস্ট এর জন্য ১২০/- টাকা পার হেড( রুটি/ পারাটা ,সবজি,ডিম, ,চা), খিচুড়ি ১৪০/- টাকা পার হেড। ( খিচুড়ি ডিম,ভর্তা,চা)। লাঞ্চ এর জন্য ২৮০/- টাকা পার হেড ( ভাত,দুই রকমের ভর্তা,সবজি,মাছ( বাজারের প্রাপ্যতার উপর) অথবা ব্রয়লার চিকেন ।অল্টারনেট মেন্যু ১৮০ টাকা পার হেড ( ভাত, দুই রকমের ভর্তা, ডিম,সবজি,ডাল) । বারবিকিউ এর জন্য ৩০০/- টাকা পার হেড। রুটি/ পারাটা,চিকেন ( কোয়ার্টার পিস,সবজি,কোক)। হিমকুঁড়ি শ্রীমঙ্গল স্টেশন থেকে প্রায় ৭.৫ কিমি দূরে।বাংলো পর্যন্ত গাড়ি আসবে না।আপনি চাইলে হিমকুঁড়ির নির্ধারিত সিএনজি স্টেশন থেকে আপনাকে পিক করবে।সি এনজি থেকে নেমে মিনিট দুই এর হাঁটার পথ। নির্দ্বিধায় যেকোন সিনিয়র সিটিজেন আসতে পারবেন যদি হাঁটতে পারেন। শিশুরা আসতে পারবে। যাঁরা নির্জনতা ভালোবাসেন, ফুল,পাখি,গাছ ভালোবাসেন তারা যে অনায়াসে হিমকুঁড়িকে ভালোবেসে ফেলবেন তাতে আমার কোন সন্দেহ নেই!
আপনাদের সুবিধার্থে এই পোস্টের কমেন্ট বক্সে সব গুলো বাংলো আর কটেজ এর ছবি দিয়ে দিচ্ছি।

যেভাবে বুকিং করা যেতে পারে -
বুকিং এর জন্য ফোন কল করার চেয়ে হিমকুঁড়ির পেইজে ক্ষুদে বার্তা পাঠালেই খুশি হব।অথবা হোয়াটস এপে বার্তাও দিতে পারেন। রুমের ভিডিও গুলো সেখানেও দিয়ে দেয়া যাবে। আর যদি ফোন কল সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টার ভেতর প্লিজ।

বিশেষ দ্রষ্টব্য : কাপল হলে অবশ্যই ম্যারিড কাপল হতে হবে প্লিজ।

কে হায় হৃদয় খুঁডে বেদনা জাগাতে ভালোবাসে- এই মায়াবী নদীর পাড়ের দেশে আশ্চর্য সব মানুষ আছে।।
27/05/2025

কে হায় হৃদয় খুঁডে বেদনা জাগাতে ভালোবাসে-
এই মায়াবী নদীর পাড়ের দেশে আশ্চর্য সব মানুষ আছে।।

22/05/2025

Everyday morning starts like this!

Address

Zareen Road, Radhanagar, Sreemangal
Maulvi Bazar
3210

Alerts

Be the first to know and let us send you an email when Himkuri - হিমকুঁড়ি বনবাংলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Himkuri - হিমকুঁড়ি বনবাংলো:

Share

হিমকুঁড়ির ডাকে সাড়া দিয়ে

উত্তরে বিস্তির্ন চা বাগান-বাগান পার হলেই ঘন জঙ্গল। দক্ষিনে পাহাড়ি ছরা । এর ভেতরেই ছোট্ট কিন্তু ছিমছাম এক বন বাংলা " হিমকুঁড়ি। যারা বন-পাহাড় ভালোবাসে,পাখি ভালোবাসে, ফুল ভালবাসে, প্রজাপতি ভালোবাসে, নির্জনতা ভালোবাসে তারা হিমকুঁড়িকেও ভালোবেসে ফেলবেন অনায়াসেই।