Padma Bridge Travels and Tours

Padma Bridge Travels and Tours আব্দুল আউয়াল গার্ডেন সিটি
মাওয়া চৌরা?

28/01/2024
05/10/2023
14/04/2022

পদ্মা সেতুর বর্তমান চিত্র

09/04/2022

পদ্মা সেতুর ভিডিও

10/01/2022
08/01/2022
06/10/2021
৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ১৮ হাজার ২১০ কোটি ১১ লাখ টাকা দিচ্ছে বাংল...
01/08/2021

৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ১৮ হাজার ২১০ কোটি ১১ লাখ টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। বাকি ২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ টাকা ঋণ দিয়েছে চায়না এক্সিম ব্যাংক। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি সরকারের ফাস্ট ট্র্যাক তালিকাভুক্ত করা হয়।

তিন ভাগে বিভক্ত প্রকল্পের কাজ হচ্ছে- ঢাকা-মাওয়া, মাওয়া-ভাঙা ও ভাঙা-যশোর সেকশন। এরমধ্যে ঢাকা মাওয়া ও ভাঙা-যশোরের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৪ সাল। আর মাওয়া-ভাঙা সেকশনের মেয়াদ ধরা হয়েছে ২০২২ সাল। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি) কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা হতে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের মাধ্যমে জাতীয় ও আন্তঃদেশীয় রেল যোগাযোগ উন্নয়ন করতেই প্রকল্পটি গ্রহণ করা হয়। মাওয়া-ভাঙা অংশের নির্মাণকাজ সম্পন্ন করে পদ্মা সেতুর ওপর দিয়ে সড়কপথ চালুর জন্য এই অংশে দিনরাত কাজ করা হচ্ছে।

19/07/2021

২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে ‘ভিশন ২০২৩’ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাতে আছে অন্তত আড়াই বছর। এ সময়ে ওয়ানডের সেরা দল তৈরি করে বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

যার শুরুটা হচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। পাশাপাশি এ সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’। সোজা ভাষায়, ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার লড়াই। আগামী দুই বছরে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ, সরাসরি খেলতে হলে জিততে হবে অন্তত ১৭ ম্যাচ। তাহলে র‌্যাংকিংয়ে সেরা আটে থাকার সুযোগ হবে। নয়তো বাছাই পর্ব পেরিয়ে নাম লেখাতে হবে বিশ্বকাপে।

সরাসরি বিশ্বকাপ খেলার আদ্যোপান্ত ও বাছাই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত-

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ কী?

টেস্ট চ্যাম্পিয়নশিপ আগে শুরু করেছে আইসিসি। যার ফলে টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ আগের থেকে অনেকটাই বেড়েছে। ওয়ানডে ক্রিকেটের উন্মাদনা বাড়াতে আইসিসি চালু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সিদ্ধান্ত, টেস্টের ধাঁচেই ১৩ দলের ওয়ানডে সুপার লিগ শুরু করা হবে। গত বছর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ওয়ানডে দিয়ে প্রতিযোগিতা শুরুও হয়েছে। পাশাপাশি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও ভারতও।

সুপার লিগের উদ্দেশ্য?

ওয়ানডে ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ও সবগুলো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে আইসিসি চালু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। ভারতে হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে ১০ দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। ৭ দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে। সেই ৭ দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। বাকি দুই জায়গার জন্য সুপার লিগের শেষে থাকা দলগুলো কোয়ালিফায়ার টুর্নামেন্টে মুখোমুখি হবে সহযোগী দেশগুলোর।

কারা অংশ নেবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে?

আইসিসির ওয়ানডে মর্যাদা পাওয়া ১২টি দলের সঙ্গে থাকবে নেদারল্যান্ডস। মোট ১৩ দল খেলবে সুপার লিগে।

বাছাই পর্বে কারা থাকবে?

আইসিসির সহযোগী সাতটি দেশ- স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউ গিনি ও যুক্তরাষ্ট্র ২০১৯ সালের আগস্ট থেকে শুরু করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুর খেলা। এই সাতটি দেশ ২০২২ সাল পর্যন্ত মোট ৩৬টি করে ম্যাচ খেলবে। র‌্যাংকিংয়ে সেরা তিন দল সুপার লিগের শেষ পাঁচটি দলের সঙ্গে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেবে। সেখান থেকেই দুইটি দল খেলবে ভারতের বিশ্বকাপ।

যেভাবে চলবে সুপার লিগের প্রক্রিয়া

অংশগ্রহণকারী দলগুলোকে মোট আটটি সিরিজ খেলতে হবে। চারটি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ। সিরিজে কমপক্ষে তিনটি ওয়ানডে থাকতে হবে। আয়োজক ও সফরকারী দেশ চাইলে ম্যাচের সংখ্যা বাড়াতে পারে। কিন্তু সেগুলো বিশ্বকাপ সুপার লিগের খেলা হিসেবে আসবে না। প্রত্যেক সিরিজে থাকবে ৩০ পয়েন্ট। প্রতিটি ওয়ানডের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট। ম্যাচ টাই বা পণ্ড হলে সমান ৫ পয়েন্ট করে পাবে দুই দল। এভাবে পয়েন্ট প্রক্রিয়ায় এগিয়ে যাবে বিশ্বকাপ সুপার লিগ।

বাংলাদেশ খেলবে কাদের বিপক্ষে?

বাংলাদেশ সুপার লিগের লড়াইয়ে চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতি সিরিজে ৩টি করে ওয়ানডে। হোমে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।

সরাসরি খেলতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

জাতীয় নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, বাংলাদেশ খুব সহজেই সেরা সাতে থাকতে পারবে। ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্বে খেলার প্রয়োজন হবে না। আমাদের সামনে যে সুযোগগুলো আসবে, সবগুলো কাজে লাগাতে হবে। ছোট-বড় দল বা সিরিজ বলে কোনও কথা নেই। আমাদেরকে প্রত্যেকের সঙ্গে ভালো খেলতে হবে। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা খুব সহজেই সাতে থাকতে পারবো।’

বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে থাকলেও বিশ্বকাপের জন্য এ র‌্যাংকিং কাজে আসবে না। সেজন্য বিশ্বকাপ সুপার লিগের ম্যাচে বাড়তি গুরুত্ব দেওয়ার ভাবনা নান্নুর, ‘আমরা যদি বিশ্বকাপ সুপার লিগ লক্ষ্য করে এগিয়ে যাই তাহলে আমাদের ওয়ানডে র‌্যাংকিংয়েরও উন্নতি হবে। আমাদেরকে সেভাবেই নিজেদেরকে প্রস্তুত হতে হবে। বিশ্বকাপের চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

17/07/2021

কালিগঞ্জে গড়ে উঠা সুন্দর একটি দৃশ্য, বুঝতে ৫ মিনিট সময় লেগেছে আমার।
আপনার কত মিনিট লেগেছে?

09/07/2021

এবার কোপার ট্রফি নিয়ে ভবিষ্যৎদ্বাণী করলো বিখ্যাত জ্যোতিষ,,,,,,,

ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।নতুন খবর হচ্ছে, ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনা উঠেছিল ফাইনালে। প্রানপন লড়াই করেও সেই ফাইনালে জার্মানীর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।

এরপর দুটি কোপা আমেরিকাতে টানা ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু প্রতিবারই তাদের জমদূত হয়ে আসে চিলি। দুইবারই চিলির কাছে হারতে হয় মেসিকে। এবার আরও একবার ফাইনাল। এই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। ল্যাতিনের দুই পরাশক্তির লড়াই। এবার কো’পা কি মেসির হবে?

নেইমারের দ্বিতীয় নাকি মেসির প্রথম কোপা আমেরিকা ২০২১ এর ফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। আগামী ১১ তারিখে এই দুই ল্যাতিন পরাশক্তির লড়াই দেখবে ফুটবল বিশ্ব। তবে এই দুই দলের লড়াই কেবল মাঠের লড়াই নয়, একই সঙ্গে ঐতিহ্যের লড়াই, লড়াই অহংকারের।

সেই অহংকারের লড়াইয়ের সঙ্গে এবার যুক্ত ‘হতে যাচ্ছে ল্যাতিনের সেরা তারকার খেতাবের লড়াই। এই দুই দলের লড়াইয়ে আরও একবার মুখোমুখি হতে দেখা যাবে সাবেক দুই সতীর্থ মেসি এবং নেইমারের। তবে ১১ তারিখে কোপার ফাইনালের আগে চ্যাম্পিয়ন দলের ভবিষ্যৎদ্বাণী করলো বিখ্যাত জ্যোতিষ বিড়াল অ্যাকিলিস। অ্যাকিলিসের মতে এবারে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবে মেসির আর্জেন্টিনা।

08/07/2021

জ্বর মানেই করোনা নয়! কী কী লক্ষণ দেখলে বুঝবেন?

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই স্ট্রেন অত্যন্ত সংক্রামক। তাই খুব সহজেই একজনের থেকে আরেকজনের দেহে সংক্রমিত হচ্ছে। সাধারণ জ্বর, গায়ে ব্যথার লক্ষণ প্রাথমিকভাবে থাকার জন্য অনেকেই ভয় পাচ্ছেন করোনা ভেবে। সেক্ষেত্রে করোনা টেস্ট করিয়ে নিতে পারেন।

খুব উচ্চ তাপমাত্রা, বারবার কফের প্রাদুর্ভাব, স্বাদ ও গন্ধ না থাকার লক্ষণগুলি করোনার খুব সাধারণ উপসর্গ। করোনার দ্বিতীয় পর্যায়ের এই উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে পেট খারাপ। এবার জেনে নেওয়া যাক সাধারণ জ্বর আর করোনা ভাইরাসের জ্বরের মধ্যে পার্থক্য কোথায়?

অনেক সময় জ্বর একশোর গণ্ডি পেরোয় না এবং বারবার তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই জ্বর সবসময় করোনাভাইরাস নাও হতে পারে। এ ক্ষেত্রে বারবার তাপমাত্রা মাপা উচিত। অন্য কোনও কারণেও হতে পারে।

সাধারণ জ্বর, ঠান্ডা লেগে জ্বর ও করোনার মধ্যে তফাৎ রয়েছে। জ্বরের ক্ষেত্রে কফের আধিপত্য থাকে শরীরে। সাধারণ জ্বর হলে হঠাৎ করেই জ্বর হয় এবং গায়ে হাত পায়ে ব্যথা, মাথায় যন্ত্রণা, নাক দিয়ে জল পড়া, গলায় ব্যথা হয়।

এসব ক্ষেত্রে কয়েকদিনের মধ্যে জ্বর কমে যায়। শরীর দুর্বল করে দেয় যদিও গলা ব্যথা কিংবা নাক দিয়ে জল পড়ার সমস্যা থাকে। তবে খুব উচ্চ তাপমাত্রা হয় না।

করোনা ভাইরাসের ক্ষেত্রে কফ খুব মারাত্মক হয়। যাদের ফুসফুসে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বুকে চাপ অনুভূত হয়। সমস্যা যদি আরও গুরুতর হতে শুরু করে তাহলে অবিলম্বে করোনা টেস্ট করান।

হাঁচি কিংবা কাশি কিন্তু করোনা ভাইরাসের উপসর্গ নয়। সঙ্গে কফ, উচ্চ তাপমাত্রা, স্বাদ-গন্ধ চলে যাওয়া কোভিডের লক্ষণ। এই লক্ষণগুলি থাকলে অবিলম্বে নিজেকে আইসোলেট করুন।

নাক বন্ধ হয়ে যাওয়াও অন্যতম লক্ষণ। সাধারণ জ্বরের ক্ষেত্রে হয় না এমনটা। অনেকসময় আবহাওয়া পরিবর্তনে এই উপসর্গগুলি দেখা যায় ঠিকই কিন্তু ভয়ের কিছু হয়। আইসোলেট রাখাই শ্রেয়।

করোনা ভাইরাসের উপসর্গ মৃদু থেকে গুরুতর হতে পারে। চিকিতসকের পরামর্শ নেওয়া জরুরি তাই। এই পর্যায়ে খুব দ্রুত আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫ দিন করোনা উপসর্গ টের পেলে নিজেকে আগে আইসোলেট করুন। তৎক্ষণাৎ কোভিড টেস্টও করান। শ্বাসকষ্ট শুরু হলে ডাক্তারের কাছে যান।

Address

Dhaka Mawa Express Way Padma Bridge
Mawa
1535

Alerts

Be the first to know and let us send you an email when Padma Bridge Travels and Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Padma Bridge Travels and Tours:

Share

Category