অদম্য ট্রাভেল

অদম্য ট্রাভেল একমাত্র আমরাই বাংলাদেশের প্রায় ৩০টি আকর্ষণীয় ট্যুরিস্ট এলাকায় কম খরচে বেস্ট ট্যুর প্যাকেজ দিয়ে থাকি। Leaders don't climb hills of success with shoes of pride.

They are slippery enough to bring a person down to the valley.”

শুভ সকাল সাজেক ভ্যালি থেকে।ঈদের ছুটিতে চাইলে ঘুরে যেতে পারনে সাজেক ভ্যালি থেকে।আমাদের সাজেক ভ্যালি প্যাকেজ ট্যুরের যেকোন...
10/03/2025

শুভ সকাল সাজেক ভ্যালি থেকে।
ঈদের ছুটিতে চাইলে ঘুরে যেতে পারনে সাজেক ভ্যালি থেকে।
আমাদের সাজেক ভ্যালি প্যাকেজ ট্যুরের যেকোনো প্যাকেজটি বেছে নিতে পারেন।

নন্দকানন খাগড়াছড়ি। আলুটিলা পর্যটন কেন্দ্র।
09/03/2025

নন্দকানন খাগড়াছড়ি।
আলুটিলা পর্যটন কেন্দ্র।

25/02/2025

সাজেক আ*গু*নে ক্ষতি হওয়া স্থাপনার সংখ্যা প্রায় ১০০ টি
আল্লাহ শোক সইবার শক্তি দাও আমিন।

25/02/2025

প্রশাসন থেকে গতকালের দেওয়া সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা আজকে থেকে তুলে নেওয়া হয়েছে।

24/02/2025

আবারও সাজেকে ভয়াবহ অগ্নিকান্ড, সবাই দোয়া করুন
আল্লাহ তায়ালা সহায় হোক আমিন

শুভ দুপুর নীলগিরি থেকে।বান্দরবান রাঙামাটি ট্যুরের একাংশ।বিস্তারিত কমেন্টে
22/02/2025

শুভ দুপুর নীলগিরি থেকে।

বান্দরবান রাঙামাটি ট্যুরের একাংশ।
বিস্তারিত কমেন্টে

সাজেক ভ্রমণের জন্য কোনো ট্যুর এজেন্সির ট্যুর কনফার্ম করার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ:১. ট্যুর প্যাকেজের...
18/02/2025

সাজেক ভ্রমণের জন্য কোনো ট্যুর এজেন্সির ট্যুর কনফার্ম করার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ:

১. ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্যঃ
ট্যুরের তারিখ, যাত্রার সময়, এবং ফেরার সময়
প্যাকেজের অন্তর্ভুক্ত সুবিধাগুলো (যেমন: পরিবহন, হোটেল, খাবার, গাইড, প্রবেশ ফি)
কভারেজ এবং এক্সক্লুশন (কোনো বিশেষ সুবিধা থাকলে বা না থাকলে তা জানানো)

২. পরিবহন ও থাকার ব্যবস্থাঃ
বাস/জিপ সার্ভিসের মান কেমন
হোটেল/রিসোর্টের নাম, অবস্থান, ও সুযোগ-সুবিধা
রুম শেয়ারিং নীতি এবং সিট প্ল্যান

৩. খরচ ও পেমেন্ট পদ্ধতিঃ
মোট খরচ ও কোনো লুকানো চার্জ আছে কি না
পেমেন্ট পদ্ধতি (অগ্রিম ও বাকি টাকা কিভাবে পরিশোধ করতে হবে)
বাতিল নীতি ও রিফান্ড পলিসি

৪. নিরাপত্তা ব্যবস্থাঃ
সাজেকে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা কেমন
এজেন্সির কাছে পারমিট/পরিচয়পত্র সংক্রান্ত সঠিক তথ্য আছে কি না
প্রয়োজনীয় কাগজপত্র ও নিরাপত্তা প্রটোকল মেনে চলছে কি না

৫. রিভিউ ও রেটিংঃ
পূর্বের ট্রিপগুলোর রিভিউ কেমন
আগের পর্যটকদের মতামত দেখে বিশ্বাসযোগ্যতা যাচাই করা
৬. জরুরি যোগাযোগ ও কাস্টমার সার্ভিসঃ
কোনো সমস্যা হলে যোগাযোগের নম্বর
গাইড বা ট্যুর অপারেটরের দায়িত্ব ও আচরণ কেমন

এই বিষয়গুলো নিশ্চিত করে ট্যুর এজেন্সি নির্বাচন করলে সাজেক ট্রিপ আরও ঝামেলামুক্ত ও উপভোগ্য হবে।

ভ্রমণ বিষয়ে যেকোনো পরমর্শের জন্য কল করুন
01869-091097

18/02/2025

সাজেক খাগড়াছড়ি ভ্রমণ প্রিমিয়াম ট্যুর জনপ্রতি ৩৭৫০/- টাকায়, বুকিং চলছে

শুভ সকাল সাজেক ভেলী থেকে।
18/02/2025

শুভ সকাল সাজেক ভেলী থেকে।


17/02/2025

আলুটিলা পাহাড়ে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান – পাহাড়ি ঐতিহ্যের উৎসব!
আলুটিলা পাহাড়ের অপূর্ব প্রকৃতির মাঝে এখন প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পার্বত্য অঞ্চলের বর্ণাঢ্য সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য তুলে ধরা হচ্ছে!

🌿 প্রোগ্রামের বিশেষ আকর্ষণ:
🎶 পাহাড়ি নৃত্য ও সংগীত: চাকমা, মারমা, ত্রিপুরা ও ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশনা
🎭 লোকনাট্য ও গল্প বলা: পাহাড়ের ঐতিহ্যবাহী গল্প ও লোকনাট্য
🎨 হস্তশিল্প প্রদর্শনী: পাহাড়ি শিল্পীদের হাতে তৈরি বাঁশ ও কাঠের শৈল্পিক কাজ, ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার

📍 স্থান: আলুটিলা পর্যটন কেন্দ্র, খাগড়াছড়ি
📅 সময়: প্রতি শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

⏳ টিকিট: ফ্রি এন্ট্রি ফি।

আপনি যদি পাহাড়ি সংস্কৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আসুন এবং এই ঐতিহ্যের সাথে নিজেকে একাত্ম করুন! বন্ধু-বান্ধব, পরিবারসহ সবাইকে নিয়ে আসতে ভুলবেন না!

#সাজেক #অদম্যট্রাভেল #সাজেকট্যুর

গত সপ্তাহে আমরা ঘুরে এলাম বাংলাদেশের স্বর্গরাজ্য সাজেক থেকে! পাহাড়ের কোলে মেঘের আনাগোনা, অপূর্ব সূর্যোদয়, আর রাতের আকাশে...
17/02/2025

গত সপ্তাহে আমরা ঘুরে এলাম বাংলাদেশের স্বর্গরাজ্য সাজেক থেকে!
পাহাড়ের কোলে মেঘের আনাগোনা, অপূর্ব সূর্যোদয়, আর রাতের আকাশে অসংখ্য তারা, চাঁদের আলোতে সাজেক দেখার অভিজ্ঞতাই অন্যরকম!—সব মিলিয়ে এক স্বপ্নময় অভিজ্ঞতা! যারা এখনো সাজেক যাননি, তাদের জন্য বলব—এবার ব্যাগ গুছিয়ে নিন!

আপনারা কেউ সাজেক গিয়েছেন? কেমন ছিল আপনার অভিজ্ঞতা? কমেন্টে জানাতে ভুলবেন না!"

হ্যা, এই ছবিটি আগের তোলা ছিলো।

Address

Pallabi
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when অদম্য ট্রাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category