01/03/2025
আমাদের হৃদপিন্ডের কাজ হলো সারা দেহে রক্ত পাম্প করা এবং প্রতিবার রক্ত পাম্প করার সময় আমাদের হৃদপিণ্ড একটি Beat বা স্পন্দন তৈরি করে যাকে আমরা হার্টবিটও বলে থাকি। এখন হৃদপিন্ডের এই প্রতিটি স্পন্দনে যদি আল্লাহ সুবহানু তায়ালার নাম সন্নিবেশিত করা সম্ভব হয় তবে আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের জিকির চলতে থাকে। আর এভাবে যার অন্তরে সর্বদা আল্লাহর জিকির চলতে থাকে সেই ব্যক্তিকে মুমিন এবং তার লতিফায়ে কাল্ব কে জীবিত বলা হয়।
এছাড়াও বলা হয়ে থাকে, একজন জাকির এ কালবির জিকির অগণিত হয়ে থাকে। সেটি কখনো গুণে শেষ করা যায় না। এ বিষয়ের উপর আলোকপাত করেই দিল্লি বংশোদ্ভুত ইমাম শাহ ওয়ালিউল্লাহ (রহমাতুল্লাহ আলাইহি) বলেছেন, "যখন একজন মানুষ জাকিরে কালবি হয়ে যায় এবং কালবের মাধ্যমে তার 'আল্লাহ জিকির' দেহের কোনা কোনায় পৌঁছে যায় তখন ওই জাকিরের কালবির রক্তে বিদ্যমান প্রতিটি রেড ব্লাড সেল আল্লাহ আল্লাহ জিকির শুরু করে।"
SUBSCRIBE FOR MORE 👇
https://www.youtube.com/channel/UC0yAytvCbziNzz1griUsQwA