
13/07/2025
Bojra The Great Humayun ❤️
বজরা হাউজবোট ক্লানের সবচেয়ে আধুনিক আর বিশালদেহী হাউজবোট বজরা দ্যা গ্রেট হুমায়ূন। বজরার এই হাউজবোট টিতে রয়েছে ১১ টি কেবিন, প্রতিটার সাথে এটাচ ওয়াশরুম ও বেলকনি সংযুক্ত, রয়েছে স্পেসিয়াস ওপেন লাউঞ্জ, ছিমছাম ছাদ বাগান, স্কিটো ছাতা সহ আধুনিক হাউজবোট ফ্যাসিলিটি। হাউজবোটটিতে বেড টু বেড ক্যাপাসিটি রয়েছে ৪০ জনের।
আমরা এই হাউজবোটটিকে সম্পুর্ণ ফ্যামিলি ফ্রেন্ডলি হাউজবোট হিসেবে তৈরি করার চেষ্টা করেছি। হাউজবোটটি অভিজ্ঞ সুকানি, দক্ষ ড্রাইভার, মার্জিত স্টাফ ও শিক্ষিত ট্যুর গাইড দিয়ে পরিচালিত হয়। বাকিটা আপনারাই ভ্রমণ করেই রিভিউ দিবেন ইনশাল্লাহ...