AeroMan

AeroMan আকাশ ছোঁয়ার গল্প। আকাশ ছোঁয়ার গল্প

12/06/2025
টেনেরিফ বিমান দুর্ঘটনা: ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনা১৯৭৭ সালের ২৭ মার্চ, টেনেরিফ দ্বীপের লস রোডিওস বিমানবন্দরে ইতিহাস...
08/12/2024

টেনেরিফ বিমান দুর্ঘটনা: ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনা

১৯৭৭ সালের ২৭ মার্চ, টেনেরিফ দ্বীপের লস রোডিওস বিমানবন্দরে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। কেএলএম ফ্লাইট ৪৮০৫ এবং প্যান অ্যাম ফ্লাইট ১৭৩৬—দুটি বিশাল বোয়িং ৭৪৭ বিমান ধোঁয়াশার কারণে রানওয়েতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

কেএলএমের পাইলট অনুমতি না নিয়েই টেক-অফ শুরু করেন, আর তখনই প্যান অ্যামের বিমানটি রানওয়ে পার হচ্ছিল। ঘন কুয়াশায় সীমিত দৃশ্যমানতার কারণে দুই পাইলটই বিপর্যয় বুঝতে ব্যর্থ হন। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ভয়াবহ সংঘর্ষ, যা ৫৮৩ জন প্রাণ কেড়ে নেয়।

এই দুর্ঘটনা বৈমানিক ভুল, যোগাযোগ ত্রুটি, ও প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটেছিল। ঘটনাটি আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। রেডিও যোগাযোগ, পাইলটদের প্রশিক্ষণ, ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের উন্নতিতে এই দুর্ঘটনার পর বিশেষ নজর দেওয়া হয়।

টেনেরিফ দুর্ঘটনা একটি কঠিন শিক্ষার বার্তা হয়ে আজও বিমানের নিরাপত্তার ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে রয়েছে।

Aeroman এর উদ্যোগে এমন অনেক মানুষ, যারা সারা জীবনে কখনো বিমানে চড়ার সুযোগ পায়নি, তাদের জন্য একটি স্বপ্নপূরণের সুযোগ তৈ...
06/12/2024

Aeroman এর উদ্যোগে এমন অনেক মানুষ, যারা সারা জীবনে কখনো বিমানে চড়ার সুযোগ পায়নি, তাদের জন্য একটি স্বপ্নপূরণের সুযোগ তৈরি হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে লালচান ভাইয়ের মতো একজন সাধারণ মানুষও বিমানে চড়ার অভিজ্ঞতা লাভ করেছেন।

লালচান ভাই, যিনি কখনো ভাবেননি যে তার জীবনে বিমানে চড়ার সুযোগ আসবে, সেই লালচান ভাইকে আমরা বিমানে তুলে কক্সবাজার নিয়ে গেছি। এটি তার জীবনের একটি অসাধারণ মুহূর্ত। Aeroman এর এই উদ্যোগ তার জীবনে এক নতুন আলোকপাত করেছে।

একজন সাধারণ মানুষ, যার জন্য বিমানে চড়া ছিল এক দূরের স্বপ্ন, সেই স্বপ্ন Aeroman এর মাধ্যমে বাস্তব হয়েছে।

৮টি যাত্রীবাহী ফ্লাইটের রহস্যময় নিখোঁজের গল্পবিমান চলাচল সাধারণত নিরাপদ হলেও কিছু ফ্লাইটের নিখোঁজ হওয়ার ঘটনা আজও রহস্য হ...
01/12/2024

৮টি যাত্রীবাহী ফ্লাইটের রহস্যময় নিখোঁজের গল্প

বিমান চলাচল সাধারণত নিরাপদ হলেও কিছু ফ্লাইটের নিখোঁজ হওয়ার ঘটনা আজও রহস্য হয়ে রয়েছে। এখানে এমনই ৮টি ফ্লাইটের কথা উল্লেখ করা হলো:

১. ইজিপ্টএয়ার ফ্লাইট ৮০৪ (২০১৬)
প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ফ্লাইটটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষ ও ব্ল্যাক বক্স উদ্ধার হলেও, ধোঁয়া এবং পাইলটের সিগারেটের কারণে দুর্ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হয়।

২. মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএইচ৩৭০ (২০১৪)
২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি হঠাৎ দিক পরিবর্তন করে এবং ভারত মহাসাগরে নিখোঁজ হয়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান সত্ত্বেও রহস্য আজও অমীমাংসিত।

৩. ফ্লাইং টাইগার লাইন ফ্লাইট ৭৩৯ (১৯৬২)
গোপন সামরিক মিশনে থাকা ৯৩ জন সেনাসদস্যসহ বিমানটি প্রশান্ত মহাসাগরে নিখোঁজ হয়। কোনো সংকেত বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

৪. পান অ্যাম ফ্লাইট ৭ (১৯৫৭)
সান ফ্রান্সিসকো থেকে হোনোলুলু যাওয়ার পথে বিলাসবহুল এই বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়। কিছু মরদেহ উদ্ধার করা হলেও, দুর্ঘটনার কারণ অজানা।

৫. কানাডিয়ান প্যাসিফিক এয়ারলাইনস (১৯৫১)
কোরীয় যুদ্ধে সাহায্য করতে টোকিওগামী ফ্লাইটটি আলাস্কার কাছে নিখোঁজ হয়। দীর্ঘ অনুসন্ধানেও কোনো চিহ্ন মেলেনি।

৬. নর্থওয়েস্ট ওরিয়েন্ট ফ্লাইট ২৫০১ (১৯৫০)
মিশিগান লেকের উপর দিয়ে যাওয়ার সময় ফ্লাইটটি হঠাৎ রাডার থেকে হারিয়ে যায়। খুঁজে পাওয়া যায়নি ধ্বংসাবশেষ।

৭. ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ স্টার এরিয়েল (১৯৪৯)
বারমুডা থেকে জামাইকা যাওয়ার পথে এই ফ্লাইটটি বারমুডা ট্রায়াঙ্গলে নিখোঁজ হয়। কারণ অজানা।

৮. ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ স্টার টাইগার (১৯৪৮)
৩১ জন যাত্রী নিয়ে এই বিমানটি বারমুডা অঞ্চলে নিখোঁজ হয়। কোনো সংকেত বা ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

এই ফ্লাইটগুলো আজও ইতিহাসের অন্যতম রহস্য হয়ে রয়েছে।

29/11/2024

দেলোয়ার চাচার প্লেনে ওঠার স্বপ্ন পূরণ | First Flight Experience

আকাশে হারিয়ে যাওয়া: ফ্লাইট ৩৭০-এর রহস্যময় গল্প২০১৪ সালের ৮ মার্চ। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ কুয়ালালা...
26/11/2024

আকাশে হারিয়ে যাওয়া: ফ্লাইট ৩৭০-এর রহস্যময় গল্প

২০১৪ সালের ৮ মার্চ। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ কুয়ালালামপুর থেকে বেইজিং-এর উদ্দেশ্যে যাত্রা করেছিল। বোয়িং ৭৭৭ মডেলের এই বিমানটিতে ২৩৯ জন আরোহী ছিলেন—কেউ জানত না, এটি হবে তাদের জীবনের শেষ যাত্রা।

ফ্লাইটটি ঠিকঠাকভাবে উড্ডয়ন করেছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু মাত্র ৪১ মিনিট পর, কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে আর কখনও ফ্লাইট এমএইচ৩৭০-এর কোনো খোঁজ মেলেনি।

বিশাল আকাশের নিচে এমন নিখোঁজ হওয়া? অসম্ভব মনে হয়। তবে তদন্তকারীরা বললেন, বিমানটি তার পূর্ব নির্ধারিত পথ থেকে সরে গিয়ে দক্ষিণ ভারত মহাসাগরের গভীরে চলে যায়। কিন্তু কেন? প্রযুক্তির এই যুগেও, এত বড় একটি বিমান কীভাবে হারিয়ে গেল?

এমএইচ৩৭০-এর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে অনেক ষড়যন্ত্র তত্ত্ব জন্ম নিয়েছে। কেউ বলেছে, এটি ছিল একটি সন্ত্রাসী হামলা। কেউ দাবি করেছে, পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটিকে ডুবিয়ে দিয়েছেন। আবার কারো মতে, এটি হয়তো ভিনগ্রহের প্রাণীদের কাজ।

২০১৫ সালে, ভারত মহাসাগরের রিউনিয়ন দ্বীপে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। তবে এটি নিখোঁজের রহস্য উন্মোচনে সাহায্য করেনি। আজও, ফ্লাইট ৩৭০ এক চরম অমীমাংসিত রহস্য।

বিমানের প্রতিটি যাত্রী এবং ক্রুদের পরিবার এখনো অপেক্ষায় আছেন। তারা জানেন, তাদের প্রিয়জন আর ফিরবেন না, কিন্তু এই প্রশ্ন তাদের কুরে কুরে খায়—ঠিক কী ঘটেছিল সেই রাতে?

এমএইচ৩৭০ শুধু একটি বিমান নয়; এটি একটি অধ্যায়, যা আমাদের মনে করিয়ে দেয় যে আকাশ যতই বিশাল হোক না কেন, এর গভীরতায় হারিয়ে যাওয়ার রহস্য আরও গভীর।

https://youtu.be/fnLjzMxDsTw?si=jb2TCuMvfiRg8VAb
08/09/2024

https://youtu.be/fnLjzMxDsTw?si=jb2TCuMvfiRg8VAb

প্লেনে ওঠার শখ এবং কক্সবাজার যাওয়ার স্বপ্ন একসাথে পূরণ....The hobby of flying and the dream of going to Cox's Bazar come true together....Facebook: ...

Like,Comment,share and subscribe...
05/09/2024

Like,Comment,share and subscribe...

লাল চান মিয়া, যিনি একসময় এয়ারপোর্টে কাজ করতেন, সপ্ন দেখতেন প্লেন এ চড়ার। করোনা মহামারিতে তার চাকরি চলে যায় তাতে...

04/09/2024

Subscribe youtube channel
Share post in facebook
Win dhaka to cox free air ticket

"এয়ারপোর্ট থেকে বিদায়, এখন লাল চান উড়ছে আকাশে..."

YouTube: https://youtu.be/cZ-MCkuf8Kk?si=fkwc2YHsBCdDxnLI

Discerption: লাল চান মিয়া, যিনি একসময় এয়ারপোর্টে কাজ করতেন, সপ্ন দেখতেন প্লেন এ চড়ার। করোনা মহামারিতে তার চাকরি চলে যায় তাতে নস্ট হয় তার সপ্ন পুরনের ইচ্ছা। 'এরোম্যান' তার জীবনে নতুন আলো নিয়ে আসে, এবং আকাশপথে ভ্রমণের সুযোগ দেয়। এবার লাল চান মিয়ার স্বপ্ন পূরণ হয়েছে, তিনি নিজেই প্লেনের যাত্রী! তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার গল্প দেখুন আমাদের চ্যানেলে।"

"Lal Chan Mia, who once worked at the airport, dreamed of boarding a plane. Due to the corona epidemic, his job was lost and his desire to fulfill his dream was lost. 'AeroMan' brings new light to his life, and gives him a chance to travel through the air. Lal Chan Mia's dream has come true, he is a passenger on the plane! Watch his inspiring journey on our channel."

https://youtu.be/cZ-MCkuf8Kk
03/09/2024

https://youtu.be/cZ-MCkuf8Kk

লাল চান মিয়া, যিনি একসময় এয়ারপোর্টে কাজ করতেন, সপ্ন দেখতেন প্লেন এ চড়ার। করোনা মহামারিতে তার চাকরি চলে যায় তাতে...

31/08/2024

More details in the comment section.

31/08/2024

FLY TO & FROM 𝐉𝐀𝐒𝐇𝐎𝐑𝐄
TO ENJOY THE VIBRANT CITY
AND THE FLOWER GARDEN

For ticket details or any query please call 13603 or 01755656660-61 (Daily 07 am - 10 pm)
Email: [email protected]
Visit www.flynovoair.com

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when AeroMan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category