05/09/2023
🛑 টাইমলাইনে শেয়ার করে রেখে দিন l
🔷 আমাদের ফেসবুক পেজটিতে Follow দিয়ে রাখুন l নইলে বিজ্ঞাপনটি পরে খুঁজে পাবেননা l
🛑 আপনাদের সঠিক বিষয় জেনে রাখা জরুরী । রিফিউজড বা নতুন আবেদনকারীগন পূর্ণ প্রস্তুতি নিয়ে জেনে, বুঝে আবেদন করুন । মনে রাখবেন, আপনার অনেক দেশ ভিজিট থাকলেই আ*মেরিকার ভি*সা হবে এই ধারনা ঠিক নয় l আবার আপনার কোন দেশের ভিজিট না থাকলেই যে আ*মেরিকার ভি*সা দেবেনা এমন কোন আইন করা নেই । যেকোন বিষয়ে সন্দেহ বা জানার থাকলে বাংলাদেশে অবস্থিত আ*মেরিকান দুতাবাসের সাহায্য নিন।
🔷 ইন্টারভিউ বাংলাদেশে সাধারণতো দুই ভাষায় হয়ে থাকে, বাংলা এবং ইংরেজী। আপনি চাইলে বাংলাতেও ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউ সাধারণতো ২ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। আপনি আ*মেরিকা যাওয়ার যোগ্য সেটা এম্বাসিকে কি করে বুঝাবেন? সেটা বুঝাবেন আপনার এপ্লিকেশন ফর্ম এর মাধ্যমে অর্থাৎ DS-160 এর ফর্ম এর মাধ্যমে। আ*মেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে যার নাম DS-160 ফর্ম। এই এপ্লিকেশন ফর্ম অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ফর্ম এর উপর আপনার ভি*সা অনেকাংশ নির্ভর করে। তাই অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা ফর্মটি পূরণ করা উচিত বা আপনি নিজেও বুঝে করতে পারেন। মূলত এই ফর্মটি আপনার ভি*সা পাওয়ার পূর্ব শর্ত হিসাবে বিবেচিত হয় l কারন আপানার ফাইনান্সিয়াল কন্ডিশন, সামাজিক অবস্থান, দেশে ফিরে আসার বাধ্যবাদকতা, বিজনেস, পারিবারিক, (আ*মেরিকায় বিজনেস ট্রাভেলের জন্য স্পন্সর ও ইনভাইটেশন লেটার) আপনি বলতে পারেন ৭৫% চান্স নির্ভর করে এই DS-160 ফর্ম এর উপর, বাকি ২৫% নির্ভর করে আপনার ইন্টারভিউ এর উপর। এই দুইটির সঠিক সফল কম্বিনেশনই আপনার ভি*সা পাওয়া চান্স নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
বেশিরভাগ মানুষ যে ভুলটা বেশি করে থাকে সেটা হলো, DS 160 অদক্ষ কাউকে দিয়ে পূরণ করে ইন্টারভিউতে চলে যায় ! এতে করে হয়তো কিছু টাকা বেঁচে যায় তবে ফলাফল হয় ভি*সা রিফিউজ। আবার অনেকেই যারা ভি*সা পেয়েছেন তাঁদের থেকে ইন্টারভিউ এর গাইডলাইন নিয়ে ইন্টারভিউ ফেইস করতে চলে যায় ! অথচ তার প্রোফাইল এবং উনার প্রোফাইল কিন্তু ভিন্ন। না এটা কখনই করবেন না l আপনাকে আপনার প্রোফাইল অনুযায়ী ইন্টারভিউ এর গাইডলাইন নিতে হবে। যেহেতু আ*মেরিকার মতো একটি দেশ সারা পৃথিবী থেকে এই ফর্ম এর উপর ভিত্তি করে ভি*সা ইস্যু করে থাকে তাহলে আপনি নিজেই চিন্তা করুন এই ফর্ম কতটা গুরুত্বপূর্ণ l
➡️👉***কারণ ইন্টারভিউ এর আগে এই ফর্ম এর উপর স্টাডি এবং যাচাই বাছাই করেই সাধারণতো আপনার ভি*সা ইস্যুর প্রক্রিয়া করে থাকে। আর ইন্টারভিউতো হয় মাত্র ২ থেকে ৫ মিনিট, এই সময় এর মধ্যে আপনাকে যাচাই বাছাই করবে। তাই অদক্ষ লোক দ্বারা ফর্ম ফিলাপ করলে আপনার ভি*সা হওয়ার থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আরও একটা জিনিস মনে রাখবেন DS-160 ফর্ম এর তথ্য এবং আপনার ইন্টারভিউ এর তথ্য এই দুই এর মধ্যে চমৎকার ও শৈল্পিক একটা মিল থাকতে হবে।
🔷 আ*মেরিকাতে কোনো কনফারেন্স বা সেমিনার, বিজনেস অথবা কোনো মেলায় যোগদান করতে চান সেক্ষেত্রে ইনভাইটেশন ও স্পন্সরের প্রয়োজন আছে।
🔷 *** ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ যদি কিনা আপনি আ*মেরিকার মেডিকাল/স্টুডেন্ট/বিজনেস (B1/B2, F, M, J ইত্যাদি) ভিসার জন্য এপ্লাই করে থাকেন। এসকল ভি*সার ক্ষেত্রে এম্বাসি আপনার কাছে নানা প্রকার ডকুমেন্টস দেখতে চাইতে পারে l
🔷 আমরা আপনাকে যে সকল সেবা দেবো:
১. আপনার DS-160 ফর্ম সঠিক ও চমৎকার ভাবে পূরণ করে দিবো।
২. আপনার ইন্টারভিউ ডেট রিশিডিউল এর মাধ্যমে এগিয়ে নিয়ে আসবো।
২. আপনাকে ইন্টারভিউ এর সম্পুর্ণ গাইডলাইন দিয়ে দিবো।
৩. ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তা আমরা গুছিয়ে দিবো।
🛑 আমরা প্রতিটি ক্লাইন্টের ফাইল দেখে আমরা রিসার্চ করি এবং ভি*সা হওয়ার সম্ভাবনা যাচাই করে তবেই ফাইল রিসিভ করি 🤝
অন্যথায় তাকে ভালো পরামর্শ দেই, এটাই আমাদের নীতি।
🔷 আমরা আ*মেরিকার যেসব ভি*সা ফাইল প্রসেসিং করে থাকিঃ
1. ভিজিট ভি*সা (B2)
2. বিজনেস ভি*সা (B1)
3. Crew ভি*সা
4. ড্রপ বক্সের মাধ্যমে ভি*সা রিনিউ।
5. B1/B2
6. সকল ভি*সা A to Z.
🛑 আমাদের আ*মেরিকায় অফিস এবং আ*মেরিকান এটর্নিদের সাথে যৌথভাবে কাজ করি l
🛑 বিশ্বের যেকোনো দেশের✈️বিমান/এয়ার টিকেট সবচেয়ে কম মুল্যে পাওয়া যায়।
🛑বিঃদ্রঃ বিস্তারিত জানতে অফিসে আসুন I
★পোষ্টটি শেয়ার করে ও Follow দিয়ে রাখুন। হয়তো ভবিষৎ-এ প্রয়োজন হতে পারে ! তখন আমাদেরকে খুঁজে পেতে আপনার সহজ হবে।
🛑 অফিস এর ঠিকানা ঢাকা :
ডেসটিনেশন আনলিমিটেড
রাজিয়া প্লাজা, ১৮৪ (লিফট-৭), বেগম রোকেয়া স্বরণী, মিরপুর-১০, ঢাকা-১২১৬ (মার্কেন্টাইল ব্যাংকের ৮ তলা)
🛑বিঃদ্রঃ অফিসে আসার পূর্বে অবশ্যই ফোনে যোগাযোগ করে সময় নির্ধারণ করে আসবেন l
🛑 APPOINTMENT নিয়ে আসুন।
🛑 হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারঃ
+8801713739949 (Bangladesh)
+1 2122036177 (USA)
🛑 আমাদের ফোন নাম্বারঃ (ফোন করার সময় সকাল ১০ঃ৩০ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত)
🛑 আমরা সাধারণত ফোন কলের অনেক প্রেসারে থাকি, আপনাকে ও আপনার পাসপোর্ট না দেখে কিছু বলা সম্ভব নয় l আরও অনেক প্রশ্ন থাকে যার সব উত্তর দেয়া ফোনে সম্ভব নয়। তাছাড়া অনেকে ফোনে তথ্য নিয়ে বিভ্রান্তির চেষ্টা করে l তাই সরাসরি অফিসে আসার অনুরোধ রইলো l আমাদের অফিস আওয়ার সকাল ১১:০০ টা থেকে সন্ধ্যা ৮:০০ টা l
(ফোন করুন সকাল ১১ঃ০০ টা থেকে ভোর ৪ঃ০০ টা)
———————————————-