31/12/2023
আজকের ট্রিপ এ কোলকাতা এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহুর্তে এম ভি রাজারহাট সি!
সরাসরি ঢাকা থেকে কোলকাতা ভ্রমন করুন নৌ পথে 🥰 সুন্দরবন এর মধ্য দিয়ে পানি পথে দীর্ঘ এই যাত্রা আপনার স্মরণীয় মুহুর্ত সৃষ্টি করবে। গত ২৯ নভেম্বর ২০২৩ সকাল ৯ টায় শুভ উদ্বোধন হয়েছে ঢাকা - কোলকাতা নৌ রুটে এম ভি রাজারহাট সি।
🛳️ ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ ( পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)
⚓পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।
চলাচল এর সময় সুচী:
ঢাকা থেকে ২৭ ডিসেম্বর, ২৫ জানুয়ারী ২০২৪, ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
♒ চলাচল এর রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)- চাঁদপুর - বরিশাল - ঝালকাঠী - মোরেলগঞ্জ - মংলা (সুন্দরবন)- আংটিহারা - হেমনগর (ভারত)- বালি (সুন্দরবন)- ভগবতপুর - নামখানা - ডায়মন্ড হারবার - কোলকাতা পুলিশ জেটি।
🧑✈️ যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।
🍝ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজ এ ভ্রমন কালীন সময়ে দৈনিক ৫০০/- প্যাকেজ এ একজন যাত্রী ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারবেন।
মেন্যু: সকাল - পরোটা, সবজি, ডাল, হালুয়া, ব্রেড, জেলী, সিদ্ধ ডিম, পানি।
দুপুর ও রাত: সাদা ভাত, মাছ, মাংস, মিক্স সবজি, ডাল, ভর্তা, সালাদ, ডেজার্ট, পানি।
এছাড়া জাহাজ এ ২ টি রেস্টুরেন্ট ও ফাস্টফুড জোন এ আলাদা ভাবে অন পে তে খাবার থাকবে।
🇮🇳 ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।
🛄🛄 ব্যাগেজ ও মালামাল পলেসি: কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে প্রতি টিকেটের সাথে সর্বোচ্চ ৪০ কেজি মালামাল বহন করিতে পারবেন। অতিরিক্ত প্রতি কেজির জন্য ১০০ টাকা হারে প্রদান করিতে হবে। (মালামালের সকল বৈধতার ও কাস্টমস চার্জ, ট্যাক্স/ভ্যাট যাত্রীকে বহন করিতে হবে)
👨⚕ চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।
🎯🎲বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক, জিমনেশিয়াম।
🎫 ওয়ান ওয়ে ভাড়ার তালিকা ঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)
ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা:
🎫 সিঙ্গেল স্লিপার ঃ ৬,০০০/- (১ জন)
🎫 ডাবল স্লিপার ঃ ১০,০০০/- (২ জন)
🎫 সিঙ্গেল কেবিন ঃ ১২,০০০/- (১ জন)
🎫 ডাবল কেবিন ঃ ২০,৪০০/- (২ জন)
🎫 ফ্যামিলি কেবিন ঃ ২৫,২০০/- (২ জন)
🎫 ভিআইপি কেবিন ঃ ৩০,০০০/- (২ জন)
🎫 প্রিমিয়াম ভিআইপি কেবিন ঃ ৫০,৪০০/- (২ জন)
🧑🍼 ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।
১. জাহাজ এর সকল শ্রেনীর টিকেট এর সাথে ১০০০ টাকা ট্রাভেল ট্যাক্স ইনক্লুড। অর্থাৎ আলাদা করে ট্রাভেল ট্যাক্স দেয়া লাগবে না।
২. যারা রাউন্ড টিকেট ক্রয় করবেন, জাহাজ কলকাতা তে অবস্থানকালীন সময়ে তারা রাতে জাহাজ এ অবস্থান করতে পারবে সম্পূর্ন ফ্রি তে (আলাদা কোন রাত্রি যাপন চার্জ দিতে হবে না)।
৩. আপাতত যাত্রীর পাসপোর্ট এ যে কোন পোর্ট এ ভারতীয় ভিসা থাকলেই একজন যাত্রী এই নৌ পথে ভ্রমন করতে পারবেন।
ঢাকা - কোলকাতা রুটে রিটার্ন জাহাজ টিকেট কাটলেই পাচ্ছেন ভারতীয় ভিসা দ্রুত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা। ভিসা সহযোগিতা প্রাপ্তি তে আপনার যা করনীয়:
১। মিনিমাম ৬ মাস মেয়াদী বৈধ বাংলাদেশী পাসপোর্ট।
২। অনলাইন এ ভারতীয় ভিসার আবেদন ও পেমেন্ট স্লিপ।
৩। ভারতীয় ভিসা আবেদন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজ পত্র।
৪। জাহাজ টিকেট রাউন্ড ট্রিপ।
সব কাগজ পত্র ঠিক থাকলে এবং এই পাসপোর্ট এ পূর্বের কোন ব্যাড রেকর্ড না থাকলে দ্রুত ভিসা পাবেন ইনশাআল্লাহ।
যা যা জাহাজ কর্তৃপক্ষ কে দিতে হবেঃ
* পাসপোর্ট এর কপি।
* ভিসা আবেদন এর এপয়েন্টমেন্ট স্লীপ।
* ভিসা ফি জমা স্লীপ।
** টিকেট কপি।
বুকিং ও তথ্য সংক্রান্ত যোগাযোগ করুন: 01671-740371 (Whats App)