Green Touch Tours & Travels

Green Touch Tours & Travels It is a tours and travel organization for the people of Bangladesh and also for those who are intere

Alhamdulillah
01/06/2025

Alhamdulillah

🌙 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤!
30/03/2025

🌙 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤!

Shanto Hobby Development & constitution LTD12 November 2024 Corporate TourCox's Bazar.
05/01/2025

Shanto Hobby Development & constitution LTD
12 November 2024 Corporate Tour
Cox's Bazar.

কক্সবাজার জেলার ৪৫টি দর্শনীয় স্থানঃ ০১. কক্সবাজার সমুদ্র সৈকত০২. কলাতলী সী বিচ ০৩. লাবনি বিচ০৪. সুগন্ধা বিচ০৫. মেরিন ড্র...
03/01/2025

কক্সবাজার জেলার ৪৫টি দর্শনীয় স্থানঃ
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ
০৩. লাবনি বিচ
০৪. সুগন্ধা বিচ
০৫. মেরিন ড্রাইভ রোড
০৬. দরিয়া নগর, কক্সবাজার
০৭. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৮ সালসা বিচ
০৯. ইনানী সী বিচ
১০. পাটুয়ার টেক বিচ
১১. শামলাপুর বিচ
১২. সাবরাং
১৩. কাকরা বিচ
১৪. মিনি বান্দরবান
১৫. সি পার্ল বিচ
১৬. রেজু খাল
১৭. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
১৮. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১৯. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
২০. মহেশখালী দ্বীপ
২১. কুতুবদিয়া দ্বীপ
২২. রামু রাবার বাগান,
২৩. রামু বৌদ্ধ মন্দির
২৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
২৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
২৬. মাথিনের কূপ, টেকনাফ
২৭. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৮. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৯. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
৩০. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
৩১. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
৩২. রাখাইন পাড়া, কক্সবাজার
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার
৪৩. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৪৪. মাতামুহুরী নদী
৪৫. বায়ু বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার

কতগুলো জায়গা আপনি ঘুরে দেখেছেন, জানান কমেন্ট করে!

Happy New Year 2025
01/01/2025

Happy New Year 2025

01/04/2024

Sajek Valley

SAJEK TOUR
01/04/2024

SAJEK TOUR

আজকের ট্রিপ এ কোলকাতা এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহুর্তে এম ভি রাজারহাট সি!  সরাসরি ঢাকা থেকে কোলকাতা ভ্রমন করুন নৌ পথে 🥰...
31/12/2023

আজকের ট্রিপ এ কোলকাতা এর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহুর্তে এম ভি রাজারহাট সি!
সরাসরি ঢাকা থেকে কোলকাতা ভ্রমন করুন নৌ পথে 🥰 সুন্দরবন এর মধ্য দিয়ে পানি পথে দীর্ঘ এই যাত্রা আপনার স্মরণীয় মুহুর্ত সৃষ্টি করবে। গত ২৯ নভেম্বর ২০২৩ সকাল ৯ টায় শুভ উদ্বোধন হয়েছে ঢাকা - কোলকাতা নৌ রুটে এম ভি রাজারহাট সি।
🛳️ ছাড়ার স্থান: কার্নিভাল ক্রুজ ফেরীঘাট, হাসনাবাদ ( পোস্তগোলা ব্রীজের নীচ থেকে)

⚓পৌছানোর স্থান: পুলিশ জেটি ঘাট, হাওড়া, কলকাতা।
চলাচল এর সময় সুচী:
ঢাকা থেকে ২৭ ডিসেম্বর, ২৫ জানুয়ারী ২০২৪, ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
♒ চলাচল এর রুট: ঢাকা (হাসনাবাদ কার্নিভাল ফেরীঘাট)- চাঁদপুর - বরিশাল - ঝালকাঠী - মোরেলগঞ্জ - মংলা (সুন্দরবন)- আংটিহারা - হেমনগর (ভারত)- বালি (সুন্দরবন)- ভগবতপুর - নামখানা - ডায়মন্ড হারবার - কোলকাতা পুলিশ জেটি।
🧑‍✈️ যাত্রী নিরাপত্তা ব্যবস্থা: পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন ব্যবস্থা ও দক্ষ আনসার বাহিনী।
🍝ভ্রমনকালীন সময় খাবার ব্যবস্থা: জাহাজ এ ভ্রমন কালীন সময়ে দৈনিক ৫০০/- প্যাকেজ এ একজন যাত্রী ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারবেন।
মেন্যু: সকাল - পরোটা, সবজি, ডাল, হালুয়া, ব্রেড, জেলী, সিদ্ধ ডিম, পানি।
দুপুর ও রাত: সাদা ভাত, মাছ, মাংস, মিক্স সবজি, ডাল, ভর্তা, সালাদ, ডেজার্ট, পানি।
এছাড়া জাহাজ এ ২ টি রেস্টুরেন্ট ও ফাস্টফুড জোন এ আলাদা ভাবে অন পে তে খাবার থাকবে।
🇮🇳 ভ্রমনকারীর প্রয়োজনীয় কাগজপত্র: ভারতীয় ভিসা সম্বলিত পাসপোর্ট (ভিসার মেয়াদ কমপক্ষে ১৫ দিন, পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ০৬ মাস), জাতীয় পরিচয় পত্রের কপি।

🛄🛄 ব্যাগেজ ও মালামাল পলেসি: কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে প্রতি টিকেটের সাথে সর্বোচ্চ ৪০ কেজি মালামাল বহন করিতে পারবেন। অতিরিক্ত প্রতি কেজির জন্য ১০০ টাকা হারে প্রদান করিতে হবে। (মালামালের সকল বৈধতার ও কাস্টমস চার্জ, ট্যাক্স/ভ্যাট যাত্রীকে বহন করিতে হবে)
👨‍⚕ চিকিৎসা: সার্বক্ষনিক একজন এমবিবিএস ডাক্তার ভ্রমনকালীন সময়ে জাহাজে অবস্থান করবেন।
🎯🎲বিনোদন: দাবা, ক্যারম, লুডু ও লাইভ মিউজিক, জিমনেশিয়াম।
🎫 ওয়ান ওয়ে ভাড়ার তালিকা ঃ ৪০% মূল্য ছাড়ে (সিমীত সময়ের জন্য)
ডিসকাউন্টের পর ভাড়ার তালিকা:
🎫 সিঙ্গেল স্লিপার ঃ ৬,০০০/- (১ জন)
🎫 ডাবল স্লিপার ঃ ১০,০০০/- (২ জন)
🎫 সিঙ্গেল কেবিন ঃ ১২,০০০/- (১ জন)
🎫 ডাবল কেবিন ঃ ২০,৪০০/- (২ জন)
🎫 ফ্যামিলি কেবিন ঃ ২৫,২০০/- (২ জন)
🎫 ভিআইপি কেবিন ঃ ৩০,০০০/- (২ জন)
🎫 প্রিমিয়াম ভিআইপি কেবিন ঃ ৫০,৪০০/- (২ জন)
🧑‍🍼 ফ্যামিলির কেবিনের সাথে ১০ বছরের কম বয়সের ২ জন সন্তানের টিকিট ফ্রি।
১. জাহাজ এর সকল শ্রেনীর টিকেট এর সাথে ১০০০ টাকা ট্রাভেল ট্যাক্স ইনক্লুড। অর্থাৎ আলাদা করে ট্রাভেল ট্যাক্স দেয়া লাগবে না।
২. যারা রাউন্ড টিকেট ক্রয় করবেন, জাহাজ কলকাতা তে অবস্থানকালীন সময়ে তারা রাতে জাহাজ এ অবস্থান করতে পারবে সম্পূর্ন ফ্রি তে (আলাদা কোন রাত্রি যাপন চার্জ দিতে হবে না)।
৩. আপাতত যাত্রীর পাসপোর্ট এ যে কোন পোর্ট এ ভারতীয় ভিসা থাকলেই একজন যাত্রী এই নৌ পথে ভ্রমন করতে পারবেন।
ঢাকা - কোলকাতা রুটে রিটার্ন জাহাজ টিকেট কাটলেই পাচ্ছেন ভারতীয় ভিসা দ্রুত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা। ভিসা সহযোগিতা প্রাপ্তি তে আপনার যা করনীয়:
১। মিনিমাম ৬ মাস মেয়াদী বৈধ বাংলাদেশী পাসপোর্ট।
২। অনলাইন এ ভারতীয় ভিসার আবেদন ও পেমেন্ট স্লিপ।
৩। ভারতীয় ভিসা আবেদন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কাগজ পত্র।
৪। জাহাজ টিকেট রাউন্ড ট্রিপ।
সব কাগজ পত্র ঠিক থাকলে এবং এই পাসপোর্ট এ পূর্বের কোন ব্যাড রেকর্ড না থাকলে দ্রুত ভিসা পাবেন ইনশাআল্লাহ।
যা যা জাহাজ কর্তৃপক্ষ কে দিতে হবেঃ
* পাসপোর্ট এর কপি।
* ভিসা আবেদন এর এপয়েন্টমেন্ট স্লীপ।
* ভিসা ফি জমা স্লীপ।
** টিকেট কপি।
বুকিং ও তথ্য সংক্রান্ত যোগাযোগ করুন: 01671-740371 (Whats App)

Happy New Year Friends 2024.
31/12/2023

Happy New Year
Friends 2024.

29/12/2023

K koita baje uthen??

💖🇵🇸🇧🇩
19/12/2023

💖🇵🇸🇧🇩

Address

Mirpur-2, Dhaka
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 18:36
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801712906663

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Touch Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Touch Tours & Travels:

Share

Category