গাড়ি ভাড়া বাংলাদেশ 01600204003

গাড়ি ভাড়া বাংলাদেশ 01600204003 Call/WhatsApp 01600204003 for any kind of Car rent.

করোনা ভাইরাস সংক্রমণের একটা বড় মাধ্যম হতে পারে গণপরিবহন! নিজের ও আপনজনদের সুস্থতা নিশ্চিত করতে গণপরিবহন এড়িয়ে চলুন! অফিস সহ অন্য যেকোনো প্রয়োজনে যাতায়াতের জন্য দৈনিক বা মাসিক চুক্তিতে গাড়ি ভাড়া নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন! আপনার চাহিদা অনুসারে আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য গাড়ি ভাড়া দিচ্ছি সুলভ মূল্যে!

� ট্রিপ-এর পর নিজস্ব তত্ত্বাবধানে প্রতিটি গাড়ি সম্পূর্ণ ভাবে জীবাণ

ু মুক্ত করা হয়!

� আপনার ট্রিপের আগে চাইলে আপনার সামনেই পুরো গাড়িটি জীবাণু মুক্ত স্প্রে করা হবে!

� আপনার চাহিদা অনুযায়ী গ্লাভস, মাস্ক (one-time use) ও স্যানিটাইজার সরবরাহ করা হয়!
�গাড়ি ভাড়া নিতে �ফোন করুন
�01600204003/� 01720073635
� (রেন্ট এ কার) �
�গাড়ি ভাড়া সারা বাংলাদেশ �
সকল প্রকার গাড়ি ভাড়া দেওয়া হয়। https://www.facebook.com/garivarasarabangladesh/
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।
আনন্দময় হোক আপনার সারাদিন।

মাছের রাজা ইলিশ। আর স্বাদের রাজা পদ্মার ইলিশ। এই পদ্মার ইলিশ যদি খাওয়া যায় পদ্মার পাড়ে বসেই, তবেই তো জমবে মজা! হবে নাকি ...
16/07/2025

মাছের রাজা ইলিশ। আর স্বাদের রাজা পদ্মার ইলিশ। এই পদ্মার ইলিশ যদি খাওয়া যায় পদ্মার পাড়ে বসেই, তবেই তো জমবে মজা! হবে নাকি মাওয়া ঘাটে গরম ভাতের সাথে ধোয়া উঠা টাটকা ইলিশ ভাজা? আর না ভেবে এখনই গাড়িবুক করে চলে যান মাওয়াতে।
গাড়িভাড়া বিডি- এর যেকোনো সার্ভিস থেকে আপনি পাবেন পছন্দ অনুযায়ী:
✅ভেরিফাইড ড্রাইভার
✅সঠিক প্রাইসিং
✅সহজ শিডিউলিং
✅সেইফ রাইড
Hotline: 01600204003
#চলার_স্বাধীনতায় #গাড়িভাড়াবিডি

টায়ারের সঠিক ব্যবস্থাপনা না জানলে চলে যেতে পারে একটি অমূল্য প্রাণ।গাড়ির টায়ার ফেটে গিয়ে সৃষ্ট দুর্ঘটনার সংখ্যা নেহাত কম...
15/06/2025

টায়ারের সঠিক ব্যবস্থাপনা না জানলে চলে যেতে পারে একটি অমূল্য প্রাণ।

গাড়ির টায়ার ফেটে গিয়ে সৃষ্ট দুর্ঘটনার সংখ্যা নেহাত কম নয়। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটে চলছে এ ধরনের হৃদয়বিদারক, মর্মান্তিক ঘটনা।

ছবিতে দেখা প্রাইভেট কারটি একটি আনন্দভ্রমণে বের হয়েছিল। গাড়িতে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা ফেনী ক্যাডেট কলেজের মেধাবী ছাত্রী সাদেকা। হঠাৎ সামনের বাম চাকার টায়ারটি বিকট শব্দে ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি গিয়ে সজোরে আঘাত করে রাস্তার পাশে নিরীহভাবে দাঁড়িয়ে থাকা একটি লরির গায়ে। মুহূর্তেই নিভে যায় এক সম্ভাবনাময় প্রাণ—সাদেকার নিষ্পাপ জীবন। 💔
এই দুর্ঘটনার মূল কারণ? টায়ার প্রেসার, বা চাপে থাকা হাওয়ার অবহেলা।

একটি বাস্তব অভিজ্ঞতা ও বিজ্ঞানের ব্যাখ্যা
ভারতে এক আধুনিক এক্সপ্রেস হাইওয়ে চালুর পর হঠাৎ করেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে কারণ ছিল একটাই—টায়ার ফেটে যাওয়া। অনেকে দোষ দেয় চালকের, কেউ দোষ খোঁজে রাস্তায়। কিন্তু একজন চিন্তাশীল মানুষ ভিন্নভাবে চিন্তা করলেন—আধুনিক সড়কে এমন দুর্ঘটনা কেন? শুরু হলো গবেষণা।

২৫ PSI এয়ার প্রেসার নিয়ে তিনি ও তার বন্ধুরা গাড়ি চালালেন ঘণ্টায় ১২০-১৪০ কিমি গতিতে। মাত্র দু’ঘণ্টা পর থেমে দেখেন—টায়ারের প্রেসার ৫২ PSI! তাপমাত্রা ৯২.৫ ডিগ্রি সেলসিয়াস! আর মাত্র ৭.৫ ডিগ্রি বাড়লেই তা পৌঁছে যেত ফুটন্ত পানির উত্তাপে! একটু দেরি হলেই তারাও হয়তো শিকার হতেন এক ভয়ঙ্কর বিপদের।

কেন এমন হয়? বিজ্ঞান আমাদের সতর্ক করে দেয়:

১. ঘর্ষণ = তাপ: দ্রুত গতিতে চলা গাড়ির টায়ার ও রাস্তায় ঘর্ষণের ফলে ধীরে ধীরে বাড়ে তাপমাত্রা।
২. তাপের আদান-প্রদান: গরম রাস্তা থেকে গাড়ির চাকা তাপ শুষে নেয়। ফলে টায়ারের অভ্যন্তরীণ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়ে।
৩. তাপে বিস্তার: তাপে বায়ুর আয়তন বাড়ে। কিন্তু টায়ার বা টিউবের নিজস্ব সীমা থাকে—ইলাস্টিক লিমিট। সেই সীমা ছাড়িয়ে গেলে ঘটে ভয়াবহ বিস্ফোরণ—টায়ার ফাটা , এবং ঘটতে পারে মৃত্যু।

আমরা কি করছি?
আমাদের দেশের বহু চালক ৩৫-৪৫ PSI পর্যন্ত এয়ার প্রেশার দিয়ে থাকেন। কারণ—তেল কম খরচ হয়! কিন্তু এই কৃপণতা কতটা বিপজ্জনক হতে পারে ভাবি কি? ২৫ PSI যদি ৫২ হয়ে যায়, তাহলে ৪০ PSI গিয়ে দাঁড়াতে পারে ৮০-৮৪-তে! পৃথিবীর কোনো টায়ার এত চাপ সহ্য করতে পারে না।

আমরা কি জীবনকে এতটাই মূল্যহীন করে ফেলেছি?
জ্বালানির কিছু টাকার জন্য কি আমরা নিজেরা এবং প্রিয়জনেরা জীবন হারানোর ঝুঁকি নেব? সময় এসেছে সচেতন হওয়ার, দায়িত্ববান হওয়ার।

সতর্কতার সহজ কিছু নিয়ম:
✅ নির্ধারিত সীমার মধ্যে টায়ারের প্রেসার রাখুন (কার ম্যানুয়ালে যা দেওয়া আছে)।
✅ মেয়াদোত্তীর্ণ টায়ার অবিলম্বে বদলান।
✅ উচ্চ গতিতে না চালিয়ে নিয়ন্ত্রিত গতি বজায় রাখুন।
✅ দূরপাল্লার ভ্রমণে প্রতি ২ ঘণ্টা অন্তর বিশ্রাম নিন, গাড়িকে দিন বিশ্রাম, চালককে দিন প্রশান্তি।
✅ গরমকালে বিশেষ সতর্কতা নিন—রাস্তার উত্তাপ অনেক বেশি হয়।

প্রাণ আগে, জ্বালানি পরে!

আপনার একটি সচেতনতা রক্ষা করতে পারে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি প্রাণ।

এই বার্তাটি ছড়িয়ে দিন। আপনার শেয়ার করা একটি পোস্ট হয়তো বাঁচাতে পারে কারো সন্তান, ভাই, বন্ধু বা স্বপ্নকে।
সাবধানে চালান, নিরাপদে বাঁচুন।

(সংগৃহীত ও সংযোজিত)

🚗 বন্ধুত্ব যখন নিরবচ্ছিন্ন,ভ্রমণ কেন হবে সীমাবদ্ধ?বন্ধুদের নিয়ে একসাথে বেরিয়ে পড়ুন, যেখানে থামে না গল্প, আর শেষ হয় না হা...
15/06/2025

🚗 বন্ধুত্ব যখন নিরবচ্ছিন্ন,
ভ্রমণ কেন হবে সীমাবদ্ধ?

বন্ধুদের নিয়ে একসাথে বেরিয়ে পড়ুন, যেখানে থামে না গল্প, আর শেষ হয় না হাসি।
GARIVARA BDআছে আপনার পাশে — নিরাপদ, আরামদায়ক এবং ঝামেলামুক্ত যাত্রার জন্য।

🌟 কি পাচ্ছেন GARIVARA BD-তে:
✅ প্রফেশনালি মেইনটেইনড গাড়ি
✅ সময়মতো ডোরস্টেপ ডেলিভারি
✅ ট্রেইন্ড ও ভদ্র ড্রাইভার
✅ ঢাকার ভিতরে এবং বাইরে ঘোরার সুযোগ

📅 ছুটির প্ল্যান হোক আজই।

📞 হটলাইন: 01600-204003
📲 WHATSAPP:
+88 01600-204003

GARIVARA BD – শুধু গন্তব্য নয়,
আমরা আপনার যাত্রার সঙ্গী।

02/06/2025

😍বেঙ্গল পরিবহন লিমিটেড এ সুপারভাইজার এবং প্যাসেঞ্জার গাইড পদ সমূহে নিয়োগ চলছে।
🇧🇩 আমাদের রোড!(ঢাকা চট্টগ্রাম কক্সবাজার! (ঢাকা সিলেট সুনামগঞ্জ) (সিলেট চট্টগ্রাম কক্সবাজার) 🇧🇩
প্রয়োজনীয় যোগ্যতা:
🔷 শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এইচ.এস.সি পাস।
🔷 বয়স সীমাঃ ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।
🔷 প্রার্থীকে স্মার্ট, সুদর্শন অধিকারী সম্পন্ন হতে হবে।
🔷 শুদ্ধ উচ্চারণে কথা বলার দক্ষতা থাকতে হবে।
🔷 ধৈর্যশীল ও যাত্রী সেবাদানে মনোযোগী থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্য:
📍 অভিজ্ঞ প্রার্থীর জন্য বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
📍 নির্বাচিত প্রার্থীর জন্য ফেরতযোগ্য জামানত প্রযোজ্য ❤️পুরাতন অভিজ্ঞ গাইডদের জন্য সকল ধরনের সুবিধা দেওয়া হবে ❤️

আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাত করার জন্য অনুরোধ করা হলো ৷
সময়ঃ প্রতিদিন দুপুর 2:৩০ মিনিট হতে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত ৷

পূর্ণ জীবন বৃত্তান্ত সাথে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ

🔷 🥰 অভিজ্ঞ এবং পুরাতন ভালো গাইডদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে🥰!
🔷 সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙিন ছবি,
🔷 জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,
🔷 সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি,
🔷 এইচ.এস.সি বা সমমান পরীক্ষার মার্কসীটের ফটোকপি,
🔷 সকল প্রশিক্ষণ ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদপত্রের ফটোকপি, এবং
🔷 প্রার্থীর নিজ এলাকার স্থানীয় পরিষদ প্রধান (যেমনঃ সিটি কর্পোরেশন মেয়র বা কাউন্সিলর, পৌরসভার মেয়র বা কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।

যোগাযোগের ঠিকানা:+
বেঙ্গল পরিবহন লিমিটেড,
আরামবাগ হেড অফিস (01896-062900) মতিঝিল, ঢাকা-১০০০
ফোনঃ (01879-995539) (Whatsapp

02/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

থাইল্যান্ড “ছয় দেশ, এক গন্তব্য” নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দ...
02/06/2025

থাইল্যান্ড “ছয় দেশ, এক গন্তব্য” নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে, যার লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশকে একত্রিত করে পর্যটকদের জন্য সহজ ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম ইতিমধ্যে এতে যুক্ত হয়েছে, যদিও ষষ্ঠ দেশের নাম এখনো প্রকাশ হয়নি। এই প্রকল্পে পর্যটকদের জন্য থাকবে বিলাসবহুল জাহাজ ভ্রমণ, ঐতিহ্যবাহী স্থানে সফর, বিভিন্ন দেশের খাবার উপভোগ, নিজে গাড়ি চালিয়ে ঘোরার সুযোগ এবং ঋতুভিত্তিক উৎসব ভ্রমণ। ইউরোপের শেনজেন ভিসার মতো একটি যৌথ ভিসা চালুর পরিকল্পনা করা হয়েছে, যা দিয়ে একবারে সব অংশগ্রহণকারী দেশে প্রবেশ করা যাবে। ইমিগ্রেশন চেকপয়েন্টে দ্রুত প্রবেশের বিশেষ সুবিধাও থাকবে। পর্যটকদের জন্য থাকছে হোটেল ও রেস্টুরেন্টের বিশেষ প্যাকেজ। ক্যাম্পেইনটি শুরু হবে ২০২৫ সালের শেষদিকে, প্রস্তুত দেশগুলো শুরুতে এতে অংশ নেবে। এই উদ্যোগ কেবল পর্যটন নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সংস্কৃতি বিনিময়ও বাড়াবে। একটি যৌথ কমিটি এই প্রকল্পের বাস্তবায়ন তদারকি করবে। সফল হলে এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণকে আরও সহজ, আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলবে।

Post: Travel Tracker

গন্তব্য যাই হোক, নির্ভরতার নাম গাড়িভাড়া! 🚗✨আপনার প্রতিটি যাত্রা হোক আরামের, নিরাপত্তার আর স্মৃতিময় এক গল্প।বিশ্বস্ত ড...
29/05/2025

গন্তব্য যাই হোক, নির্ভরতার নাম গাড়িভাড়া! 🚗✨
আপনার প্রতিটি যাত্রা হোক আরামের, নিরাপত্তার আর স্মৃতিময় এক গল্প।
বিশ্বস্ত ড্রাইভার, ঝকঝকে গাড়ি আর ২৪/৭ সার্ভিস – সব একসাথে গাড়িভাড়া বাংলাদেশে!

🔹 সময়মতো পিকআপ
🔹 নিরাপদ ও আরামদায়ক যাত্রা
🔹 কোন লুকানো চার্জ নেই
🔹 সহজ বুকিং, নিরবচ্ছিন্ন সাপোর্ট

📞 কল করুন এখনই: 01600-204003
🌐 বুকিং করুন📞 HOTLINE NUMBER: 01600-204003
📧 For reservations, email: [email protected]
📲 WHATSAPP:
+88 01600 20 4003

সিলেট - লন্ডন ৬৭০০০ টাকালন্ডন-সিলেট ৮২১৩৫ টাকাসিলেট-দোহা ৫৬৮৬৫ টাকাদোহা-সিলেট ২৬৯২৯ টাকা সিলেট- দুবাই ৩৪৪১১ টাকাদুবাই - ...
19/05/2025

সিলেট - লন্ডন ৬৭০০০ টাকা
লন্ডন-সিলেট ৮২১৩৫ টাকা
সিলেট-দোহা ৫৬৮৬৫ টাকা
দোহা-সিলেট ২৬৯২৯ টাকা
সিলেট- দুবাই ৩৪৪১১ টাকা
দুবাই - সিলেট ৩১৩৪০ টাকা
ঢাকা - টরেন্টো ১০৮৭০০ টাকা
ঢাকা - টরেন্টো - ঢাকা ১৯৯৫০০ টাকা
ঢাকা - সিঙ্গাপুর ৩৩৫০০ টাকা
ঢাকা - সিঙ্গাপুর - ঢাকা ৫৫৩৭৫ টাকা
ঢাকা - আবুধাবি ৩৬৯৮০ টাকা
ঢাকা - আবুধাবি - ঢাকা ৫৮৪৬৮ টাকা
ঢাকা - সুবর্ণভূমি ২৮৬৮৩ টাকা
ঢাকা - সুবর্ণভূমি - ঢাকা ৩৫১৪৪ টাকা
ঢাকা - দাম্মাম ৫৬৩০৯ টাকা
ঢাকা - দাম্মাম - ঢাকা ৮৪৭৯৫ টাকা
ঢাকা - দোহা ৫১৫০৩ টাকা
ঢাকা - দোহা - ঢাকা ৮৪৬৭১ টাকা
ঢাকা - দুবাই ৩৬২১৩ টাকা
ঢাকা - দুবাই - ঢাকা ৫৬৬৯৩ টাকা
ঢাকা - জেদ্দাহ ৬৪৫১৬ টাকা
ঢাকা - জেদ্দাহ - ঢাকা ৯৪৪০২ টাকা
ঢাকা - কাঠমান্ডু ২৪৭৩৮ টাকা
ঢাকা - কাঠমান্ডু - ঢাকা ৩৪৮৮৪ টাকা
ঢাকা - কুয়ালালামপুর ৩১৮৮৪ টাকা
ঢাকা - কুয়ালালামপুর - ঢাকা ৪৯৭৪৭ টাকা
ঢাকা - কুয়েত ৩৮৫৭৩ টাকা
ঢাকা - কুয়েত - ঢাকা ৬৫২৮৪ টাকা
ঢাকা - কলকাতা ৬৫৮৬ টাকা
ঢাকা - কলকাতা - ঢাকা ১৫৮৩৩ টাকা
ঢাকা - দিল্লী ১৪৮৮৬ টাকা
ঢাকা - দিল্লী - ঢাকা ২৪১২৮ টাকা
ঢাকা - বরিশাল ৩৪২৪ টাকা
ঢাকা - বরিশাল - ঢাকা ৬৮৪৭ টাকা
ঢাকা - চিটাগাং ৪৯১৩ টাকা
ঢাকা - চিটাগাং - ঢাকা ৭২২৫ টাকা
ঢাকা - কক্স বাজার ৫৯৭৯ টাকা
ঢাকা - কক্স বাজার - ঢাকা ১২৩৫৮ টাকা
ঢাকা - যশোর ৪৪৩০ টাকা
ঢাকা - যশোর - ঢাকা ৮৯৬০ টাকা
ঢাকা - রাজশাহী ৪৪৮৯ টাকা
ঢাকা - রাজশাহী - ঢাকা ৮৭৭৭ টাকা
ঢাকা - সৈদপুর ৫৪১৫ টাকা
ঢাকা - সৈদপুর - ঢাকা ৯১৩৯ টাকা
ঢাকা - সিলেট ৪৫০০ টাকা
ঢাকা - সিলেট - ঢাকা ৯০০০ টাকা।

অনলাইন সংগৃহীত তথ্য

🚗 গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে যে ৮টি সংকেত লক্ষ্য করবেন 🚦আপনার গাড়ির ব্রেক সিস্টেম নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।...
09/05/2025

🚗 গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে যে ৮টি সংকেত লক্ষ্য করবেন 🚦

আপনার গাড়ির ব্রেক সিস্টেম নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটি ব্রেক ফেল হতে পারে মুহূর্তের মধ্যে জীবনঘাতী দুর্ঘটনার কারণ। অথচ জানলে অবাক হবেন — গাড়ির ব্রেক সম্পূর্ণ নষ্ট হওয়ার আগে বেশ কিছু সতর্ক সংকেত আমাদের জানিয়ে দেয় যে, এখনই ব্যবস্থা নেওয়া দরকার।

আজকের পোস্টে আমরা জানবো, গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে যে ৮টি গুরুত্বপূর্ণ সংকেত লক্ষ্য করবেন। চলুন শুরু করা যাক!

১. ব্রেক চাপলে গাড়ি কাঁপে বা কাঁপুনি অনুভূত হয়: আপনার গাড়ির স্টিয়ারিং হুইল অথবা পুরো গাড়ি যদি ব্রেক চাপার সময় কাঁপে, তাহলে বুঝে নিতে হবে ব্রেক ডিস্ক বা রোটরে সমস্যা হয়েছে। ব্রেক ডিস্ক অসমান হয়ে গেলে ব্রেকিং সময় গাড়ি কম্পন করে। এটি অগ্রাহ্য করলে ব্রেক ফেলের সম্ভাবনা বেড়ে যায়।

২. ব্রেক চাপলে চিঁ চিঁ অথবা উচ্চ শব্দ হয়: গাড়ির ব্রেক প্যাডের বিশেষ এক ধরনের ম্যাটেরিয়াল ক্ষয় হয়ে গেলে ব্রেক চাপার সময় একটি উচ্চ শব্দ হয়। যদি এমন শব্দ শোনেন, তবে দ্রুত ব্রেক প্যাড পরিবর্তন করানো জরুরি। নাহলে ব্রেক দক্ষতা একদম কমে যাবে।

৩. ব্রেক প্যাডেল নরম বা খুব শক্ত লাগে: যখন ব্রেক প্যাডেল চাপার সময় অস্বাভাবিক নরম মনে হয় বা অতিরিক্ত জোরে চাপতে হয়, তখন বুঝতে হবে ব্রেক ফ্লুইডের সমস্যা হয়েছে অথবা ব্রেক লাইনে বাতাস ঢুকে গেছে। এটি ব্রেক কাজ না করার অন্যতম বড় ইঙ্গিত।

৪. গাড়ি ব্রেকের সময় একদিকে টানে: আপনি যদি ব্রেক চাপলে গাড়িকে ডান বা বামদিকে হেঁচড়াতে দেখেন, তাহলে ধরে নিতে হবে ব্রেক ক্যালিপার আটকে গেছে অথবা ব্রেক লাইনে ভারসাম্যের অভাব ঘটেছে। এটি দুর্ঘটনার বড় কারণ হতে পারে।

৫. ব্রেক করার সময় ধোঁয়া বা পোড়া গন্ধ আসে: ব্রেকের অতিরিক্ত চাপের কারণে গরম হয়ে ধোঁয়া বের হওয়া বা পোড়া গন্ধ আসা অত্যন্ত বিপজ্জনক সংকেত। এর মানে ব্রেক ওভারহিট হয়েছে এবং তা যেকোনো সময় সম্পূর্ণ অকেজো হয়ে পড়তে পারে।

৬. ব্রেক সতর্কীকরণ লাইট জ্বলে ওঠে: গাড়ির ড্যাশবোর্ডে যদি ব্রেক সতর্কীকরণ লাইট (Brake Warning Light) জ্বলে ওঠে, তাহলে সেটাকে অবহেলা করবেন না। এটি সাধারণত ব্রেক ফ্লুইডের ঘাটতি বা ব্রেক সিস্টেমে বড় ধরনের ত্রুটি নির্দেশ করে।

৭. গাড়ির নিচে তরল পদার্থ পড়ে থাকতে দেখা যায়: আপনার গাড়ির নিচে যদি বাদামি বা হালকা হলুদ তরল পদার্থ পড়ে থাকে, তাহলে সেটি ব্রেক ফ্লুইড হতে পারে। ব্রেক ফ্লুইড লিক হলে ব্রেকের চাপ কমে যায় এবং ব্রেক কাজ করা বন্ধ করে দিতে পারে।

৮. গাড়ি থামাতে স্বাভাবিকের তুলনায় বেশি দূরত্ব লাগে: যদি লক্ষ্য করেন যে, গাড়ি থামাতে আগে যতটুকু সময় বা দূরত্ব লাগত এখন তার থেকে অনেক বেশি সময় বা দূরত্ব লাগছে, তবে বুঝবেন ব্রেক প্যাড ক্ষয়প্রাপ্ত হয়েছে অথবা ব্রেক সিস্টেম দুর্বল হয়ে পড়েছে।

কী করবেন এই সংকেত দেখলে?
👉 যেকোনো একটিও সংকেত দেখলেই দ্রুত একজন অভিজ্ঞ মেকানিকের সাহায্য নিন।
👉 গাড়ির ব্রেক সিস্টেম রুটিন মেইনটেন্যান্স করুন।
👉 ব্রেক ফ্লুইড চেক ও পরিবর্তন করুন নির্দিষ্ট সময়ে।
👉 ব্রেক প্যাড এবং ডিস্ক নিয়মিত পরিদর্শন করান।
👉 কোনো সমস্যা হলে অবহেলা না করে দ্রুত সমাধান করুন।

🔥 শেষ কথা: আপনার ও আপনার প্রিয়জনের নিরাপত্তা গাড়ির ব্রেক সিস্টেমের উপর নির্ভর করে। তাই "সমস্যা দেখা দিলে পরে দেখবো" — এমন ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না।
আজ থেকেই সচেতন হোন। গাড়ির ব্রেক ফেল হওয়ার আগে উপরের সংকেতগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এবং যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

আপনার সচেতনতা পারে একটি দুর্ঘটনা এড়াতে। নিরাপদে চলুন, সুস্থ থাকুন! ❤️

✅ পোস্টটি যদি তথ্যবহুল মনে হয়, তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
✅ গাড়ি সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের পেজে ফলো করুন! 🚗

#গাড়ির_ব্রেক #গাড়ির_টিপস #গাড়ির_ব্রেক_ফেল #গাড়ির_সচেতনতা #গাড়ির_নিরাপত্তা #গাড়ির_সমস্যা #গাড়ির_রক্ষণাবেক্ষণ #গাড়ি_চালানোর_নিয়ম

18/03/2025

নির্বাচন হলে বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের ফাইভ পাশ একটা নেতার কাছেও ইউনূস হারবে। এইটাই বাস্তবতা।

তাতে কী হয়েছে? ইউনূসের যোগ্যতা কমে গেছে? নাকি ফাইভ পাশের যোগ্যতা বেড়ে গেছে? হাসিনা নিজেও ইলেকশনে জিতেই এসেছিলো। লাভ কী হয়েছে? সে দেশকে ভারতের কাছে বিক্রি করেনি?

ইলেকশন বাংলাদেশে কম হয় নাই। আওয়ামীলীগ জিতেছে। বিএনপি জামায়াতও জিতেছে। কী হাতি ঘোড়া হয়েছে, আমরা জানি।

ভালো ইলেকশনে জিতেই তো আওয়ামীলীগ দেশজুড়ে স*ন্ত্রাস করেছিলো। মানিক ধর্ষ*ণের সেঞ্চুরি করেছিলো জেতার পরেই।

ভালো ইলেকশনে জিতে ক্ষমতায় এসেই তো বিএনপি জামায়াত দুর্নীতিতে দেশকে ৫ বার চ্যাম্পিয়ন বানাইসে। এইগুলা ফ্যাক্ট। অস্বীকার করে লাভ নাই।

সো ইলেকশন নিয়ে কোন উচ্ছাস আমার মধ্যে নাই। কী হবে? এই দেশে রাজনীতি করেই তো বাটপাররা। আপনার এলাকায় রাজনীতি কে করে? যে সবচে বড় বাটপার।

লেখাপড়া নাই। মা*দক ব্যবসা করে। টোকাই পালে। এরাই নির্বাচনের পর ক্ষমতায় আসবে। এরা দেশের কী উন্নতি করতে পারে, সেইটা তো ৯০ এর পর দেখেছেনই।

সিরিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার ৫ বছর থাকতেছে। কোন ইলেকশন হবে না।
বাংলাদেশে ১ বছরও সময় দেওয়া হবে না। ডক্টর ইউনূসকে হু*মকি দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি।

অথচ মাত্র ৬ মাসে বাজার কন্ট্রোল করে ফেলেছেন, স্টারলিঙ্ক আসতেছে, মুদ্রাস্ফীতি কমতেছে। ধ*র্ষকরা নিয়মিত গ্রেফতার হচ্ছে। নারীকে ইভ টিজিং করলে ২৪ ঘন্টার কম সময়ে গ্রেফতার হচ্ছে।

রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কাজ আগাইয়া নিছেন। বাট ঐ সময়টা আর পাবেন বলে মনে হয় না।

কারণ এই দেশে ইউনিভার্সিটিতে ক্যারি খাওয়া আর টোকাই পালা ইন্টারপাশ নেতারা ডক্টর ইউনূসের চে বেশি "যোগ্য"।

যেহেতু ওদের পোষা লোক আছে, স*ন্ত্রাসী আছে, ক্যাডার আছে, ডক্টর ইউনূসের মেধা আর কাজ ছাড়া কিছু নাই, সো, ডক্টর ইউনূসকে বাটপারদের কথা মতো ক্ষমতা ছাড়তে হবে।

ওদের হাতে ক্ষমতা দিতে হবে। ওরা নাকি দেশের ভালো ডক্টর ইউনূসের চেয়ে ভালো বুঝবে। কপালটা ইউনূসের যেমন খারাপ, এই দেশেরও খারাপ।

আজ এই দেশের ১০০ ভাগ মানুষ যদি শিক্ষিত হতো, সচেতন হতো, তাহলে ওরা ডক্টর ইউনূসের সাথে বাটপারদের পার্থক্য করতে পারতো।

লাইফলেস, মা*দক আর কিশোর গ্যাং পেলে রাজনীতির মাফিয়াকে না দিয়ে ভোটটা মেধা, যোগ্যতা আর ক্লাসের পক্ষে দিতো। বাট আমাদের দেশের মানুষের ঐ বুদ্ধিটাও নাই, শিক্ষাটাও নাই।

নাকি ইচ্ছা করেই স্বাধীনতার ৫০ বছর পরেও একটা দেশের মানুষকে এমন অশিক্ষিত মূর্খ করে রাখা হয়েছে? যাতে মেধাবী ইউনূসরা কখনও বাটপারদের রাজত্বে ভাগ বসাতে না পারে?

- সাদিকুর রহমান খান

✨ এবারের ঈদ হবে আরও স্বাচ্ছন্দ্যময় – গাড়ি ভাড়া বাংলাদেশ 01600204003  রেন্ট এ কার-এর সাথে! ✨🚗 ঈদে যাত্রা হোক আরামদায়ক ও ন...
17/03/2025

✨ এবারের ঈদ হবে আরও স্বাচ্ছন্দ্যময় – গাড়ি ভাড়া বাংলাদেশ 01600204003 রেন্ট এ কার-এর সাথে! ✨

🚗 ঈদে যাত্রা হোক আরামদায়ক ও নিশ্চিন্ত!
🏙️ ঢাকায় বসেই সারা বাংলাদেশে গাড়ি বুক করুন অনলাইনে।
🔹 সাশ্রয়ী ভাড়া, অভিজ্ঞ চালক ও নির্ভরযোগ্য সার্ভিস।
🔹 এসি/নন-এসি গাড়ি, মাইক্রোবাস, হাইয়েস, নোহা, প্রাইভেট কারসহ আরও অনেক কিছু।
🔹 পারিবারিক ভ্রমণ, ব্যবসায়িক সফর বা ব্যক্তিগত প্রয়োজনে আমাদের সাথে থাকুন।

📞 হটলাইন: 01600-204003

17/03/2025

Address

Muhammadpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801600204003

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাড়ি ভাড়া বাংলাদেশ 01600204003 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গাড়ি ভাড়া বাংলাদেশ 01600204003:

Share

Category

গাড়ি ভাড়া সারা বাংলাদেশ (রেন্ট এ কার)

করোনা ভাইরাস সংক্রমণের একটা বড় মাধ্যম হতে পারে গণপরিবহন! নিজের ও আপনজনদের সুস্থতা নিশ্চিত করতে গণপরিবহন এড়িয়ে চলুন! অফিস সহ অন্য যেকোনো প্রয়োজনে যাতায়াতের জন্য দৈনিক বা মাসিক চুক্তিতে গাড়ি ভাড়া নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন! আপনার চাহিদা অনুসারে আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য গাড়ি ভাড়া দিচ্ছি সুলভ মূল্যে!

✅ ট্রিপ-এর পর নিজস্ব তত্ত্বাবধানে প্রতিটি গাড়ি সম্পূর্ণ ভাবে জীবাণু মুক্ত করা হয়!

✅ আপনার ট্রিপের আগে চাইলে আপনার সামনেই পুরো গাড়িটি জীবাণু মুক্ত স্প্রে করা হবে!

✅ আপনার চাহিদা অনুযায়ী গ্লাভস, মাস্ক (one-time use) ও স্যানিটাইজার সরবরাহ করা হয়!