03/06/2025
এবারের হজ্বের হাজীদের জন্য কিছু পরামর্শগুলো এখানে তুলে ধরলাম -
১) বই দেখে প্রতিদিনের কি কি কাজ করতে হবে আগেই দেখে প্রিপারেশন নিবেন ও প্রতিটি কাজ করার পর টিক দিবেন।
২) মিনায় ব্যাগপ্যাকে যা যা নিয়ে যাবেন তার সবই আরাফা মাঠে নিতে হবে না তাই আরাফা ও মুযদালিফার জন্য অল্প জিনিসপত্র পিঠের কাপড়ের ব্যাগে নিবেন বাকি ব্যাকপ্যাক মিনার তাঁবুতে রেখে যাবেন। চুরি হওয়ার সম্ভাবনা নেই।
৩) এবারের হজ্ব গরমে হবার কারণে গরমে হজ্বে কষ্ট হয়তো কিছু হবে - সেটা একদিন পরেই চলে যাবে, কিন্তু কষ্টটাই মধুর স্মৃতি হিসেবে থেকে যাবে।
৪) সাফা-মারওয়া সাঈ করার সময় দুইএকটা দু’আ আছে - এটা মুখস্থ করে যাবেন, তখন মোবাইল / বই দেখার সুযোগ পাওয়া যায় না ধাক্কাধাক্কিতে। তাওয়াফ প্রথম ৩ চক্কর রমল করবেন সম্ভব হলে এবং সাঈ একটু স্লো করবেন যেন বেশি বেশি দু’আ করার সুযোগ পাওয়া যায়।
৫) মানুষের কাজ কর্ম মাথায় রক্ত চড়ায় দিবে - এগুলো দেখবেন না / খেয়াল করবেন না / দেখেও না দেখার ভান করবেন, ধৈর্য ধরবেন। খেয়াল রাখবেন কোন হাজী যেন আপনার দ্বারা কষ্ট না পায়।
৬) মিনার তাবুতে রাতে পুরো তিন দিন থাকার চেষ্টা করেন। এখানে অনেকে শর্টকার্ট করে - মিনার তাবুতে থাকা সুন্নাহ এবং অন্যতম ভালো স্মৃতি।
৭) সম্ভব হলে কোরবানী নিজের হাতে করবেন
৮) আরাফা থেকে মুযদালিফাতে মাগরিবের পরে রওনা দিবেন।
৯) আরাফার দিন, মুযদালিফার রাত - ভারি খাবার কম খাবেন বেশি বেশি পানি/জুস খাবেন।
১০) এখন থেকে দু’আ করার লিস্ট তৈরি করবেন। আরাফার দিন কার জন্য কি দু’আ করবেন - এটা মনে করার সময় থাকে না। ওইদিন লিস্ট ধরে খালি দু’আ করতে থাকবেন। এত বড় লিস্ট করবেন যেন পড়তে পড়তেই সময় শেষ হয়ে যায়। লিস্ট ছোট হলে আবার লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য দু’আ করেন।
১১) আপনাদের লিস্টে আমার নামটা রাখবেন
১১) অন্য সব মুসলিমের জন্য আমভাবে একই দু’আ করবেন।
১২) আল্লাহ যেন সরোবর এবং কাহফকে কবুল করেন। কাফির-মুশরিকদের টেক জায়ান্টগুলোর বিপরীতে আমাদের দাঁড়ানোর এবং মানুষকে মুসলিম নিধনের ফাইনান্সিং করার বিকল্প হিসেবে আমাদের কবুল করে নেন।
১৩) আল্লাহ যেন মুসলিমদের বিজয় দান করেন, যালিমদের যথোপযুক্ত শাস্তি দেন।
১৪) বাংলাদেশকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন।
হাজি সাহেবদের প্রতি অনুরোধ ৯ ও ১০ জিলহজ্জ কিছু হাদিয়া অন্য হাজিদের জন্য দিন যেমন সঙ্গে থাকা অতিরিক্ত খেজুর, জুস, শুকনা খাবার, স্যালাইন ও পানি। ঐখানে ১ কেস পানি ৮-১০ রিয়েল নেয়। যে কোনো দোকান থেকে কিনে দোকানের সামনে দাড়িয়েই দিতে পারবেন। এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ সহজ করুন কবুল করুন। আমিন।