তাজকিয়া হজ-ওমরাহ সার্ভিস

তাজকিয়া হজ-ওমরাহ সার্ভিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তাজকিয়া হজ-ওমরাহ সার্ভিস, Tour Agency, Mymensingh.
(1)

রাসুলুল্লাহ বলেছেন, ‘তোমরা হজ ও ওমরাহ একটার পর অপরটা কর; কারণ হজ ও ওমরাহ ঐ ভাবে অভাব ও গোনাহ দূর করে দেয় যেভাবে কামারের হাপর লোহা, সোনা ও রূপার মরিচা (জং) দূর করে। আর হজ কবুল হলে তার একমাত্র প্রতিদান জান্নাত। সুনানে নাসাঈ: ২৬৩১, সুনানে তিরমিজি: ৮১০

হজ্ব 2026 প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধন চলছে.....আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,২০২৬ সালের হজ্বের চূড়ান্ত নিবন্ধ...
28/07/2025

হজ্ব 2026 প্রাক-নিবন্ধন ও চূড়ান্ত নিবন্ধন চলছে.....

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
২০২৬ সালের হজ্বের চূড়ান্ত নিবন্ধন শুরু হয়েছে শেষ হবে আগামী ১২ই অক্টোবর ২০২৫।

প্রাক-নিবন্ধন করতে যা প্রয়োজনঃ
✅ এনআইডির ফটোকপি
✅ সচল একটি মোবাইল নাম্বার
✅প্রাক-নিবন্ধন ফি=30,000/-

চূড়ান্ত নিবন্ধন করতে যা প্রয়োজনঃ
✅পাসপোর্ট মেয়াদ-31/12/2026 পর্যন্ত
✅ চূড়ান্ত নিবন্ধন ফি=4,00,000/-

বিস্তারিত জানতে ফোন করুন 01911-350455 নাম্বারে।

09/07/2025
22/06/2025

*🕋সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নতুন উমরাহ নিয়মাবলি (১৪৪৭ হিজরি/২০২৫-২৬)🕋*

আপনাদের সুবিধার জন্য, আগের নিয়মগুলোকে ⛔ লাল সংকেত

এবং নতুন নিয়মগুলোকে ✅ সবুজ সংকেত বোঝানো হলো:

⛔ আগে শুধুমাত্র ভিসা পাওয়া যেত।
✅ এখন শুধুমাত্র ভিসা ইস্যু করা হবে না — অন্যান্য সেবা সহ নিতে হবে।

⛔ আগে ১-২ রাতের হোটেল বুকিং করলেই হতো।
✅ এখন পুরো যাত্রা সময়ের জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক।

⛔ আগে অনুমোদনবিহীন হোটেলেও থাকা যেত।
✅ এখন অনুমোদিত নয় এমন হোটেল বুক করলে ভিসা ইস্যু হবে না।

⛔ আগে পরিবহন ছাড়া ভিসা নেওয়া যেত।
✅ এখন পরিবহন ব্যবস্থা ছাড়া ভিসা দেওয়া হবে না।

⛔ আগে একাই সফর করা যেত।
✅ এখন গ্রুপ ছাড়া সফর সম্পূর্ণ নিষিদ্ধ।

⛔ আগে একই গ্রুপে শুধু ফ্লাইট বা পরিবহন ছিল একসাথে, হোটেল ছিল আলাদা।
✅ এখন একই যানবাহনের যাত্রীদের একই হোটেলে থাকতে হবে।

⛔ আগে ১ জন হোক বা ৫০ জন, সবার ভিসা ফি ছিল এক।
✅ এখন যাত্রীর সংখ্যা ও গাড়ির মান অনুযায়ী ভিসা ফি ভিন্ন হবে।

⛔ আগে শিশুদের জন্য হোটেল ও পরিবহন খরচ লাগতো না।
✅ এখন শিশুদের ভিসাও হোটেল ও পরিবহন সহ নিতে হবে, না হলে ভিসা দেওয়া হবে না।

⛔ আগে মক্কা ও মদিনার জন্য আলাদা ভাউচার করা যেত।
✅ এখন পুরো গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একক (ইউনিফায়েড) ভাউচার তৈরি হবে।

⛔ আগে শুধু টিকিট বুকিং দেখালেই ভিসা হতো।
✅ এখন নিশ্চিত (কনফার্মড) টিকিট ছাড়া ভিসা ইস্যু হবে না।

⛔ আগে ভ্রমণের আগে বা পরে ভাউচার পরিবর্তন করা যেত।
✅ এখন অনুমোদনের পর ভাউচারে কোনো পরিবর্তন করা যাবে না।

⛔ আগে স্থানীয় (ইকামা হোল্ডার) আত্মীয়দের সঙ্গে হোটেলে থাকতে পারতো।
✅ এখন স্থানীয় (ইকামা হোল্ডার) কেউ হোটেলে থাকতে পারবে না।

⛔ আগে ভাউচারে উল্লেখিত হোটেল না পেলে বিকল্প হোটেলে থাকা যেত।
✅ এখন শুধু ভাউচারে উল্লেখিত হোটেলেই থাকা বাধ্যতামূলক।

⚠️ এসব নিয়ম মেনে চলা সকল এজেন্সি, ক্লায়েন্ট এবং যাত্রীদের জন্য বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করলে জরিমানা, কোম্পানি বন্ধ বা ভবিষ্যতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
➡️ সৌদি সরকারের পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হয়, তাহলে তা আলাদাভাবে পরিশোধ করতে হবে।

এবার 2025 সালে সারা বিশ্ব থেকে মোট ১৬,৭৩,২৩০ জন হাজী আরাফাত এ অবস্থান করে ১৪৪৬ হিজরির হজ স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সাথে ...
06/06/2025

এবার 2025 সালে সারা বিশ্ব থেকে মোট ১৬,৭৩,২৩০ জন হাজী আরাফাত এ অবস্থান করে ১৪৪৬ হিজরির হজ স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সাথে পালন করেন। আলহামদুলিল্লাহ

03/06/2025

এবারের হজ্বের হাজীদের জন্য কিছু পরামর্শগুলো এখানে তুলে ধরলাম -

১) বই দেখে প্রতিদিনের কি কি কাজ করতে হবে আগেই দেখে প্রিপারেশন নিবেন ও প্রতিটি কাজ করার পর টিক দিবেন।

২) মিনায় ব্যাগপ্যাকে যা যা নিয়ে যাবেন তার সবই আরাফা মাঠে নিতে হবে না তাই আরাফা ও মুযদালিফার জন্য অল্প জিনিসপত্র পিঠের কাপড়ের ব্যাগে নিবেন বাকি ব্যাকপ্যাক মিনার তাঁবুতে রেখে যাবেন। চুরি হওয়ার সম্ভাবনা নেই।

৩) এবারের হজ্ব গরমে হবার কারণে গরমে হজ্বে কষ্ট হয়তো কিছু হবে - সেটা একদিন পরেই চলে যাবে, কিন্তু কষ্টটাই মধুর স্মৃতি হিসেবে থেকে যাবে।

৪) সাফা-মারওয়া সাঈ করার সময় দুইএকটা দু’আ আছে - এটা মুখস্থ করে যাবেন, তখন মোবাইল / বই দেখার সুযোগ পাওয়া যায় না ধাক্কাধাক্কিতে। তাওয়াফ প্রথম ৩ চক্কর রমল করবেন সম্ভব হলে এবং সাঈ একটু স্লো করবেন যেন বেশি বেশি দু’আ করার সুযোগ পাওয়া যায়।

৫) মানুষের কাজ কর্ম মাথায় রক্ত চড়ায় দিবে - এগুলো দেখবেন না / খেয়াল করবেন না / দেখেও না দেখার ভান করবেন, ধৈর্য ধরবেন। খেয়াল রাখবেন কোন হাজী যেন আপনার দ্বারা কষ্ট না পায়।

৬) মিনার তাবুতে রাতে পুরো তিন দিন থাকার চেষ্টা করেন। এখানে অনেকে শর্টকার্ট করে - মিনার তাবুতে থাকা সুন্নাহ এবং অন্যতম ভালো স্মৃতি।

৭) সম্ভব হলে কোরবানী নিজের হাতে করবেন

৮) আরাফা থেকে মুযদালিফাতে মাগরিবের পরে রওনা দিবেন।

৯) আরাফার দিন, মুযদালিফার রাত - ভারি খাবার কম খাবেন বেশি বেশি পানি/জুস খাবেন।

১০) এখন থেকে দু’আ করার লিস্ট তৈরি করবেন। আরাফার দিন কার জন্য কি দু’আ করবেন - এটা মনে করার সময় থাকে না। ওইদিন লিস্ট ধরে খালি দু’আ করতে থাকবেন। এত বড় লিস্ট করবেন যেন পড়তে পড়তেই সময় শেষ হয়ে যায়। লিস্ট ছোট হলে আবার লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবার জন্য দু’আ করেন।

১১) আপনাদের লিস্টে আমার নামটা রাখবেন

১১) অন্য সব মুসলিমের জন্য আমভাবে একই দু’আ করবেন।

১২) আল্লাহ যেন সরোবর এবং কাহফকে কবুল করেন। কাফির-মুশরিকদের টেক জায়ান্টগুলোর বিপরীতে আমাদের দাঁড়ানোর এবং মানুষকে মুসলিম নিধনের ফাইনান্সিং করার বিকল্প হিসেবে আমাদের কবুল করে নেন।

১৩) আল্লাহ যেন মুসলিমদের বিজয় দান করেন, যালিমদের যথোপযুক্ত শাস্তি দেন।

১৪) বাংলাদেশকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন।

হাজি সাহেবদের প্রতি অনুরোধ ৯ ও ১০ জিলহজ্জ কিছু হাদিয়া অন্য হাজিদের জন্য দিন যেমন সঙ্গে থাকা অতিরিক্ত খেজুর, জুস, শুকনা খাবার, স্যালাইন ও পানি। ঐখানে ১ কেস পানি ৮-১০ রিয়েল নেয়। যে কোনো দোকান থেকে কিনে দোকানের সামনে দাড়িয়েই দিতে পারবেন। এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।

আল্লাহ সহজ করুন কবুল করুন। আমিন।

১ম ছবিতে মুসায়েজিব্রাইল, কাবা ঘরের দরজা ও মুলতাজাম দেখা যাচ্ছে।২য় ও ৩য় ছবিতে হাজরে আসওয়াদ।৪থ ছবিতে রুকনে ইয়ামেনি, মুস্তা...
02/06/2025

১ম ছবিতে মুসায়েজিব্রাইল, কাবা ঘরের দরজা ও মুলতাজাম দেখা যাচ্ছে।

২য় ও ৩য় ছবিতে হাজরে আসওয়াদ।

৪থ ছবিতে রুকনে ইয়ামেনি, মুস্তাযার ও কাবা ঘরের বন্ধ করা পুরনো দরজা।

28/05/2025

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে 2025 সালের আরাফার দিন হবে আগামী ৫ই জুন। সেই ধারাবাহিকতায়

৪ই জুন মিনায় অবস্থান

৫ই জুন আরাফা দিন বা হজের দিন

৬ই জুন ফজরের নামাজ মুজদালিফায় আদায় করে জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে কুরবানী (শোকরে দম) করা ও মাথা মুন্ডন করে হালাল হওয়া। এরপর ফরজ তাওয়াফ করা ও সায়ী করা।

৭ই জুন মিনার তাঁবু থেকে জামারায় যেয়ে ছোট মেঝ ও বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা।

৮ই জুন একই ভাবে মিনার তাঁবু থেকে জামারায় যেয়ে ছোট মেঝ ও বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করা।

যে সমস্ত হাজীরা 2025 সালের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন আল্লাহ সবার হজ কবুল করুন এবং জীবনে একবার হলেও আমাদের সবাইকে পবিত্র হজ পালনের তৌফিক দান করুন।
আমিন

হাজী সাহেব যারা মদিনায় যাবেন খুবই সাবধান। মদিনার শান মান রেখে কথাবার্তা ও চলাফেরা করবেন। রাসূলুল্লাহ কে সালাম দিতে যখন য...
14/05/2025

হাজী সাহেব যারা মদিনায় যাবেন খুবই সাবধান।

মদিনার শান মান রেখে কথাবার্তা ও চলাফেরা করবেন। রাসূলুল্লাহ কে সালাম দিতে যখন যাবেন খুবই সতর্ক থাকবেন। আল্লাহ তায়ালা কিন্তু সূরা আল হুজরাতের ২ নং আয়াতে সরাসরি থ্রেড দিয়েছেন রাসূলুল্লাহর সঙ্গে কোন প্রকার বেয়াদবি বা উনার সামনে উচ্চ স্বরে কথা বললে আমলনামার সমস্ত কিছু কেটে দিবেন, হাশরের মাঠে খালি হাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।

তাই সাবধান খুবই সাবধান

নুসুক কার্ড....হজ 2025....
04/05/2025

নুসুক কার্ড....
হজ 2025....

কত মিল মাঝে এতটা বছর গেল...
30/04/2025

কত মিল মাঝে এতটা বছর গেল...

তাওয়াফের মাঝে মাতাফে বসে বায়তুল্লাহকে সামনে রেখে ইফতার করা এক স্বর্গীয় অনুভূতি....সুবহানাল্লাহ...আলহামদুলিল্লাহ....
28/03/2025

তাওয়াফের মাঝে মাতাফে বসে বায়তুল্লাহকে সামনে রেখে ইফতার করা এক স্বর্গীয় অনুভূতি....

সুবহানাল্লাহ...

আলহামদুলিল্লাহ....

বায়তুল্লাহ তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না তবু যেতে হবে দুনিয়ার মোহে, খুব শীঘ্রই তোমার কাছে আবারো আসতে চাই। আমায় আবারো কবু...
20/03/2025

বায়তুল্লাহ তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না তবু যেতে হবে দুনিয়ার মোহে, খুব শীঘ্রই তোমার কাছে আবারো আসতে চাই।

আমায় আবারো কবুল করো হে বায়তুল্লাহর মালিক আরশে আজীম।।

Address

Mymensingh
2200

Telephone

+8801714618641

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাজকিয়া হজ-ওমরাহ সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাজকিয়া হজ-ওমরাহ সার্ভিস:

Share

Category