Huzaifa Tour & Travels HTT

Huzaifa Tour & Travels HTT Huzaifa Tour & Travels HTT is set up for multi educational development and tours t Tours, Hotels, Resorts and Cruise Packages. computer training sector

Sales Support, Professional Computer Training, E-Commerce Marketing, Advertising, Call Center etc.

07/09/2023

সাপ্তাহিক, মাসিক অথবা ত্রৈমাসিক চুক্তিভিত্তিতে আপনার গ্রুপ, পেইজ, পোষ্ট অথবা ইউটিউব বেশি বেশি এক্টিভ রাখতে আমাদেরকে নক দিন।

02/09/2023

এডভান্স লেভেল ডিজিটাল মার্কেটিং অফলাইনে কোর্স করতে ইনবক্স করুন। নিশ্চয়তা দিয়ে শিখাব। বিস্তারিত জানতে ইনবক্স করুন

22/08/2023

এক নতুন অভিনব প্রতারণা।
রাজধানীতে ভয়ঙ্কর এক চক্রের সন্ধান মিলেছে। তারা একজনের তথ্য দিয়ে অন্যজনের নামে সিম কিনে মোবাইল ব্যাংকিংয়ের নগদ ও বিকাশ আ্যকাউন্ট খোলে। বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে করা একটি মামলার তদন্ত করতে গিয়ে এমন প্রতারক চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই বেরিয়ে আসে ভয়ংকর সব তথ্য।

গ্রেপ্তারকৃতরা হলেন- অনিক (২২), মো. রবিউল হোসেন (২৫), সাব্বির করিম আহাম্মেদ (৩৭), জোবায়ের আলম (৩৬), মোক্তার হোসেন (২৫), অন্তু দে (২২), ফজলুল করিম নাহিদ (৩৪)। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মিরপুর মডেল থানার একটি মামলার তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর এই প্রতারক চক্রের নাম।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির ২১৪টি সিম, স্মার্ট ফোন ৮টি, ট্যাব ২টি, বাটন ফোন ৫টি, একটি ল্যাপটপ, ‘নগদ পকেট ডাক্তার’ সংবলিত ডিসকাউন্ট কার্ড ৫০০টি উদ্ধার কারা হয়। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি, স্যালারি শিট ও টি শার্ট, বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল, ভুয়া পুলিশ কার্ড, ভুয়া সাংবাদিক কার্ড, নগদ ডাকবিভাগের ডিজিটাল লেনদেনের কার্ড ও বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র-সহ ‘গ্রিন বাংলা আরকেআর’ লেখা সংবলিত কার্ড হ্যাঙ্গার উদ্ধার করা হয়।

তিন ধাপে প্রতারণার কাজ করে থাকে এই প্রতারক চক্র। প্রতিটি ধাপেই আলাদা আলাদা গ্রুপ কাজ করে। প্রথম ধাপে প্রথম গ্রুপ বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র, আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এসব তথ্য দ্বিতীয় গ্রুপের কাছে বিক্রি করে দেয়। দ্বিতীয় ধাপে এসব তথ্য দিয়ে এসব নামে সিম কেনে এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খুলে এই গ্রুপ। এরপর এসব সিম তারা উচ্চ মূল্যে বিক্রি করে দেয় তৃতীয় গ্রুপের কাছে। তারা এসব সিম ব্যবহার করে কখনো জিনের বাদশাহ, কখনো বিকাশ বা নগদ এজেন্ট, আবার কখনো বিভিন্ন সরকারি কর্মকর্তা সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে।

Address

১০/ক অমৃত বাবু রোড, গোল পুকুর পাড় (ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর পূব দিকে ১৮ তলা বিল্ডিং এর সামনে)
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Huzaifa Tour & Travels HTT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category