Zarif Tours & Travels

Zarif Tours & Travels Zarif Tours & Travels is a tour planner company. We regularly organize tours in inbound & outbound.

ঘুরে বেড়ালে বয়স ‘কমবে’, গবেষণায় আরও যেসব চমকপ্রদ তথ্য পাওয়া গেল...ভ্রমণ আপনার বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। পরেরবার...
17/06/2025

ঘুরে বেড়ালে বয়স ‘কমবে’, গবেষণায় আরও যেসব চমকপ্রদ তথ্য পাওয়া গেল...
ভ্রমণ আপনার বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়।

পরেরবার যখন বেড়াতে বের হবেন, অ্যান্টি-এজিং সিরামটা ঘরেই ফেলে যাবেন।

কেননা, অস্ট্রেলিয়ার এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষণা জানাচ্ছে, ভ্রমণ আপনার বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে। শারীরিকভাবে আপনাকে রাখে তরুণ। আবার মানসিকভাবেও আপনি তরুণ অনুভব করেন। সম্প্রতি সায়েন্স ডেইলিতে প্রকাশিত এই গবেষণায় এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা।

ভ্রমণে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, সামাজিক মিথস্ক্রিয়া, মানসিক উদ্দীপনা, বিভিন্ন অ্যাকটিভিটি, স্পা, ভালো ঘুম, নতুন নতুন খাবার চেখে দেখা—এ সবকিছুই বয়স বাড়ার প্রক্রিয়ার লাগাম টেনে ধরে। এই গবেষণা দলের প্রধান ফাংগলি হু ওয়াশিংটন পোস্টের সঙ্গে জুম কলে বলেন, ‘বয়সকে রুখে দেওয়া অসম্ভব। তবে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে ফেলা সম্ভব। ঘুরে বেড়ানো এমন একটি কাজ, যা আপনার ব্যক্তিগত স্বাস্থ্য থেকে শুরু করে গণস্বাস্থ্যেও সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। আর এটা শারীরিক আর মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই প্রযোজ্য।’

যেকোনো ধরনের ভ্রমণই আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব
ভ্রমণ মেডিটেরেনিয়ান ডায়েট থেকেও ভালো।
হালের ‘ওয়েলনেস ট্যুরিজম’,
‘হেলথ ট্যুরিজম’ বা ‘ইয়োগা ট্যুরিজম’—স্বাস্থ্যের জন্য ভালো বলে কয়েক বছর ধরে প্রচারিত হয়ে আসছে। বাস্তবতা হলো, যেকোনো ধরনের ভ্রমণই আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

ফাংগলি হু আরও জানান, ‘প্রকৃতি, বিশেষ করে সবুজ অরণ্য বা সমুদ্র আমাদের শরীরে আর মনে দারুণ ইতিবাচক প্রভাব ফেলে। এমনকি প্রকৃতির অন্য প্রাণীরাও একইভাবে আমাদের শরীর ও মন ভালো রাখতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এমনকি কিছু শারীরিক রোগেও প্রকৃতির কাছাকাছি ভ্রমণ দ্রুত সেরে উঠতে সাহায্য করে।’

এ গবেষণায় বলা হয়েছে, মেডিটেরেনিয়ান ডায়েট, পর্যাপ্ত ঘুম আর ব্যায়ামের ফলে মানুষ যেভাবে উপকৃত হয়, এক ভ্রমণেই মিলবে এর সবকিছু।

সিএনএনের প্রতিবেদন জানাচ্ছে, কেবল মানুষের জন্যই নয়, পোষা প্রাণীর ক্ষেত্রেও ভ্রমণ একই রকমভাবে কাজ করে। ২৫ আগস্ট কেপ নামের একটি ছয় বছর বয়সী পোষা পেঙ্গুইন জাপানের সাগরে ভেসে যায়। পেঙ্গুইনটি যাঁর, তিনি দুশ্চিন্তায় বিমর্ষ হয়ে পড়েন। দুই সপ্তাহ পরে পেঙ্গুইনটিকে লোকালয় থেকে খানিকটা দূরে দিব্যি সুস্থ ও শারীরিকভাবে আরও সচল অবস্থায় দেখতে পাওয়া যায়।

মো ডেং নামের থাইল্যান্ডের চিড়িয়াখানার আরেকটি জলহস্তীর বাচ্চার তো ঘুরে বেড়ানোর বিভিন্ন সময়ের মুখভঙ্গি ভাইরাল অন্তর্জালের দুনিয়ায়। নিয়মিত তাকে নিয়ে ঘুরে বেড়ান চিড়িয়াখানার কর্মীরা। সবার সঙ্গে বেশ বন্ধুত্বও পাতিয়ে ফেলেছে এই জলহস্তী। বোঝাই যাচ্ছে, বেড়াতে তার বেশ লাগে।

যুক্তরাষ্ট্রের বোস্টনের জন বেকার নামের এক জন্মান্ধ নারী গত ২০ বছরে প্রযুক্তির সহায়তায় একা একাই ইতিমধ্যে বিশ্বের ৫৬টি দেশে ঘুরেছেন। ঘুরে বেড়ানোই তাঁর নেশা। মধ্যবয়সী এই নারী সিএনএনকে জানান, সাধারণত ভ্রমণকারীরা একজন অন্ধ মানুষকে তাঁদের দলভুক্ত করতে চান না। তবে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষ যা যা অনুভব করে, তিনিও নাকি তা–ই অনুভব করেন। দেখতে পান না বলে ভ্রমণের কিছুই মিস করেন না তিনি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট ও সিএনএন।

★★★প্রিমিয়াম হাউজ বোটে টাঙ্গুয়ার হাওর বিলাস★★★ভরা বর্ষা, চারদিকে পানি থই থই করছে।নিজের ভাসমান বাড়িতে থাকার স্বপ্ন সত্যি ...
15/06/2025

★★★প্রিমিয়াম হাউজ বোটে টাঙ্গুয়ার হাওর বিলাস★★★

ভরা বর্ষা, চারদিকে পানি থই থই করছে।নিজের ভাসমান বাড়িতে থাকার স্বপ্ন সত্যি করার এটাই উপযুক্ত সময় 😍। সাথে প্রিমিয়াম হাউজ বোটের অভিজ্ঞতা তো থাকছেই।

আপনার সর্বাধিক স্বাচ্ছন্দ্য এবং আতিথেয়তা উপভোগ্য করে তুলতে দেশের অন্যতম নির্ভরযোগ্য ট্যুর অর্গানাইজার Zarif Tours & Travels আছে আপনার পাশে।

💸 #ইভেন্ট ফি: জনপ্রতি 👇👇👇👇
৮০০০৳ প্রতি জন। (৩ঃ১ কেবিন শেয়ারিং)
কাপল হলে ৯০০০৳ প্রতি জন। (২ঃ১ কেবিন শেয়ারিং)

#ইভেন্ট ডেট ঃ ২৬ জুন , ২০২৫।
৩ রাত ২ দিনের প্যাকেজ। ময়মনসিংহ থেকে যাত্রা শুরু। ময়মনসিংহ - সুনামগঞ্জ নন-এসি বাস, সেখানে ঘোরাঘুরির জন্য রিজার্ভ বাস,নৌকা ভাড়া, অভিজ্ঞ গাইড, থাকা এবং খাবার খরচ এর অন্তর্ভুক্ত।

ঢাকা বা দেশের যে কোন জেলা থেকে আমাদের এই ট্যুরে অংশগ্রহণ করা যাবে, সেক্ষেত্রে নিজ দায়িত্বে যাত্রার দিন সুনামগঞ্জ এসে নিদিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

⏩ট্যুর প্ল্যান:

⏭️যাত্রা শুরুঃ
রাত ০৬:৩০ এ ময়মনসিংহ জিরো পয়েন্ট থেকে নন এসি বাসে করে সুনামগঞ্জে রওনা দিবো।

1️⃣দিন-০১:
★ সকালে সুনামগঞ্জ পৌঁছে নাস্তা সেরে নিব পালকি হাউজবোট।
★ প্রথমেই আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে হাওরের অতিপ্রাকৃত সৌন্দর্য উপভোগ করবো। লাইফ জ্যাকেট পরে হাওরে ভেসে বেড়াবো, চা পান করবো। চাইলে ছোট নৌকা দিয়ে জলাবনের ভেতরেও যেতে পারবেন।
★ বোটে ফিরে আমরা হাওরের মাছ দিয়ে দুপুরের খাবার খেয়ে চলে যাবো টেকেরঘাট।
★ বিকালে শহীদ সিরাজ লেকসহ আশেপাশের এলাকা ঘুরে দেখবো।
★ রাতটা আমরা হাওরের মাঝে বোটের ছাদে আড্ডা আর গানে পার করবো।

2️⃣দিন-০২:
★ সকালে হাওরের বুকে সূর্যোদয় দেখে নাস্তা সেরে বোট নিয়ে চলে যাবো সোজা যাদুকাটা নদী।
★ যাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগান ঘুরে সবাই আরেকবার পানিতে ঝাপাঝাপি করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবো।
★ সন্ধ্যার মধ্যে সুনামগঞ্জ পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খাবো।
★ রাত ৯-১০টায় নন এসি ট্রান্সপোর্টে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করবো৷

যাত্রা শেষঃ
পরদিন ভোরে সবাই ময়মনসিংহে থাকবো ইন শা আল্লাহ্।
________________________________________

❑ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
• কোনো রকম লুকায়িত খরচ।
• আসা যাওয়ার পথে বাসে যাত্রা বিরতির খাবার।
_________________________________________
❑ যা যা সাথে নিতে পারেন:
• রোদ কিংবা বৃষ্টির জন্য সানগ্লাস, সানস্ক্রিম, এবং গামছা নেয়া আবশ্যক
• পলিথিন ও ছাতা
• ফোন ও ক্যামেরার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ
• পাওয়ার ব্যাংক
_________________________________________

➡ #যাত্রার তারিখঃ ২৬ জুন রাত ০৬:৩০
⬅ #ফেরার তারিখঃ ২৮ জুন সকালে ইন শা আল্লাহ।

#আমাদের ট্যুর প্ল্যানঃ
➡ ময়মনসিংহ থেকে রাতের বাস সুনামগঞ্জ।
➡ সুনামগঞ্জ হয়ে টাংগুয়ার হাওড়। নিলাদ্রী লেক+শিমুল বাগান+জাদুকাটা নদী+রাত্রি যাপন টাংগুয়ার হাওর নোকায়।
➡পরের দিন ময়মনসিংহের উদ্দেশ্যে রাতের বাসে রওনা ।

#এই ট্রিপে আমরা দেখবঃ
✴সুনামগঞ্জ
✴টাংগুয়ার হাওড়
✴নিলাদ্রী লেক
✴শিমুল বাগান
✴জাদুকাটা নদী
✴ বারিক্কা টিলা
✴️হাসান রাজার বাড়ি এবং জাদুঘর।
✴রাত্রি যাপন টাংগুয়ার হাওর প্রিমিয়াম হাউসবোট।

-------------------------------------------

ফুড মেন্যুঃ

আমাদের পালকির খাবারের ব্যাপারে দেশীয় স্বাদের কথা চিন্তা করা হয়েছে। যেহেতু হাওর অঞ্চল, আমরা লোকাল এভেইলেবল খাবারের দিকেই জোর দিয়েছি। মাঠির হাড়িতে সার্ভ করা হবে আমাদের খাবার গুলো।

ডে-০১ঃ
নাস্তা-০১ঃ সকাল ৭ঃ৩০- খিচুড়ি, ডিম ঝোল, বেগুন/পটল ভাজা, আচার, সালাদ।

স্ন্যাক্স-০১ঃ চা, কেক/বিস্কুট।

লাঞ্চ-০১ঃ সাদা ভাত, মুরগীর রোস্ট/কারী, আলু ভর্তা, হাওরের মাছ ভুনা, ডাল।

স্ন্যাক্স-০২ঃ সিজনাল ফ্রুটস।

ডিনার-০১ঃ সাদা ভাত, আলু/মাছ ভর্তা, দেশী/রাজ হাঁস ভুনা, ডাল।
-------------------------------------------------
ডে-০২ঃ

নাস্তা-০১ঃ খিচুড়ি/চিকেন আখনি, আচার, ডিম ভাজি৷

স্ন্যাক্সঃ০১ঃ জুস, বাটারবন/কেক।

লাঞ্চ-০১ঃ সাদা ভাত, মুরগী ভুনা, হাওড়ের মাছ ভুনা, আলু ভর্তা, ডাল৷

স্ন্যাক্স-০২ঃ চা, মুড়ি মাখা।

** বোটে সার্বক্ষণিক ফিল্টার/মিনারেল পানির ব্যাবস্থা থাকবে৷
** ফ্ল্যাক্সে চা এর ব্যাবস্থা থাকবে।

*** ফুড মেন্যু অলমোস্ট সেইম থাকবে৷ এভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে আইটেম আগে পরে হতে পারে৷

🚨 #কনফার্মেশন সিস্টেম:
মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে 💰৩০০০+৬০(বিকাশ চার্জ) =৩০৬০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)।

কিংবা সরাসরি আমাদের অফিসে এসেও টাকা জমা দিতে পারেন।
বাকি টাকা ট্রিপ দিন দিলে হবে।

টাকা পাঠানোর বিকাশ নম্বর:
📲01914 099669 - Personal

(বিকাশে টাকা পাঠানোর পর কল দিয়ে কনফার্ম করবেন এবং মেসেজ পাঠাবেন নাম, মোবাইল নাম্বার, বিকাশ এর শেষ ৩ ডিজিট এবং টি শার্ট সাইজ)

অফিসঃ
Zarif tours and Travels
৮ নং রামবাবু রোড
সদর ময়মনসিংহ

🔰 #কনফার্ম_করার_শেষ_সময়ঃ ২৩ জুন বিকাল ৫ টায়। তার আগে সিট ফিলাপ হয়ে গেলে কিছু করার নেই।

🔴ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে যেকোন ছবিযুক্ত পরিচয়পত্র এবং এর ফটোকপি নিতে হবে।

🔘কোন ধরনের মাদক_দ্রব্য সেবন বা সাথে নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

🔴টিম লিডারের সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে।

🔺🔻ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে কল দিতে পারেনঃ
📞 # 01914-099669 . # 01914-099661

***পরিশিষ্টঃ দেশটা আমার, আপনার, সবার!এই দেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আমাদের। অনুগ্রহ করে পানির বোতল, বিস্কুট, কেক এর প্যাকেট এবং অন্যান্য আবর্জনা দিয়ে পরিবেশ নষ্ট করবেন না ।

হাওর ফিরে পাচ্ছে তার নিজস্ব রূপ!❤️প্রিয়জনকে নিয়ে বেরিয়ে পড়ুন প্রকৃতির এক অনন্য রাজ্যে। নিঃসন্দেহে এই মৌসুমে ঘুরার জন...
15/06/2025

হাওর ফিরে পাচ্ছে তার নিজস্ব রূপ!❤️
প্রিয়জনকে নিয়ে বেরিয়ে পড়ুন প্রকৃতির এক অনন্য রাজ্যে। নিঃসন্দেহে এই মৌসুমে ঘুরার জন্য সেরা গন্তব্য — টাঙ্গুয়ার হাওর😍🥰🌿

জুন মাস থেকে শুরু হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওর ট্রিপ যেখানে নীলাভ জলরাশি আর সবুজ পাহাড়ের কোলে আপনি পাবেন এক অনন্য অনুভূতি।।🏞️🚢

✨ ঘুরিংফিরিং এর সাথে আপনার পাচ্ছেন
প্রিমিয়াম আর লাক্সারিয়াস হাউজবোট থেকে শুরু করে ব্যালেন্সড বাজেট-ফ্রেন্ডলি ও ফ্যামিলি-বোট। পরিবার, বন্ধুবান্ধব, বা কর্পোরেট সব ধরনের ট্রিপ হবে এবার ঘুরিংফিরিং এর সাথে।

🚢📍 আমাদের সবগুলো বোটেই থাকছে—
✔️৪, ৬ বা ১০টি আরামদায়ক কেবিন, হাওর-ভিউ জানালা
✔️খোলামেলা লবি, ছাদবাগান আর ঘাস কার্পেটেড ছাদ
✔️বিচ ছাতা সহ আরামদায়ক ছাদে বসার জায়গা
✔️রুফটপ ডাইনিং - খাওয়া আর হাওর দেখা একসাথে
✔️ ৯ বেলার ফ্রেশ ফুড
✔️পরিপূর্ণ নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাবস্থা

❤️ ট্রিপে যেই ভ্রমণস্থান গুলো আমরা ঘুরে দেখাবো:
১. টাঙ্গুয়ার হাওর
২. ওয়াচ টাওয়ার
৩. লাকমাছড়া
৪. নীলাদ্রি লেক
৭. টেকেরঘাট
৫. শিমুল বাগান
৬. বারিক্কা টিলা

📍স্পট কিন্তু সীমিত, তাই আজই প্রি-বুক করে রাখুন আপনার সেরা হাওর ভ্রমণের ঠিকানা।💁‍♀️
যোগাযোগ করুন:

📨 হোয়াটসঅ্যাপ - 01914-099669 ,

+880 1914-099661
+880 1914-099660

মালয়েশিয়া ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ ও নির্ভরযোগ্য!আপনি কি ব্যবসায়ী বা চাকুরিজীবী? তাহলে আপনার জন্য রয়েছে পৃথক ভিসা...
14/06/2025

মালয়েশিয়া ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ ও নির্ভরযোগ্য!
আপনি কি ব্যবসায়ী বা চাকুরিজীবী? তাহলে আপনার জন্য রয়েছে পৃথক ভিসা ডকুমেন্টেশন সাপোর্ট!

📌 ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
✔ বর্তমান ও পূর্ববর্তী পাসপোর্ট
✔ রঙিন পাসপোর্ট সাইজ ছবি
✔ কোম্পানি ও পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট
✔ TIN সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট
✔ কোম্পানির লেটারহেড, ভিজিটিং কার্ড ইত্যাদি

📌 চাকুরিজীবীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
✔ বর্তমান ও পূর্ববর্তী পাসপোর্ট
✔ অফিস থেকে নিয়মিত সেলারি সার্টিফিকেট
✔ ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি
✔ চাকুরির পরিচয়পত্র, ছুটির অনুমতিপত্র

💡 প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা চেকলিস্ট ও পরিপূর্ণ সহায়তা পাবেন আমাদের কাছ থেকে।

📍 Zarif Tours & Travels
📌 ঠিকানা: ৩৭ সেনবাড়ী রোড, ময়মনসিংহ
📞 যোগাযোগ: 01914-099669

✈️ ভিসা পেতে কোনো ঝামেলা নয়, থাকুন নিশ্চিন্ত – পাশে আছি আমরা!

🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা | Zarif Tours & Travels 🌙🕋 পবিত্র ঈদ-উল-আযহার এই পবিত্র দিনেZarif Tours & Travels পরিবারের পক্ষ থ...
06/06/2025

🌙 ঈদ-উল-আযহার শুভেচ্ছা | Zarif Tours & Travels 🌙

🕋 পবিত্র ঈদ-উল-আযহার এই পবিত্র দিনে
Zarif Tours & Travels পরিবারের পক্ষ থেকে জানাই
আপনাকে ও আপনার পরিবারকে ঈদের অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।

✈️ এই ঈদে নতুন ভ্রমণের স্বপ্ন হোক বাস্তব—আমরা আছি আপনার পাশে, নিরাপদ ও আরামদায়ক যাত্রার প্রতিশ্রুতি নিয়ে।

🎁 ঈদের পর আপনার হজ/ওমরাহ, দেশ–বিদেশ ভ্রমণ বা টিকিট বুকিংয়ের সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি নির্ভরতায়।

🌍 Zarif Tours & Travels – ভ্রমণে আস্থা ও সেবা

🌴✨ Explore Kota Kinabalu – Nature Meets Adventure! ✨🌴From stunning sunsets at Tanjung Aru Beach to thrilling hikes up Mo...
01/06/2025

🌴✨ Explore Kota Kinabalu – Nature Meets Adventure! ✨🌴
From stunning sunsets at Tanjung Aru Beach to thrilling hikes up Mount Kinabalu – Kota Kinabalu is where beauty and adventure come alive! 🏞️🌊

📸 Must-See Spots:
✅ Mount Kinabalu
✅ Manukan & Sapi Islands
✅ Tunku Abdul Rahman Marine Park
✅ Night Market Delights
✅ Cultural Village Experiences

Whether you’re chasing waterfalls, snorkeling in crystal waters, or savoring local seafood – Kota Kinabalu is a paradise waiting to be explored! 🌅🍤🌺

🌉 Langkawi Sky Bridge – A Walk Above the Clouds! 🌴Suspended above the lush rainforest, this stunning curved bridge in La...
31/05/2025

🌉 Langkawi Sky Bridge – A Walk Above the Clouds! 🌴
Suspended above the lush rainforest, this stunning curved bridge in Langkawi, Malaysia offers jaw-dropping views you’ll never forget! 🇲🇾✨

🚡 Ride the cable car, step into the sky, and explore the magic!

Discover Penang, Malaysia – Where Culture Meets the Coast! ✨🌴🏖️ Beaches, 🕌 heritage, 🍜 world-famous street food – Penang...
29/05/2025

Discover Penang, Malaysia – Where Culture Meets the Coast! ✨🌴

🏖️ Beaches, 🕌 heritage, 🍜 world-famous street food – Penang has it all!
Explore George Town’s vibrant streets, relax in Batu Ferringhi, and indulge in authentic Malaysian flavors.

Perfect for:
❤️ Culture lovers | 🌅 Nature seekers | 🍽️ Foodies

📍 Make Penang your next getaway!

🌴 Explore Sentosa Island – Singapore’s Tropical Paradise! 🌴🏖️ Beaches, adventures, and unforgettable memories await!📍 Pl...
28/05/2025

🌴 Explore Sentosa Island – Singapore’s Tropical Paradise! 🌴
🏖️ Beaches, adventures, and unforgettable memories await!
📍 Plan your getaway today!
📞 01914-099669

Address

8, Rambabu Road And 37, Shen Bari Road
Mymensingh
2200

Telephone

+8801914099661

Website

https://www.facebook.com/zariftourstravelsmym

Alerts

Be the first to know and let us send you an email when Zarif Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zarif Tours & Travels:

Share

Category