Fatema Tours And Travels Hajj Service

Fatema Tours And Travels Hajj Service Hajj Umrah Air Ticket

26/12/2024

لله الحمد
আজ ছিলো হজ্ব-২৫ এর নিবন্ধনের শেষ দিন।
আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে শেষ মুহূর্তে লিস্টিভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন।

Tragic News: An Azerbaijan Airlines Embraer E190 crashed near Aktau, Kazakhstan, with 67 people on board. At least 42 li...
25/12/2024

Tragic News: An Azerbaijan Airlines Embraer E190 crashed near Aktau, Kazakhstan, with 67 people on board. At least 42 lives were lost, while 25 passengers survived.

The flight, originally bound for Grozny, was diverted due to severe fog and went down 3 km from Aktau airport during an emergency landing attempt.

Among the passengers were 37 Azerbaijanis, 16 Russians, 6 Kazakhs, and 3 Kyrgyz citizens. The flight crew, including both pilots, did not survive.

ফাতেমা ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্জ সার্ভিস এর পক্ষ থেকে সকলের জন্য হাদিয়া স্বরূপ নতুন বছরের ক্যালেন্ডার প্রস্তুত হয়ে গিয়েছ...
22/12/2024

ফাতেমা ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্জ সার্ভিস
এর পক্ষ থেকে সকলের জন্য হাদিয়া স্বরূপ নতুন বছরের ক্যালেন্ডার প্রস্তুত হয়ে গিয়েছে।
সকলকে অফিসে এসে নতুন বছরের ক্যালেন্ডার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

22/12/2024

২৬ ডিসেম্বর এর মধ্যে নিবন্ধন করা না হলে ২০২৫ সনে আপনার হজে গমন সম্ভব হবে না।-
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

17/12/2024

💠ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের নতুন প্রজ্ঞাপন 👇
✅হজযাত্রী ও হজ এজেন্সী সমূহের আবেদনের প্রক্ষিতে বিশেষ বিবেচনায় ২০২৫ সালের হজের মূল নিবন্ধন পুনরায় ১৯ শে ডিসেম্বর ২০২৪ থেকে ২৬ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সুযোগ দিয়েছেন।

10/12/2024
আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত হজ্বের নিবন্ধন সময় বৃদ্ধি করা হয়েছে।
28/11/2024

আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত হজ্বের নিবন্ধন সময় বৃদ্ধি করা হয়েছে।

হজ্জে গিয়ে আমরা কি কি খেয়াল রাখতে পারি!!!১/ আমরা যে কোন ছোট বড় কাজ বিসমিল্লাহ বলে আল্লাহরকে খুশি করার উদ্দেশ্যে করবো।আপ...
27/11/2024

হজ্জে গিয়ে আমরা কি কি খেয়াল রাখতে পারি!!!

১/ আমরা যে কোন ছোট বড় কাজ বিসমিল্লাহ বলে আল্লাহরকে খুশি করার উদ্দেশ্যে করবো।আপনার নিয়ত যদি ভালো থাকে এবং ভালো কাজ করার প্রবল ইচ্ছা থাকে সেই কাজ যদি সম্পন্ন না ও করতে পারেন তাও আল্লাহ সুবহানাহু তাআলা সেই সোয়াব লিখে দিবেন আপনার আমলনামায়।সুবহানাল্লাহ।

২/ ধর্য্য ধরতে হবে,কম কথা বলতে হবে,হজ্জে যাওয়ার আগেই অভ্যাস করতে হবে।

৩/ আপনি যদি রুমমেটের সাথে থাকেন তাহলে তাদের কাজের সহযোগিতা করবেন।কিছু খাবার বাইরে থেকে আনলে তাদের দিয়ে খাবেন।নামাজের টাইমে বলে যাবেন।অনেকেই মোবাইলে এ্যালার্ম দিতে পারেনা।ভোর রাতে তাহাজ্দুদ নামাজে উঠার জন্য সহযোগিতা করবেন।ডাইনিং এ খাবার খেতে গেলে বলে যাবেন।যদি কোন বুযুর্গ থাকে যদি বলে,খাবার তার জন্য রুমে নিয়ে আসতে পারেন।বয়স্কদের বাথরুমে আগে যেতে দিবেন।

৪/ আপনি যে সহি আমল গুলি শিখে গিয়েছেন তা রুমমেটদের সাথে শেয়ার করবেন।এবং ওনারা ও কি কি আমল করছেন তাও জানবেন।নিজে জানবেন এবং ওনাদের ভুলত্রুটি থাকলে সুন্দর করে ভুল গুলি ঠিক করে দিবেন।যদি ওনারা আমল করেন তাহলে আপনার সাদাকায় জারিয়া হয়ে যাবে।

৫/ হারাম শরিফে ও অনেক বাংগালী ও অন্য দেশের মানুষের সাথে পরিচয় হবে তখন আমল নিয়ে কথা বলবেন।( খুবই সংক্ষেপে অল্প সময়ের জন্য)ওনারা ও যদি আমল করেন তাহলে আপনার সাদকায়ে জারিয়া হয়ে যাবে।

৬/ হারাম শরিফে ও মদিনা শরিফে অনেক সময় চোখের সামনে টিসু , খেজুরের বিচি, প্লাস্টিকের গ্লাস পরে থাকতে দেখবেন।এগুলি একসাথে করে ফেলে দিবেন।এর মানে আপনি আল্লাহর ঘর পরিস্কার পরিছন্ন করার সুযোগ পেলেন।এই সৌভাগ্য কয়জনের হয়।

৭/ মক্কা ও মদিনা শরিফে অনেক সময় আপনি খেজুর,রুটি,জমজম পানি,চকলেট,লাবাং,দই ইত্যাদি হাদিয়া পাবেন।আপনার পাশের জন যদি না পায় তাহলে আপনি তাকে কিছু হাদিয়া দিবেন।আর সবসময় কিছু ছোটখাটো পেকেট করা খাবার নিয়ে যাবেন বেগে করে। নিজেও খেতে পারবেন আর অন্য কে ও হাদিয়া ও দিতে পারবেন।

৮/ কেউ যদি আপনাকে কথা দিয়ে কষ্ট দেয় বা ব্যাথা দেয় চুপ থাকবেন।কিছু বলবেন না। মাফ করে দিবেন।আল্লাহর সন্তুষ্টির জন্য।

৯/ নামাজে দাড়ানোর সময় যদি কেউ পাশে দাড়াতে চায় তাকে সুযোগ করে দিবেন।

১০/ মক্কা ও মদিনা শরিফে অনেক আওয়াজ করে কথা বলবেন না। যদি প্রয়োজন হয় আস্তে ও সংক্ষেপে কথা বলবেন।জুমার নামাজের খুদবার সময় তো কোন কথাই বলা যাবে না।

১১/ দয়াকরে মার্কেটে কম যাওয়ার চেষ্টা করবেন।এটা এমন একটা নেশা যে আপনার দৈনন্দিন আমল সব কিছু ওলোট পালোট করে দিবে।মদিনায় গিয়ে আপনারা কিছুটা সময় বের করতে পারবেন।

১২/ হোটেলের খাবার এর সময় গুলি জেনে নিবেন।দেরি করে গেলে খাবার ভালো পাবেন না।শেষ হয়ে যায়।সবকিছু ক্লিন করে ফেলে।খাবার না পেলে কিনে খেতে হবে,আর না খেতে চাইলে আপনি দুর্বল হয়ে পরবেন।ঐ খানে প্রচুর হাটতে হয়।তাই খেয়ে শরীর ঠিক রাখতে হয়।

১৩/ অবশ্যই অবশ্যই প্রচুর পানি খেতে হবে,জুস তো কিনে খেতে হয়।জমজমের পানি হারাম শরীফ এ খেয়েও আসবেন আসার সময় নিয়ে ও আসবেন।ব্যাক পেকে খালি ছোট বোতল নিয়ে যাবেন।আসার সময় ভরে নিয়ে আসবেন।

১৪/ মক্কা ও মদিনা শরিফে প্রতি ওয়াক্তে জানাজার নামাজ হয়।তাই জেনে শিখে যাবেন।

১৫/ প্রয়োজনীয় ঔষুধ সব নিয়ে যাবেন। অবস্যই প্রেসক্রিপশন নিয়ে যাবেন।ঔষুধ এক্সট্রা ১০/১৫ দিনেরটা নিয়ে যাবেন।মহিলাদের গাইনি ডঃ দেখিয়ে পিল নিয়ে যেতে হবে। যেহেতু মক্কা মদিনায় অনেক হাটা হয় তাই লিক হওয়ার সম্ভবনা থাকে। এজন্য ডঃ কাছ থেকে আরো এমন একটি ঔষুধ নিয়ে যাবেন যেনো লিক হওয়ার আগেই খেয়ে ফেলতে পারেন।বেশী করে রেনডম ঔষুধ গুলো নিয়ে যাবেন।কেউ চাইলে যেনো আপনি দিতে পারেন।বেশী করে ওরসেলাইন নিয়ে যাবেন।

১৬/ যদি আপনি বা আপনার সঙ্গী কোন কারনে অসুস্থ হন তাহলে খুব দ্রুত মোয়াল্লেম কে নিয়ে ডঃ এর কাছে যাবেন।বাংলাদেশী ডঃ এর টিম আছে আপনিদের সেবা দেয়ার জন্য।অবস্যই সেটা ফ্রীতে দিবে।১০/১৫ দিনের ঔষুধ বিনামূল্যে পাবেন।অবস্থা খারাপ হওয়ার আগেই ডঃ কাছে যাবেন।হজ্জে যাতে সুন্দর ভাবে করতে পারেন।

১৭/ পঁচা সাবান গন্ধহীন এটা নিয়ে যেতে পারেন।হজ্জের সময় আপনি একটি সাবান কয়েকটি টুকরো করে নিয়ে যাবেন।বাথরুমে একটি রেখে আসবেন।যারা যারা ব্যবহার করবে আপনার সাদাকায়ে জারিয়া হয়ে যাবে।বালটি মগ যদি থাকে সবাইকে ব্যবহার করতে দিবেন। এটাতেও সাদাকায় জারিয়া হয়ে যাবে।

১৮/ অনেক সময় মোয়াল্লেমরা খাবার দিয়ে যায়।সবাইকে নিজ হাতে বিলি করে দিবেন যেনো সবাই পায়।

১৯/ কেউ কোন কিছু জানতে চাইলে বা কাজ করে দিতে বল্লে হাসি মুখে করার চেষ্টা করবেন।এমন ও হতে পারে হজ্জ করার আগেই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উপর খুশি হয়ে হজ্জ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।

২০/ আপনারা একটা রুটিন করে নিতে পারেন।যেমন হারাম শরীফে এশার এর নামাজ পরে রাতের আমল করে হোটেলে এসে সময় মতো খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে।রাত ২/২:৩০ মধ্যে তাহাজ্জুদের নামজ এর জন্য বেরিয়ে যাবেন। একে বারে ফজর নামাজ পরে জিকির ও তাওয়াফ করে হোটেলে এসে পরবেন।নাস্তা করে ঘুমিয়ে যাবেন।আবার সকাল ১১ মধ্যে হারাম শরীফে জোহরের নামাজের জন্য চলে যাবেন।দুপুরে খাবারের জন্য আবার হেটেলে চলে আসবেন।আবার আসরের সময় গিয়ে একে বারে মাগরিব ও এশার নামাজ পরে হোটেলে আসবেন।আসর থেকে মাগরিব এ অনেকটা সময় পাবেন তখন বাইরে গিয়ে টয়লেট সেরে আসতে পারেন।হারাম শরীফে ওজুখানা আছে।ভিতরে কোন টয়লেট নেই।আপনাকে এজন্য বাইরে যেতেই হবে।

২১/ সব সময় আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার হজ্জ সহজ করে দিন।আমার হজ্জ কবুল করুন।আমিন।

🕋 মুহতারাম 🕋আসসালামু আলাইকুম,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ময়মনসিংহের সর্ববৃহৎ হজ্জ ও ওমরাহ পরিচালনাকারী প্রতি...
21/11/2024

🕋 মুহতারাম 🕋
আসসালামু আলাইকুম,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ময়মনসিংহের সর্ববৃহৎ হজ্জ ও ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠান 🏢

ফাতেমা ট্যুরস এন্ড ট্রাভেলস হজ্জ সার্ভিস এ
2025 সালের হজ্জের ✍️প্রি বুকিং চলছে

🌷দীর্ঘ ১২ বছরের বেশী সময় ধরে সুনাম ও দক্ষতার সাথে হ্জ্জ ও ওমরাহ্ সেক্টরে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ |

🌷বিগত বছরের ন্যায় ২০২৪ সালেও আমারা ভি আই পি হজ্জ প্যাকেজ সহ বিভিন্ন ক্যাটাগরীতে ৩১৮ জন আল্লাহর মেহমানদের খেদমতে ছিলাম।

🌷সকল প্যাকেজে কথা কাজের সমন্বয়ে এবং অভিজ্ঞ আলেম, দক্ষ গাইড এবং সার্বক্ষনিক মালিক পক্ষের উপস্থিতিতে সকল সার্ভিস পরিচালিত হয়েছিল,যাহা শতভাগ হজ্জযাত্রীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ ।

🌷দীর্ঘদিন যাবত ময়মনসিংহের সর্ববৃহৎ হজ্জ কাফেলা আমরাই পরিচালনা করে আসছি । আমাদের হাজি সাহেবদের কাছেই জানুন আমাদের সেবার মান সম্পর্কে।

🌷হজ্জ একটি বড় ইবাদত তাই মিষ্টি কথা আর সস্তা প্রলোভনে পড়ে নয় যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিন।

সরকার অনুমোদিত বৈধ এজেন্সির সাথে সরাসরি লেনদেন করুন হজ্জ ওমরাহ প্রতারণা বন্ধে এগিয়ে আসুন

আমাদের ঠিকানা 👇
——————————
ফাতেমা ট্যূরস এন্ড ট্রাভেলস হজ্জ সার্ভিস
সরকার অনুমোদিত হজ্জ লাই নং- ১৪৫৮
————————————
সাদ এভিয়েশন
সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট
—————————————-
🏢 ভূইয়া টাওয়ার ( ৩য় তলা ),৩০/ক , কালীশংকর গুহ রোড, বিএনপি পার্টি অফিসের বিপরীতে, নতুন বাজার, ময়মনসিংহ ।
📲 01761-587181 (whats app / Imo)
📲 01958501621-9
📩 [email protected]

https://www.somoynews.tv/news/2024-10-26/5XRtJA1V
28/10/2024

https://www.somoynews.tv/news/2024-10-26/5XRtJA1V

এখন পর্যন্ত একজনও হজযাত্রী না পাওয়া ১২৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ধর্ম‌ মন্ত্রণালয়। সম্প্...

https://youtu.be/TGILmWNBuXE?si=6-uzNm44TGnbD-q7
24/10/2024

https://youtu.be/TGILmWNBuXE?si=6-uzNm44TGnbD-q7

#হজএজেন্সি #এখনটিভি াবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে যা বললেন হজ এজেন্সিগুলো | Haab | Ekhon TVFirst-ever Business Television 'EKHON', telling ab...

https://www.facebook.com/share/eqGxCSJ9fJ3TdPeg/?mibextid=WC7FNe
21/10/2024

https://www.facebook.com/share/eqGxCSJ9fJ3TdPeg/?mibextid=WC7FNe

হজের টাকা ফেরত প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে ...

09/10/2024

উমরাহ্ ✈️🕋🕌
সস্তা নয় আস্থা খুঁজুন
ময়মনসিংহের সুনামধন্য ব্যাক্তি হলিসোল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক
মিজানুর রহমান মিলন ও তার স্ত্রী
মদিনা এয়ারপোর্ট থেকে রিসিভ করেন আমাদের প্রতিনিধি
হজ্জ ওমরাহ্ এয়ার টিকেট
প্রয়োজনে যোগাযোগঃ
ফাতেমা ট্যূরস এন্ড ট্রাভেলস হজ্ব সার্ভিস
সরকার অনুমদিত লাইঃ নং ১৪৫৮
৩০/ক কালী শংকর গুহ রোড বি এন পি অফিসের বিপরীতে , নতুন বাজার ময়মনসিংহ
01761587181. imo +WhatsApp
01958 501621-9

🔷 উমরাহ ভিসা রিজেক্ট ইস্যু 🔷চলতি বছরের উমরাহ মৌসুমে কিছু-কিছু ভিসা রিজেক্ট হচ্ছে কোন কারণ ছাড়াই।রিজেক্ট হলেও মূলত সমাস্য...
25/09/2024

🔷 উমরাহ ভিসা রিজেক্ট ইস্যু 🔷

চলতি বছরের উমরাহ মৌসুমে কিছু-কিছু ভিসা রিজেক্ট হচ্ছে কোন কারণ ছাড়াই।

রিজেক্ট হলেও মূলত সমাস্যা ছিলোনা, সমাস্যাটা হলো রিজেক্ট হলে ভিসার পেমেন্টা সিস্টেম থেকে কেটে নিচ্ছে, আর এটা নন রিফান্ডেবল।

এজন্য সবচেয়ে উত্তম হলো এ বিষয়টা যাত্রীদেরকে আগে অবহিত করা যে, কোন কারণে ভিসা রিজেক্ট হলে এর পেমেন্টের মূল্য আপনাকেই পরিশোধ করতে হবে।

রিজেক্টের হারের সম্ভবনা কম, তথাপি এ বিষয়টি উমরাহ যাত্রীদের সাথে ভিসা সাবমিট করার পূর্বেই অবহিত করে সম্মতি নিয়ে তারপর সাবমিট করা।

নতুবা মনোমালিন্য হওয়ার সম্ভবনা বেশি।

আরেকটি বিষয় হলো ভিসা ইস্যু হওয়ার আগে টিকিট ইস্যু না করা। এতে ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে।

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ ও নির্ঝঞ্ঝাট, হিকমা ও আমানতের সাথে ব্যবসা করার তৌফিক দান করুন. আমীন। tours and travel hajj service
Government approved Hajj Agency

*সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী বছর হজ করার পরিকল্পনা করা হজযাত্রীদের জন্য একটি কঠোর স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে।*...
24/09/2024

*সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী বছর হজ করার পরিকল্পনা করা হজযাত্রীদের জন্য একটি কঠোর স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে।*

চলতি বছরের হজে অনেক মানুষের মৃত্যু হওয়ায় নতুন এই নির্দেশনা জারি করে দেশটির মন্ত্রণালয়। নির্দেশনায় তারা কিছু দলভুক্ত মানুষকে হজে না যেতে অনুরোধ করেছে।

পায়ে হাঁটার দীর্ঘ পথ ব্যবহার করে হজের কার্যক্রম সম্পাদন করতে হয় হজযাত্রীদের। এই পথের দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার। হাঁটার পথটি বেশ কয়েকটি পবিত্র জায়গাকে সংযুক্ত করেছে। যার শুরু আরাফার ময়দান থেকে, পরে তা মুজদালিফা হয়ে শেষ হয়েছে মিনায় গিয়ে।
গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এই পথ অতিক্রম করা বেশ কঠিন। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র স্বাস্থ্যবান এবং শারীরিকভাবে ফিট ব্যক্তিদের হজে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালযয়ের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত— যেমন হার্ট, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।
মন্ত্রণালয় বলছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা।

পরিস্থিতি এমনও হয়েছিল মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল। কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Address

Bhuiya Tower, 30/Ka, 2nd Floor, Kali Sankar Guho Road Opposite BNP Party Office, Notun Bazar
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Tours And Travels Hajj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema Tours And Travels Hajj Service:

Share

Category