02/08/2025
অনলাইন এয়ার টিকিট প্লাটফর্ম Flightexpert শত শত কোটি টাকা নিয়ে ভাগছে! এটাই হওয়ার কথা ছিল, অতি লোভে তাতি নষ্ট....
বাংলাদেশের ৯৯.৯৯% OTA প্লাটফর্ম সিস্টেমের বাইরে গিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং অসুস্থ প্রতিযোগিতা এবং বাজে চিন্তা-চেতনা নিয়ে ব্যবসা করে যাচ্ছে দীর্ঘ ৬/৭ বছর ধরে। এসব দেখেও না দেখার ভান ধরে বসে ছিল ATAB, বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়, এরা তো ভালো করেই জানতো এসব OTA তাদের ওয়েবসাইটে এতোদিন ধরে ৭%+ কমিশন দিয়ে টিকিট সেল করছে অর্থাৎ ১৫ থেকে ২৫% ছাড়ে, অথচ iata Commission দিতো বেস ফেয়ারের উপর মাত্র ৭% তাহলে বাকি এক্সট্রা % কই থেকে অফার করতো? বাপের জমি বেচে নাকি কালো টাকা ইনভেস্ট হতো এই সেক্টরে?
আর ফ্লাইটের যাত্রীরা ফেয়ার কম যেখানে পাবে, সেখান থেকেই টিকিট কাটতে অভ্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু ভিতরে কি আছে, কি চলছে সেটার আর খোঁজ রাখে না বা জানে না, এটাই স্বাভাবিক।
বাংলাদেশে iata লাইসেন্স আছে প্রায় ৯০০ এজেন্সির, যাদেরই iata license আছে তাদেরকে বেস ফেয়ারের উপর মাত্র ৭% কমিশন দিয়ে থাকে অথচ ota এজেন্সি গুলো ১৫/২৫% কমিশন দিয়ে সেল করে যা অসুস্থ প্রতিযোগিতা, এটাকে কখনো ব্যবসা বলা যেতে পারে না। একমাত্র বাংলাদেশেই এই ব্যবসা সম্ভব যা হয়ে আসছে আর কতকাল চলবে..
অথচ iata লাইসেন্স যাদের আছে অর্থাৎ এনালগ পদ্ধতিতে যারা GDS (Sabre/amadeus/galileo) সিস্টেম থেকে দীর্ঘদিন ধরে ৭% বেস ফেয়ারের উপর ৫/৬% ছাড় দিয়েও টিকিট সেল করে যাচ্ছে, কোন রকম অফিস, বেতন দিয়ে টিকে আছে বা অনেকে এদের কাছে (ota এর কাছে) হার মেনে ব্যবসা গুটিয়ে নিশ্ব বা অন্য ব্যবসা করছে টিকে থাকার জন্য অথচ সরকারের কোন ভ্রুক্ষেপ নেই, আজব এক দেশ, এই দেশে সবই সম্ভব।
সৌদি টু ঢাকা ফেয়ার ২৫ বা ৩০ হাজার অথচ একই রুট, একই তেল, একই প্লেন, একই সিট অথচ ঢাকা টু সৌদি টিকিট সেল হচ্ছে ৪৫ থেকে ৬০ হাজারে, কিছুদিন আগে তো ১ লক্ষ+ও ছিল, এয়ারলাইনসও বুঝে গেছে, পাইছি বাংলাদেশ, এবার কামাই লই...
এর জন্য সরকারই দায়ী, সরকার যদি আইন করে কঠোর হাতে দমন করতো যে বেস ফেয়ারের উপর ৭% এর বেশি যে ছাড় দিয়ে টিকিট সেল করবে, তার জেল ও লাইসেন্স বাতিল দুটোই ভোগ করতে হবে, তাহলে আজকে ট্রাভেল ব্যাংগের ছাতার মতো এতো ota flatform গড়ে উঠতো না, পাশের দেশ ভারতেও প্রচুর ota agency আছে অথচ তাদের ওখানে এসব বাজে সিস্টেম নেই।
যে সব ota বেস ফেয়ারের উপর 7%+ ছাড় দিয়ে সেল করছে, তাদের প্রত্যেককে এখনই সরকারের নজরে এনে ফাইনাল হুশিয়ারী দেওয়া উচিত এবং ota তে ফেয়ার আপডেট বা ছাড় দিতে হলে ৬% এর বেশি নয়।
যারা ৭% + ডিস্কাউন্ট দিচ্ছে, তাদের বিজনেস কখনো টিকে থাকতে পারে না, যা Haltrip, Flyhub আগেই ভেগেছে, এদের থেকেও শিক্ষা নিলো না, Flightexpert এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
এছাড়াও যেসব এজেন্সি আগে থেকেই জানে যে, ৭% কমিশনের বেশি পাওয়া সম্ভব নয়, তারপরও অতী লোভে পড়ে এই সব OTA থেকে B2B লগিন নিয়ে ১/২/৫ লক্ষ টাকা লোড দিয়ে রেখেছিল, অধিক মুনাফার লোভে, টিকিট ইস্যু করেছে, তারাও এখন বাজেভাবে ধরা খেয়েছে......
ফ্লাইটএক্সপার্ট নিজে তো ভেগেছে, সাথে আরো কয়েকজন লোভী ব্যবসায়ীকে ডুবিয়েছে.....
ধরুন, ঢাকা টু লন্ডন যাত্রার একটা টিকিটের ফেয়ার
৮০ হাজার টাকা, তাহলে এই ফেয়ারের মধ্যে ট্যাক্স থাকবে ২৫ হাজার, বাকি ৫৫ হাজার টাকা হচ্ছে বেস ফেয়ার, আর এই বেস ফেয়ারের উপর iata 7% কমিশন দিয়ে থাকে আর AIT (Advanced Income Tax) যোগ হবে মূল ফেয়ারের উপর (0.3%)
তাহলে ৮০ হাজার টাকা থেকে ৩৮৫০ টাকা মাইনাস করলে ০ প্রফিট, প্রফিট থেকে ৩০০০ টাকা ছাড় দিলে প্রফিট হবে ৮৫০ টাকা (আরো কম হবে ট্যাক্স বাদ দিল্ব)
অর্থাৎ ৭৬৩০০ টাকার নিচে কোন ভাবেই সেল করার কোন সুযোগ নেই অথচ OTA দেদারছে ৭০ বা ৬৮ হাজারে সেল করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
গতকালকের একটা ঘটনা বলি, এক ক্লায়েন্টকে ফলোআপে রেখেছিলাম, তারা ৬ জন ছাত্র, লন্ডনের এয়ার টিকিট নিবে, বিমান বাংলাদেশে ফেয়ার ছিল ৭১ হাজার+ ১৯ সেপ্টেম্বর (ঢাকা টু লন্ডন এয়ারপোর্ট) অথচ তারা বাংলাদেশের একটা ota platform থেকে 58500 টাকা দিয়ে টিকিট কিনেছে অথচ ওই টিকিটের Purchase ফেয়ার 67K এর মতো, এখন যদি সামনের মাসে ওই otaও ভেগে যাই তাহলে ছাত্রদের কি অবস্থা হবে?
এখন লন্ডনের ইনটেক চলছে, সেপ্টেম্বর মাসে ক্লাস শুরু, যাদের অলরেডি স্টুডেন্ট ভিসা হয়ে গেছে, তারা হয়তো কম ফেয়ারে Flightexpert থেকে টিকিট করেছে, তাদের এখন কি দশা হবে, সেটাই ভেবে অবাক হচ্ছি। এখনো চোখের সামনে বহু ota প্লাটফর্ম রয়েছে যারা একই পদ্ধতিতে % দিয়ে অসুস্থ ব্যবসা করে যাচ্ছেন, সবাই সাবধান হয়ে যান, সামনে আরো ভয়াবহ দিন আসতেছে ট্রাভেল সেক্টরে...
আসুন, এই সব ota এর অসুস্থ ছাড় থেকে দূরে থাকি, iata লাইসেন্স আছে, এমন বিশ্বস্ত এজেন্সি থেকে টিকিট কাটুন নিশ্চিন্ত মনে, যাদের ৭% কমিশন থেকে আপনাকে ৪/৫/৬% পর্যন্ত ছাড় দিচ্ছে, প্রকৃত তারাই মার্কেটে টিকে থাকবে কারন সুস্থ ধারার বিজনেস করছে আর এরকম প্রতিষ্ঠান হচ্ছে BDindi Traverra - বিডিইন্ডি ট্রাভেরা যারা সুনামের সাথে দীর্ঘদিন ধরে সুস্থ নিয়মে টিকিট সেল, ভিসা প্রসেসিং, ট্যুরস প্যাকেজ সেল করে যাচ্ছে।
অতি লোভে তাতি নষ্ট