Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BDindi Traverra - বিডিইন্ডি ট্রাভেরা, Tour guide, Nowagram Bazaar, Narail.
ঘরে বসে ইন্ডিয়া / থাইল্যান্ড Visa প্রসেসিং, ট্যুরস প্যাক, এয়ার টিকিট নিন, এছাড়াও ভারতের CMC, Apollo, Sims Hospital, Sangkara Nethralaya হাসপাতালের চিকিৎসা পরামর্শ ও ডাঃ অ্যাপ বুকিং করুন। ভারত ভ্রমণের আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা বাজেট এবং আরামদায়ক ভ্রমণকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমাদের উপর ১০০% আস্থা রাখুন। আমরা বিশ্বের যে কোন রুটের প্লেন টিকিট এবং ইন্ডিয়ার বিভিন্ন ট্যুরস প্লেসের সঠিক
তথ্য, ট্রেন টিকিট, প্লেন টিকিট এবং হোটেল ইনফো দিয়ে থাকি।
এমনকি ভারতের কোথায় ভালো চিকিৎসা করা হয়ে থাকে, কিভাবে সিরিয়াল দিতে হবে, কিভাবে যেতে হবে সব কিছু গাইডলাইন পাবেন।
ভ্রমণ প্যাকেজ যেমন কাশ্মির, দিল্লি-আগ্রা-জয়পুর, শিমলা-মানালি, অলি (উত্তরখন্ড), দার্জিলিং, কেরালা, কোভালাম, রামেশ্বর-ধানুসকদি এবং কলকাতাসহ বিভিন্ন স্থানের ভ্রমণ প্যাকেজ করে থাকি।
✈️ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় রানওয়ে ও অত্যাধুনিক টার্মিনাল!
শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট — খুলছে অসংখ্য ট্রাভেল, ট্যুরিজম, ব্যবসা ও বিনিয়োগের নতুন দিগন্ত।
আপনার স্বপ্নের গন্তব্য এখন আরও কাছে!
Photo: DALL.E
21/04/2025
বিশ্বাস না করে, বুঝে শুনে সিদ্ধান্ত নিন! Europe Niye Fully Scam!
এই ধরনের পোস্টে অনেকেই ইউরোপের স্বপ্ন দেখিয়ে বলে,
আগে কাতার/দুবাই যান, ৬ মাস কাজ করুন, পরে ইউরোপের ওয়ার্ক পারমিট হয়ে যাবে!
Contract: ১৪ লক্ষ টাকা
যাত্রার আগে দিতে হবে ৬ লক্ষ টাকা
ইউরোপের ভিসা হওয়ার পরে বাকি ৮ লক্ষ টাকা পরিশোধ করতে হবে
যেমন: রোমানিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়া ইত্যাদি দেশের জন্য।
এই কথা কতটা যুক্তিসঙ্গত, সেটা ভেবে দেখুন।
✅ হ্যাঁ, অনেকেই মধ্যপ্রাচ্যে কয়েক বছর কাজ করে অভিজ্ঞতা ও রেফারেন্সের মাধ্যমে ইউরোপের কাজের সুযোগ পান কিন্তু মাত্র ৬ মাসে ইউরোপের ওয়ার্ক পারমিট পাওয়া – এটা খুবই অস্বাভাবিক ও সন্দেহজনক দাবি।
⚠️ এমন মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে যদি হাজার হাজার টাকা বিনিয়োগ করেন, আর শেষমেশ কিছুই না হয় – তখন আফসোস করার আর সুযোগ থাকবে না!
একবার পাসপোর্ট আর ৫০,০০০ টাকা অগ্রিম দিয়েছেন, Kichu Months Pore নিখোঁজ সেই এজেন্ট! না পাসপোর্ট আছে, না টাকাই ফেরত এলো…
এই জন্মে আর ওটা ফেরত পাওয়ার সম্ভাবনাও নেই!
ফেসবুকে এখন বাঙের Chatar মতো শত শত এজেন্সি অ্যাড দিচ্ছে—
কাতার হয়ে ইউরোপ যাওয়ার সুযোগ!'
দেখতে চকচকে, শুনতে মধুর...
কিন্তু বাস্তবতা?
মানুষ বোকার মতো পাসপোর্ট আর হাজার হাজার টাকা জমা দিয়ে বসে আছে—
না এজেন্টের খোঁজ, না কোনো অগ্রগতি!
তাই নতুন যারা ইউরোপ যাওয়ার চিন্তা করছেন:
🔹 আগে ভালোভাবে জানুন, বুঝুন।
🔹 যাচাই-বাছাই করে তবেই কোনো সিদ্ধান্ত নিন।
🔹 কোনও “অবিশ্বাস্য” অফার থেকে সাবধান থাকুন।
🔹 ধৈর্য ধরুন, সঠিক পথে থাকলে সফলতা আসবেই।
মনে রাখুন:
স্বপ্ন সবার থাকে, কিন্তু সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে না পরিণত হয়।
Photo credit: DALL.E
19/04/2025
আপনার ভ্রমণের সেরা সঙ্গী — BDindi TRAVERRA আবার প্রস্তুত আপনাদের জন্য!
অনেক দিন হলো পোস্ট দেওয়া হয়নি —আমরা আগের থেকে আরও অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমাদের বিদ্যমান সেবার সঙ্গে নতুন কিছু সেবাও যুক্ত করেছি, যেমনঃ
√ থাইল্যান্ড ভিসা প্রসেসিং
√ চীন ভিসা প্রসেসিং
√ যুক্তরাজ্য (UK) ট্যুরিস্ট ভিসা প্রসেসিং
√ অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা প্রসেসিং
*** আমরা দিচ্ছি:
✈️ দেশি ও আন্তর্জাতিক বিমান টিকিট
🚄 রেলওয়ে টিকিট বুকিং
🏨 হোটেল রিজার্ভেশন
✈️ ভিসা প্রসেসিং সাপোর্ট
🌍 বিদেশ ভ্রমণ প্যাকেজ (ট্যুর গাইড সহ)
আমাদের অভিজ্ঞ টিম নিশ্চিত করবে আপনার যাত্রা হোক নিরাপদ, আরামদায়ক ও স্মরণীয়।
আজই যোগাযোগ করুন, আর বুক করে ফেলুন আপনার পছন্দের গন্তব্য।
BDindi TRAVERRA — আপনার যাত্রার সেরা সাথী!
** যোগাযোগ:
01717-185360 / 01937-777242 (Whatsup)
Photo: DALL.E
30/03/2025
সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা।
17/06/2024
সবাইকে ঈদ মোবারক
Eid-UL-Azaha 2024
ভ্রমণ হবে সহজে
16/06/2024
নড়াইল রেল স্টেশনের আপডেট দেখুন। আর কিছুদিন পরই #বেনাপোল এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস ও ঢাকা টু খুলনা, চট্রগ্রাম টু খুলনা অন্যান্য রুটের অধিকাংশ ট্রেন নড়াইল হয়ে যাতায়াত করবে।
ভিডিও ধারন: ১৪ জুন, ২০২৪
বিকেল ৫ টায় (নড়াইল রেল স্টেশন)
ভ্রমণ হবে সহজে
15/06/2024
বেনাপোল দিয়ে ভারতে যাবেন কে কে এই ঈদে বা পরবর্তী দিন, হাতে সময় নিয়ে যাবেন প্লিজ।
বেনাপোল বর্ডারে আজকে সহ ৪ দিনে (১২,১৩,১৪,১৫ জুন) ২৬০০০+ জন যাত্রী যাতায়াত করেছে। যাত্রী নিয়ন্ত্রণ করতে উভয় দেশের ইমিগ্রেশন হিমশিম খাচ্ছে, সেই সাথে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে, দীর্ঘ লাইন তো আছেই....
ফটো: নিজস্ব ভাবে বানানো DALL.E দিয়ে
অরিজিনাল ফটো থেকে অনুপ্রাণিত হয়ে
তথ্যসূত্র: বেনাপোল থেকে পাওয়া
ভ্রমণ হবে সহজে
12/06/2024
আগামী ১৪ থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস, ১৬ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেস এবং ১২ থেকে ২০ জুন মিতালি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।
ইদ–উল–আজহা মিটে গেলে আবার আগের মতই যাতায়াত করবে ট্রেনগুলি।
ভ্রমণ হবে সহজে
12/06/2024
ঢাকা শহর, এয়ার, মানালির পাহাড়ি পথ, বাস ও বরফে আচ্ছান্ন ঘেরা নিয়ে ছবিটি কেমন হয়েছে?
উনি ভিসা পান নাই, তাতে কি? আপনি ভিসা পাবেন। আপনি যদি সঠিক নিয়ম, সঠিক পেপারস জমা দেন, তখনই কেবল ভিসা হওয়ার সম্ভবনা বেড়ে যাবে।
সঠিক ভাবে আপনার ভিসা প্রসেসিং করার জন্য BDindi Traverra আপনার পাশে রয়েছে।
ভ্রমণ হবে সহজে
30/05/2024
ট্রাভেল হিস্ট্রি বাড়াতে এবং পাসপোর্টকে স্ট্রং করতে কি কি করা উচিত? নিচে কিছু পরামর্শ দেওয়া হল:
অনেকে উন্নত দেশে যাওয়ার জন্য পাসপোর্ট করছেন এবং কিছু দেশে ঘুরে তারপর উন্নত দেশের জন্য চেষ্টা করেও ভিসা পাচ্ছেন না, হয়তো ঘুরছেন, টাকাও খরচ হচ্ছে কিন্তু ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হচ্ছে না, অভিজ্ঞতার আলোকে তাদের জন্য আজকের এই পোস্ট:
১। মিনিমাম অবস্থানকাল:
- যে কোনো দেশে গেলে ন্যূনতম ৭২ ঘন্টা অবস্থান করুন। প্রতিটি দেশে কমপক্ষে তিন রাত থাকলে ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হয়। অর্থাৎ ১ রাত বা ২ রাত না ঘুরে ৩রাত বা বেশিদিন থেকে ঘুরুন, কারণ প্রকৃত ট্রাভেলার্স কখনো ১ রাত ঘুরে চলে আসেনা। এম্বাসির অফিসাররা কিন্তু আমার, আপনার থেকে যথেষ্ট চালাক ও দক্ষ।
২। একাধিক দেশ ঘুরুন:
- একই ভ্রমণে একাধিক দেশ ভ্রমণ করতে পারেন। যেমন, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম একসাথে ঘুরতে পারেন। তবে প্রতিটি দেশে কমপক্ষে তিন রাত করে থাকতে হবে।
৩। সিঙ্গেল ট্যুর পরিকল্পনা:
- যদি একক দেশে ভ্রমণ করেন, তবে প্রতিটি ভ্রমণের মাঝে কমপক্ষে দুই থেকে তিন মাসের গ্যাপ রাখুন। এতে আপনার ট্রাভেল হিস্ট্রি ধারাবাহিক ও নিয়মিত হয়। কারণ উন্নত দেশের এম্বাসির অফিসাররা এসব যাচাই বাছাই করে দেখে যে আপনি উন্নত দেশে যাওয়ার জন্যই কেবল কোন রকম কয়েকটা দেশে ঘুরেছেন নাকি আপনি প্রকৃত ভ্রমণকারী, এটি বুঝে যাবে আপনার প্রতিটি ট্যুরের গ্যাপ কতদিন।
৪। দলগত ভ্রমণ:
- গ্রুপ ট্যুরের সময় খেয়াল রাখবেন যে, প্রতিটি দেশে পর্যাপ্ত সময় থাকছেন। দ্রুত ফিরে আসার পরিবর্তে প্রতিটি দেশে পর্যাপ্ত সময় থেকে সেই দেশের সংস্কৃতি ও স্থানগুলো উপভোগ করুন।
৫। দস্তাবেজ/ভিসা পেজ সংরক্ষণ:
- প্রতিটি দেশের ভিসা, প্রবেশ ও প্রস্থান সিলের স্ক্যান কপি সংরক্ষণ করুন। কিছু দেশে ভিসা আবেদন করার সময় এসব দস্তাবেজ প্রদর্শন করতে হয়।
৬। কম খরচের প্যাকেজ ট্যুর:
- কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজে নিন, তবে সঠিকভাবে প্রতিটি দেশে পর্যাপ্ত সময় অবস্থান করতে হবে।
৭। ট্রাভেল হিস্ট্রি বিবরণী:
- আপনার ট্রাভেল হিস্ট্রির একটি তালিকা তৈরি করুন যেখানে উল্লেখ থাকবে কোন তারিখে কোন দেশে গেছেন, কতদিন ছিলেন এবং কবে ফিরে এসেছেন।
৮। প্ল্যানিং:
- একটি পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করুন এবং প্রতিটি দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো ভ্রমণ করুন। এটি আপনার ভ্রমণের অভিজ্ঞতা বাড়াবে এবং ট্রাভেল হিস্ট্রি আরও মূল্যবান হবে।
আরো কিছু পয়েন্টা জানিয়ে দিচ্ছি যেমন যাতায়াত খরচ, খাবার ও অন্যান্য বিষয়সহ বিস্তারিত তথ্য দেওয়া হলো:
*** যাতায়াত খরচ ও পরিকল্পনা:
১। ফ্লাইট বুকিং:
- সময়মত ফ্লাইট বুকিং করে রাখুন। অগ্রিম টিকিট কাটলে সাধারণত কম খরচ হয়।
- ডিসকাউন্ট এবং প্রমোশনাল অফারগুলির সুবিধা নিন।
- বিভিন্ন এয়ারলাইন্সের তুলনা করে সস্তা ফ্লাইট খুঁজে নিন।
২। লোকাল ট্রান্সপোর্ট:
- গন্তব্যস্থলে পৌঁছে লোকাল ট্রান্সপোর্ট হিসেবে বাস, ট্রেন বা মেট্রো ব্যবহার করুন। এটি সাধারণত সস্তা হয়।
- উবার, গ্র্যাব বা স্থানীয় রাইড শেয়ারিং সার্ভিস গুলির ব্যবহার বিবেচনা করুন।
*** খাবার বিষয়ে কি করা উচিত:
১। স্থানীয় খাবার:
- প্রতিটি দেশের স্থানীয় খাবার ট্রাই করুন। স্থানীয় খাবার সাধারণত সস্তা এবং সুস্বাদু হয়।
- রাস্তার খাবার (স্ট্রিট ফুড) খান, তবে স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন জায়গা থেকে কিনুন।
২। রেস্টুরেন্ট এবং ক্যাফে:
- ট্রিপ অ্যাডভাইজার বা ইয়েল্প-এর মত সাইট থেকে রিভিউ দেখে ভালো এবং সাশ্রয়ী রেস্টুরেন্ট বেছে নিন।
- কিছু রেস্টুরেন্ট কম্বো মেনু অফার করে, যা সাধারণত সস্তা হয়।
৩। স্বাস্থ্যকর খাওয়ার পরিকল্পনা:
- ট্রাভেলের সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার দিকে মনোযোগ দিন। ফলমূল এবং শাকসবজি খাবারের মধ্যে রাখুন।
*** অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়:
১। বাসস্থান:
- হোস্টেল, এয়ারবিএনবি বা বুকিং ডট কম বা বাজেট হোটেল বুক করুন। সাধারণত হোস্টেলগুলো সস্তা হয় এবং অন্যান্য ভ্রমণকারীদের সাথে মিশতে সুবিধা হয়।
- কিছু কিছু দেশে হোমস্টে অপশনও থাকে, যা সাশ্রয়ী এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।
২। বীমা:
- যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ভ্রমণ বীমা করিয়ে নিন। এটি স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার জন্য সহায়ক হতে পারে।
৩। ভ্রমণ সঙ্গী:
- পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণ করলে খরচ ভাগাভাগি করা যায়, যা সাশ্রয়ী হয়।
৪। পরিকল্পনা:
- ভ্রমণের আগে একটি নির্দিষ্ট বাজেট ঠিক করুন এবং সেটার মধ্যে থাকার চেষ্টা করুন।
- প্রতিদিনের খরচ হিসাব রাখুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন। একটি সুন্দর নোটবুক রাখবেন, কলম রাখবেন, তারিখ ও দিন উল্লেখ করে খরচের হিসাব লিখে রাখুন এবং প্রতিদিন মোট হিসাব করে রাখুন।
৫। স্মার্টফোন ও অ্যাপস:
- গুগল ম্যাপস, উবার, বুকিং ডট কম, এয়ারবিএনবি এবং লোকাল ট্রান্সপোর্ট অ্যাপস ইনস্টল করে রাখুন।
- অফলাইন মানচিত্র এবং ট্রান্সলেশন অ্যাপসও কাজে আসতে পারে।
Be the first to know and let us send you an email when BDindi Traverra - বিডিইন্ডি ট্রাভেরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to BDindi Traverra - বিডিইন্ডি ট্রাভেরা:
We are "BDindi Traverra" providing travel related services like any air ticket, hotel booking, tours package, Doctor appointment with proper guideline & visa support.
We actually are providing fully OTA (Online Travel Agency) service for our client where all products are e-ticket or printable product. Any user can book air ticket/hotel booking by our booking portal website at home or office using their smart mobile or laptop, no need phone call.
Already we have 1400+ fixed client, they are obviously happy to take our service and taking again & again. So customer can trust & depends on us easily.
We have started our travel business since April, 2016 but starts OTA (Online Travel Agency) since February, 2019. We are also promoting our Mangrove Forest "Sunderban" that is famous for Royal Bengal Tiger of Bangladesh.
Our Products:
------------------------
√ Domestic Air ticket (BD)
√ International Air ticket
√ India, Thailand, Vutan Tours
√ India any route Train ticket
√ Hotel booking
√ Doctor Appointment
√ Visa Processing