Dream Holiday Park - Narsingdi

Dream Holiday Park - Narsingdi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Holiday Park - Narsingdi, Tourist Information Center, Pachdona, Narsingdi.

Travel helps to increase the scope of human knowledge.
ভ্রমণ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে।

ড্রিম হলিডে পার্কের বিস্তারিত তথ্য জানতে এই পেজের সাথেই যুক্ত থাকুন।

ঈদ মোবারক
31/03/2025

ঈদ মোবারক

30/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

🌈আনন্দময় আবকাশ যাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হলিডে পার্ক। ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পরিবার ও বন্ধুদের নি...
05/03/2025

🌈আনন্দময় আবকাশ যাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হলিডে পার্ক। ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন ড্রিম হলিডে পার্কে। মজাদার সব রাইডে চড়ে আপনার দিনটিকে করে তুলুন আরও আনন্দময় ও প্রাণবন্ত।
🌈কীভাবে আসবেনঃ
🚍বাসে যাবার উপায়: মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে ১০০ থেকে ১২০ টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেটের যেকোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী এইভাবেও ড্রীম হলিডে পার্কে আসা যায়।
🚇ট্রেনে যাবার উপায়: কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যেকোনো লোকাল ট্রেনে করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেলস্টেশন থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে যেতে পারেন।
🌈প্রবেশ টিকেটের মূল্য:
*প্রবেশ মুল্য বড়=৩৫০ টাকা।
*প্রবেশ মুল্য ছোট=২৫০ টাকা।
[৩-৮ বছরের নিচে]
*ওয়াটার পার্ক=৩৫০ টাকা [১২টা থেকে ৪টা]
*ওয়াটার পার্ক লকার ফি=১০০ ও ৩০০ টাকা।
[লকারের জামানত বাবদ জমা=৫০০ টাকা]
*সর্বমোট ৩০ টি রাইড রয়েছে।
*রাইডের মুল্য ৭০-১৩০ টাকা।
*গাড়ি পার্কিং=৫০-১০০ টাকা।
*কোন প্রকার খাবার আনা যাবে না।
*পার্ক সপ্তাহে ৭ দিন ই খোলা।
*সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা।
🌈আমাদের প্যাকেজ সমূহ---
২ জনের প্যাকেজ=২৫০০টাকা
[এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড]
৪ জনের প্যাকেজ=৪৫০০টাকা
[এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড]
🌈বিস্তারিত জানতে কল করুন:
01762-696300, 01762-696302, 01762-696303,
01762-696304, 01762-696305, 01762-696306, 01762-696307.
🌈ইমেইল: [email protected]
🌈লোকেশন: চৈতাব, পাচঁদোনা, নরসিংদী।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে।
🌈 প্রবেশ মুল্য ও রাইড সমূহের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত।

12/02/2025

ডিম হলিডে পার্কের পাশে অর্থাৎ পাচদোনা আজকে প্রচুর ভিড় , তীব্র যানজট।

Dream Holiday Park - Narsingdi
06/02/2025

Dream Holiday Park - Narsingdi

09/01/2025

বিনা খরচে বিয়ের সুযোগ সঙ্গে ফ্রি হানিমুন প্যাকেজও:

এটি এমন একটি উদ্যোগ যেখানে বিয়ের সম্পূর্ণ খরচ বহন করবে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় থাকছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. প্রতিটা বর-কনের ১০০ জন অতিথির জন্য বিশেষ খাবারের আয়োজন।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সিলিং সেবা।
৭.কক্সবাজার ফ্রি হানিমুন প্যাকেজ!!
শুভ বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিষ্ট্রেশনের শেষ তারিখ: ১০ই জানুয়ারী ২০২৫

যে শর্তগুলো মানতে হবে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করে দিতে হবে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অভিনব এই আয়োজন। তবে চট্টগ্রামের বাইরের পাত্র-পাত্রীদের আসা-যাওয়ার জন্য থাকবে ফ্রি এসি বাসের টিকিটও। এই সুযোগ হাত ছাড়া করতে না চাইলে বর-কনে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১০ জানুয়ারির (শুক্রবার) মধ্যেই।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ে আপনার, খরচ আমাদের, ইনশাআল্লাহ। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বাইরে থেকে আসন্ন ‘প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভ বিবাহ" প্রোগ্রামে রেজিস্ট্রেশনের আগ্রহ দেখানো হবু বর-কনের জন্য বিশেষ সুযোগ: "চট্টগ্রাম শহরে আসা-যাওয়ার জন্য পূর্বের মতো এবারো থাকছে ফ্রি এসি বাসের টিকেট!’ দেনমোহরের বিশাল অঙ্ক ও যৌতুকের প্রথা সমাজে বহু পরিবারের জন্য বোঝা। ফাউন্ডেশন বিশ্বাস করে, সুন্নাহ অনুযায়ী সহজ বিয়ে অনেক বেশি সুখময় এবং সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে। এখন দায়িত্ব আপনার। কু-প্রথার বিরুদ্ধে শুধু কথা নয়, বাস্তব জীবনে তা প্রয়োগ করে ইতিহাস গড়ুন।

আগ্রহী বর-কনেকে এই ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে।
প্রয়োজনে যোগাযোগ করা যাবে: 01841040549 নম্বরেও।

29/12/2024

ড্রিম হলিডে পার্ক - নরসিংদী

Dream Holiday Park - Narsingdi

Address

Pachdona
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Dream Holiday Park - Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share