05/03/2025
🌈আনন্দময় আবকাশ যাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হলিডে পার্ক। ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন ড্রিম হলিডে পার্কে। মজাদার সব রাইডে চড়ে আপনার দিনটিকে করে তুলুন আরও আনন্দময় ও প্রাণবন্ত।
🌈কীভাবে আসবেনঃ
🚍বাসে যাবার উপায়: মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে ১০০ থেকে ১২০ টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেটের যেকোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী এইভাবেও ড্রীম হলিডে পার্কে আসা যায়।
🚇ট্রেনে যাবার উপায়: কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যেকোনো লোকাল ট্রেনে করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেলস্টেশন থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে যেতে পারেন।
🌈প্রবেশ টিকেটের মূল্য:
*প্রবেশ মুল্য বড়=৩৫০ টাকা।
*প্রবেশ মুল্য ছোট=২৫০ টাকা।
[৩-৮ বছরের নিচে]
*ওয়াটার পার্ক=৩৫০ টাকা [১২টা থেকে ৪টা]
*ওয়াটার পার্ক লকার ফি=১০০ ও ৩০০ টাকা।
[লকারের জামানত বাবদ জমা=৫০০ টাকা]
*সর্বমোট ৩০ টি রাইড রয়েছে।
*রাইডের মুল্য ৭০-১৩০ টাকা।
*গাড়ি পার্কিং=৫০-১০০ টাকা।
*কোন প্রকার খাবার আনা যাবে না।
*পার্ক সপ্তাহে ৭ দিন ই খোলা।
*সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা।
🌈আমাদের প্যাকেজ সমূহ---
২ জনের প্যাকেজ=২৫০০টাকা
[এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড]
৪ জনের প্যাকেজ=৪৫০০টাকা
[এন্ট্রি+ওয়াটার পার্ক সহ ২০টি রাইড]
🌈বিস্তারিত জানতে কল করুন:
01762-696300, 01762-696302, 01762-696303,
01762-696304, 01762-696305, 01762-696306, 01762-696307.
🌈ইমেইল: [email protected]
🌈লোকেশন: চৈতাব, পাচঁদোনা, নরসিংদী।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে।
🌈 প্রবেশ মুল্য ও রাইড সমূহের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত।