Alija Travels and Tours

Alija Travels and Tours Travel agent

আলহামদুলিল্লাহ  করিমপুর গ্রামের কৃতি সন্তান ছোট ভাই রবিন সরদার  Australia student visa পেয়েছে। সে Torrens University তে ...
13/06/2025

আলহামদুলিল্লাহ

করিমপুর গ্রামের কৃতি সন্তান ছোট ভাই রবিন সরদার Australia student visa পেয়েছে। সে Torrens University তে Information systems এ স্নাতক ডিগ্রি অজর্নের লক্ষ্যে আগামী ২ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্য যাত্রা করবে।
আমরা তার সাফল্য গর্বিত অংশীদার হিসেবে ঢাকা টু সিডনি এয়ার টিকেট ইস্যু করেছি। Alija Travels এর পক্ষ থেকে রবিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


যে কোনো দেশের এয়ার টিকেট কাটার জন্য Alija Travels and Tours সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ সবোচ্চ ছাড়ে পৃথিবীর যেকোনো দেশের এয়ার টিকেট ইস্যু করা হয়।

করিমপুর বাঁশ বাজার সংলগ্ন। করিমপুর নরসিংদী
01791970848(Ashik Hossain Munna)
01646745416 ( Nayeem Mollah)

বিশেষ ছাড়ে এয়ার টিকেট করতে Alija Travels and Tours এ যোগাযোগ করুন।
28/04/2025

বিশেষ ছাড়ে এয়ার টিকেট করতে Alija Travels and Tours এ যোগাযোগ করুন।

🇮🇳মাত্র ৮৫০০ টাকায়  কলকাতা - দ্যা সিটি অফ জয় 🇮🇳⏱️ ১১ জুলাই থেকে ১৫ জুলাই (৪ রাত ৩ দিন)⏱️ ১৬ জুলাই থেকে ২০ জুলাই (৪ রাত ৩...
08/07/2024

🇮🇳মাত্র ৮৫০০ টাকায় কলকাতা - দ্যা সিটি অফ জয় 🇮🇳

⏱️ ১১ জুলাই থেকে ১৫ জুলাই (৪ রাত ৩ দিন)
⏱️ ১৬ জুলাই থেকে ২০ জুলাই (৪ রাত ৩ দিন)

🚖যেসব দর্শনীয় স্থানে ঘুরে বেড়াব🚖

🏛️ভিক্টোরিয়া মেমোরিয়াল: ভারতের অন্যতম প্রতীকী স্থাপনা এবং রাজকীয় ঐতিহ্যের নিদর্শন।

🏟️ইডেন গার্ডেন: ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম যা ক্রিকেটপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় স্থান।

🗽 সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ: গথিক স্থাপত্যের অসাধারণ নিদর্শন।

🏤 ইন্ডিয়ান কফি হাউজ: সাহিত্যিক, শিল্পী ও লেখকদের মিলনস্থল।

🏫 ইন্ডিয়ান মিউজিয়াম: ভারতের প্রাচীনতম জাদুঘর, যেখানে আছে অমূল্য ঐতিহ্যের সংগ্রহ।

🏬 হাওড়া ষ্টেশন: ভারতের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন।

🌅রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়: শিক্ষার কেন্দ্র ও আধ্যাত্মিকতার স্থান।

🏞️ পিন্সেপ ঘাট: ঐতিহাসিক ঘাট, যেখানে গঙ্গার তীরে সূর্যাস্ত দেখার অপরূপ সুযোগ।

🌐 সাইন্স সিটি: বিজ্ঞান ও প্রযুক্তির মিউজিয়াম।

🛳️গঙ্গা নদীতে লঞ্চ ভ্রমণ: নদীর তীরে শহরের সৌন্দর্য উপভোগ।

🏗️ হাওড়া ব্রিজ: কলকাতার প্রতীকী সেতু, যা গঙ্গার উপর অবস্থিত।

☎ যোগাযোগ
📳 01791970848 (Whatsapp)

ইভেন্ট ফি
- জনপ্রতি ৮৫০০ টাকা (এক রুমে ৩ জন)
- কাপল ৯৫০০ টাকা (এক রুমে ২ জন )

# # # ট্যুর প্ল্যান

# # # # ১ম রাত
রাত ১১টার এসি বাসে করে আমাদের যাত্রা শুরু হবে বেনাপোলের উদ্দেশ্যে।

# # # # ১ম দিন
- ভোর ৫:৩০ এ আমরা বেনাপোল স্থলবন্দরে পৌঁছে দ্রুত লাইনে দাঁড়াবো।
- বর্ডার পার হয়ে ভারত চলে যাবো। তারপর ওপার থেকে ট্রেনে করে চলে যাবো কলকাতা।
- এক ফাঁকে টাকা থেকে রুপি পরিবর্তন করে নেবো। বনগাঁতেই সাধারণত সবচেয়ে বেশি রেট পাওয়া যায়।
- কলকাতা পৌঁছে হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নেবো।
- লাঞ্চের পর রুমে গিয়ে একটু ক্লান্তি দূর করে বিকেলে বের হবো কলকাতার অলিগলি ঘুরে দেখতে।
- প্রথমে লোকাল বাস ধরে চলে যাবো কলেজ স্ট্রিট, সেখান থেকে মান্না দে-এর সেই বিখ্যাত কফি হাউজে।
- সুন্দর একটি বিকেল কাটিয়ে চলে যাবো গঙ্গা ঘাটে, হুগলি নদীর তীরে বসে আড্ডা দিয়ে পার করব বেশ কিছু সময়।
- সেখান থেকে ফিরে এসে সোডিয়াম লাইটে নিউ মার্কেট এলাকা ঘুরে দেখবো।
- এরপর মির্জা গালিব স্ট্রিটে ফিরে রাতে খেয়ে নিজ নিজ রুমে চলে যাবো।

# # # # ২য় দিন
- ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে চলে যাবো ইন্ডিয়ান মিউজিয়ামে।
- সেখান থেকে বেরিয়ে যাত্রা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পথে।
- পাশেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ ঘুরে ৫-৭ মিনিট হেঁটে মেট্রো স্টেশন যাবো।
- সেখান থেকে বের হয়ে বাসে চড়ে হাওড়া স্টেশন যাবো।
- বিখ্যাত হাওড়া ব্রিজ পায়ে হেঁটে পার হয়ে বাসে চেপে ফিরে আসবো।
- সন্ধ্যায় কলকাতার নিউ মার্কেট এলাকায় ঘুরাঘুরি এবং শপিং করতে পারবো।

# # # # ৩য় দিন
- সকাল বেলা নাস্তা করে সবাই প্রয়োজনীয় শপিং সেরে নেবো।
- তারপর ১১টার দিকে বেনাপোলের উদ্দেশ্যে বাসে উঠবো।
- বিকাল নাগাদ চলে আসবো বেনাপোল বাস কাউন্টারে।
- বর্ডার পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
- রাত ১২টার মধ্যে ঢাকা চলে আসবো।

**★ প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ**
- ✅ ঢাকা থেকে বেনাপোল যাওয়া-আসার এসি বাস
- ✅ বেনাপোল থেকে কলকাতা যাওয়া-আসার ট্রেন
- ✅ কলকাতায় ২ রাত থাকার খরচ
- ✅ ইন্টার্নাল সকল ট্রান্সপোর্ট খরচ
- ✅ মানসম্মত ৮ বেলা খাবারের খরচ
- ✅ অভিজ্ঞ হোস্ট

**★ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ**
- ⛔ ট্রাভেল ট্যাক্স ১০০০ টাকা
- ⛔ বর্ডার টিপস
- ⛔ কোনো প্রকার রাইড বা এন্ট্রি ফি

🔰 **বুকিং প্রক্রিয়া:**
- কমপক্ষে ২০০০ টাকা দিয়ে সিট বুক করতে হবে (বিকাশ, রকেট কিংবা নগদে দিলে ২০৪০ টাকা দিতে হবে)।
- বুকিং মানি অফেরতযোগ্য।

**বুকিং করতেঃ**
- 📲 (Bkash/Nagad/Rocket) ব্যক্তিগত নম্বর: 01791970848

🔰 এছাড়াও রয়েছে আমাদের অন্যান্য প্যাকেজ সমুহ

♦️মাত্র ১২০০০ টাকায় প্রাচ্যের স্কটল্যান্ড মেঘালয়ের শিলং-চেরাপুঞ্জি ভ্রমণ (৪রাত ৩দিন)
⏰ ১১ জুলাই থেকে ১৫ জুলাই ( ৪রাত ৩দিন)
⏰ ১৬ জুলাই থেকে ২০ জুলাই ( ৪রাত ৩দিন)
⏰ ১৮ জুলাই থেকে ২২ জুলাই ( ৪রাত ৩দিন)

♦️মাত্র১৪,৫০০টাকায় দার্জিলিং_কালিম্পং_মিরিকভ্রমণ
⏰১১ জুলাই থেকে ১৬ জুলাই (৫ রাত ৪ দিন)
⏰১৬ জুলাই থেকে ২১ জুলাই (৫ রাত ৪ দিন)
⏰১৮ জুলাই থেকে ২৩ জুলাই (৫ রাত ৪ দিন)

আমাদের প্রায় সকলকেই টিকেটের ডেইট পরিবর্তন করতে গেলে কম বেশি ঝামেলায় পড়তে হয়। কিন্তু আমারা রি-ইস্যু করে থাকি এয়ারলাইনসের ...
11/06/2024

আমাদের প্রায় সকলকেই টিকেটের ডেইট পরিবর্তন করতে গেলে কম বেশি ঝামেলায় পড়তে হয়। কিন্তু আমারা রি-ইস্যু করে থাকি এয়ারলাইনসের নির্ধারিত ফি তেই। যে কোন এয়ারলাইনস এর টিকেট রিইস্যু করতে এবং নতুন টিকেট করতে আমাদের সাথে যোগাযোগ করেন।

To whom it may concern.
19/03/2024

To whom it may concern.

আহলান সাহলান : মাহে রমাদানপবিত্র কোরআনে আল্লাহ বলেন :‘হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে ত...
12/03/2024

আহলান সাহলান : মাহে রমাদান
পবিত্র কোরআনে আল্লাহ বলেন :
‘হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর—যাতে তোমরা মুত্তাকি হতে পার।” ( সূরা বাকারা, আয়াত ১৮৩)

আলহামদুলিল্লাহ  করিমপুর গ্রামের কৃতি সন্তান ছোট ভাই Sadekur Rahman Australia student visa পেয়েছে।  আমরা তার সাফল্য গর্বি...
03/03/2024

আলহামদুলিল্লাহ
করিমপুর গ্রামের কৃতি সন্তান ছোট ভাই Sadekur Rahman Australia student visa পেয়েছে। আমরা তার সাফল্য গর্বিত ও পুলকিত। আমাদের ট্রাভেলস এর পক্ষ থেকে ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ছোটভাইয়ের সফলতায় Alija Travels and Tours গর্বিত অংশীদার হতে পেরে আন্দিত। Alija Travels এর মাধ্যমে তার জন্য Dhaka to Melbourne টিকিট ইস্যু করা হয়েছে। ছোট ভাইয়ের উচ্চশিক্ষা ও সামনের দিনগুলো আরো বেশি সাফল্যমন্ডিত হোক এবং দেশ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করুক এই আশাবাদ কামনা করছি।

আপনাদের কারো কোনো দেশের এয়ার টিকেট লাগলে আমাদের নিঃসংকোচে জানাবেন। ইনশাআল্লাহ সবোচ্চ ছাড়ে পৃথিবীর যেকোনো দেশের এয়ার টিকেট ইস্যু করা হবে।।

করিমপুর বাঁশ বাজার সংলগ্ন। করিমপুর নরসিংদী
01791970848(Ashik munna)
01646745416 ( Nayeem Mollah)

US-Bangla AIRLINES খুব শীর্ষই ঢাকা টু জেদ্দা রুটে ফ্লাইট চালু করতে চাচ্ছে। আপনাদের কারো কোনো দেশের এয়ার টিকেট লাগলে আমাদ...
20/02/2024

US-Bangla AIRLINES খুব শীর্ষই ঢাকা টু জেদ্দা রুটে ফ্লাইট চালু করতে চাচ্ছে।

আপনাদের কারো কোনো দেশের এয়ার টিকেট লাগলে আমাদের নিঃসংকোচে জানাবেন। ইনশাআল্লাহ সবোচ্চ ছাড়ে পৃথিবীর যেকোনো দেশের এয়ার টিকেট ইস্যু করা হবে।

করিমপুর বাঁশ বাজার সংলগ্ন। করিমপুর নরসিংদী
01791970848(Ashik munna)
01646745416 ( Nayeem Mollah)

আলহামদুলিল্লাহ প্রথম বারের মতো  Dhaka to America এর  ২ টি টিকেট ইস্যু করা হয়েছে আমাদের  @ Alija travels and tours থেকে। ...
14/01/2024

আলহামদুলিল্লাহ
প্রথম বারের মতো Dhaka to America এর ২ টি টিকেট ইস্যু করা হয়েছে আমাদের @ Alija travels and tours থেকে।

আপনাদের কারো কোনো দেশের এয়ার টিকেট লাগলে আমাদের নিঃসংকোচে জানাবেন। ইনশাআল্লাহ সবোচ্চ ছাড়ে পৃথিবীর যেকোনো দেশের এয়ার টিকেট ইস্যু করা হবে।

করিমপুর বাঁশ বাজার সংলগ্ন। করিমপুর নরসিংদী
01791970848(Ashik munna)
01646745416 ( Nayeem Mollah)

12/01/2024

বিদেশে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ!!
UAE(DUBAI) থেকে FRANCE ডুয়েল-ডিগ্রি প্রোগ্রাম।
travels and tours আপনাদের দিচ্ছে ১০০% ভিসার নিশ্চয়তা এবং ৫০% স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ!
S.S.C/H.S.C/BACHELORS/MASTERS/DOUBLE-MASTERS এ এপ্লাই করার সুযোগ।
থাকছে S.S.C এর পরে তিন বছরের ফাউন্ডেশন + ব্যাচেলর ডিগ্রী কোর্সে যাওয়ার সুবর্ণ সুযোগ।
এছাড়াও H.S.C এর পর BACHELORS এবং BACHELORS এর পর MASTERS/DOUBLE MASTERS এ আবেদনের সুযোগ তো থাকছেই।
আরও থাকছে, ডুয়েল-ডিগ্রি প্রোগ্রাম এর মাধ্যমে UAE(Dubai) থেকে ক্রেডিট ট্রান্সফার করে ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটি তে পড়ার সুযোগ।
যেমন- France, UK, Canada, Australia, USA, Spain or Germany সহ আরও অন্যান্য দেশ।

এপ্লাই করুন February/March ইন্টেক এর জন্য

We Are The Authorized Associate Partner Of The University in Bangladesh.
1. IELTS এর প্রয়োজন নেই।
2. ব্যাংক ফান্ড এর প্রয়োজন নেই।
3. এমব্যাসি ইন্টারভিউ ফেইস করতে হবে না।
4. স্টাডি গ্যাপ গ্রহনযোগ্য।
5. ভিসা এপ্রুভালের পর ১ বছরের টিউশন ফি দিতে হবে।
6. স্টুডেন্ট রেসিডেন্স ভিসা
7. ১০০% ভিসা গ্যারান্টি
8. ৩৬ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করার সুযোগ

আমরা আছি আপনার পাশেই। স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসুন এক ধাপ travels and tours এর সাথে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে অথবা চলে আসুন আমাদের ঠিকানায়।
Address:-Narsingdi sadar karimpur bazar
Mobile:01646745416( Nayeem Mollah)
Mobile :+8801791970848(Ashik Hossain)
Mobile:+971563098479 ( Tanzil al Imran) Dubai

আলহামদুলিল্লাহ  করিমপুর গ্রামের কৃতি সন্তান MOAZZEM HOSSAIN ভাই  UK student visa পেয়েছে।  আমরা তার সাফল্যে গর্বিত ও পুলক...
19/12/2023

আলহামদুলিল্লাহ
করিমপুর গ্রামের কৃতি সন্তান MOAZZEM HOSSAIN ভাই UK student visa পেয়েছে। আমরা তার সাফল্যে গর্বিত ও পুলকিত। আমাদের ট্রাভেলস এর পক্ষ থেকে ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ভাইয়ের সফলতায় Alija Travels and Tours গর্বিত অংশীদার হতে পেরে আন্দিত। Alija Travels এর মাধ্যমে ভাইয়ের Dhaka to London টিকিট ইস্যু করা হয়েছে। ভাইয়ের উচ্চশিক্ষা ও সামনের দিনগুলো আরো বেশি সাফল্যমন্ডিত হোক এবং দেশ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করুক এই আশাবাদ কামনা করছি।

আপনাদের কারো কোনো দেশের এয়ার টিকেট লাগলে আমাদের নিঃসংকোচে জানাবেন। ইনশাআল্লাহ সবোচ্চ ছাড়ে পৃথিবীর যেকোনো দেশের এয়ার টিকেট ইস্যু করা হবে।।

করিমপুর বাঁশ বাজার সংলগ্ন। করিমপুর নরসিংদী
01791970848(Ashik munna)
01646745416 ( Nayeem Mollah)

𝗨𝗻𝗹𝗼𝗰𝗸 𝗬𝗼𝘂𝗿 𝗖𝗮𝗿𝗲𝗲𝗿 𝗣𝗼𝘁𝗲𝗻𝘁𝗶𝗮𝗹 𝘄𝗶𝘁𝗵 𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗚𝗿𝗼𝘂𝗽! 𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴 | 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 (𝗣𝗮𝗶𝗱)Are you ready to soar to new h...
13/12/2023

𝗨𝗻𝗹𝗼𝗰𝗸 𝗬𝗼𝘂𝗿 𝗖𝗮𝗿𝗲𝗲𝗿 𝗣𝗼𝘁𝗲𝗻𝘁𝗶𝗮𝗹 𝘄𝗶𝘁𝗵 𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗚𝗿𝗼𝘂𝗽!
𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗶𝘀 𝗛𝗶𝗿𝗶𝗻𝗴 | 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 (𝗣𝗮𝗶𝗱)

Are you ready to soar to new heights in your career journey? Look no further! US-Bangla is thrilled to announce an exciting internship opportunity for passionate and talented individuals like you for its sister concerns (US-Bangla Airlines, OTA, Fashion & Life Style, e-commerce, Tech-firm.)

𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝘀𝗵𝗶𝗽 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺 𝗢𝘃𝗲𝗿𝘃𝗶𝗲𝘄:
• Duration: 3/4 Months
• Position: Intern
• Full-Time

𝗗𝗲𝗽𝗮𝗿𝘁𝗺𝗲𝗻𝘁𝘀:
• Engineering
• Human Resources Management
• Marketing & Sales
• Accounts & Finance
• Customer Services
• Supply Chain Management
• Revenue Accounts
• Revenue Management
• Information Technology
• Holidays

𝗣𝗲𝗿𝗸𝘀 & 𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝘁𝘀
• Practical experience in a fast-paced and dynamic work environment.
• Opportunity to get a permanent position based on performance after successful completion of the internship program
• Monthly 𝟭𝟬,𝟬𝟬𝟬 𝗕𝗗𝗧 stipend
• Fully subsidize lunch facilities
• A completion Certificate

𝗥𝗲𝗾𝘂𝗶𝗿𝗲𝗺𝗲𝗻𝘁𝘀:
• Education: Bachelors from any background (BBA, B.Sc etc.)
• Cumulative GPA of 𝗦𝗦𝗖 & 𝗛𝗦𝗖 𝘀𝗵𝗼𝘂𝗹𝗱 𝗯𝗲 𝟵 𝗼𝘂𝘁 𝟭𝟬 𝗺𝗶𝗻𝗶𝗺𝘂𝗺, 𝗢 𝗹𝗲𝘃𝗲𝗹: 𝗔 𝗴𝗿𝗮𝗱𝗲
in minimum 05 subjects, 𝗔 𝗹𝗲𝘃𝗲𝗹: 𝗕 𝗴𝗿𝗮𝗱𝗲 in 01 subject & C grade in 01 subject, 𝗕𝗮𝗰𝗵𝗲𝗹𝗼𝗿’𝘀 𝗖𝗚𝗣𝗔 𝘀𝗵𝗼𝘂𝗹𝗱 𝟮.𝟴 and above out of 4.00
• All academic courses should be completed
• Strong communication skills and passion for learning
• Eagerness to learn and contribute to a high-performance team
• Should be innovative & creative.

𝗗𝗲𝗮𝗱𝗹𝗶𝗻𝗲: 31st December 2023

𝗛𝗼𝘄 𝘁𝗼 𝗔𝗽𝗽𝗹𝘆:
Ready to take off with US-Bangla Group? Send your resume to

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSffulol9MeXKcFTjMu-o0S47aXcyOGNW5cjn6Qau5gqk_23Sg/viewform?usp=sf_link

𝗘𝗺𝗯𝗮𝗿𝗸 𝗼𝗻 𝗮 𝘁𝗵𝗿𝗶𝗹𝗹𝗶𝗻𝗴 𝗷𝗼𝘂𝗿𝗻𝗲𝘆 𝘄𝗶𝘁𝗵 𝗨𝗦-𝗕𝗮𝗻𝗴𝗹𝗮 𝗚𝗿𝗼𝘂𝗽

Address

Narsingdi

Telephone

+8801791970848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alija Travels and Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alija Travels and Tours:

Share

Category