24/02/2025
জানি না আমি কিভাবে এই চো-U জনতাকে বোঝাবো যে A এবং B ওরা দুটোই একই মুদ্রার দুই পিট। দেশে আগে জাতীয় নির্বাচন চাই, আগে এমপি নির্বাচন চাই, আগে 'ঘনতন্ত্র' চাই ইত্যাদি দাবি নিয়ে দিল্লিতে বসে থাকা দিদি ও তার গং তাদের উত্তরসূরি B টিমকে আ*র্থিক সাহায্য দিয়ে সারা দেশে নানা প্রক্রিয়ায় রা*হাজা*নি ও তোলাবাজি শুরু করেছে। B.A.L এর লু**ট করা সকল টাকা তারা এখন এই অ*স্থিরতা সৃষ্টির কাজে বিনিয়োগ করছে। তাদেরই B টিম এই অস্থিরতা লাগিয়ে প্রমান করতে চায় যে গণতান্ত্রিক একটি সরকার নির্বাচিত হলেই আগামী এমপিরা সকলে দেশকে একত্রে 'ঠান্ডা' করবে। আপনারা জানেন যে স্থানীয় নির্বাচনের আগে একজন এমপি আগে নির্বাচিত হলে সেই এমপি পরে নিজেই তার স্ত্রীকে উপজেলা চেয়ারম্যান, ছেলেকে মেয়র, মেয়ে জামাইকে ইউনিয়ন চেয়ারম্যান এবং পছন্দের সুন্দরী মেয়েগুলোকে ইউনিয়ন পরিষদের 'ময়লা মেম্বর' বানিয়ে তার ভবিষ্যৎ সেটআপ করে নেবে। এভাবে চললে আমার জন্মদেশ কখনোই উন্নয়ন বা সঠিক গণতন্ত্রের দিকে এগুতে পারবে না। সৎ ও সাধারণ লোকেরা কখনো রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। আলো দেখবে না পরবর্তী প্রজন্ম। দোহাই আল্লাহর আপনারা দয়াকরে আপনাদের নিজের মাথার 'মাল' খাটিয়ে একটু ভাবুন। আপনি কি মনে করেন স্থানীয় নির্বাচন কখনো কোনো কালে 'এমপি প্রভাব মুক্ত' ছিল? আপনি কি মনে করেন না বর্তমানের চলমান অ*শান্তি ও অ*রা*জকতা B.A.L এর কৃত্তিম সৃষ্টি, তারা যে কোন মূল্যে পুনরায় দি*ল্লি থেকে দেশে ফিরতে চাইছে। প্লিজ, প্লিজ একটু ভাবুনঃ B.A.L এর B টিম ক্ষমতায় আসা মানেই তাড়িয়ে দেয়া A টিম আগামীতে পুনরায় ক্ষমতায় বা রাজনীতির মাঠে ফিরে আসা নিশ্চিত। প্লিজ ভাবুন, এক কাপ চায়ের বিনিময়ে আর গ*ণত*ন্ত্র বি*ক্রি করার যুগ এখন নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেই দায়বদ্ধতা থেকেই আমার এতো কথা বলা। পরিশেষে, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যা*র্থ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দ্রুত একটি রদবদল আশা করছি। প্রথমেই সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বদল করা প্রয়োজন মনে করি।
কপিঃ বনি আমিন (আমিও একই কথাগুলো লিখতে চাইছিলাম, অলসতার কারনে কপি করলাম)