Important Topic- গুরুত্বপূর্ণ বিষয়

Important Topic- গুরুত্বপূর্ণ বিষয় Culture Review, Educations info, Traveling & Many Others Info

27/03/2025

আওয়ামী ভক্ত প্রতিটা সাপোর্টার দেশোদ্রোহী, হারাম সন্তান। কারণ, ওরা প্রকাশ্য খুনিকে সাপোর্ট দিচ্ছে কোন বুঝ ছাড়া। আর দেশটাকে তো দিল্লীর কাছে বিক্রিই করে দিয়েছিলেন।

24/03/2025

১/ আওয়ামীলিগ ও হিন্দুদের মধ্যে কোন পার্থক্য নেই।
২/ জয় বাংলা ও জয় হিন্দ এর মধ্যে কোন পার্থক্য নেই।
৩/ 'র' এর সবচেয়ে কার্য্যকরি ব্রাঞ্চ হলো আওয়ামীলিগ।
৪/ হাসিনার সকল ধরনের অমানবিক ও পাশবিক প্রশিক্ষন দিল্লী থেকে করা
৫/ মোদি এবং হাসিনা একই এজেন্ডা বাস্তবায়নের লক্ষে ওয়ার্ল্ড এজেন্সির সাথে কাজ করতো। উভয়ই কট্টরপন্থি হিন্দুত্ববাদি।
৬/ মোদি ও হাসিনা ২ জনেরই লক্ষ মুসলিম মুক্ত ভারতবর্ষ গড়ে তোলা।৭/ পিছনে ফিরে দেখুন, ২ জনই মুসলিম সংস্কৃতি ও ধর্ম পালনে বাধা দেয়া, ও নির্দয়ভাবে মুসলিম হত্যা করেছে।

এরকম আরো বহু ভারতীয় স্বার্থ রক্ষা করা এজেন্ডা নিয়ে কাজ করেছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মহিলা ও আওয়ামী সভাপতি তাদের পিতার রাক্ষসী কন্যা শেখ হাসিনা।
আপনারাই বলুন, যে মানুষের মনে কিঞ্চিত পরিমাণ মুসলমানদের প্রতি দরদ আছে ও দেশকে ভালবাসেন, তারা কি পারবেন ধর্ম ও দেশের উর্ধে গীয়ে BAL কে সাপোর্ট করতে?

18/03/2025

ভারতে হিন্দুদের আক্রমনে হাজার হাজার নিরীহ মুসলমান নিহত।

04/03/2025

আরো একটি আন্দোলন দানা বাধছে।
এবার তারা আসবে বাংলাদেশ চেতনাবাদি বিড়িলিগ এর ব্যানারে।

03/03/2025

অসভ্য ভারত রাষ্ট্র , যেখানে প্রতিনিয়ত নারীদের ভোগ্য পণ্যের মত ব্যাবহার করে অথবা অত্যাচার করে হত্যা করা হচ্ছে। যা তাদের অসভ্যতা ও হিংস্রতার প্রকাশ পায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রপাকান্ডালীগ অনেক ছবি ভারত থেকে সংগ্রহ করেছে। যেখানে নারীদের ধর্ষণ ও খুন করার পরবর্তী সময়ে তোলা। অথবা ভারতে কোন চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেশের বোকা মানুষকে তাই বিশ্বাস করাচ্ছে। আর জনগনের কাছে সহ বাহিরের দেশে বদনাম ছড়াচ্ছে। এমতাবস্থা যাচাইবাছাই ছাড়া কেউ কোন মিথ্যা তথ্য শেয়ার করবেন না।

03/03/2025

জয় হিন্দ,
জয় শ্রীরাম,
ভারত মাতাকি জয়,
জয় বাংলা,
আলাদা কিছু দেখেন??????

পাবনার সাথিয়ার প্রত্যান্ত গ্রাম ছেচানিয়ায় রাস্তায় গাছ ফেলে  ডাকাতি।।।। আমিও সাথিয়ার মানুষ। তাই ছেচানিয়ার রাস্তায় রাতে...
02/03/2025

পাবনার সাথিয়ার প্রত্যান্ত গ্রাম ছেচানিয়ায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি।।।।

আমিও সাথিয়ার মানুষ। তাই ছেচানিয়ার রাস্তায় রাতের ১:৩০ মিনিটে ৪০ টি গাড়ি চলাচল করে কি করেনা এটা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সাথিয়াবাসি জানি। ডাকাতি হয়েছে যেটা বাস্তব। তবে ৪০ টি গাড়ি ছেচানিয়া ব্রিজ অতিক্রম করতে ৭-১০ টি রাত অতিবাহিত হতে হবে। সুতরাং প্রেস উইং যা বলেছে আমিও একই কথা পরেরদিন সকালেই বলেছিলাম।
এখন এটা বর্তমানে কেও মানবে না,
কারণ দেশের পিতা/অভিবাবক সর্ব অবস্থায় ২ জন,
এক: আওয়ামী,
দুই: বিএনপি।
এখন আওয়ামীরা চায় ইউনূসের পতন, তার পতন হলে নিস্তেজ বিএনপি আসবে ক্ষমতায়। আর বিএনপিকে ভারতের সহযোগিতা নিয়ে অল্পদিনে পতন ঘটিয়ে আবার সৈরতন্ত্র শুরু করাযাবে।

এবং বিএনপি চায় তারাও ইউনূস সরকারকে চাপে রেখে দ্রুত নির্বাচন আদায় করে নিতে।
এখন এই ২ দলের একই চাওয়ায় জনগণের না বুঝে আগুনে ঘি ঢালা সভাব তো আছেই।
এখন বাকিটা বুঝে নেন।
যাইহোক, আসলে এই দেশের মানুষ বড়ই বধির। এরা হারে হারে টের পেত যদি ড. মোহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব না নিয়ে অন্য যেকোনো ব্যাক্তি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিত। দেশের মানুষ ভিক্ষা করেও পেটের ভাত জোগাড় করতে হিমসিম খেত,শুধুমাত্র ইউনূস সাহেবের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারনে আজ বিশ্ব সমর্থন পাচ্ছেন। অন্যথায় আপনাদের স্বাধিনতা ২.০ এর স্বাদ অনেক আগেই মুদি নিয়ে চেটে খেত। আর মুদির সকল অপচেষ্টা ব্যার্থ্য হয়েছে শুধুমাত্র ইউনূস এর দুরদর্শী পররাষ্ট্র জ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে। মোদির সকল অপচেষ্টা যখন আন্তর্জাতিকভাবে ব্যর্থ, ঠিক তখনই ভারতের গৃপালিত দল আওয়ামীলিগ ভারতের পোষা দল বিএনপি এবং ওদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে সাধারণ মানুষকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর সরকারের উপর ক্ষেপিয়ে তুলে সরকারকে চাপে রাখতে কূটচাল বিদ্যামান রেখেছে।আর এটাই বোঝার জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা নিজেরা সচেতন না হয়ে দেশকে পূনরায় অনিশ্চিত ভবিস্যতের দিকে ঠেলে দিচ্ছি।
তাই এই জাতির প্রতি অনুরোধ, একটা সুস্থ সুন্দর দেশ গঠন করতে সর্বপ্রথম প্রয়োজন ভারতীয় আধিপত্ত রোধ। আর এটা করার একমাত্র ক্ষমতা আছে প্রফেসর ইউনূসের।
১/ তাই (ইউনূসকে) উনাকে সময় দিন।
২/ সবাই সম্মিলিত থাকুন।
২/ দ্রুত নির্বাচন চাইবেন না।
৩/ আগে স্থানিয় সরকার নির্বাচন চাইবেন।
৪/ ওপ্রাধ সংঘঠিত হতে দেখলে সবাই এক হোন ও প্রতিকার করুন।
৫/ মহল্লায় মহল্লায় অপরাধ নির্মুল কমিটি গঠন করুন।
৬/ সম্ভাব্য রিস্কি নিয়ে চলাচল করবেন না।
৭/ সরকার বিরোধী তৎপরতা দেখলে প্রতিহত করুন
৮/ চাদাবাজি সহ যেকোন ধরনের জুলুম দেখলেই সমন্বয়কদের ও সরকারকে দোষারোপ না করে তা প্রতিহত করুন।
মনেরাখবেন দেশটা সরকারের না, দেশটা আমার আপনার সবার।দায়িত্বটাও আমাদের সবার।
তাই আসুন সবাই মিলে ভারতীয় আধিপত্য রুখে দেই।

26/02/2025

হয় ফেসবুক থেকে মুক্তি চাই,
নাহয় এই ছোট জাতি (বাঙ্গালি) থেকে মুক্তি চাই।
এরা ভাল খাওয়া জাতি নয়, এরা চাটা জাতি।
ব্রিটিশদের দিয়ে এরা চাটা শুরু করেছিল এখনও তারা চাটাতেই আরামবোধ করে।। আর এটাও চায় যে, সারাজিবন চেটেই যাবে।
তাই এদের হাত থেকে মুক্তি চাই।

26/02/2025

এ দেশের উন্নতি সেদিন থেকেই শুরু হবে,
যেদিন থেকে দেশের প্রধান খাদ্যদ্রব্য ভাতের পরিবর্তে অন্য কিছু হবে!

হে পেট ভরে ভাত খাওয়া, গুজবে বিশ্বাসী,  পৃথিবির সব থেকে ছোট জাতি। তোমাদের কিভাবে বুঝাই তোমরা এতটাই বো*কা*চো*দা যে, বিদেশে...
26/02/2025

হে পেট ভরে ভাত খাওয়া, গুজবে বিশ্বাসী, পৃথিবির সব থেকে ছোট জাতি। তোমাদের কিভাবে বুঝাই তোমরা এতটাই বো*কা*চো*দা যে, বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার অনেক পুরনো ভিডিও খুজে এনে তা তোমাদের প্রকাশ বা ভাইরাল করে বলা ইউনূস সরকার তোমাদের নিরাপত্তা দিতে ব্যার্থ!
আমি মেনে নিলাম বিপর্যস্ত দেশে কিছু সমস্যা হবেই। তারমানে আমরা পূর্বে একেবারে বেহেস্তের বারান্দায় বাস করাতাম? ? ?
এ বুদ্ধ, অন্ধ,মফিজ,পরগাছা ইত্যাদি জাতির এবারই শেষ সুযোগ। যদি এবার ইউনূস সাহেবকে চিনতে ভুল করো, জিবনের তরে তোমাদের মুক্তির চিন্তা বাদ দিতে হবে।
কারণ এই সরকারকে ব্যার্থ করতে আওয়ামী ও সন্ত্রাসী সংঘঠন বিএনপি একত্রে ভারতের কু-পরামর্শে একেরপর তোমাদের নিয়ে ষরযন্ত্রে লিপ্ত।
এই সরকারকে ব্যার্থ করে দ্রুত নির্বাচন দিয়ে চেয়ার দখল করেই বোতল খাওয়া শুরু করা যাবে।

24/02/2025

দেশ আবার গুজবে ছয়লাভ হয়েগেছে। প্রত্যেকটা তথ্য তদন্ত করে দেখেছি আসলে পোষ্টকারি কিছুই জানেনা। মনগড়াভাবে শেয়ার করে দিয়েছে।
এর বাইরে কিছু নাটকও চলছে, তানাহলে ২০০ ভরি স্বর্ণ নিয়ে প্রায় মধ্য রাতে কোন নিরাপত্তা ব্যাবস্থা ছাড়া একা একা চলাচল টা শুধুমাত্র বিশেষ উদ্দেশ্য ছাড়া, কেউ এমন করার মত বোকাচো*দা নয়।
নারী ধর্ষনের সুত্রপাত শুরুটা হলো বাস ডাকাতির সময়ের ঘটনা দিয়ে, এখন ফেসবুকে ঢুকলে মনে হচ্ছে পাকিস্তান বাহিনীর প্রত্যেকজন একেকটা ঘড়ে ঘড়ে ঢুকে পরেছিল হঠাৎ করেই।
অনেকেই কোন তথ্য না পেয়ে ৫ বছর পুরনো ধর্ষণের চিত্র তুলে ধরে বলেছেন নিরাপত্তা চাই, এমন দেশ কি চেয়েছিলাম?
এত মিথ্যাচার আর নাটক দেখে গুপ্ত বাহিনী তো পেলো সুযোগ, তারা এই গুজবকে বিশ্বাসযোগ্যতা করতে বিচ্ছিন্ন কিছু ঘটানোর পাইচারি করে ব্যাপাটা আরো ঘোলাটে করে দিচ্ছে। সবকিছু নিয়ে ভাতের নামে "গু" খাওয়া এই হতভাগা ভিক্ষুক, ছোট জাতি সমালোচনা করেই দেশের গুস্টি উদ্ধার করে দিতেছে।

24/02/2025

পু*টকির মাথা, উলানের কোষ ও নাভির ডোগা বের করিয়া টিকটক ভিডিও বানানো সু শীল নারীর ম্যাসেঞ্জারে কামুক ছেলেটার রুচি প্রকাশ করিয়া বার্তা প্রেরণ।
এখন সু শীল নারী নিরাপত্তাহীনতা বোধ করিয়া দায় পুরো দিলেন সমন্বয়কের।
চাইলেন অন্তরবর্তী সরকারের পদত্যাগ। কারন সরকারই নাকি তাহাকে নিরাপত্তা দিতে ব্যার্থ হইয়াছে!

24/02/2025

মাথামোটা জাতি কিভাবে গুজব ছড়ায়,
টিকটক ভিডিও বানানোর শুটিং করছিল কিছু ভাত না পাওয়া টোকাই।
সেখানে বোঝাচ্ছিল সে এলাকার পাতি নেতা। এখন সেই ভিডিওকে শিবির ও সমন্বয়কদের পৃষ্ঠপোষকে মোহাম্মদপুরে প্রকাশে সন্ত্রাসী হামলা।

সবার উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী "এ" দল বিদায় হয়েছে কিন্তু নিষ্কৃয় হয়নি।
এর সাথে যুক্ত হয়েছে তাদের 'বি" দলের সম্পৃক্ততা।
বি দল কে বুঝে নেন।

24/02/2025

জানি না আমি কিভাবে এই চো-U জনতাকে বোঝাবো যে A এবং B ওরা দুটোই একই মুদ্রার দুই পিট। দেশে আগে জাতীয় নির্বাচন চাই, আগে এমপি নির্বাচন চাই, আগে 'ঘনতন্ত্র' চাই ইত্যাদি দাবি নিয়ে দিল্লিতে বসে থাকা দিদি ও তার গং তাদের উত্তরসূরি B টিমকে আ*র্থিক সাহায্য দিয়ে সারা দেশে নানা প্রক্রিয়ায় রা*হাজা*নি ও তোলাবাজি শুরু করেছে। B.A.L এর লু**ট করা সকল টাকা তারা এখন এই অ*স্থিরতা সৃষ্টির কাজে বিনিয়োগ করছে। তাদেরই B টিম এই অস্থিরতা লাগিয়ে প্রমান করতে চায় যে গণতান্ত্রিক একটি সরকার নির্বাচিত হলেই আগামী এমপিরা সকলে দেশকে একত্রে 'ঠান্ডা' করবে। আপনারা জানেন যে স্থানীয় নির্বাচনের আগে একজন এমপি আগে নির্বাচিত হলে সেই এমপি পরে নিজেই তার স্ত্রীকে উপজেলা চেয়ারম্যান, ছেলেকে মেয়র, মেয়ে জামাইকে ইউনিয়ন চেয়ারম্যান এবং পছন্দের সুন্দরী মেয়েগুলোকে ইউনিয়ন পরিষদের 'ময়লা মেম্বর' বানিয়ে তার ভবিষ্যৎ সেটআপ করে নেবে। এভাবে চললে আমার জন্মদেশ কখনোই উন্নয়ন বা সঠিক গণতন্ত্রের দিকে এগুতে পারবে না। সৎ ও সাধারণ লোকেরা কখনো রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না। আলো দেখবে না পরবর্তী প্রজন্ম। দোহাই আল্লাহর আপনারা দয়াকরে আপনাদের নিজের মাথার 'মাল' খাটিয়ে একটু ভাবুন। আপনি কি মনে করেন স্থানীয় নির্বাচন কখনো কোনো কালে 'এমপি প্রভাব মুক্ত' ছিল? আপনি কি মনে করেন না বর্তমানের চলমান অ*শান্তি ও অ*রা*জকতা B.A.L এর কৃত্তিম সৃষ্টি, তারা যে কোন মূল্যে পুনরায় দি*ল্লি থেকে দেশে ফিরতে চাইছে। প্লিজ, প্লিজ একটু ভাবুনঃ B.A.L এর B টিম ক্ষমতায় আসা মানেই তাড়িয়ে দেয়া A টিম আগামীতে পুনরায় ক্ষমতায় বা রাজনীতির মাঠে ফিরে আসা নিশ্চিত। প্লিজ ভাবুন, এক কাপ চায়ের বিনিময়ে আর গ*ণত*ন্ত্র বি*ক্রি করার যুগ এখন নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেই দায়বদ্ধতা থেকেই আমার এতো কথা বলা। পরিশেষে, দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যা*র্থ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি দ্রুত একটি রদবদল আশা করছি। প্রথমেই সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বদল করা প্রয়োজন মনে করি।

কপিঃ বনি আমিন (আমিও একই কথাগুলো লিখতে চাইছিলাম, অলসতার কারনে কপি করলাম)

22/12/2024

শীতের কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা শহর ।।

21/12/2024

টুঙ্গী ব্রীজ ভেঙ্গে ট্রাক নদীতে

17/12/2024

১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বৃটিশদের মার খাওয়া জাতি, ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের আক্রোশে পরে। ১৯৭১ সাল পর্যন্ত নিপীড়িত হয়ে অবশেষে পাকদের গনহত্যার শিকার হয়। ১৬ ডিসেম্বর দেশেটা তথাকথিত স্বাধীন হলেও পরাধীনই থেকে যায় এই জাতি।
দেশের মধ্যে শাসকদের ভেতর তৈরি হয় ভারতপ্রীতি। ক্ষমতার রত্ন আগলে রাখতে দেশের স্বার্থ নানাভাবে দেয়াহয় ভারতের পদচরণে।
এভাবেই কাটছিল শত শত বছর, স্বাধিনকামি জনতাকে আটকে ফেলা হয়েছিল মুক্তিযুদ্ধের মিথ্যা চেতনায়।
যুগের পরিবর্তন, জেনারেশন ফ্যাক্ট নতুন কিছু হয়ে ওঠে সময়ের দাবি।
আর তাইতো তরুণদের সমন্বয়ে দেশের সকল স্তরের মানুষের মধ্যে উজ্জীবিত হয় মুক্তির চেতনা । যার একক ফল হলো ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান। অবশেষে বিদায় হয় ভূমিটির এক দানবীয় স্বৈরশাসক এর।
এখন সময় হলো একটা সভ্য,শান্তি ও অধিকারের রাজনীতির সূচনার।

🇧🇩🇧🇩🇧🇩শুভ বিজয় দিবস🇧🇩🇧🇩🇧🇩

09/12/2024

অস্ত্র কখনো যুদ্ধে জয় এনে দিতে পারে না। মহা পরিকল্পনা তো তিনিই করেন, যার হাতেই সমস্ত ক্ষমতা। তিনিই আমার রব ।

সিরিয়ায় পরিত্যাক্ত অবস্থায় এসব মরণাস্ত্র এখন মূল্যহীন।
ঈমানদার মুসলমান হলেই আপনি বিজয়ি হবেন ইনশাল্লহ

Address

Soto Pathailhat, Nagdemra, Santhia
Pabna
6600

Telephone

+8801724463682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Important Topic- গুরুত্বপূর্ণ বিষয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Important Topic- গুরুত্বপূর্ণ বিষয়:

Share