04/07/2025
প্রতা××রক চিনে রাখুন। ছবি সহ স্কিনসট দিয়ে দিছি। স্কিনসট না দেখলে ঘটনা বুঝতে পারবেন না। এবং পুরো ঘটনা নিয়ে পোস্ট দিচ্ছি। পুরো লেখা টা পরার অনুরোধ রইল। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত আমাদের হোটেলে যারা রুম নিয়েছেন বা অগ্রীম টাকা দিয়েছেন কিন্তু রুম দেইনি বা খারাপ রুম দিছি। প্রমাণ করতে পারলে লক্ষ টাকা পুরস্কার দিবো। মূল ঘটনায় আসি, এর আগে ঈদ ছুটিতে তিনি মেসেজ করেন, তার বউকে নিয়ে কুয়াকাটা আসবেন এবং রুম বুকিং করে।। তার হোটেলের চেকইন ১২ টায় সকাল ৯ টায় জানায় তিনি আসতে পারবেন না। মাত্র ৩ ঘন্টা আগে জানান তিনি আসতে পারবেন না। রুম খালি ছিলো না, তখন ঈদের চাপ কিন্তু তিনি এলাকার পরিচয় দেন, তার বাসা কুয়াকাটা থেকে ৪০ কিলোমিটার দূরে আমতলীতে কিন্তু ঢাকায় জব করেন এবং নাম্বারে কল করে অনুরোধ করে, একটা রুম ম্যানেজ করে দেওয়ার জন্য। যেভাবে হোক একটা রুম ম্যানেজ করি কিন্তু সকাল ৯ টায় জানায় তিনি আসতে পারবেন না। তারপর গত ২-৩ দিন আগে নক করে তিনি আবার বউ নিয়ে কুয়াকাটা আসবেন এবং রুম বুকিং করেন। আমি সাধারণত অগ্রীম ছাড়া রুম বুকিং রাখি না, কিন্তু তিনি পার্শ্ববর্তী এলাকার হওয়ার কারনে অগ্রীম ছাড়া আমি রুম বুকিং করে রাখি এবং তিনি পাক্কা কথা দিয়েছেন আসবেন। স্কিনসট দেখলে বুঝতে পারবেন।। গতকাল বিকেলে হোটেলে না পৌছালে আমি মেসেজ করি এবং তিনি জানান আসতে লেট হবে, পথে বৃষ্টি। রাত ১ টা পর্যন্ত অপেক্ষা করার পর তাকে বারবার কল করি এবং মেসেজ করি৷ তিনি কল রিসিভ করেন না এবং মেসেজ সিন করে না। রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত কল, মেসেজ করি কিন্তু রিসিভ করে না৷ শেষ মেসেজ করি, তিনি আমার সঙ্গে এরকম করছেন তাই তার প্রমাণ নিয়ে আমাদের ফেইসবুক গ্রুপে পোস্ট করবো। তারপর তিনি গ্রুপ থেকে লিভ নেন। তার মানে তিনি ইচ্ছা করে এরকম করছেন। তার বাসা আমতলী ছবি এবং স্কিনসট দিয়ে দিলাম। আমতলীর কেউ তাকে চিনে থাকলে ভালোভাবে বুঝিয়ে বলবেন, জানো মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে এবং কারো সঙ্গে প্রতা××রনা না করে। তাকে ভালো হয়ে চলতে বলবেন। তিনি হয়তো এর আগেও কুয়াকাটা আসছেন, তার প্রোফাইলে ছবি গুলো পেয়েছি।
এই পোস্ট হয়তো তার সামনে যাবে, তিনি এসব এরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অযুহাত দিবেন। তার যদি রুম পছন্দ না হতো বা ভাড়া বেশি মনে হতো, আমাকে জানিয়ে দিতো কিন্তু রুম বুকিং করে হোটেলে আসলো না কেন। সুতরাং তার থেকে সাবধানে থাকুন। পোস্ট টা শেয়ার করে সবাই কাছে পৌঁছে দিন। যাতে তিনি একটা শিক্ষা পান।
নামঃ কাওসার
বাসা আমতলী, বরগুনা।
ঢাকায় সম্ভবত Ambala Foundation নামে প্রতিষ্ঠানে চাকরি করে।