
11/07/2025
মাসখানেক আগে প্রথম যখন পোস্ট দিই যে আমরা টাঙুয়ার হাওড় ট্যুর প্ল্যান করছি, তখন একজন ভদ্রলোক বলেছিলেন পবিপ্রবিয়ানরা নাকি শুধু মুখে মুখেই ট্যুর দেয়।কথাটা যথেষ্ঠ অফেন্ডিং লেগেছিল আমার।
So… here it is....
একমাসের পরিকল্পনা, অসংখ্য চেষ্টার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের স্বপ্নের হাওড়ে ৪৩জন পবিপ্রবিয়ানদের নিয়ে।
সবার অসাধারণ সহযোগিতার জন্য কৃতজ্ঞ।
আর সামনে আপনারা কোথায় ঘুরতে যেতে চান, সেটা আমাদের জানাতে ভুলবেন না।পবিপ্রবিয়ানরা শুধু কথায় না, কাজে দেখাবে আশা করি।
যথেষ্ট সাড়া পেলে আমরা অবশ্যই উদ্যোগ নেব—আর সেটা হবে বাকি যেকোনো সংগঠন বা এজেন্সির তুলনায় অনেক কম খরচে, অনেক বেশি মজা দিয়ে। 😎✌️
Fish Pharma Ltd. আমাদের টি-শার্ট প্রস্তুতকরণে পৃষ্ঠপোষকতা করেছে এবং PaperDox-এর পক্ষ থেকে মো. মাজহারুল ইসলাম মারুফ টিশার্টটির সৃজনশীল ডিজাইন তৈরি করেছেন।
পিএসটিইউ ট্রাভেলার্স সোসাইটির পক্ষ থেকে আমরা এই সহযোগিতার জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের এ অবদান আমাদের ট্যুরকে আরও স্মরণীয় করে তুলেছে।