PSTU Travelers Society

PSTU Travelers Society "PSTU Travelers Society" is the one & only tourism related organization of the Patuakhali Science & Technology University.

মাসখানেক আগে প্রথম যখন পোস্ট দিই যে আমরা টাঙুয়ার হাওড় ট্যুর প্ল্যান করছি, তখন একজন ভদ্রলোক বলেছিলেন পবিপ্রবিয়ানরা নাকি শ...
11/07/2025

মাসখানেক আগে প্রথম যখন পোস্ট দিই যে আমরা টাঙুয়ার হাওড় ট্যুর প্ল্যান করছি, তখন একজন ভদ্রলোক বলেছিলেন পবিপ্রবিয়ানরা নাকি শুধু মুখে মুখেই ট্যুর দেয়।কথাটা যথেষ্ঠ অফেন্ডিং লেগেছিল আমার।
So… here it is....

একমাসের পরিকল্পনা, অসংখ্য চেষ্টার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের স্বপ্নের হাওড়ে ৪৩জন পবিপ্রবিয়ানদের নিয়ে।
সবার অসাধারণ সহযোগিতার জন্য কৃতজ্ঞ।

আর সামনে আপনারা কোথায় ঘুরতে যেতে চান, সেটা আমাদের জানাতে ভুলবেন না।পবিপ্রবিয়ানরা শুধু কথায় না, কাজে দেখাবে আশা করি।
যথেষ্ট সাড়া পেলে আমরা অবশ্যই উদ্যোগ নেব—আর সেটা হবে বাকি যেকোনো সংগঠন বা এজেন্সির তুলনায় অনেক কম খরচে, অনেক বেশি মজা দিয়ে। 😎✌️

Fish Pharma Ltd. আমাদের টি-শার্ট প্রস্তুতকরণে পৃষ্ঠপোষকতা করেছে এবং PaperDox-এর পক্ষ থেকে মো. মাজহারুল ইসলাম মারুফ টিশার্টটির সৃজনশীল ডিজাইন তৈরি করেছেন।

পিএসটিইউ ট্রাভেলার্স সোসাইটির পক্ষ থেকে আমরা এই সহযোগিতার জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের এ অবদান আমাদের ট্যুরকে আরও স্মরণীয় করে তুলেছে।

আর আমি শুধু শুধু কষ্ট করে সুনামগন্জে হাওর দেখাতে নিয়ে গেলাম😿
09/07/2025

আর আমি শুধু শুধু কষ্ট করে সুনামগন্জে হাওর দেখাতে নিয়ে গেলাম😿

With the UNO of Madhyanagar, Mr. Ujjal Roy. Starting our Tanguar Haor tour with his warm welcome and guidance. We also g...
05/07/2025

With the UNO of Madhyanagar, Mr. Ujjal Roy. Starting our Tanguar Haor tour with his warm welcome and guidance. We also gifted him our PSTU Travelers T-shirt as a token of appreciation, and hope to have the best tour in this beautiful region of Bangladesh.

25/06/2025

পবিপ্রবি ট্রাভেলার্স সোসাইটি আয়োজিত "টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ" ট্যুরের সমস্ত সিট ইতোমধ্যে বুকিং সম্পন্ন হয়েছে।
তাই, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন বন্ধ ঘোষণা করা হলো।

আপনাদের বিপুল সাড়া ও সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

—হিমেল মজুমদার
প্রেসিডেন্ট
পবিপ্রবি ট্রাভেলার্স সোসাইটি (PSTUTS)

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা – রেজিস্ট্রেশন সময়সীমা বাড়ানো হলো!ট্যূরের তারিখ একদিন পিছিয়ে ৪ জুলাইয়ের পরিবর্তে ৫ জুলাই নির্ধারণ ক...
24/06/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা – রেজিস্ট্রেশন সময়সীমা বাড়ানো হলো!
ট্যূরের তারিখ একদিন পিছিয়ে ৪ জুলাইয়ের পরিবর্তে ৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। সে কারণে রেজিস্ট্রেশনের সময়সীমাও একদিন বাড়ানো হয়েছে।
📌 আজ রাতের মধ্যেই যারা কনফার্ম করবেন, তাদের জন্য টিকেট কাটাসহ বোট ভাড়ার সকল ব্যবস্থা সম্পন্ন করা হবে।
যারা যেতে ইচ্ছুক, দয়া করে দ্রুত নিচের লিংকে গিয়ে ফর্ম পূরণ করুন এবং কনফার্ম করুন।
📝 রেজিস্ট্রেশন লিংক :https://forms.gle/ftPaMoeMBFWkPquW8
আপনারা যেন সময়মতো রেজিস্ট্রেশন করে নিশ্চিন্তে ঘুরতে যেতে পারেন – সেটাই আমাদের লক্ষ্য।

বিভ্রান্ত হবেননা কেও, বিস্তারিত আগে জানুনটাংগুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় হাউজ বোট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।  বিষ...
23/06/2025

বিভ্রান্ত হবেননা কেও, বিস্তারিত আগে জানুন

টাংগুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় হাউজ বোট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
ওয়াচ-টাওয়ার ছোট একটি এরিয়া। সকল নৌকা গুলো হাওরের বিশান হিজল বনের অন্য জায়গা সমূহে পার্কিং না করে সকলেই এক সাথে ওয়াচ-টাওয়ারে পার্কিং করে। যাতে নৌকা ও পর্যটকবৃন্দের মধ্যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়া নৌকা গুলো গাছে বাধার কারনে ওয়াচ-টাওয়ার এলাকার সৌন্দর্য সকলেই স্বাধীন ভাবে উপভোগ করতে পারে না।
তাই পর্যটকদের সুন্দর ভাবে হাওর ভ্রমনের কথা বিবেচনা করে প্রশাসন ওয়াচ-টাওয়ার এলাকায় নৌকা ভেড়ানো নিষেধাজ্ঞা দিয়েছে।

তবে যাওয়া নিষিদ্ধ করা হয় নাই। আমরা একেবারে ওয়াচ-টাওয়ারে নৌকা না নিয়ে পাশের হিজল বন সমূহে নৌকা পার্ক করে ছোট নৌকার মাধ্যমে ওয়াচ-টাওয়ারে যাবো।
অতএব নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে কাওকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

আর অল্প সংখ্যক সীট বাকি আছে।যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা দ্রুত করুন।আজ বিকেলের মধ্যেই হয়তো সীট শেষ হয়ে যাবে।তাই দ্রুত আপনার সীটটা কনফার্ম করুন।(লবীর সীট আর নেই।জাস্ট কেবিনের সীট কিছু বাকি)
https://forms.gle/wb6ToBUMJrvtUZZk9

প্রিয় পবিপ্রবিয়ান,ঘুড়তে যাওয়া মানে শুধু দৌড়াদৌড়ি নয়—আমি চাই, কিছু সময় একা বসে থাকি... চারপাশের প্রকৃতির শব্দ শুনি, হাওয়া...
21/06/2025

প্রিয় পবিপ্রবিয়ান,
ঘুড়তে যাওয়া মানে শুধু দৌড়াদৌড়ি নয়—আমি চাই, কিছু সময় একা বসে থাকি... চারপাশের প্রকৃতির শব্দ শুনি, হাওয়ার ছোঁয়া টের পাই, আর নিজের মতো করে চারপাশটা অনুভব করি।
এই জায়গা থেকেই চিন্তা করে আমাদের আসন্ন ট্যূরের তারিখে একটি ছোট পরিবর্তন আনা হয়েছে।
📅 ৪ জুলাইয়ের পরিবর্তে ট্যূরটি হবে ৫ জুলাই (শনিবার)।(রবিবারের সরকারি ছুটি তো আছেই)
কারণ, শুক্রবারে ভিড় ও কোলাহলের মধ্যে সেই নিরিবিলি পরিবেশ পাওয়া সম্ভব নয়।
আমরা চাই যেন ট্যূরটা হয় একদম স্বস্তির, নিরিবিলি – যেখানে সবাই প্রকৃতির সাথে কিছুটা একান্ত সময় কাটাতে পারে।
✅ আরও একটি সুসংবাদ –
পূর্বে নির্ধারিত ৫ বেলার খাবারের পরিবর্তে এবার থাকছে ৬ বেলার খাবারের আয়োজন।

ট্যূর প্ল্যান:🗓️ তারিখ: ৫ - ৭ জুলাই ২০২৫

📍 স্থান: মোহনগঞ্জ – মধ্যনগর – টাঙুয়ার হাওর

🚌 ৫ জুলাই (শনিবার)
• দুপুর ১টার মধ্যে ক্যাম্পাস থেকে বাসে যাত্রা শুরু
• রাতভর ট্রেনে ভ্রমণ শেষে পৌঁছাবো মোহনগঞ্জে

⛵ ৬ জুলাই (রবিবার)(সরকারি ছুটি) – হাওর এক্সপ্লোরেশন শুরু
• সকালবেলা বোটে উঠা (মধ্যনগর ঘাট)
• সারাদিন জুড়ে টাঙুয়ার হাওর ও আশেপাশের মনোমুগ্ধকর স্পট ঘোরা
• খাবার ও থাকা: সবকিছু বোটেই (নাস্তা, দুপুর, রাতের খাবার + নৌকাতেই রাতযাপন)

🚌 ৭ জুলাই (সোমবার)
• সকালে হাওরে শেষ ঘোরাঘুরি ও কিছু বিশ্রাম
• বিকেলে ঘাটে ফিরে আসা
• প্রস্তুতি শেষে রাতের যেকোনো সময়ে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসে রওনা
• ৮ জুলাই সকালে ক্যাম্পাসে পৌঁছানো

খরচঃ
লবিতে -৫৬০০টাকা।
কেবিন(৩জন করে)-৬০০০টাকা জনপ্রতি
বিবাহিত কাপল-৭০০০টাকা(এক কেবিন)(জনপ্রতি)
টিচার-৮৫০০টাকা

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/pgiihHo7VDDjZnXH9

সীট সংখ্যা বাকি ২০ এবং করফার্মেশনের জন্য ৬১৫ টাকা বিকাশ বা নগদে দিতে হবে যেটা নন-রিফান্ডেবল ।বাকিটা কমিটির কারও সাথে যোগাযোগ করলে ক্যাশ দিতে হবে ২৪জুনের মধ্যে।

📌ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
➡️সকল প্রকার ট্রান্সপোর্ট খরচ।
➡️ বোটসহ ৬ বেলা খাবার +নাস্তা (চা সবসময়)

📌যা থাকছেনাঃ

🔶ইভেন্টে উল্লেখ নাই এমন যেকোন খরচ
🔶 ব্যক্তিগত যেকোনো খরচ
🔶যে কোন প্রকার ওষুধ-পত্র

🔎হাওরে যেসব জায়গায় ঘুরবোঃ
• টাঙুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও হিজল বন – হাওরের মনোমুগ্ধকর দৃশ্য
• বারিকা টিলা – টিলার উপর দাঁড়িয়ে পানির নীলিমা ও পাহাড়ের দৃশ্য উপভোগ
• জাদুকাটা নদী – পাহাড়ি নদী, সাঁতার ও গোসলের জন্য আদর্শ
• নিলাদ্রি লেক (শহীদ সিরাজ লেক) – নীল পানির হ্রদ, “বঙ্গের কাশ্মীর” নামে পরিচিত
• শিমুল বাগান – বসন্তে শিমুল ফুলের লাল রঙে রঙিন হয়ে ওঠে
• লাকমা ছড়া – ছোট ঝর্ণা ও স্বচ্ছ পানি
• স্থানীয় গ্রাম ও হাওরের প্রান্তিক জীবনধারা ঘুরে দেখা

ট্যুর সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন।

📞 যোগাযোগের জন্য :
• হিমেল মজুমদার (President, PSTUTS) — 01752460005(8th sem)
• হাবিবা সুলতানা ঐশী — 01744762478(8th sem)
• জাওয়াদ আহমেদ — 01851108732(7th sem)
• প্রান্ত চন্দ্র দে — 01929172800(5th sem)
• রামিম রুহুল উল্ল্যাহ — 01567873848(3rd sem)
• মুশফিকুর রহমান জুনায়েদ — 01894055779(1st sem)
• শরণ্যা মন্ডল — 📱01577112273(1st sem)

প্রিয় পবিপ্রবিয়ানরা,আমরা আনন্দের সাথে জানাচ্ছি, PSTU Travelers Society আয়োজিত টাঙুয়ার হাওর ট্যুর নিয়ে ইতোমধ্যে অসাধারণ স...
20/06/2025

প্রিয় পবিপ্রবিয়ানরা,
আমরা আনন্দের সাথে জানাচ্ছি, PSTU Travelers Society আয়োজিত টাঙুয়ার হাওর ট্যুর নিয়ে ইতোমধ্যে অসাধারণ সাড়া পাচ্ছি। আপনাদের আগ্রহ ও ভালোবাসার জন্য রইলো আন্তরিক কৃতজ্ঞতা। 💚
আমরাও তো আপনাদের মতোই ছাত্র। এত দূরের একটি ট্যুর আয়োজন করা আমাদের জন্য সত্যিই একটু চ্যালেঞ্জিং। তাই ট্যুরটি সুন্দরভাবে ম্যানেজ করতে গেলে রেজিস্ট্রেশন ও পেমেন্ট সময়মতো সম্পন্ন হওয়াটা খুব জরুরি।
📌 অনুরোধ:
যারা যেতে আগ্রহী, তাদেরকে ২৩ জুন রাত ১২টার মধ্যে ফর্ম ফিলাপ ও পেমেন্ট সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে।
📍 এর পরে আর নতুন কাউকে ট্যুরে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।
📍 বর্তমানে সীট প্রায় অর্ধেক পূর্ণ হয়ে গেছে, তাই দেরি না করে দ্রুত নিশ্চিত করুন।
🔐 বি.দ্র.:
✅ মেয়েরাও যাচ্ছে — এবং যারা পূর্বের PSTUTS ট্যুরে গেছেন, তারা জানেন আমরা নিরাপত্তা ও পৃথক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
✅ যে কোনো আগ্রহী এলুমনাই ভাই/বোনেরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের অংশগ্রহণ ট্যুরকে আরও প্রাণবন্ত করে তুলবে।
🎟️ রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/ftPaMoeMBFWkPquW8
📲 পেমেন্ট (বিকাশ/নগদ): 01752460005 (Ref: নাম + সেশন)
মূল পোস্ট :https://www.facebook.com/100057642691057/posts/1229222319009180/

টাঙুয়ার হাওর যাবেন? বাজেট নিয়ে চিন্তায়?বন্ধুরা সবাই যেতে চায়, কিন্তু প্যাকেজ খুলেই তো চোখ ছানাবড়া! 😰৫ হাজার টাকার নিচে গ...
18/06/2025

টাঙুয়ার হাওর যাবেন? বাজেট নিয়ে চিন্তায়?
বন্ধুরা সবাই যেতে চায়, কিন্তু প্যাকেজ খুলেই তো চোখ ছানাবড়া! 😰
৫ হাজার টাকার নিচে গেলেই আয়রন বডির লোকাল বোট অথবা বিভিন্ন হিডেন স্ক্যাম — আর একটু আরাম চাইলেই বাজেট ৭–৮ হাজার ছাড়িয়ে যায়।
তার উপর, শুধু পটুয়াখালি থেকে যাতায়াতেই খরচ প্রায় ২,৫০০ টাকা! 🚍⛵

তাহলে কী করা যায়?

🌟 এবার নিজেরাই প্ল্যান করি — সবচেয়ে কম খরচে, সবচেয়ে স্মার্টভাবে!
মাত্র ৫,৫০০–৬,০০০ টাকায় টাঙুয়ার হাওর ভ্রমণ,
পটুয়াখালি থেকে শুরু করে আবার পটুয়াখালিতেই ফেরা পর্যন্ত ফুল কভারেজ!

ট্যূর প্ল্যান:🗓️ তারিখ: ৪ - ৬ জুলাই ২০২৫

📍 স্থান: মোহনগঞ্জ – মধ্যনগর – টাঙুয়ার হাওর

🚌 ৪ জুলাই (শুক্রবার)
• দুপুর ২টা-৩টার মধ্যে ক্যাম্পাস থেকে বাসে যাত্রা শুরু
• রাতভর ভ্রমণ শেষে পৌঁছাবো মোহনগঞ্জে

⛵ ৫ জুলাই (শনিবার) – হাওর এক্সপ্লোরেশন শুরু
• সকালবেলা বোটে উঠা (মধ্যনগর ঘাট)
• সারাদিন জুড়ে টাঙুয়ার হাওর ও আশেপাশের মনোমুগ্ধকর স্পট ঘোরা
• খাবার ও থাকা: সবকিছু বোটেই (নাস্তা, দুপুর, রাতের খাবার + নৌকাতেই রাতযাপন)

🚌 ৬ জুলাই (রবিবার)(সরকারি ছুটি)
• সকালে হাওরে শেষ ঘোরাঘুরি ও কিছু বিশ্রাম
• বিকেলে ঘাটে ফিরে আসা
• প্রস্তুতি শেষে রাতের যেকোনো সময়ে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসে রওনা
• ৭ জুলাই সকালে ক্যাম্পাসে পৌঁছানো

খরচঃ
লবিতে -৫৬০০টাকা।
কেবিন(৩জন করে)-৬০০০টাকা জনপ্রতি
বিবাহিত কাপল-৭০০০টাকা(এক কেবিন)(জনপ্রতি)
টিচার-৮৫০০টাকা

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/pgiihHo7VDDjZnXH9

সীট সংখ্যা ৩৫ এবং করফার্মেশনের জন্য ৬১৫ টাকা বিকাশ বা নগদে দিতে হবে যেটা নন-রিফান্ডেবল ।বাকিটা কমিটির কারও সাথে যোগাযোগ করলে ক্যাশ দিতে হবে ২৪জুনের মধ্যে।

📌ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
➡️সকল প্রকার ট্রান্সপোর্ট খরচ।
➡️ বোটে ৫ বেলা খাবার +নাস্তা ৪বেলা (চা সবসময়)

📌যা থাকছেনাঃ

🔶ইভেন্টে উল্লেখ নাই এমন যেকোন খরচ
🔶 ব্যক্তিগত যেকোনো খরচ
🔶যে কোন প্রকার ওষুধ-পত্র

🔎হাওরে যেসব জায়গায় ঘুরবোঃ
• টাঙুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও হিজল বন – হাওরের মনোমুগ্ধকর দৃশ্য
• বারিকা টিলা – টিলার উপর দাঁড়িয়ে পানির নীলিমা ও পাহাড়ের দৃশ্য উপভোগ
• জাদুকাটা নদী – পাহাড়ি নদী, সাঁতার ও গোসলের জন্য আদর্শ
• নিলাদ্রি লেক (শহীদ সিরাজ লেক) – নীল পানির হ্রদ, “বঙ্গের কাশ্মীর” নামে পরিচিত
• শিমুল বাগান – বসন্তে শিমুল ফুলের লাল রঙে রঙিন হয়ে ওঠে
• লাকমা ছড়া – ছোট ঝর্ণা ও স্বচ্ছ পানি
• স্থানীয় গ্রাম ও হাওরের প্রান্তিক জীবনধারা ঘুরে দেখা

📌আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ

১. ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয় যেহেতু আমরা নিজেরাই সব করব।ক্যাম্পাসের বাইরের কোনো এজেন্সী আমাদের সাথে যুক্ত নেই।
২. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৩. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৪. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে মজা করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।

ট্যুর সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন।

📞 যোগাযোগের জন্য :
• হিমেল মজুমদার (President, PSTUTS) — 01752460005(8th sem)
• হাবিবা সুলতানা ঐশী — 01744762478(8th sem)
• জাওয়াদ আহমেদ — 01851108732(7th sem)
• প্রান্ত চন্দ্র দে — 01929172800(5th sem)
• রামিম রুহুল উল্ল্যাহ — 01567873848(3rd sem)
• মুশফিকুর রহমান জুনায়েদ — 01894055779(1st sem)
• শরণ্যা মন্ডল — 📱01577112273(1st sem)

He’s the silent hero of every story we live.He showed us the world before we started exploring it.PSTUTS wishes all fath...
15/06/2025

He’s the silent hero of every story we live.
He showed us the world before we started exploring it.
PSTUTS wishes all fathers a Happy Father’s Day

🏞️ টাঙ্গুয়ার হাওর — প্রকৃতির এক বিস্ময়টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত একটি...
14/06/2025

🏞️ টাঙ্গুয়ার হাওর — প্রকৃতির এক বিস্ময়

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত একটি বিস্তীর্ণ জলাভূমি। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই হাওর বর্ষাকালে রূপ নেয় এক বিশাল জলের রাজ্যে। নীল আকাশের প্রতিচ্ছবি, জলভরা বিস্তীর্ণ মাঠ, ভাসমান গ্রাম আর সবুজের সমারোহ—সব মিলিয়ে এটি এক অনন্য সৌন্দর্যের আধার।

ট্যূর প্ল্যান:🗓️ তারিখ: ৪ - ৬ জুলাই ২০২৫
📍 স্থান: মোহনগঞ্জ – মধ্যনগর – টাঙুয়ার হাওর
🚌 ৪ জুলাই (শুক্রবার)
• দুপুর ২টা-৩টার মধ্যে ক্যাম্পাস থেকে বাসে যাত্রা শুরু
• রাতভর ভ্রমণ শেষে পৌঁছাবো মোহনগঞ্জে
⛵ ৫ জুলাই (শনিবার) – হাওর এক্সপ্লোরেশন শুরু
• সকালবেলা বোটে উঠা (মধ্যনগর ঘাট)
• সারাদিন জুড়ে টাঙুয়ার হাওর ও আশেপাশের মনোমুগ্ধকর স্পট ঘোরা

• খাবার ও থাকা: সবকিছু বোটেই (নাস্তা, দুপুর, রাতের খাবার + নৌকাতেই রাতযাপন)
🚌 ৬ জুলাই (রবিবার)(সরকারি ছুটি)
• সকালে হাওরে শেষ ঘোরাঘুরি ও কিছু বিশ্রাম
• বিকেলে ঘাটে ফিরে আসা
• প্রস্তুতি শেষে রাতের যেকোনো সময়ে পটুয়াখালীর উদ্দেশ্যে বাসে রওনা
• ৭ জুলাই সকালে ক্যাম্পাসে পৌঁছানো

খরচঃ ৫.৫-৬ হাজার।
দ্রুতই রেজিস্ট্রেশন চালু হওয়ার সময় সঠিক খরচ জানানো হবে।

📌ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
➡️সকল প্রকার ট্রান্সপোর্ট খরচ।
➡️ বোটে ৫ বেলা খাবার +নাস্তা ৪বেলা (চা সবসময়)
➡️সকল প্রকার এন্ট্রি ফি।

📌যা থাকছেনাঃ

🔶ইভেন্টে উল্লেখ নাই এমন যেকোন খরচ
🔶 ব্যক্তিগত যেকোনো খরচ
🔶যে কোন প্রকার ওষুধ-পত্র

🔎হাওরে যেসব জায়গায় ঘুরবোঃ
• টাঙুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও হিজল বন – হাওরের মনোমুগ্ধকর দৃশ্য
• বারিকা টিলা – টিলার উপর দাঁড়িয়ে পানির নীলিমা ও পাহাড়ের দৃশ্য উপভোগ
• জাদুকাটা নদী – পাহাড়ি নদী, সাঁতার ও গোসলের জন্য আদর্শ
• নিলাদ্রি লেক (শহীদ সিরাজ লেক) – নীল পানির হ্রদ, “বঙ্গের কাশ্মীর” নামে পরিচিত
• শিমুল বাগান – বসন্তে শিমুল ফুলের লাল রঙে রঙিন হয়ে ওঠে
• লাকমা ছড়া – ছোট ঝর্ণা ও স্বচ্ছ পানি
• স্থানীয় গ্রাম ও হাওরের প্রান্তিক জীবনধারা ঘুরে দেখা

📌আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ

১. ট্যুর মেম্বারদের ঘুরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয় যেহেতু আমরা নিজেরাই সব করব।ক্যাম্পাসের বাইরের কোনো এজেন্সী আমাদের সাথে যুক্ত নেই।

২. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।

৩. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।

৪. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে মজা করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।

ট্যুর সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন।

📞 যোগাযোগের জন্য :
🎓 ৮ম সেমিস্টার
• হিমেল মজুমদার (President, PSTUTS) — 📱01752460005
• হাবিবা সুলতানা ঐশী — 📱01744762478
🎓 ৭ম সেমিস্টার
• জাওয়াদ আহমেদ — 📱01851108732
🎓 ৫ম সেমিস্টার
• প্রান্ত চন্দ্র দে — 📱01929172800
🎓 ৩য় সেমিস্টার
• রামিম রুহুল উল্ল্যাহ — 📱01567873848
🎓 ২য় সেমিস্টার
• মুশফিকুর রহমান জুনায়েদ — 📱01894055779
• শরণ্যা মন্ডল — 📱01577112273

🌙✨ Eid Mubarak from PSTUTS! ✨🌙May this Eid bring joy, peace, and endless blessings to you and your loved ones. Let's cel...
06/06/2025

🌙✨ Eid Mubarak from PSTUTS! ✨🌙
May this Eid bring joy, peace, and endless blessings to you and your loved ones. Let's celebrate unity, love, and togetherness.

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when PSTU Travelers Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PSTU Travelers Society:

Share

Our Story

Welcome to PSTU Travelers Society. A group of young & energetic students of Patuakhali Science & Technolgy University, Bangladesh has established this organization in 2016. Bangladesh is a fortress of natural beauty. Our mission is to highlight all the beautiful tourist place in Bangladesh. We would like to encourage people to enjoy the beauty of our tremendous countryside and also keep the environment safe. After all, tourism is a promising aspect of the nation. Our motto is: "Travel Far Enough to Discover Yourself"