Advance Holy Tours & Travels

Advance Holy Tours & Travels Our primary objective is to deliver unparalleled Hajj-Umrah packages

25/06/2025

আসসালামু আলাইকুম
হজ্ব পরবর্তি ওমরাহ গ্রুপ বুকিং চলছে
প্যাকেজ এর মূল্য-১,৩৫,০০০/- (থেকে শুরু)
🕋 ১৩ রাত/১৪ দিন
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত :-
***************************
এয়ার টিকেট
ওমরাহ্ ই-ভিসা।
হেলথ ইনস্যুরেন্স।
তিন বেলার খাবার।
তিন তারকা মানে হোটেল
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং)
সকল ট্রান্সপোর্ট (মদিনা-মক্কা -জেদ্দা )
মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
অভিজ্ঞ মোয়াল্লেম ও গাইড
মোবাইলঃ 01711-192104
ভিসিট করুন advanceholy.com/

fans
Advance Holy Tours and Travels

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলকহাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যসৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর...
11/06/2025

উমরাহ সংক্রান্ত নতুন নীতিমালা বাস্তবায়ন এখন বাধ্যতামূলক

হাজীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক জারি করা নতুন বিধিনিষেধ অনুসারে উমরাহ ভিসা ইস্যু ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নিচে পূর্ববর্তী পদ্ধতি এবং বর্তমান নতুন পদ্ধতির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:

আগের পদ্ধতি:

1. উমরাহ ভিসা পাওয়ার জন্য আগাম হোটেল বুকিং বা যাতায়াতের কোনো ব্যবস্থার প্রয়োজন হতো না।
2. সৌদি আরবে আগমনের পর, যাত্রীদের চলাচল কোম্পানির CRM সফটওয়্যারে ইস্যুকৃত ভাউচারের ভিত্তিতে নির্ধারিত হতো।

বর্তমান নতুন পদ্ধতি:

1. ভিসা ইস্যুর পূর্বেই মন্ত্রণালয়ের ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে অনুমোদিত হোটেলে আবশ্যিকভাবে হোটেল বুকিং করতে হবে।
2. ভিসা ইস্যুর আগে যাতায়াত ব্যবস্থাও একই সিস্টেমে বুক করা বাধ্যতামূলক।
3. যাত্রীদের চলাচল ও আবাসন সংক্রান্ত সকল তথ্য ভিসা ইস্যুর পূর্বেই সম্পূর্ণরূপে সিস্টেমে রেকর্ড ও বুক করতে হবে এবং তা বাস্তব অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।
4. মন্ত্রণালয়ের সরাসরি তদারকি:

হজ ও উমরাহ মন্ত্রণালয় হোটেল পরিদর্শন করবে হাজীদের উপস্থিতি নিশ্চিত করতে।

বিভিন্ন শহরের মধ্যে যাত্রীদের চলাচলও পর্যবেক্ষণ করা হবে, যেন সিস্টেমে দেওয়া তথ্যের সাথে বাস্তবের মিল থাকে।

এজেন্ট ও কোম্পানিগুলোর জন্য প্রভাব:

1. ভিসা খরচ বৃদ্ধি পেতে পারে, কারণ হোটেল ও পরিবহন আগাম বুক করা এখন বাধ্যতামূলক।
2. শুধুমাত্র অনুমোদিত হোটেল ব্যবহারযোগ্য—শুধু মন্ত্রণালয় অনুমোদিত হোটেলেই যাত্রীদের থাকার ব্যবস্থা করা যাবে, এবং বুকিংও এসব হোটেলেই করতে হবে।
3. বাজারে নতুন বাস্তবতা—শুধুমাত্র যেসব কোম্পানির অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি রয়েছে, তারাই উমরাহ ভিসা ইস্যু করতে পারবে। এতে করে ছোট কোম্পানি বা যাদের অনুমোদিত হোটেলের সঙ্গে চুক্তি নেই, তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে।

বিধিনিষেধ ভঙ্গের পরিণতি:

যেসব কোম্পানি মন্ত্রণালয়ের প্রোগ্রাম লঙ্ঘন করবে, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকবে, যেমন—

কোম্পানি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া।
উচ্চ অঙ্কের আর্থিক জরিমানা।
ভবিষ্যতে উমরাহ ভিসা ইস্যুর অনুমতি বাতিল।

গুরুত্বপূর্ণ অনুরোধ:

সকল এজেন্ট এবং উমরাহ কোম্পানিকে আহ্বান জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি উমরাহ মৌসুমে একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য নতুন বিধি-বিধানগুলো কঠোরভাবে মেনে চলুন।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
05/06/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

আসসালামু আলাইকুমহজ্ব পরবর্তি ওমরাহ গ্রুপ বুকিং চলছেপ্যাকেজ এর মূল্য-১,৫০,০০০/- (থেকে শুরু)🕋 ১৩ রাত/১৪ দিন🕋🕋 প্যাকেজের অন...
10/05/2025

আসসালামু আলাইকুম
হজ্ব পরবর্তি ওমরাহ গ্রুপ বুকিং চলছে
প্যাকেজ এর মূল্য-১,৫০,০০০/- (থেকে শুরু)

🕋 ১৩ রাত/১৪ দিন
🕋🕋 প্যাকেজের অন্তর্ভূক্ত :-
***************************
এয়ার টিকেট
ওমরাহ্ ই-ভিসা।
হেলথ ইনস্যুরেন্স।
তিন বেলার খাবার।
তিন তারকা মানে হোটেল
(প্রতিরুমে ৪-৫ জন শেয়ারিং)
সকল ট্রান্সপোর্ট (মদিনা-মক্কা -জেদ্দা )
মক্কা, মদিনা ঐতিহাসিক স্থানসমূহ (জিয়ারা, রিয়াদুল জান্নাহ)
অভিজ্ঞ মোয়াল্লেম ও গাইড
মোবাইলঃ 01711-192104
ভিসিট করুন advanceholy.com/

fans
Advance Holy Tours and Travels

স্বাধীন ও সার্বভৌম দেশ মহান রবের দেয়া অনন্য নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখ...
25/03/2025

স্বাধীন ও সার্বভৌম দেশ মহান রবের দেয়া অনন্য নেয়ামত।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখুক।



09/03/2025

সাহল রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সাওম পালনকারীরাই প্রবেশ করবে। তাঁদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।

08/03/2025

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মুর্খের মত কাজ করবে না।

07/03/2025

নিশ্চই আমি (আল্লাহ) তোমাদের উপর সিয়াম বাধ্যতামূলক করে দিয়েছি, যেভাবে করেছিলাম তোমাদের পূর্ববর্তিদের উপর, যাতে তোমরা তাকয়া অবলম্বন করতে পারো।
(আল-কোরান, সূরাহ বাকারাহ)

06/03/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই, যে নিজে কোরান শিখে আর অন্যকে শেখায়।

05/03/2025

আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী।
(আল-কোরআন, সূরাহ বাকারাহ)

05/03/2025

উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে?
(সূরাহ আর রহমান)

Address

Rajarbag

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801711192104

Alerts

Be the first to know and let us send you an email when Advance Holy Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advance Holy Tours & Travels:

Share

Category