22/06/2025
বিদেশ থেকে ট্যাক্স ছাড়া ১৯ ধরনের যেসব পণ্য আনা যাবে :
জেনে নিন এবং নিজের টাইমলাইনে রেখে দিন
বর্তমানে ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রী ৬৫ কেজি এবং ১২ বছরের নিচে যাত্রীরা ৪০ কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ ট্যাক্স ফ্রি আনতে পারবেন।
ট্যাক্স ছাড়া আনা যাবে যেসব পণ্য (১৯ ধরনের):
১) সর্বোচ্চ ২টি ব্যবহৃত ও ১টি নতুন মোবাইল
২) ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি
৩) ল্যাপটপ
৪) ডেস্কটপ
৫) প্রিন্টার
৬) স্ক্যানার
৭) ভিডিও/ডিজিটাল ক্যামেরা
৮) মাইক্রোওয়েভ
৯) রাইস কুকার
১০) প্রেসার কুকার
১১) গ্যাস ওভেন
১২) ব্লেন্ডার
১৩) কফি মেকার
১৪) সেলাই মেশিন
১৫) টেবিল ফ্যান, খেলাধুলার সামগ্রী
১৬) এক কার্টন সিগারেট
১৭)সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না (বছরে একবার)
১৮) মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
১৯) ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট
ট্যাক্স দিয়ে আনা যাবে যেসব পণ্য (১১ ধরনের):
• ১১৭ গ্রাম পর্যন্ত সোনার বার (প্রতি ভরিতে শুল্ক ৫০০০ টাকা, বছরে একবার)
• ২৩৪ গ্রাম রৌপ্যবার
• ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
• রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, ডিপ ফ্রিজ
• ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
• ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার
এবার থেকে বছরে একবার একটি নতুন মোবাইল এবং সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনার সীমা নির্ধারণ করা হয়েছে।