Ample tours & travels

Ample tours & travels Best support for visa and ticketing....!!!

03/03/2025

সৌদি আরবের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত প্রিন্সেস নূরা ইউনিভার্সিটি (S.B.T.M.C) সরাসরি (রিয়াদ) তে
ক্লিনার পদে কর্মী আবশ্যক :
# ক্লিনার - ৫০ জন।
# বেতন : ৯০০ রিয়াল ।
# খাবার বাবদ : নিজ ।
# ডিউটি : ৫ - ৮ ঘন্টা ।

( সাপ্তাহিক ছুটি ২ দিন - শর্ত প্রযোজ্য )
★ মাসের ২৮/২৯ তারিখের মধ্যে ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন প্রদান করা হবে ।
★ সৌদি আরবের হুকুমতের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে ।
★ সর্বনিম্ন ১০ বছর কাজ করলে পেনশন সুবিধা পাবে ।
★ দুই বছর অন্তর আপ এন্ড ডাউন টিকেট সহ ৪২ দিনের সমপরিমাণ ছুটিসহ অগ্রীম বেতন দেয়া হবে ।
★ আইন কানুন : আরবের শ্রম আইন অনুযায়ী।
★ আকামা/ আইডি : নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ ১ মাসের মধ্যে দেওয়া হবে ।
★ ওকালা রেডি মেডিকেল চলতেছে..
★ ভিসার রেট :C70

03/03/2025

*HUNGARY OFFER* ⤵️
(Visa ratio high & No need to go India)
🎗️ *COMPLETE PACKAGE 12 Lac*🎗️
(Inbox for B2B price)
*Payment Procedure*👇
# Advance 1 lac
# After Work permit 2lac
# Non-refundable 500 Euro.

*Time Zone*👇
# Time 6️⃣ Month
(Work permit 2 month + appointment 2 month + VFS delivery 2 month)

*Doc Requirements*👇
# Passport (18 month validity) (age 20-45)

# Photo (35*45 size white background)

# NID notarize with english translated

# Birth Certificate English with Notarized

# SSC Certificate with MFA legalization

# Work Experience Certificate (If any)

# Professional Certificate (If any)

# Police Clearance Certificate (at least 3 month validity)

*Facilities:*👇
# Work permit will get shot time

# Submission in Dhaka VFS

# Accommodation provided by company

# TRC provided by the company within 30 days

# Salary 750-800 euro

*In Package :*👇
# Work permit
# Appointment
# Insurance
# BMET Clearance
# Air Ticket
# Receiving from Airport

*Out of Package* 👇
# VFS fee

*Job Category*👇
# Construction Worker, factory worker.
( Embassy Interview needs to face in Dhaka)

03/03/2025

জাপানে বিদেশি কর্মী বৃদ্ধিতে রেকর্ড : চাহিদা বেড়েছে উচ্চ দক্ষ কর্মীর

03/03/2025

*🇹🇭 Thai Visa Payment 🇹🇭*
*💵=7,500/-৳*

*⏰Time: 3/4 Days*

*🇮🇳 India Visa Payment 🇮🇳*
*Medical 💵=6,500/-৳*
*Double en💵=8,500/-৳*

*⏰Time: 2/3 Days*

06/09/2024

আলহামদুলিল্লাহ, আমার পেজ এখন নিরাপদ, অনেক কষ্টে শকুনের থাবা থেকে পেজটিকে রক্ষা করলাম, আলহামদুলিল্লাহ

আমার এই পেজে শকুনের চোখ পড়েছে, এটাকে হ্যাক করার অনেক চেষ্টা করছে, আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, আপনারা কেউ ...
05/09/2024

আমার এই পেজে শকুনের চোখ পড়েছে, এটাকে হ্যাক করার অনেক চেষ্টা করছে, আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, আপনারা কেউ এই পেইজের কোনরকম বিজ্ঞাপন দ্বারা প্রতারিত হবেন না এবং মেসেঞ্জার থেকে কাউকে মেসেজ দিলে বা সহযোগিতা কামনা করলে, এগুলো থেকে বিরত থাকার অনুরোধ করছি, ধন্যবাদ সবাইকে।

পরবর্তী আপডেট না দেওয়া, পর্যন্ত সবাইকে পাশে থাকার অনুরোধ করছি!!!

 #দুবাই- ভ্রমণে কঠোর নীতিমালা =======================যারা ভিজিট ভিসায় দুবাই আসেন তাদের জন্য অভিবাসন কর্তৃপক্ষের জারি কর...
23/05/2024

#দুবাই- ভ্রমণে কঠোর নীতিমালা
=======================

যারা ভিজিট ভিসায় দুবাই আসেন তাদের জন্য অভিবাসন কর্তৃপক্ষের জারি করা কয়েকটি নির্দেশিকা এখানে রয়েছে...

1) বিমানবন্দরের কর্মকর্তারা সফরের উদ্দেশ্য, আবাসন সুবিধা এবং তাদের খরচের জন্য অর্থের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যারা সন্তোষজনক উত্তর দিতে পারবেন না, তাদের কে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হবে।

2) যারা ট্যুরিস্ট ভিসায় আসেন তাদের কাজ করার অনুমতি দেওয়া হবে না। ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি গুলোর জন্য ভিজিট ভিসাধারীদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া বেআইনি।

3) যারা কর্মসংস্থান ভিসায় আসেন, তাদের প্রবেশের অনুমতিপত্রে ভিসার যে নীতিমালা গুলো আছে, সেগুলো অনুসরণ করে আসতে হবে।

4) ভিজিট ভিসাধারীর উদ্দেশ্য যদি পর্যটন ক্রিয়াকলাপ হয়, তবে তারা যে হোটেলে থাকবেন সে সম্পর্কে তথ্য, ফিরতি টিকিট এবং খরচের জন্য ৩০০০ দেরহাম এর সম-পরিমাণ ডলার আনতে হবে।

5) যদি আপনি কোন আত্মীয় বা বন্ধুর সাথে দেখা করতে আসেন, কর্মকর্তারা তাদের ভিসা এবং পাসপোর্টের কপির পাশাপাশি তাদের ঠিকানা, ফোন নম্বর এবং থাকার জায়গার বিবরণ দিতে হবে।

6) এই নীতিমালা গুলো না মেনে যদি কোন বিমান কর্তৃপক্ষ যাত্রী নিয়ে আসে। তবে বিমান কর্তৃপক্ষকে ৫০০০ দেরহাম জরিমানা করবে।

#বি:দ্র- দয়া করে কেউ কোন দেশের ওয়ার্ক ভিসার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না।
======================================

#শেখ_হযরত_আলী
#ভিসা_ও_ইমিগ্রেশন_কনসালটেন্ট
#এমপেল_টুরস_এন্ড_ট্রাভেল
়া_পল্টন_ঢাকা_১০০০

যেকোন ভুলত্রুটির জন্য সংশোধনের সুযোগ দিয়ে পাশে থাকার অনুরোধ🤝
------------------------------------------------------------

*****লেখাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, অন্য কারো উপকারে আসতে পারে*****
=========================
#হজ্জ

12/05/2024

#হজ্জ করতে এসে জর্দার ব্যবসা
=======================
#আপনি অবাক হলেও ঘটনা কিন্তু সত্য.......

আজকাল মহিলাদের ব্যবসায়ী উদ্যোক্তা হয়ে ওঠার প্রবণতা আমরা নেট দুনিয়াতে ব্যাপকভাবে দেখতে পাই। কিন্তু এটা কেমন বিজনেস আইডিয়া? এ প্রশ্ন এখন আমাদের সবার মাথায়,.....১১/০৫/২০২৪ তারিখ ঢাকা থেকে সাউদি এরাবিয়ান এয়ার লাইন্স যোগে বেসরকারী ব্যবস্থাপনায় আগত হজ্জযাত্রী রেহেনা আক্তার এবং রাশেদা আক্তার সহ মোট ০২জন হজ্জযাত্রীর ০৪টি সুটকেস ভর্তি পর্যাপ্ত পরিমান জর্দাসহ নানা প্রকার তামাকপাতা থাকায় স্থানীয় কাষ্টমস্ কর্তৃপক্ষ কর্তৃক সেগুলো জব্দ করেন। পরবর্তীতে কাষ্টমস্ কর্তৃপক্ষ সুটকেসে থাকা মালামাল জব্দ করে খালি সুটকেসগুলো হজ্জ টার্মিনালে অবস্থিত বাংলাদেশ হজ্জ অফিসে হস্তান্তর করে। ব্যাগে প্রাপ্ত তথ্যাদি থেকে জানা যায়, উক্ত হজ্জযাত্রীগণ পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আগমন করেছেন। সৌদি কর্তৃপক্ষ হজ্জ যাত্রীদের লাগেজ পরিবহনে কাষ্টমস্ রুলস্ অনুসরনের পাশাপাশি বর্ণিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে অনুরোধ !!!

এমন ঘটনা একদিকে আমার দেশের ভাবমূর্তি নষ্ট করে, অন্যদিক থেকে আমরা ধর্মীয়ভাবে কটুক্তির স্বীকার হই।
আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন, সহীহ শুদ্ধভাবে হজ করার তৌফিক দিন, আমিন।

শেখ হযরত আলী
ভিসা ও ইমিগ্রেশন কনসালটেন্ট
এমপেল টুরস এন্ড ট্রাভেল
৪৩, নয়া পল্টন ঢাকা- ১০০০

যেকোন ভুলত্রুটির জন্য সংশোধনের সুযোগ দিয়ে পাশে থাকার অনুরোধ🤝

08/05/2024

এক ভিসায় ঘুরতে পারবেন মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে!!!

শুনতে একটু খটকা লাগছে তাই না?

আসেন খুলে বলছি,.......
এমন একটা নিউজ শুনে সবার অবাক হওয়া টাই স্বাভাবিক। কারণ আমাদের দেশের ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার এ সকল দেশের টুরিস্ট ভিসার পাওয়া বর্তমান সময়ে সবার জন্য খুবই কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন সময়ে সেনজেন ভিসার আদলে জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) চালু করলো নতুন এক ভিসার নীতিমালা । যার মাধ্যমে আপনি যে কোন একটি ভিসার মাধ্যমে উল্লেখিত ছয়টি দেশে আপনি ভ্রমণের জন্য ও ব্যবসায়ী কাজের জন্য যেতে পারবেন খুব সহজে। যেমন একটি মাত্র সেনজেন ভিসা নিয়ে ইউরোপের ২৯ টি দেশে ঘোরা যায়। ঠিক তেমন আপনি জিসিসি ভুক্ত যে কোন একটি দেশের ভিসা নিয়ে ঘুরতে পারবেন উল্লেখিত দেশগুলোতে। জিসিসি এই ভিসার নাম দিয়েছেন ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা। এ ভিসাতে গিয়ে আপনি ওই সকল দেশে ৩০ দিনের অধিক অবস্থান করতে পারবেন।

১! এই ভিসার জন্য আপনি কবে থেকে আবেদন করতে পারবেন?

২! এবং ভিসার জন্য আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস থাকতে হবে?

৩! কোথায় আবেদন করতে হবে, ভিসা ফি সহ অন্যান্য শর্তাবলী কি কি?

সে সকল বিষয়ে আপডেট পেতে এবং যেকোনো দেশের ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে যে কোন তথ্য পেতে আমার আইডি কে ফলো দিয়ে পাশে থাকুন! আপনাদের উৎস পেলে আরো নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাল্লাহ।

শেখ হযরত আলী
ভিসা ও ইমিগ্রেশন কনসালটেন্ট
এমপেল টুরস এন্ড ট্রাভেল
৪৩, নয়া পল্টন ঢাকা- ১০০০

যেকোন ভুলত্রুটির জন্য সংশোধনের সুযোগ দিয়ে পাশে থাকার অনুরোধ🤝

Albania E-visa InvitationHotel ConfirmationYou may get individually or full package.So no late, Get ready to flyConfirm ...
07/11/2023

Albania
E-visa
Invitation
Hotel Confirmation
You may get individually or full package.

So no late, Get ready to fly

Confirm Now:
01736303295



Address

43, Naya Paltan
Rajarbag
1000

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Saturday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Telephone

+880 1752-324353

Alerts

Be the first to know and let us send you an email when Ample tours & travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category