Anjan Air Travels

Anjan Air Travels We believe when our customers win, we win.

For more than 40 years we’ve fuelled the travel industry through our constant dedication, a dedication which has a name “Anjan Air Travels”. In the past decades, we have been helping our clients serving Offline Air, Hotel bookings, Hajj, Umrah, Manpower Clearance, Money Exchange, etc. As time passes it demands meaningful changes, a change which has become a necessity in our country. “Anjan Air Travels” has full support for these changes.

27/05/2025

ক্রোশিয়া,জাপান,গ্রিস,মাল্টা,সুইডেন,পোল্যান্ড, লাটভিয়া,লুক্সেমবার্গ Appointment Available





01711531772 Whats App Only

সিংগাপুরের ভিসা এখন মধু মধু মধু রসমালাই 😎🤣🤣!! GET YOUR VISA WITH US HASSLE-FREE 😎
08/04/2025

সিংগাপুরের ভিসা এখন মধু মধু মধু রসমালাই 😎🤣🤣!!

GET YOUR VISA WITH US HASSLE-FREE 😎

যারা সৌদি আরবের  আল মারাই ডিরেক্ট কোম্পানি তে যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আমাদের সাথে।বিদ্রঃ ভিসা সরাসরি কোম্পানির নাম...
26/01/2025

যারা সৌদি আরবের আল মারাই ডিরেক্ট কোম্পানি তে যেতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আমাদের সাথে।

বিদ্রঃ ভিসা সরাসরি কোম্পানির নামে হবে।যদি নাহয় আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।

কাজের ধরনঃ জেনারেল ওয়য়ার্কার হিসেবে যেকোনো ধরনের কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতনঃ ১২০০ রিয়াল+ খাবার ২০০ রিয়াল।

বাসস্থান,আকামা,ও ইন্সুরেন্স কোম্পানি বহন করবে।

ডিউটিঃ ৮ ঘন্টা+ ওভারটাইম

যোগাযোগঃ 01314-973346 আমান হোসেন অঞ্জন
01994345634 মোঃ মেহেদী হাসান

ঠিকানাঃ বিজয় নগর পানির টেংকি, হোটেল ফার্স এর পাশে,মনির ট্রেড সেন্টার ২য় তলা, ঢাকা-১০০০

NO VISA, NO FEE পাকিস্তানের ই-ভিসা( Visa Prior To Arrival)করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে  ভিসা করে রাখুন ডিরেক্ট ফ্ল...
04/11/2024

NO VISA, NO FEE

পাকিস্তানের ই-ভিসা( Visa Prior To Arrival)
করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ভিসা করে রাখুন ডিরেক্ট ফ্লাইট খুব শীঘ্রই চালু হয়ে যাবে। ১ম দিকে ফ্লাইট চালু হলে হয়তো কম ফেয়ারে অফার পেতে পারেন তাই ই-ভিসা রেডি রাখুন যাতে ইচ্ছে হলেই চলে যেতে পারেন।
আমাদের যা যা দিতে হবেঃ

১. পাসপোর্টের স্ক্যান কপি কালার এবং একদম স্বচ্ছ হতে হবে (ঘোল বা সাদাকালো রিজেক্ট হয়)

২. সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি (টুপি,চশমা ছাড়া) স্ক্যান না অবশ্যই স্বচ্ছ হতে হবে সফটকপি
(তা না হলে ছবি সাবমিট নেয় না)

৩. ভিসা বাবদ আমাদের সার্ভিসচার্জ
১৫০০/- টাকা মাত্র।

👑পাকিস্থানে ভ্রমন সংক্রান্ত মোটামুটি একটা ধারনা নিম্নে দেওযা হলঃ-
✈️টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।

✈️লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।

✈️ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।

✈️কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।

✈️প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।

✈️মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।

✈️ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।

✈️খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:

• ই-ভিসা।
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা।
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা।
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)

✈️ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী

✈️থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।

✈️অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।

সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।

ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

✈️ ইনশা আল্লাহ আমাদের মাধ্যমে কোন সার্ভিস নিলে আশা করি প্রতারিত হবেন না।

05/07/2024

Newzeland NZeTA Issue করতে নক দিন

27/06/2024

" AUTRALIA VFS এর DATE নিতে যোগাযোগ করুন "

04/06/2024
ব্রাজিলের ভিজিট ভিসা পাওয়ার জন্য যা যা ডকুমেন্টস লাগে১. অনলাইন ভিসা আবেদন ফর্ম পূরণ ২. পাসপোর্ট এর তথ্য  সকল তথ্য  পাতার...
11/04/2024

ব্রাজিলের ভিজিট ভিসা পাওয়ার জন্য যা যা ডকুমেন্টস লাগে

১. অনলাইন ভিসা আবেদন ফর্ম পূরণ
২. পাসপোর্ট এর তথ্য সকল তথ্য পাতার ফটোকপি এবং অরিজিনাল কপি
৩. জাতীয় পরিচয় পত্র বা জন্মনিবন্ধন এর অনুবাদিত এবং নোটারাইজড কপি
৪. পাসপোর্ট সাইজের দুটো ছবি
৫. ব্যাক্তিগত ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যালেন্স সার্টিফিকেট
৬. ব্যাক্তিগত আয়কর রিটার্ন সার্টিফিকেট
৭. পেইড ইউটিলিটি বিল
৮. পুলিশ ক্লিয়ারেন্স এর অরিজিনাল এবং ফটোকপি
৯. ব্রাজিলের হোটেল বুকিং
১০. রিটার্ন সহ এয়ার টিকেট রিজার্ভেশন
১১. লেটার অব ইন্ট্রোডাকশন এন্ড ডিক্লারেশন অব কারেন্ট স্টাটাস অব দি ভিজিট
১২. কারেন্ট এমপ্লয়মেন্ট এর প্রমাণ : চুক্তি, সেলারি স্টেটমেন্ট, পে স্লিপ গত ৬ মাসের, এনওসি।
Contact : 01314973346

রোমানিয়া এবং বুলগেরিয়ার জন্য বিমান ও সমুদ্র ভ্রমণের জন্য সীমান্ত চেক তুলে নিয়েছে কারণ তারা শেনজেন এলাকায় যোগদান করতে ...
21/01/2024

রোমানিয়া এবং বুলগেরিয়ার জন্য বিমান ও সমুদ্র ভ্রমণের জন্য সীমান্ত চেক তুলে নিয়েছে কারণ তারা শেনজেন এলাকায় যোগদান করতে যাচ্ছে।
31 শে মার্চ থেকে, রোমানিয়া বা বুলগেরিয়া এবং কোনও শেনজেন সদস্য দেশের মধ্যে ভ্রমণকারী বিমান এবং সমুদ্র যাত্রীদের আর সীমান্ত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হবে না।
স্থল সীমান্তে চেক অপসারণের আলোচনা এই বছর অব্যাহত থাকবে। ইউরোপীয় পার্লামেন্ট এর আগে রোমানিয়া এবং বুলগেরিয়া শেনজেন এলাকায় পূর্ণ যোগদানের আহ্বান জানিয়েছে।

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য নিম্মলিখিত সঠিক তথ্য সমূহ প্রদান করুন এবং আপনার কাঙ্খিত ভিসা পেতে আমাদের সহযোগীতা ...
17/10/2023

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য নিম্মলিখিত সঠিক তথ্য সমূহ প্রদান করুন এবং আপনার কাঙ্খিত ভিসা পেতে আমাদের সহযোগীতা করুন:
১. ০৬ মাস মেয়াদ সম্পন্ন বৈধ পাসপোর্ট কপি
২. সদ্য তোলা ২*২ ইঞ্চি পাসপোর্ট সাইজ ছবি
৩. বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল
৪. জাতীয় পরিচয়পত্র
৫. আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে
৬. ভিজিটিং কার্ড (কর্মক্ষেত্রের বিবরণ)
৭. পূর্ববতী সর্বশেষ ইন্ডিয়ান ভিসার কপি (যদি পূর্বে ইন্ডিয়ায় ভ্রমণ করে থাকেন)
৮. বিগত দশ বছরে যেসকল দেশ ভ্রমণ করেছেন সেই সকল দেশের নাম উল্লেখ করুন
৯. যদি আপনি স্টুডেন্ট বা অন্যের ইনকাম সোর্সের উপর নির্ভরশীল হন তবে উক্ত ব্যাক্তির কর্মবিবরণী উল্লেখ করুন (ভিজিটিং কার্ড)
১০. মেডিকেল ভিসার ক্ষেত্রে বাংলাদেশে দেখানো ডাক্তারের প্রেসক্রিপশন এবং টেস্টের কপি।
বি:দ্র: সকল ডকুমেন্ট অবশ্যই স্ক্যান কপি পাঠাতে হবে। (অস্পষ্ট ডকুমেন্টস গ্রহণ যোগ্য নয়)
খরচ সমূহ:
১. এম্বাসি ফি: ৮৫০/-
২. ভিসা প্রসেসিং ফি: ৫০০/- (মেডিকেল ভিসার ক্ষেত্রে ১,৫০০/-)
বি:দ্র:
- ভিসা ইস্যু হওয়া সম্পূর্ণ এম্বাসীর উপর নির্ভরশীল।
- ভিসা ফি এবং প্রসেসিং ফি অফেরত যোগ্য।

WhatsApp : 01711531772

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Anjan Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anjan Air Travels:

Share

Category