Anowar Travels

Anowar Travels A Trusted name in the travelling world

Bangladeshi Student হিসেবে আপনি ইউরোপের অনেক দেশে ইংরেজি ভাষায় পড়াশোনা করার সুযোগ ও স্কলারশিপ পেতে পারেন।তো চলুন দেখি ...
06/08/2025

Bangladeshi Student হিসেবে আপনি ইউরোপের অনেক দেশে ইংরেজি ভাষায় পড়াশোনা করার সুযোগ ও স্কলারশিপ পেতে পারেন।

তো চলুন দেখি নেই কোন কোন দেশে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। আর হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস আমাদের পেইজে পোস্ট করা হবে,

🇳🇱 Netherlands (নেদারল্যান্ডস)
• Course Language: প্রায় সব মাস্টার্স এবং অনেক ব্যাচেলর কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Holland Scholarship – €5,000 এককালীন।
• Orange Tulip Scholarship – পুরো অথবা আংশিক টিউশন ফি কাভার করে।
• Visa Ratio: ভালো, কিন্তু ফান্ড প্রমাণ দরকার হয়।



🇩🇪 Germany (জার্মানি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে হয়।
• Scholarships:
• DAAD Scholarship – মাসিক €934 থেকে শুরু, টিউশন ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Tuition Fees: প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ফ্রি বা খুব কম ফি।
• Visa Ratio: ভালো, ব্লক অ্যাকাউন্ট লাগবে।



🇫🇮 Finland (ফিনল্যান্ড)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স – দুটোই ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• University-based টিউশন ফি স্কলারশিপ ও স্টাইপেন্ড (up to 100%)।
• Visa Ratio: ভালো এবং ফান্ড প্রমাণ করা লাগে।



🇸🇪 Sweden (সুইডেন)
• Course Language: মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• Swedish Institute Scholarship (SISGP) – পুরো ফান্ডেড স্কলারশিপ (tuition, monthly expense, airfare)।
• University-specific স্কলারশিপ।
• Visa Ratio: ভালো, ফান্ড ও IELTS দরকার।



🇫🇷 France (ফ্রান্স)
• Course Language: অনেক মাস্টার্স কোর্স ইংরেজিতে হয়।
• Scholarships:
• Eiffel Excellence Scholarship – মাসিক €1,181 থেকে শুরু, ট্রাভেল, হেলথ ইন্স্যুরেন্স সহ।
• Campus France এর বিভিন্ন স্কলারশিপ।
• Tuition Fees: সরকারী বিশ্ববিদ্যালয়ে টিউশন কম।
• Visa Ratio: উন্নতমানের SOP লাগবে।



🇮🇹 Italy (ইতালি)
• Course Language: অনেক মাস্টার্স ও কিছু ব্যাচেলর ইংরেজিতে পাওয়া যায়।
• Scholarships:
• DSU Scholarship – সম্পূর্ণ ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া।
• Invest Your Talent in Italy – ফান্ডেড স্কলারশিপ কিছু কোর্সে।
• Visa Ratio: খুব ভালো, প্রতি বছর অনেক বাংলাদেশি পান।



🇧🇪 Belgium (বেলজিয়াম)
• Course Language: ইংরেজিতে মাস্টার্স বেশি, কিছু ব্যাচেলরও পাওয়া যায়।
• Scholarships:
• VLIR-UOS Scholarship – পুরো ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ (priority to Bangladesh)।
• Visa Ratio: মাঝারি, কাগজ ঠিক থাকলে হয়।



🇭🇺 Hungary (হাঙ্গেরি)
• Course Language: ব্যাচেলর ও মাস্টার্স দুইটাই ইংরেজিতে।
• Scholarships:
• Stipendium Hungaricum Scholarship – পুরো ফান্ডেড: টিউশন, থাকা, খাওয়া, মাসিক স্টাইপেন্ড।
• Visa Ratio: ভালো এবং IELTS ছাড়াও apply করা যায়।



🇨🇿 Czech Republic (চেক রিপাবলিক)
• Course Language: মাস্টার্স কোর্সে ইংরেজি প্রচুর আছে।
• Scholarships:
• Government scholarship + University scholarship।
• Tuition Fees: তুলনামূলকভাবে কম।
• Visa Ratio: মাঝারি।

✅ কিছু গুরুত্বপূর্ণ দিক:
• IELTS: বেশিরভাগ স্কলারশিপের জন্য দরকার হয়, কিন্তু কিছু স্কলারশিপে Medium of Instruction (MOI) গ্রহণযোগ্য।
• ভুয়া স্কলারশিপ থেকে সাবধান: যদি কেউ স্কলারশিপের নামে টাকা চায় বা বলে ১০০% গ্যারান্টি—সেটা ফেক।
• Always Apply via: অফিসিয়াল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা সরকারি স্কলারশিপ পোর্টাল (DAAD, Campus France, Study in Hungary, ইত্যাদি)।

Thanks Everyone ❤️

জব ভিসা পর্তুগাল প্রসেসিং সময় ১২+ যাদের ধৈর্য আছে তারাই যোগাযোগ করুন।
28/07/2025

জব ভিসা পর্তুগাল
প্রসেসিং সময় ১২+
যাদের ধৈর্য আছে তারাই যোগাযোগ করুন।

সার্বিয়া কাজের ভিসা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই পোস্ট এ চেষ্টা করব সার্বিয়া নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার। সার্...
08/07/2025

সার্বিয়া কাজের ভিসা নিয়ে আজকে আলোচনা করব। আমার এই পোস্ট এ চেষ্টা করব সার্বিয়া নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার।

সার্বিয়া দেশকে চিনেন না এমন ছেলে খুব কম পাওয়া যাবে। যারা ইউরোপ এর নেশায় ডুবে আছেন তাদের কাছে এই দেশটি খুবই সুপরিচিত। কত ছেলের ইউরোপ স্পন এই সার্বিয়া দেশে যাওয়ার মাধ্যমে হয়েছে। আবার অনেকে এই সার্বিয়াতে ফাইল দিয়ে বসে আছেন ,অনেকে সার্বিয়া জন্য অনেক টাকা লস দিয়েছেন।প্রতিদিন অনেকেই সার্বিয়া কাজের ভিসা নিয়ে অনেক প্রশ্ন করেন সবার প্রশ্নের উত্তর নিয়ে আজকে লিখব।

শুরুতে সার্বিয়া পরিচিতি নিয়ে একটু লিখে নেই

সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপ এ বলকানে অবস্তিত।বলকানের অন্যতম প্রধান দেশ এটি। সার্বিয়া রাজধানীর নাম হল বেলগ্রেড। সার্বিয়া প্রতিবেশী দেশ হল Hungary ,Romania ,Bulgaria ,Bosnia ,Croatia ,
Northmacedonia , সার্বিয়া টাকে সার্বিয়ান দিনার বলা হয়।

১/ বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা হয় কি না?

জি সার্বিয়া কাজের ভিসা হয়

২/ সার্বিয়া ফাইল জমা দিতে কত টাকা লাগে ?

সার্বিয়া ফাইল জমা দিতে ৮ লাখ ,৯লাখ ,১০ লাখ এটা ডিপেন্ড করতেছে আপনি কার মাধ্যমে কাজ করাবেন

৩/ সার্বিয়া ফাইল জমা দিতে মেডিকেল Certificate লাগে কি না?

না মেডিকেল Certificate লাগে না।

৪/ সার্বিয়া Work Permit আসতে সময় কত দিন লাগে?

২ থেকে ৩ মাস যদি ভাল মাধ্যমে জমা দিন।

৫/ সার্বিয়া Work Permit অনলাইন হতে কত দিন সময় লাগে ?

সার্বিয়া Work permit অনলাইন হতে ৭ থেকে ১৫ দিন লাগে।

৬/ সার্বিয়া Approval আসতে কেমন সময় লাগে?

অনলাইন হওয়ার পর ৩ থেকে ৪ মাস

৭/ সার্বিয়া ফুল ভিসা প্রসেস হতে কেমন সময় লাগবে ?

১ বছর

৮/ সার্বিয়া Work permit Approval হওয়ার পর স্টিকার ভিসা লাইগা আসতে কেমন সময় লাগে ?

২ মাসের মতন

৯/ সার্বিয়া ৩ মাসে কাজে ভিসা সম্ভব কি না ?

এটা সম্ভব না যারা বলবে যে তারা ৩ মাসে ভিসা করাবে ওরা জাস্ট আপনার টাকা নিয়ে আপনাকে ঘুরাবে

১০/ সার্বিয়া Airport কন্ট্রাকে যাওয়া যায় কি না ?

না এগুলো পসিবল না

১১/ সার্বিয়া এমবেসি কি বাংলাদেশে আছে ?

না তবে বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসার সব কাজ করা যায়।

১২/ সার্বিয়া টু ইতালি যাওয়া যায় কি না ?

জি বৈধ ও অবৈধ দুই সিস্টেমে আপনি যাইতে পারবেন

১৩/ সার্বিয়া একজন বাংলাদেশী কত টাকা ইনকাম করতে পারে ?

৪০০ ইউরো থেকে ৫৫০ ইউরো

১৪/.সার্বিয়াতে কোন কাজ বেশি মিলে?

কনস্ট্রাকশন ,Restaurant ,Hotel ,Cleaing একজন বাংলাদেশী হিসাবে এই কাজগুলো চয়েজ করতপারেন

১৫/সার্বিয়াতে যাওয়ার পর কাজ Change করা যায় কি না?

যাওয়ার সাথে সাথে কাজ Change করতে পারবেন না।

১৬/ সার্বিয়াতে TRC Card পাইতে কেমন সময় লাগে?

যদি আপনার সব কিছু টিকটাক থাকে তাহলে ১ থেকে ২ মাসে আপনি Trc card পাবেন।

১৭/ সার্বিয়াতে Pr পাইতে কেমন সময় লাগে ?

সার্বিয়াতে Pr পেতে মিনিমাম আপনাকে Serbia তে ৫ বছর বৈধবাবে থাকতে হবে তারপর Pr জন্য আবেদন করতে পারবেন।

১৮/ সার্বিয়া ভিসা রেশিও কেমন ?

এখন একটু ভাল আছে।

১৯/ সার্বিয়া ভিসা কন্ট্রাকে করা যায় কি না?

না কন্ট্রাকে সার্বিয়া ভিসা করানো যায় না।

২০/ সার্বিয়া কন্ট্রাকে Approval করানো যায় কি না?

না কন্ট্রাকে Approval আনা যায় না।

আশা করি যারা সার্বিয়া নিয়ে যত প্রশ্ন ছিল সব কিছুর উত্তর পেয়ে গেছেন ,আর কোন কিছু জানার থাকলে কমেন্ট করে ফেলুন পোস্ট টা শেয়ার দিতে ভুলবেনা।

🇧🇩 বাংলাদেশ থেকে সহজ উপায়ে লিথুয়ানিয়া যাওয়ার ফুল গাইড 🌍থাইল্যান্ড বা নেপাল অফিস থেকে আবেদন করে নিজের হাতে ইউরোপের টি...
02/07/2025

🇧🇩 বাংলাদেশ থেকে সহজ উপায়ে লিথুয়ানিয়া যাওয়ার ফুল গাইড 🌍
থাইল্যান্ড বা নেপাল অফিস থেকে আবেদন করে নিজের হাতে ইউরোপের টিকিট নিশ্চিত করুন ✈️🇱🇹

আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চান, তাহলে এখন খুব সহজ ও সঠিক একটি পথ আছে 👉 সেটা হলো লিথুয়ানিয়া ভিসা। আপনি সরাসরি ঢাকায় না গিয়ে নেপাল 🇳🇵 অথবা থাইল্যান্ড 🇹🇭 থেকে ভিসার জন্য আবেদন করতে পারেন, কোনো দালাল ছাড়াই।

🔰 কেন লিথুয়ানিয়া?
✔️ ইউরোপিয়ান ইউনিয়নের দেশ
✔️ কাজের সুযোগ আছে
✔️ থাকার খরচ তুলনামূলকভাবে কম
✔️ এখান থেকে পুরো ইউরোপ ঘুরতে পারবেন

🔎 কোন ধরণের ভিসা পাবেন?
১️⃣ ট্যুরিস্ট ভিসা (C-Visa)
২️⃣ কাজের ভিসা বা স্টাডি ভিসা (D-Visa)

📜 যা যা দরকার হবে:
✅ বৈধ পাসপোর্ট (৬ মাসের বেশি মেয়াদ)
✅ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
✅ ব্যাংক স্টেটমেন্ট (১ থেকে ৩ লাখ টাকা ব্যালেন্স)
✅ হোটেল বুকিং বা ইনভিটেশন
✅ বিমা কভারেজ
✅ ফ্লাইট বুকিং
✅ চাকরির অফার লেটার (যদি ওয়ার্ক ভিসা হয়)
✅ ডি-ভিসার জন্য: Police clearance, মেডিকেল রিপোর্ট, চুক্তিপত্র

🏢 যেখান থেকে আবেদন করবেন:

📍 থাইল্যান্ড অফিস (Bangkok):
🗺️ ঠিকানা: 252 Ratchadaphisek Rd, 17th Floor, Bangkok
📞 ফোন: +66 2 665 4190
📧 ইমেইল: [email protected]

📍 নেপাল অফিস (Kathmandu):
🗺️ ঠিকানা: 120 Nurshing Chowk, Thamel, Kathmandu
📞 ফোন: +977 1470 0275
📧 ইমেইল: [email protected]

🧳 যেভাবে যাবেন ধাপে ধাপে:
1️⃣ বাংলাদেশ থেকে নেপাল বা থাইল্যান্ড যান (Visa-free বা সহজ ভিসা)
2️⃣ সেখান থেকে Lithuanian কনস্যুলেটে সরাসরি ভিসার জন্য আবেদন করুন
3️⃣ কাগজপত্র জমা দিয়ে বায়োমেট্রিক দিন
4️⃣ ১৫-৩০ দিনের মধ্যে ভিসা হয়ে গেলে ফ্লাইট বুক করে লিথুয়ানিয়া চলে যান
5️⃣ এরপর ওয়ার্ক পারমিট বা রেসিডেন্স কার্ডের আবেদন করুন

⚠️ বিশেষ পরামর্শ:
❌ দালালের পিছনে টাকা নষ্ট করবেন না
✅ নিজেই সব কিছু বুঝে আবেদন করুন
✅ অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করুন।

🌟 আজই শুরু করুন প্রস্তুতি!
আপনার স্বপ্নের ইউরোপ যাত্রা হতে পারে এই পোস্ট থেকে 🚀
শেয়ার করুন – যাদের দরকার, তাদের উপকার হবে!

17/06/2025

Study in Malaysia 🇱🇷
50% Scholarship
AT
Masha & Nilai University

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে--
09/06/2025

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে--

26/05/2025

ভারতের LTV ভিসা (Long Term Visa) সম্পর্কে বিস্তারিত:
কারা এই ভিসার জন্য যোগ্য?
পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘু ধর্মাবলম্বী (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান)।

যাঁরা ভারতে আশ্রয় নিয়েছেন ও ভারতীয় নাগরিকত্ব পেতে ইচ্ছুক।

যাঁরা রাজনৈতিক বা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে পালিয়ে এসেছেন।

কিছু ক্ষেত্রে পাকিস্তানি বা বাংলাদেশি নাগরিকেরা ভারতীয় নাগরিকদের স্ত্রী/স্বামী বা সন্তান হিসেবে আবেদন করতে পারেন।

ভিসার মেয়াদ:
সাধারণত ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদ হয়।

নির্দিষ্ট সময় পর পর নবায়ন (renewal) করতে হয়।

সুবিধা:
ভারতে বসবাস, পড়াশোনা, ব্যবসা বা চাকরি করার সুযোগ থাকতে পারে (বিশেষ অনুমতিসাপেক্ষে)।

নাগরিকত্বের জন্য পরবর্তীতে Citizenship Act, 1955 অনুযায়ী আবেদন করতে পারেন।

আবেদন প্রক্রিয়া:
FRRO (Foreigners Regional Registration Office) বা জেলা প্রশাসকের (DM/SDM) কার্যালয়ে আবেদন করতে হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:

পাসপোর্ট (যদি থাকে)

জন্মনিবন্ধন/পরিচয়পত্র

ভারতে প্রবেশের প্রমাণ

ধর্মীয় সংখ্যালঘু হওয়ার প্রমাণ

বাসস্থানের ঠিকানা

আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে LTV ইস্যু হয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের LTV ভিসা
১. LTV ভিসা কারা পেতে পারেন?
বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাঁরা নিচের ক্যাটাগরিতে পড়েন, তাঁরা ভারতের LTV ভিসার জন্য আবেদন করতে পারেন:

ধর্মীয় সংখ্যালঘু (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি)।

যাঁরা ধর্মীয় বা রাজনৈতিক নিপীড়ন থেকে বাঁচার জন্য ভারতে এসেছেন।

যাঁরা ভারতীয় নাগরিকের স্বামী/স্ত্রী বা সন্তান, এবং ভারতে বসবাস করতে চান।

ভারতে ঢোকার পরে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করেছেন এবং সরকার মানবিক কারণে LTV ভিসা দিয়েছে।

২. আবেদন করার স্থান ও পদ্ধতি
প্রাথমিকভাবে ভারত প্রবেশ করতে হবে ট্যুরিস্ট বা মেডিকেল ভিসায়।
তারপর ভারতে অবস্থানকালীন নিচের দুইটির যেকোনো একটিতে যেতে হবে:

FRRO (Foreigners Regional Registration Office)

জেলা ম্যাজিস্ট্রেট (DM/SDM) অফিস

সেখানে LTV ভিসার আবেদনপত্র জমা দিতে হবে।

৩. প্রয়োজনীয় কাগজপত্র
পাসপোর্ট ও ভিসা কপি

ধর্মীয় সংখ্যালঘু হওয়ার প্রমাণ (ধর্মীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি)

ভারতে প্রবেশের তারিখ ও প্রমাণ

বাসস্থানের ঠিকানা (ভারতের)

আবেদনপত্র (LTV ফর্ম)

পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট (পরে করা হবে)

ভারতের নাগরিক হলে তার পরিচয়পত্র (যদি স্ত্রী/স্বামী হন)

৪. সুবিধাসমূহ
১ থেকে ৫ বছরের জন্য ভারতে বসবাসের অনুমতি

পড়াশোনা, চিকিৎসা, বাসস্থান ভাড়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদির অনুমতি

নির্দিষ্ট সময় পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন (বিশেষ করে CAA এর আওতায়)

ভিসা নবায়ন (renewal) করা যাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমে

৫. নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা
ভারতের Citizenship Amendment Act (CAA) 2019 অনুযায়ী, যাঁরা:

২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগেই ভারতে এসেছেন

হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান বা পার্সি
তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য সরাসরি আবেদন করতে পারেন।

উল্লেখযোগ্য বিষয়:
অবৈধভাবে প্রবেশকারীদের ক্ষেত্রেও মানবিক কারণে আবেদন গ্রহণ করা যেতে পারে।

সব আবেদন সরকারের নিরাপত্তা যাচাইয়ের ওপর নির্ভর করে।

কেউ কেউ LTV-তে থেকে পরে OCI (Overseas Citizen of India) আবেদন করেন।

ভারতের LTV ভিসার আবেদন – স্টেপ-বাই-স্টেপ গাইড (বাংলাদেশি নাগরিকদের জন্য)
Step 1: ভারতে প্রবেশ
প্রথমে একটি বৈধ ভিসা (যেমন: ট্যুরিস্ট, মেডিকেল ইত্যাদি) নিয়ে ভারতে প্রবেশ করুন।

অবৈধভাবে প্রবেশ করলেও বিশেষ ক্ষেত্রে (ধর্মীয় সংখ্যালঘু, মানবিক কারণ) LTV বিবেচনায় আসতে পারে।

Step 2: স্থানীয় প্রশাসনের কাছে আবেদন
ভারতে প্রবেশের পর আপনার বসবাসের এলাকায় যান:

FRRO অফিস (Foreigners Regional Registration Office) অথবা

DM/SDM অফিস (জেলা ম্যাজিস্ট্রেট/সহকারী ম্যাজিস্ট্রেট)

Step 3: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন
✅ LTV ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেকলিস্ট:
নং কাগজপত্র বিস্তারিত
1 পাসপোর্ট ও প্রবেশ ভিসার কপি বৈধ ভিসাসহ প্রথম প্রবেশের তারিখ
2 ধর্মীয় সংখ্যালঘু হওয়ার প্রমাণ জন্মসনদ/জাতীয় পরিচয়পত্র/ধর্মীয় প্রমাণপত্র
3 ভারতে প্রবেশের তারিখ প্রমাণ ট্রাভেল রেকর্ড বা প্রবেশের সময়কার ডকুমেন্ট
4 ভারতে বর্তমান ঠিকানা বাড়িভাড়া চুক্তি, ইউটিলিটি বিল, হোস্টেল লেটার ইত্যাদি
5 আবেদনপত্র (LTV Form) অফিস থেকে পাওয়া যাবে অথবা অনলাইনে পাওয়া যায়
6 ভারতীয় নাগরিক হলে তার প্রমাণ (যদি স্বামী/স্ত্রী বা সন্তান হয়ে থাকেন)
7 পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আবেদন গ্রহণের পর স্থানীয় থানা এটি প্রস্তুত করে

Step 4: আবেদন জমা ও যাচাই
কাগজপত্র যাচাই শেষে আপনার ফাইল স্থানীয় প্রশাসন থেকে কেন্দ্রে পাঠানো হয়।

নিরাপত্তা যাচাইয়ের (Police Verification) পরে LTV ভিসা অনুমোদিত হয়।

Step 5: ভিসা ইস্যু এবং নবায়ন
অনুমোদন পেলে LTV ভিসা সাধারণত ১-৫ বছরের জন্য ইস্যু হয়।

মেয়াদ শেষ হওয়ার আগে FRRO বা DM অফিসে গিয়ে নবায়ন করতে হবে।

Step 6: নাগরিকত্বের জন্য আবেদন (ঐচ্ছিক)
নির্দিষ্ট সময় ভারতে অবস্থানের পর (বিশেষ করে CAA-এর আওতায়) আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।

মাত্র - ৭৫০০/- জনপ্রতি সাজেক প্রিমিয়াম ট্যুরে দুই রাত থাকার প্যাকেজে, ঘুরে আসুন ঈদের ছুটিতে ৪ রাত ৩ দিনের ট্রিপে,,ঈদের ...
25/05/2025

মাত্র - ৭৫০০/- জনপ্রতি সাজেক প্রিমিয়াম ট্যুরে দুই রাত থাকার প্যাকেজে,
ঘুরে আসুন ঈদের ছুটিতে ৪ রাত ৩ দিনের ট্রিপে,,

ঈদের আনন্দ হবে এবার দিগুন 😍
আমরা দিচ্ছি আরামদায়ক পরিবহন, মান সম্মত খাবার, হিল ভিউ রিসোর্ট সহ সম্পূর্ণ হিডেন চার্জ মুক্ত প্যাকেজ,,

দয়াকরে সম্পূর্ণ লেখাটি ভালো করে পরুন,,
ভালো লাগলে তবেই বুকিং কনফার্ম করুন, ধন্যবাদ।

🗓️ ভ্রমন তারিখঃ
০৯ জুন সোমবার রাতে রওনা
১০ জুন মঙ্গলবার রাতে রওনা
১১ জুন বুধবার রাতে রওনা
১২ জুন বৃহস্পতিবার রাতে রওনা

⏰ গাড়ি ছাড়ার সময়ঃ
(অনাকাঙ্ক্ষিত কারনে কিছুটা সময় কম/বেশি হতে পারে)
- ঢাকা গাবতলী থেকে রাত ৯:৩০ মিনিটে।
- ঢাকা আরামবাগ থেকে রাত ১০ টায়।
- ঢাকা ফকিরাপুল থেকে রাত ১০:৩০ মিনিটে।
- ঢাকা সায়দাবাদ থেকে রাত ১১ টায়।

এছাড়াও যে সকল স্থান থেকে যেতে পারবেন -
- কুমিল্লা বিশ্বরোড থেকে রাত ১১ টায়।
- ফেনী মহিপাল থেকে রাত ১২ টায়।

সকল খরচ প্যাকেজে অন্তর্ভুক্ত,
আমাদের প্যাকেজের বাহিরে অতিরিক্ত কোন খরচ নেই।

সাজেক দুই রাত থাকার প্যাকেজ- ৪ রাত ৩ দিন
সিঙ্গেল প্যাকেজ - (সকল খরচ সহ) এক রুমে ৪ জন
================================
✓ ইকোনমিক বাজেটঃ
মাত্র - ৭,৫০০/- টাকা জনপ্রতি খরচ।
(৩৬ সিটের বিজনেস ক্লাস সমমান বাস, সাদা জীপ গাড়িতে সাজেক খাগড়াছড়ি ভ্রমন, আঁট বেলা ট্রেডিশনাল খাবার, হিল ভিউ বারান্দা সহ রিসোর্টে থাকা ও সকল স্পটের প্রবেশ টিকেট সহ ফুল প্যাকেজ)

কাপল প্যাকেজ - (সকল খরচ সহ) এক রুমে ২ জন
===============================
✓ ইকোনমিক বাজেটঃ
মাত্র - ২০,৫০০/- টাকা দুইজনের খরচ।
(৩৬ সিটের বিজনেস ক্লাস সমমান বাস, সাদা জীপ গাড়িতে সাজেক খাগড়াছড়ি ভ্রমন, আঁট বেলা ট্রেডিশনাল খাবার, হিল ভিউ বারান্দা সহ রিসোর্টে থাকা ও সকল স্পটের প্রবেশ টিকেট সহ ফুল প্যাকেজ)

ফ্যামিলি প্যাকেজ - (সকল খরচ সহ) এক রুমে ৩ জন
===============================
✓ ইকোনমিক বাজেটঃ
মাত্র - ৮,৫০০/- টাকা জনপ্রতি খরচ।
(৩৬ সিটের বিজনেস ক্লাস সমমান বাস, সাদা জীপ গাড়িতে সাজেক খাগড়াছড়ি ভ্রমন, আঁট বেলা ট্রেডিশনাল খাবার, হিল ভিউ বারান্দা সহ রিসোর্টে থাকা ও সকল স্পটের প্রবেশ টিকেট সহ ফুল প্যাকেজ)

বুকিং প্রক্রিয়া-
✓ সাজেক ভ্রমনে আগ্ৰহী হলে অবশ্যই ন্যূনতম ৮/১০ দিন পূর্বে বুকিং কনফার্ম করুন।

✓বুকিং মানিঃ জনপ্রতি ১,৫৩০/- টাকা (অফেরতযোগ্য) বুকিং মানি জমা দিয়ে আপনার পছন্দের আসনটি বুঝে নিন।

✓ বুকি নম্বরঃ 01718386302 (বিকাশ/নগদ পার্সোনাল)।

বিঃদ্রঃ বয়স্ক মানুষ, শিশু বা মহিলাদের সামনের সিটের অগ্ৰাধিকার ।

ভ্রমনে যা যা দেখতে পারবেনঃ
=====================
০১) খাগড়াছড়ি শাপলা চত্বর।
০২) আঁকাবাঁকা পাহাড়ি পথ।
০৩) বাঘাইহাট জোন।
০৪) রুইলুই পাড়া।
০৫) স্টোন গার্ডেন।
০৬) সাজেক মসজিদ।
০৭) সাজেক ভ্যালি জিরো পয়েন্ট।
০৮) হ্যালিপ্যাড হিল ভিউ।
০৯) কংলাক পাহাড়।
১০) লুসাই গ্ৰাম।
১১) আলুটিলা গুহা।
১২) ঝুলন্ত ব্রীজ।
১৩) নন্দন কানন পার্ক।
১৪) আলুটিলা হিল ভিউ পয়েন্ট।
১৫) ঝর্না (সময় সাপেক্ষ)

খাবারে যা যা থাকছেঃ
================
১ম দিনঃ-
সকালঃ চিকেন খিচুড়ি ও চা।
দুপুরঃ ভাত, বেম্বো চিকেন, ভর্তা, সবজি, ডাল, সালাদ ও পানি।
রাতঃ- পরোটা, কোয়াটার চিকেন BBQ ও কোক।

২য় দিনঃ-
সকালঃ- পরোটা, ডাল ও ডিম।
দুপুরঃ- ভাত, হাঁসের মাংস, ভর্তা, সবজি, ডাল ও সালাদ।
রাতেঃ- চিকেন বেম্বো বিরিয়ানি ও কোক।

৩য় দিনঃ-
সকালঃ- ডিম, খিচুড়ি ও চাটনি।
দুপুরঃ- ভাত, গরু/মুরগি/মাছ, ভর্তা, সবজি, ডাল ও সালাদ।

প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত
==================
১) ঢাকা খাগড়াছড়ি যাওয়া-আসা নন এসি ৩৬ সিটের বিজনেস ক্লাস সমমান বাসে।
২) সাজেক হিল ভিউ বারান্দা সহ রিসোর্টে দুই রাত থাকার ব্যবস্থা।
৩) ট্যুর চলাকালীন সময়ে আঁট বেলা ট্রেডিশনাল খাবার।
৪) সাজেক ভ্রমনের জন্য চাঁদের জীপ গাড়ি।
৫) সাজেক ও খাগড়াছড়ি সকল প্রবেশ ফি।
৬) অভিজ্ঞ গাইড সার্ভিস।

প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়
=====================
১) আসার দিন রাতের খাবার ও পানি অথবা অতিরিক্ত কোন খাবার খরচ।
২) ব্যক্তিগত খরচ ও পোস্টে উল্লেখ নেই এমন কোন খরচ।
আমাদের অফিসিয়াল ট্রাভেল গ্রুপ
https://www.facebook.com/groups/6408373362562867/?ref=share&mibextid=NSMWBT

ভ্রমন ও বুকিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ করুন-
Anowar Travels
হোয়াটসঅ্যাপঃ 01718386302

বি দ্রঃ সাজেকে কোন হাসপাতাল নেই, কোন প্রকার এটিএম বুথ বা ব্যাংকিং সুবিধা নেই, শুধুমাত্র বিকাশ/নগদ আছে। সাজেকে শুধু টেলিটক, রবি, এয়ারটেল, গ্ৰামিনফোন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

দৃষ্টি আকর্ষণঃ সবচেয়ে কম খরচে বাজেটের মধ্যে আমাদের সকল ট্যুর প্যাকেজ তৈরি করা হয়েছে, তাই এই প্যাকেজ গুলো শুধুমাত্র যারা বাজেট ট্যুর পছন্দ করেন তাদের জন্য, এছাড়াও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ মত প্রিমিয়াম ট্যুর বা কাস্টমাইজ ট্যুর প্যাকেজ নিতে পারেন।

আমাদের অগ্ৰীম বুকিং কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের নিয়ম অনুসারে আমরা বুকিং অনুযায়ী আসন কনফার্ম করে থাকি। তাই ঝুকিমুক্ত সামনের সিট চাইলে অবশ্যই ৮/১০ দিন আগে বুকিং করতে হবে। শেষ মূহুর্তে বুকিং করতে চাইলে পিছনে সিট ব্যাতিত সামনে সিট দেয়া সম্ভব নয়।

মালদ্বীপ শ্রীলঙ্কা ঈদ প্যাকেজ৬ রাত ৭ দিন ১৩ জুন যাত্রা, মাত্র ৯৫০০০ টাকা প্যাকেজ অন্তর্ভুক্তঃ★ফিটস এয়ার ★সকালের নাস্তা ★...
19/05/2025

মালদ্বীপ শ্রীলঙ্কা ঈদ প্যাকেজ
৬ রাত ৭ দিন
১৩ জুন যাত্রা, মাত্র ৯৫০০০ টাকা
প্যাকেজ অন্তর্ভুক্তঃ
★ফিটস এয়ার
★সকালের নাস্তা
★লোকাল ট্রান্সপোর্ট
★ লোকাল সাইট সিন
★ হোটেল রিজার্ভেশন।
বিস্তারিতঃ
m.me/anowartravels

Hotline : 01718386302

ঈদ মোবারক
30/03/2025

ঈদ মোবারক

ঘুরে আসুন নীল পানির দেশ দীপ রাষ্ট্র মালদ্বীপ থেকে। মাত্র ৫৯,০০০ টাকায় ৩ রাত সাগরের মিতালি করে আসুন। মাফুসি আইল্যান্ডের ম...
02/10/2024

ঘুরে আসুন নীল পানির দেশ দীপ রাষ্ট্র মালদ্বীপ থেকে।
মাত্র ৫৯,০০০ টাকায় ৩ রাত সাগরের মিতালি করে আসুন। মাফুসি আইল্যান্ডের মন মাতানো দৃশ্য সাথে পাবেন হুলুমালে আইল্যান্ড।
তিন রাত ৪ দিনের প্যাকেজে যা যা পাবেনঃ
১. আসা যাওয়া বিমান টিকিট
২. ৩ রাতের হোটেল রুম ভাড়া
৩. সকালের নাস্তা
৪. লোকাল ট্রান্সপোর্ট দ্বীপ থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে দ্বীপ বা হোটেলে পৌছানো।
বিস্তারিত জানতে 0178386302
আনোয়ার ট্রাভেলস
হাসান ভবন
২৭/১১/৩-সি পুরানা পল্টন ঢাকা।

সিংগাপুর ভিসা করুন মাত্র ৭০০০ টাকা। কোন হিডেন চার্জ নেই। সিংগাপুর ভিসা করতে যা যা ডকুমেন্টস লাগবে-- # পাসপোর্ট (৬ মাসের ...
30/09/2024

সিংগাপুর ভিসা করুন মাত্র ৭০০০ টাকা। কোন হিডেন চার্জ নেই।
সিংগাপুর ভিসা করতে যা যা ডকুমেন্টস লাগবে--

# পাসপোর্ট (৬ মাসের বেশি মেয়াদ থাকতে হবে)
# ২ কপি সদ্য তোলা ছবি ৩৫×৪৫ সে.মি.
# ৬ মাসের Bank statement এর কপি, Bank solvency certificate
# বিবাহিতদের ক্ষেত্রে নিকাহনামার ইংরেজি অনুবাদ (নোটারাইজড)

ব্যবসায়ী হলে-

# Trade license এর কপি (ইংরেজি অনুবাদ, নোটারাইজড)
# No Objection Certificate এর অরিজিনাল কপি ও ১ সেট ফটোকপি
# কোম্পানির অফিশিয়াল প্যাডের পাতা ২টি
# Visiting card (২কপি)

চাকুরিজীবি হলে-

# Office NOC এবং ID card
# Salary Certificate/ Pay Slip
# Visiting card (২কপি)
# অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি হলে অবসরের কাগজের ফটোকপি (ইংরেজি অনুবাদ ও নোটারাইজড)

Student হলে-
# Student ID Card এর ফটোকপি

Office:
Anowar Travels
Hasan Bhaban 27/11/3-C Topkhana Road
Purana Paltan Dhaka 1000
01718386302

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801718386302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anowar Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anowar Travels:

Share

Category