03/12/2023
ঘুরে আসুন ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে
সুন্দরবন ট্যুর ২০২৩ (এম ভি আরাল সী ক্রুজ)
ভ্রমনের সময়ঃ ডিসেম্বর ১২ - ১৪, ডিসেম্বর ১৮ - ২০
-----------------------------------------------------------------------
এম ভি আরাল সী ক্রুজঃ (০৩ দিন ০২ রাত)
চলুন ঘুরে আসি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্বের ঐ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত আকর্ষণের জায়গা সুন্দরবন। বাংলাদেশ দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবার উপরে। হাজারো দেশি-বিদেশি পর্যটকের বাংলাদেশ ভ্রমণের প্রধান আকর্ষণ সুন্দরবন। পৃথিবীর সবচাইতে বড় এই জল বনে প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার, যার প্রায় ৬২% বাংলাদেশে অবস্থিত। সুন্দরী, গরান, গাওয়া পশুর গোলপাতা, শত রকমের গাছ আর মানুষ খেকো রয়্যাল বেঙ্গল টাইগার খ্যাত এই বনে, প্রতিমুহূর্ত যেন দুঃসাহসিক রোমাঞ্চ। সুন্দরবনে আছে প্রায় ৪৯ জাতের স্তন্যপয়ী, ৩৫৫ জাতের পাখি, ( সাপ, টিকটিকি, গিরগিটি, তক্ষক, কচ্ছপ), ১৪ জাতের উভচর, ৩০০ জাতের মাছ, ২৬ জাতের চিংড়ি, ৭ জাতের কাঁকড়া, ৩২ জাতের শামুক ও নানা ধরনের পোকামাকড় আছে। মোট গাছ-পালা ৩৩৪ জাতের, ম্যানগ্রুভ ২৮ জাতের। এদের সবাইকে নিয়েই সুন্দরবনের জীববৈচিত্র। চিত্রা হরিণ, বুনো শুয়র, কুমির, ডলফিন, বানর নানান প্রজাতির পাখি দেখা মিলে সহজেই। শীতের সকালে নাস্তা খেতে খেতে, হরিণ এর কেওড়া পাতা খাওয়া দৃশ্য দেখতে পাওয়াটাও কিন্তু এক কথায় অ-সাধারণ। এক কথায় নিজের দেশের এই অপার সৌন্দর্য, বুনো নীরব নিস্তব্ধতা আর প্রকৃতির আলিঙ্গনের স্বাদ সুন্দরবন ভ্রমণ ছাড়া, অনুভব করাটাই অসম্ভব দেশের অনন্যা স্থানের চাইতে খরচ একটু বেশি হওয়ায়, সুন্দরবনে দেশি পর্যটকদের পদচারণা তুলনামূলকভাবে একটু কম। কিন্তু সঠিক পরিকল্পনায়, বাজেটের মধ্যেই সুন্দরবন ঘুরে আশা সম্ভব।
--------------------------------------------------------------------------
সীমিত আসন, দেরিতে বুকিং এর ক্ষেত্রে আসন শেষ বা মূল্য বৃদ্ধি পেতে পারে।
--------------------------------------------------------------------------
বিস্তারিত জানতে কল করুন 01713113538-01538347415
*******************
প্যাকেজ অন্তর্ভুক্ত
******************
• আধুনিক অভ্যন্তর সজ্জা সহ প্রশস্ত কক্ষ।
• নিয়ন্ত্রণ সহ প্রতিটি ঘরে পৃথক এয়ার কন্ডিশন।
• আরামদায়ক বিছানা। সোফা এবং আয়না।
• স্টোরেজ জন্য ক্যাবিনেটের.লাগেজ রাখার জায়গা।
• সংযুক্ত ওয়াশ রুম
• গরম জল চলমান.
• ঘোষণার জন্য কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম, ইন্টারকম।
• 24 ঘন্টা রুম সার্ভিস।
• নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস অভিজ্ঞ গাইড
• প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যস্ত্রপাতি
• লাইফ জ্যাকেট, লাইফ বয়া ৩ দিন ২ রাত ব্যপি “সুন্দরবন ভ্রমণ”
******************************************************************