18/10/2024
যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের বাংলাদেশীদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ 😔 দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে আমাদের ভিসা পাওয়া!!
🇧🇩 বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না!!
১) ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা। অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।
২) মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।
৩) আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।
৪) ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের (বাংলাদেশীদের) স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান এর ই ভিসা পোর্টাল, কয়েকদিন হলো তাদের ভিসা সাইডে বাংলাদেশের নাম উঠিয়ে নিয়েছে । সামনে হয়তোবা আরো খারাপ খবর আসতে যাচ্ছে।
৫) ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।
৬) ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।
৭) মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।
৮) নেপাল গিয়েও আমাদের কিছু মানুষ অকাম কুকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! (আমি ১০০% সিউর না)
৯) অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।
১০) ইংল্যান্ড এর ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।
১১) সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২) পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।
১৩) ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।
১৪) লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।
১৫) বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় ঐখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ কুকাম করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে। এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।
আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।
সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যে শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছিল।
■ ©️