Tasnia Travels BD

Tasnia Travels BD Tour Package India, Nepal, Bhutan, Malaysia, Thailand, Bali, Philippine, China, Vietnam, Dubai & European country.

Air ticketing, Indian Rail ticketing, Tourist/Student/Medical/Visa process, Group tour package, Hotel booking, Car rental, ship tickets & Helicopter transportation facilities.

🇮🇳 ইন্ডিয়ান ভিসা আপডেট: আজকেও আমরা অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়েছি!👉 আগামীকাল জমা দেওয়া হবে।বর্তমানে ইন্ডিয়ান ভিসা পুনরা...
02/01/2025

🇮🇳 ইন্ডিয়ান ভিসা আপডেট: আজকেও আমরা অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়েছি!
👉 আগামীকাল জমা দেওয়া হবে।
বর্তমানে ইন্ডিয়ান ভিসা পুনরায় সচল হয়েছে।

যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা করতে পারছেন না, তাদের জন্য আমরা জরুরি ভিত্তিতে ভিসা প্রসেসিং সেবা প্রদান করছি।

আমাদের সেবা:
✔️ মেডিকেল ভিসা প্রসেসিং
✔️ ডাবল এন্ট্রি ভিসা
✔️ জরুরি ভিসা অ্যাপয়েন্টমেন্ট

আমাদের সেবা শতভাগ নির্ভরযোগ্য এবং মানি রিস্ক ফ্রি।
দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় ভিসা প্রসেসিং করুন আমাদের সাথে।
আপনার ভ্রমণ হোক নিরাপদ ও ঝামেলামুক্ত।

📍 তাসনিয়া ট্রাভেলস বিডি
ভারতীয় ভিসা অফিস, বর্ণালী মোড়, রাজশাহী।

📞 যোগাযোগ করুন এখনই:
📱 +8801715568687
📱 +8801306383846

🇮🇳 🇮🇳

31/12/2024
𝗦𝘁𝗲𝗽 𝗜𝗻𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗩𝗶𝗯𝗿𝗮𝗻𝗰𝘆 𝗼𝗳 𝗞𝘂𝗮𝗹𝗮 𝗟𝘂𝗺𝗽𝘂𝗿!!Operating 𝟮 𝗮𝗱𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁𝘀𝗦𝘁𝗮𝗿𝘁𝘀 𝗙𝗿𝗼𝗺: 𝟭𝟮𝘁𝗵 𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝟮𝟬𝟮𝟱Agent b2b price avai...
31/12/2024

𝗦𝘁𝗲𝗽 𝗜𝗻𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗩𝗶𝗯𝗿𝗮𝗻𝗰𝘆 𝗼𝗳 𝗞𝘂𝗮𝗹𝗮 𝗟𝘂𝗺𝗽𝘂𝗿!!
Operating
𝟮 𝗮𝗱𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁𝘀
𝗦𝘁𝗮𝗿𝘁𝘀 𝗙𝗿𝗼𝗺: 𝟭𝟮𝘁𝗵 𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝟮𝟬𝟮𝟱

Agent b2b price available.

Tasnia Travels BD
01306383846

✈️ বিদেশ ভ্রমণ করতে চান? ইমিগ্রেশনের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হোন।বিদেশ ভ্রমণের জন্য কী কী প্রয়োজন?✅ কনফার্ম রিটার্ন টিক...
29/12/2024

✈️ বিদেশ ভ্রমণ করতে চান? ইমিগ্রেশনের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হোন।

বিদেশ ভ্রমণের জন্য কী কী প্রয়োজন?

✅ কনফার্ম রিটার্ন টিকিট।

✅ কনফার্ম হোটেল বুকিং।

✅ সুনির্দিষ্ট ট্যুর প্ল্যান।

বর্তমানে আরও যেগুলো দরকার হতে পারে:

➡️ ব্যবসায়ী হলে:

📄 ট্রেড লাইসেন্স।

📃 টিন সার্টিফিকেট।

🧾 ট্যাক্স রিটার্ন।

📸 ব্যবসা প্রতিষ্ঠানের ছবি।

💵 ডলার।

➡️ চাকরিজীবী হলে:

📝 এনওসি।

📇 অফিস আইডি।

🎓 একাডেমিক সার্টিফিকেট (গ্রাজুয়েশন)।

💵 ডলার।

➡️ স্টুডেন্ট হলে:

🎓 একাডেমিক সার্টিফিকেট (গ্রাজুয়েশন)।

💵 ডলার।

ইমিগ্রেশনের নতুন বাস্তবতা:

🇧🇩 প্রথমবার দেশের বাইরে যাওয়ার সময়:

👉 নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো ভিসা ফ্রি বা সহজ দেশে ভ্রমণ শুরু করতে চান?

কিন্তু ইমিগ্রেশনের বাধার কারণে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন।

🛑 অফলোড হলে কী হবে?

👉 পাসপোর্টে “অফলোড সিল” পড়বে।

📍 এই সিল তুলতে মালিবাগ এসবি অফিসে যেতে হবে।

🚫 সিল না তুললে পাসপোর্ট দিয়ে আর বিদেশ যাওয়া সম্ভব নয়।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:

💡 প্রয়োজনীয় সব কাগজপত্র আগে থেকেই গুছিয়ে নিন।

💡 কনফিডেন্সের সঙ্গে ইমিগ্রেশন অফিসারের প্রশ্নের উত্তর দিন।

💡 অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট বা কনসালট্যান্টের পরামর্শ নিন।

💡 বিদেশ যাত্রার আগে সব নিয়ম ও নীতি ভালোভাবে জেনে নিন।

আমাদের প্রত্যাশা:

🔍 সঠিক টুরিস্ট এবং আদম পাচারকারীদের মধ্যে পার্থক্য করুন।

❌ গণহারে হয়রানি বন্ধ করুন।

✅ ইমিগ্রেশন প্রক্রিয়া যেন পেশাদার ও পর্যটক-বান্ধব হয়।

আত্মবিশ্বাসী হোন, সঠিক প্রস্তুতি নিন, এবং নিশ্চিন্তে বিদেশ ভ্রমণ করুন।

বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সহজ কিছু হ্যাক (Student Abroad Hacks):১. সঠিক গন্তব্য এবং ইউনিভার্সিটি নির্বাচন করুনআপনার পড়া...
27/12/2024

বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সহজ কিছু হ্যাক (Student Abroad Hacks):

১. সঠিক গন্তব্য এবং ইউনিভার্সিটি নির্বাচন করুন

আপনার পড়াশোনার বিষয় এবং বাজেটের সাথে মিল রেখে দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন। যেমন, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা জার্মানি শিক্ষার্থীদের জন্য জনপ্রিয়।

২. সঠিক স্কলারশিপ খুঁজুন

অনেক দেশেই সরকার এবং বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিয়ে থাকে। যেমন, DAAD (জার্মানি), Chevening (যুক্তরাজ্য), Fulbright (যুক্তরাষ্ট্র)। স্কলারশিপের যোগ্যতা পূরণ করে আবেদন করতে ভুলবেন না।

৩. IELTS/TOEFL এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিন

ভালো স্কোর পেতে IELTS বা TOEFL পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিন। এর জন্য সঠিক বই, কোর্স এবং মক টেস্ট ব্যবহার করুন।

৪. ভিসা প্রসেসিং সহজ করুন

ভিসা আবেদন করতে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেমন- ফান্ডের প্রমাণ, ভিসা চিঠি, স্পন্সরশিপ লেটার, এবং মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত রাখুন।

৫. পার্ট-টাইম কাজ এবং বাজেট পরিকল্পনা করুন

বিদেশে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করতে পারবেন কিনা তা জেনে নিন। কাজের পাশাপাশি আপনার মাসিক বাজেট তৈরি করুন।

৬. কানেকশন তৈরি করুন

বিদেশে গেলে স্থানীয় স্টুডেন্ট কমিউনিটি এবং বাংলাদেশি সংগঠনের সাথে যোগাযোগ রাখুন।

৭. স্বাস্থ্য বীমা এবং সুরক্ষা নিন

বিদেশে স্বাস্থ্যসেবা ব্যয়বহুল হতে পারে। তাই সঠিক স্বাস্থ্য বীমা করিয়ে নিন।

৮. ভাষা শিখুন এবং সংস্কৃতি বুঝুন

যে দেশে যাচ্ছেন, সেই দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নিন। এটি আপনার অভ্যস্ত হতে সাহায্য করবে।

আপনার বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে এগুলো অনুসরণ করুন। ভালো পরিকল্পনা আর আত্মবিশ্বাস আপনার সফলতার চাবিকাঠি।

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে! মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ ...
19/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

©️

Pic:

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের বাংলাদেশীদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ 😔 দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে আমাদ...
18/10/2024

যত দিন যাচ্ছে ট্রাভেল করার জন্য আমাদের বাংলাদেশীদের আর কোন দেশ ভিসা দিবে কিনা সন্দেহ 😔 দিন দিন আরো কঠিন হয়ে যাচ্ছে আমাদের ভিসা পাওয়া!!

🇧🇩 বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন সব থেকে সহজ ভিসা কোনটা! আসলে কোন ভিসাই সহজ না!!

১) ইন্ডিয়া যাবেন। ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস। বর্তমানে তো টোটালি বন্ধ আছে টুরিস্ট ভিসা। অন্যান্য ভিসা পেতেও অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে।

২) মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩) আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত যেমন কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ঢুকতে দিচ্ছে না।

৪) ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের (বাংলাদেশীদের) স্বাগতম জানায়। কিন্তু আমরা এমনভাবে আমন্ত্রন গ্রহন করে তাতে ছেড়ে দে মা কেদে বাচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান এর ই ভিসা পোর্টাল, কয়েকদিন হলো তাদের ভিসা সাইডে বাংলাদেশের নাম উঠিয়ে নিয়েছে । সামনে হয়তোবা আরো খারাপ খবর আসতে যাচ্ছে।

৫) ২০২৩ এর সালে ভিসার গনজোয়ার বসানো কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।

৬) ইউরোপের দেশ গুলা যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭) মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়া যায় অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।

৮) নেপাল গিয়েও আমাদের কিছু মানুষ অকাম কুকাম করে। ওই দেশের পাসপোর্ট বানাইয়া নাকি ইউরোপে আবেদন করে! (আমি ১০০% সিউর না)

৯) অস্ট্রেলিয়ায় চলছে গন রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০) ইংল্যান্ড এর ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।

১১) সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।
১২) পানামার জংগলে অনেক ব্যাংগালির লাশ পচে মাটির সাথে মিশে গেছে।

১৩) ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক ব্যাংগালি বসবাস করে কিন্তু তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।

১৪) লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫) বাংগালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় ঐখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ কুকাম করবই। যেমন মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে। এইটা বাংগালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাব আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আফ্রিকার এই দেশের প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যে শ্রীলংকাকে বাংগালীরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অনএরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছিল।




■ ©️

ট্যুরিস্ট ভিসা কবে থেকে পাওয়া যাবে, জানালো ভারত !!!
18/10/2024

ট্যুরিস্ট ভিসা কবে থেকে পাওয়া যাবে, জানালো ভারত !!!

Address

Bornali Moor
Rajshahi
6000

Opening Hours

Monday 07:00 - 21:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 21:00
Thursday 07:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 07:00 - 21:00
Sunday 07:00 - 21:00

Telephone

+8801794668916

Alerts

Be the first to know and let us send you an email when Tasnia Travels BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnia Travels BD:

Share

Category