ELAHI Overseas Limited RL 1070

ELAHI Overseas Limited RL 1070 -Travels & Manpower Related Services
- Student Visa Consultancy
- Parcel & Courier Services

🇲🇾 মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশন থেকে ফেরত আসার মূল কারণগুলো 🇧🇩সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশনে বা...
07/08/2025

🇲🇾 মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশন থেকে ফেরত আসার মূল কারণগুলো 🇧🇩

সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশনে বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানোর হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আমাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, নিচের কারণগুলোই বারবার সামনে আসছে:

🔴 ভিসা থাকা সত্ত্বেও ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে উপস্থাপন করতে না পারা
🔴 নিশ্চিত রিটার্ন টিকিট (Paid Return Ticket) না থাকা
🔴 ভুয়া বা সন্দেহজনক হোটেল বুকিং দেখানো
🔴 ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত না থাকা বা বিভ্রান্তিকর আচরণ
🔴 পর্যাপ্ত ক্যাশ (USD/Ringgit) বা আর্থিক প্রমাণ দেখাতে না পারা

✅ মনে রাখবেন, শুধু ভিসা থাকলেই মালয়েশিয়ায় প্রবেশের নিশ্চয়তা নেই। ইমিগ্রেশন অফিসাররা আপনার পুরো ভ্রমণ পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও ডকুমেন্ট যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

📌 তাই মালয়েশিয়া বা অন্য যেকোনো দেশে ভ্রমণের আগে নিশ্চিত করুন:

✔️ সঠিক ও নির্ভরযোগ্য ট্যুর প্ল্যান
✔️ পর্যাপ্ত নগদ অর্থ (Cash USD/Ringgit)
✔️ প্রফেশনাল হোটেল বুকিং
✔️ নিশ্চিত রিটার্ন টিকিট
✔️ নিজ পেশা বা কর্মস্থলের বৈধ প্রমাণপত্র
✔️ সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপডেট ও ঠিকমতো সাজানো আছে কিনা।

🛂 ভ্রমণ সংক্রান্ত যেকোনো পরামর্শ ও সহায়তায় আমরা সবসময় আছি আপনার পাশে –
Elahi Overseas Limited

📞 যোগাযোগ করুন এখনই – বিশ্ব ভ্রমণের পথে নির্ভরযোগ্য সহযাত্রী হতে পেরে আমরা গর্বিত।

+8801711532047
WhatsApp number please

🙏🙏 সতর্কমূলক পোস্ট 🙏🙏 রিচপেমেন্ট বিদেশ যেতে চান, তাদের জন্য কিছু কথা বলি -- একটা ইউরোপের ভিসা করতে টাকা আগে দিতে হয়।- এক...
19/07/2025

🙏🙏 সতর্কমূলক পোস্ট 🙏🙏

রিচপেমেন্ট বিদেশ যেতে চান, তাদের জন্য কিছু কথা বলি -

- একটা ইউরোপের ভিসা করতে টাকা আগে দিতে হয়।
- একটা ভিসার পিছনে অনেক শ্রম দিতে হয়।
- নিজের পকেটের টাকা দিয়ে কেউ অন্য কারোর ভিসা করবে এটা কখনো বিশ্বাস করা ঠিক না [যদি নাকি তার ইনভেসমেন্ট করার যোগ্যতা না থাকে]।
- এ পথে পাঁ দিবেন তো জীবনের ঝুঁকি থেকে যাবেই।
- টাকা নেই তো দেশে কিছু একটা করেন।
- যাকে চেনেন না তার একটা ফোনের কথায় নিজেকে তুলে দিবেন, এটা বুকামি ছাড়া আর কিছু না।

সঠিক পথে বিদেশে যান নিজে সুরক্ষিত থাকুন,পরিবারকে ভালো রাখুন। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার পরিবারের সারাজীবনের কান্না।

ভালো থাকুক সকল বিদেশ যাত্রার স্বপ্নবাজ মানুষ গুলো।
[ ভুল পথে পা দেয়ার কারণে আটকে রেখে নির্যাতনের একটি চিত্র ]

Kyrgyzstan -  কিরগিজস্তান [ জরুরী নিয়োগ মাত্র ২৮ জন ] Project: Bridge & Highway-  Total Cost  4,00,000 - 420,000 উপরে ন...
12/07/2025

Kyrgyzstan - কিরগিজস্তান [ জরুরী নিয়োগ মাত্র ২৮ জন ]

Project: Bridge & Highway

- Total Cost 4,00,000 - 420,000 উপরে নয়]

বেতন -
হেল্পার ৩৮,০০০ সোম
মাস্টার ৪৮,০০০ সোম

📍 সৌদি সরকার নতুন করে নিয়ম করেছে যে, এই পাঁচ ক্যাটাগরির লোক কোন ভিসা পাবে না সৌদি আরবের  : - ১।  বয়স পরিবর্তন (বয়স কম...
04/07/2025

📍 সৌদি সরকার নতুন করে নিয়ম করেছে যে, এই পাঁচ ক্যাটাগরির লোক কোন ভিসা পাবে না সৌদি আরবের : -

১। বয়স পরিবর্তন (বয়স কমানো এবং বাড়ানো) পাসপোর্ট
ধারী যাত্রী ।
২। নাম পরিবর্তন (নাম বাড়ানো এবং কমানো ) পাসপোর্ট
ধারী যাত্রী ।

৩। যেসব পাসপোর্টধারী যাত্রী আগে সৌদি আরবে
অবৈধভাবে / হুরুব / কোম্পানি হতে পলায়ন /
একেবারে ফিঙ্গার দিয়ে চলে আসা পাসপোর্ট ধারী যাত্রী।

৪। যে সকল পাসপোর্ট ধারী যাত্রী আগে মেডিকেল করে মেডিকেলি কোনভাবে UNFIT আনফিট হয়েছিলেন। হতে পারে সেটা - ০১/০২/০৩/০৪/০৫ বছর বা তারও আগে কোন সময়, ঐ সকল পাসপোর্ট ধারী যাত্রী। পরে নতুন পাসপোর্ট করলেও ভিসা পাবেনা বরং লাইসেন্স বাতিল করা হবে। মেডিকেল স্লিপ তোলার পূর্বে মেডিকেল রিপোর্ট চেক করে নিন।

৫। পাসপোর্ট ধারী যাত্রীর পাসপোর্টে কোন তথ্যগত মিল না থাকা যেমন - গ্রামের নাম , পোস্ট অফিস এবং আরো অন্যান্য বিষয় ও হতে পারে। ঐ সকল পাসপোর্ট ধারী যাত্রী।

ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল, স্বর্ণ, টিভিসহ যে সুবিধা পাবেন : -🎇 মোবাইল ফোন: নতুন ব্যাগেজ রুলের আওতায় একজন ...
03/07/2025

ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল, স্বর্ণ, টিভিসহ যে সুবিধা পাবেন : -

🎇 মোবাইল ফোন: নতুন ব্যাগেজ রুলের আওতায় একজন
প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স
ছাড়া আরো ১টি নতুন মোবাইল সাথে আনতে পারবেন।

🎇 স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স
ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স
দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার
আনতে পারবেন।
(যার ট্যাক্স হবে, প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

🎇🎇 ব্যাগেজ রুলস সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক-কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক-কর পরিশোধ করে আনা যায়।

👉 বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে -
- সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন
মোবাইল ফোন আনা যাবে।
- ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন।
- ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও
ডিজিটাল ক্যামেরা
- মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন,
ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
- সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস এক
কার্টন সিগারেট
- ১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না।
- মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ) ৫ বর্গমিটার
আয়তনের কার্পেট।

👉 শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য :-
শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে-

- সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার, সোনার
বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪
গ্রামশুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)
- ২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি
টেলিভিশন, হোম থিয়েটার।
- রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
- ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
- ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া।

আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন, ধন্যবাদ।।

যারা আর্থিক সংকটে আছেন এবং অল্প খরচে বিদেশে যেতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি  #শ্রীলংকার_রে...
01/07/2025

যারা আর্থিক সংকটে আছেন এবং অল্প খরচে বিদেশে যেতে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি #শ্রীলংকার_রেসিডেন্সি_জব_ভিসা

কাজ ও ডিউটি বিস্তারিত
১) বার ভেন্ডার
২) রাজমিস্ত্রী/কার্পেন্টার*
৩) ওয়েল্ডার - 3G/4G/6G/MIG TIG
৪) ইলেক্ট্রিশিয়ান
৫) রোলার অপারেটর

ডিউটি- ৮ ঘন্টা
থাকা - খানা দুটোই কোম্পানি বহন করিবেন।
চাকরি মেয়াদ ৩ বছর (নবায়নযোগ্য)
অন্যান্য সুযোগ-সুবিধা শ্রীলংকার শ্রমআইন অনুযায়ী হবে! ভিসা হওয়ার এক মাস মধ্যে ফাইট করতে হবে, কোন প্রকার ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট হবে না।।

📍 এলাকার আত্মীয়-স্বজন ভাই ব্রাদার খুব অল্প পয়সায়
অল্প টাকার মধ্যে শ্রীলঙ্কায় বেস্ট হবে, বেতন খুবই ভালো
আলহামদুলিল্লাহ।।

আলহামদুলিল্লাহ পূর্বে যারা শ্রীলংকা গিয়েছে সবাই ভালো আছে, ভালো বেতন পাচ্ছে।
- টেকনিক্যাল ওয়ার্কার ছাড়া জেনারেল লেবার মিনিমাম ৪০
থেকে ৪৫ হাজার টাকা বেতন পাচ্ছে।
- ভবিষ্যতে যারা এই প্রজেক্টে যাবে মিনিমাম ৪৫ হাজার টাকা বেতনের কম পেলে এলাহি ওভারসিজ লিমিটেড এর অফিস থেকে বেতন নিবে।

Please :

আমি মনে করি, যাদের পয়সা কম কাউকে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে শ্রীলঙ্কায় ভালো কাজ চাইনিজ কোম্পানিতে পাঠানো উত্তম, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।।।

আজকে ইন্ডিয়ায় এই খবরটা অসহনীয় 🇮🇳🇮🇳🇮🇳🥲আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়েছে। ২৪২ জন যাত্র...
12/06/2025

আজকে ইন্ডিয়ায় এই খবরটা অসহনীয় 🇮🇳🇮🇳🇮🇳🥲

আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানে। ধারণা করা হচ্ছে, কেউই বেঁচে নেই।

এতগুলো তরতাজা জীবন, এতগুলো পরিবার, এতগুলো স্বপ্ন মুহূর্তেই হারিয়ে গেল। কেউ যাচ্ছিলেন প্রিয়জনের কাছে, কেউ পাড়ি জমাচ্ছিলেন জীবনের নতুন পথে। একটা দুর্ঘটনা শুধু মানুষ না, একটা একটা করে পুরো জীবন ছিঁড়ে ফেলে দেয়।

বিশ্বজুড়ে ‘সবচেয়ে নিরাপদ’ দাবি করা এই বিমানের এমন পরিণতি খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক।

আজকের এই শোক কোনও একটি দেশের নয়। এটি মানবতার।

যারা চলে গেছেন, তাদের আত্মা শান্তি পাক।
যারা বেঁচে আছেন, তাদের হৃদয়ে শান্তি ফিরুক।
আমাদের সবার সফর হোক নিরাপদ। পৃথিবীর যেকোনো প্রান্তেই হোক না কেন।

বিদেশে উচ্চশিক্ষায় ফ্রান্স কেমন হবে? (৫০ বিশ্ববিদ্যালয়ের লিংকসহ)Dr. Md Ashiqur Rahmanআধুনিক বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও ...
08/06/2025

বিদেশে উচ্চশিক্ষায় ফ্রান্স কেমন হবে? (৫০ বিশ্ববিদ্যালয়ের লিংকসহ)
Dr. Md Ashiqur Rahman

আধুনিক বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও ফ্যাশনের অন্যতম কেন্দ্র ফ্রান্স—শুধু PSG, ফুটবল, আইফেল টাওয়ার আর চকলেটের দেশ নয়, বরং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়, গবেষণাকেন্দ্র, এবং বৈচিত্র্যময় শিক্ষাব্যবস্থার এক উজ্জ্বল সম্ভাবনা।

কেন ফ্রান্স?
🇫🇷 বিশ্বমানের শিক্ষা + স্কলারশিপ + ক্যারিয়ার সুযোগ!
- QS র‍্যাঙ্কিংয়ে থাকা ৩৫টিরও বেশি ফরাসি বিশ্ববিদ্যালয়
- ইংরেজি মাধ্যমে ১৫০০+ মাস্টার্স প্রোগ্রাম
- সরকারিভাবে ফান্ডেড উচ্চশিক্ষা (কম টিউশন ফি)
- Eiffel Excellence Scholarship, Campus France, ও অন্যান্য স্কলারশিপ
- পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব
- পড়াশোনা শেষে ১ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা
- চাকরির মাধ্যমে PR ও নাগরিকত্বের সুযোগ

ফ্রান্সে পড়াশোনার খরচ ও স্কলারশিপ
টিউশন ফি:
- পাবলিক বিশ্ববিদ্যালয়: €170 – €1800/বছর (ব্যাচেলর/মাস্টার্স)
- কিছু ক্ষেত্রে €2,770 – €4,770/বছর (EU/Non-EU ভেদে)
- অনেক প্রোগ্রামে টিউশন ফি স্কলারশিপের কারণে কমে আসে

জীবনযাত্রার খরচ:
- প্যারিসে: €800–€1200/মাস
- অন্যান্য শহরে: €600–€900/মাস

উচ্চশিক্ষায় স্কলারশিপ:
- Eiffel Excellence Scholarship: মাস্টার্স/PhD, মাসে ~€1,181 + ট্রাভেল + হেলথ ইনস্যুরেন্স
- Campus France Need-Based Aid
- বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ (Tuition Waiver, Merit-based funding)

ইংরেজি কোর্স আছে?
- হ্যাঁ, ১৫০০-এর বেশি মাস্টার্স ও কিছু ব্যাচেলর প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়। আপনি Campus France ও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রোগ্রাম অনুযায়ী ফিল্টার করতে পারেন।

IELTS না থাকলেও হবে?
- অধিকাংশ ইংরেজি ট্র্যাক প্রোগ্রামে IELTS 6.0–6.5 চাওয়া হয়
- তবে কিছু বিশ্ববিদ্যালয় Medium of Instruction (MOI) গ্রহণ করে

ভিসা ও আবেদন প্রক্রিয়া
আবেদন ডেডলাইন:
- Fall Intake (সেপ্টেম্বর): ডিসেম্বর – মে
কিছু প্রতিষ্ঠান Rolling Basis-এও আবেদন নেয়

ডকুমেন্টস:
- এডমিশন লেটার (LOA)
- SOP, CV, রেফারেন্স লেটার
- IELTS/MOI
- পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স
- ব্যাঙ্ক স্টেটমেন্ট (মিনিমাম প্রায় €7,380 – এক বছরের খরচ হিসেবে)
- হেলথ ইনস্যুরেন্স, VFS ফি

ভিসা আবেদন কোথায়?
- ঢাকায় অবস্থিত Campus France Bangladesh (Alliance Française Dhaka এর অংশ)
- তারপর VFS Global-এর মাধ্যমে ভিসা জমা

স্পাউস/বাচ্চা নিয়ে যাওয়া যাবে?
- মাস্টার্স/PhD পর্যায়ে, spouse ও dependent child-এর জন্য আবেদন করা সম্ভব, তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে
- ফ্যামিলি রিইউনিফিকেশন ও ভিসা টাইপ অনুযায়ী ভিন্ন হতে পারে

পড়াশোনার পর কী হবে?
- 1-Year APS (Autorisation Provisoire de Séjour):
গ্র্যাজুয়েশনের পর ১২মাস ফ্রান্সে চাকরি খোঁজার অনুমতি
- চাকরি পেলে Work Visa → দীর্ঘমেয়াদী বসবাসের পথ
- পরে PR ও নাগরিকত্বের সুযোগ

ফ্রান্সের ৫০টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় (সরাসরি লিংকসহ)

1. Sorbonne University : https://www.sorbonne-universite.fr
2. University of Paris-Saclay : https://www.universite-paris-saclay.fr
3. École Polytechnique : https://www.polytechnique.edu
4. PSL Research University (Paris Sciences et Lettres) : https://www.psl.eu
5. University of Paris (Université Paris Cité) : https://u-paris.fr
6. Aix-Marseille University : https://www.univ-amu.fr
7. University of Strasbourg : https://www.unistra.fr
8. University of Bordeaux : https://www.u-bordeaux.com
9. University of Grenoble Alpes : https://www.univ-grenoble-alpes.fr
10. University of Montpellier : https://www.umontpellier.fr

11. University of Lyon (Université de Lyon) : https://www.universite-lyon.fr
12. University of Lille : https://www.univ-lille.fr
13. University of Rennes 1 : https://www.univ-rennes1.fr
14. University of Nantes : https://www.univ-nantes.fr
15. University of Clermont Auvergne : https://www.uca.fr
16. University of Limoges : https://www.unilim.fr
17. University of Angers : https://www.univ-angers.fr
18. University of Caen Normandy : https://www.unicaen.fr
19. University of Poitiers : https://www.univ-poitiers.fr
20. University of Orléans : https://www.univ-orleans.fr

21. University of Reims Champagne-Ardenne : https://www.univ-reims.fr
22. University of Lorraine : https://www.univ-lorraine.fr
23. University of Burgundy : https://www.u-bourgogne.fr
24. Jean Monnet University (Saint-Étienne) : https://www.univ-st-etienne.fr
25. University of Franche-Comté : https://www.univ-fcomte.fr
26. University of Picardie Jules Verne : https://www.u-picardie.fr
27. University of Artois : https://www.univ-artois.fr
28. University of Pau and the Adour Region (UPPA) : https://www.univ-pau.fr
29. University of Paris 8 (Vincennes-Saint-Denis) : https://www.univ-paris8.fr
30. University of Paris Nanterre : https://www.parisnanterre.fr

31. University of Paris-Est Créteil (UPEC) : https://www.u-pec.fr
32. University of Paris-Est Marne-la-Vallée (UPEM) : https://www.univ-eiffel.fr
33. CY Cergy Paris University : https://www.cyu.fr
34. Paris School of Economics : https://www.parisschoolofeconomics.eu
35. Sciences Po (Institut d'Études Politiques de Paris) : https://www.sciencespo.fr
36.,INSA Lyon (Engineering School) : https://www.insa-lyon.fr
37. ENS Paris (École Normale Supérieure) : https://www.ens.psl.eu
38. Telecom Paris : https://www.telecom-paris.fr
39. IMT Atlantique : https://www.imt-atlantique.fr
40. CentraleSupélec : https://www.centralesupelec.fr

41. Grenoble INP – UGA : https://www.grenoble-inp.fr
42. École des Ponts ParisTech : https://www.ecoledesponts.fr
43. ENSAE Paris : https://www.ensae.fr
44. Institut Polytechnique de Paris : https://www.ip-paris.fr
45.,Montpellier Business School : https://www.montpellier-bs.com
46. NEOMA Business School : https://www.neoma-bs.com
47. KEDGE Business School : https://www.kedge.edu
48. EDHEC Business School : https://www.edhec.edu
49. ESCP Business School : https://www.escp.eu
50. EMLYON Business School : https://www.em-lyon.com

আজই একটু সাহস নিয়ে সিদ্ধান্ত নিন। Campus France ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ঘেঁটে দেখুন। একটি অ্যাপ্লিকেশনই হয়তো আপনার ভবিষ্যতের ভিত গড়ে দিতে পারে! শুভকামনা।
———————
Dr-Ashiqur Rahman

12/04/2025

সৌদি আরবে লুলু এবং পান্ডা সুপার মার্কেটের কাজে জরুরী ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে।

- মাসিক বেতন ১৪০০/রিয়াল
- কাজ দৈনিক ১২ ঘন্টা

- টোটাল খরচ =
[৪০০,০০০ থেকে ৪২০,০০০/- অনেক সময় টিকেট এবং আনুষঙ্গিক খরচের উপর নির্ভর করে]

08/04/2025

জরুরিভাবে নিয়োগ "সৌদি আরব" কফি শপে -

- মাসিক বেতন ১৫০০/রিয়াল
- কাজ দৈনিক ১২ ঘন্টা
- থাকা ও আকামা কোম্পানির
- খাওয়া নিজের।
কাজের পারফরমেন্স ভালো হলে
বোনাস/টিপস বেশি পাবে।

- ফ্লাইট টাইম ৪৫ দিন
- জরুরী ভিত্তিতে লোক দরকার
দেখতে সুদর্শন ও লেখাপড়া
থাকতে হবে।

কাজের স্থানঃ
[ আবহা/ Abha = সৌদি আরবের মধ্যে সবচেয়ে শীত প্রধান এলাকা ]

বিঃ দ্রঃ সরাসরি কোম্পানির কাজ।

*****************************
👉 কাতারের ফ্রি ভিসা
- টোটাল খরচ ৩৮০,০০০/-

05/04/2025

জরুরিভাবে সৌদি আরবে ফাইভ স্টার হোটেলে ১২জন কর্মী লাগবে।

মাসিক বেতন-১৫০০/রিয়াল
কাজ দৈনিক ১০ ঘন্টা
কাজের পারফরমেন্স ভালো হলে
বোনাস/টিপস বেশি পাবে।

কাজের স্থানঃ
মদিনা হোটেলে ৫ জন।
মক্কা হোটেলে ৭ জন।

বিঃ দ্রঃ সরাসরি কোম্পানির কাজ। মেডিকেল ফিট হলে এক মাসের মধ্যে ফ্লাইট।

With Talukdar Overseas Limited – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉
02/04/2025

With Talukdar Overseas Limited – I just made it onto their weekly engagement list by being one of their top engagers! 🎉

Address

AKRAM TOWER, Suite # 06(3rd Floor), 15/5 Bijoy Nagar
Ramna
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801711532047

Alerts

Be the first to know and let us send you an email when ELAHI Overseas Limited RL 1070 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ELAHI Overseas Limited RL 1070:

Share