
07/08/2025
🇲🇾 মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশন থেকে ফেরত আসার মূল কারণগুলো 🇧🇩
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশনে বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানোর হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আমাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, নিচের কারণগুলোই বারবার সামনে আসছে:
🔴 ভিসা থাকা সত্ত্বেও ভ্রমণের উদ্দেশ্য সঠিকভাবে উপস্থাপন করতে না পারা
🔴 নিশ্চিত রিটার্ন টিকিট (Paid Return Ticket) না থাকা
🔴 ভুয়া বা সন্দেহজনক হোটেল বুকিং দেখানো
🔴 ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত না থাকা বা বিভ্রান্তিকর আচরণ
🔴 পর্যাপ্ত ক্যাশ (USD/Ringgit) বা আর্থিক প্রমাণ দেখাতে না পারা
✅ মনে রাখবেন, শুধু ভিসা থাকলেই মালয়েশিয়ায় প্রবেশের নিশ্চয়তা নেই। ইমিগ্রেশন অফিসাররা আপনার পুরো ভ্রমণ পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও ডকুমেন্ট যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
📌 তাই মালয়েশিয়া বা অন্য যেকোনো দেশে ভ্রমণের আগে নিশ্চিত করুন:
✔️ সঠিক ও নির্ভরযোগ্য ট্যুর প্ল্যান
✔️ পর্যাপ্ত নগদ অর্থ (Cash USD/Ringgit)
✔️ প্রফেশনাল হোটেল বুকিং
✔️ নিশ্চিত রিটার্ন টিকিট
✔️ নিজ পেশা বা কর্মস্থলের বৈধ প্রমাণপত্র
✔️ সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপডেট ও ঠিকমতো সাজানো আছে কিনা।
🛂 ভ্রমণ সংক্রান্ত যেকোনো পরামর্শ ও সহায়তায় আমরা সবসময় আছি আপনার পাশে –
Elahi Overseas Limited
📞 যোগাযোগ করুন এখনই – বিশ্ব ভ্রমণের পথে নির্ভরযোগ্য সহযাত্রী হতে পেরে আমরা গর্বিত।
+8801711532047
WhatsApp number please