
21/10/2024
📣 আপডেট 📣 আপডেট 📣 আপডেট
⚜️ তয়েজ এন্টারপ্রাইজ ⚜️
🌐 নীলফামারীর স্থানীয় মালিকানাধীন রাইজিং অপারেটর "তয়েজ এন্টারপ্রাইজ" এর বড় সেকশন ( মাহাদি - মরিয়ম) এর বহরে যুক্ত হচ্ছে ব্রান্ড নিউ ৪ ইউনিট অশোক লেল্যান্ড ১৬১৬ সুপার মডেলের নন এসি বাস। বাস গুলোর আসন সংখ্যা ২:২=৪০ টি সিট দেওয়া হয়েছে। বাস গুলোর অসাধারণ কাজ করছে ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কসপ।
⭕ তারা বরাবরের মতো এবারও নতুন বাসের মাধ্যমে নতুন রুট উদ্বোধন করতে চলেছে। ৪ টি বাসের মাধ্যমে ২ টি নতুন রুট চালু করার কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে রুট এখনো প্রকাশ করেনি। আশা করা যাচ্ছে নীলফামারী থেকে কোনো লং রুটে সার্ভিস দিবে।
📍নীলফামারী জেলার বাস সম্পর্কে জানতে গ্রুপের সাথেই থাকুন। pic ĀlāmiĀlāmin Prāmānik