Moly Travels

Moly Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moly Travels, Travel Agency, Sakhipur.

16/09/2024

আলহামদুলিল্লাহ্, আজ ১২ ই রবিউল আউয়াল আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) দুনিয়া তে আগমন করেন💖💖

25/08/2024

কুমিল্লা ,ফেনী-নোয়াখালী বাসি আমরা ভিক্ষুক নয়! এ-ই বাংলাদেশের ৫০% রেমিট্যান্স যোদ্ধা আমরা!২-৩ কেজি চাউলের আসায় আমার এলাকার মানুষ রাস্তাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার মত না, আমরা কখনো এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না! কেউ কোনো ছবি বা ভিডিও করবেন না প্লিজ !🙏
©

📢 আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই।বন্যা কবলিত অঞ্চলে প্রধান কাজ হলো উদ্ধার কার্যক্রম, মানুষ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া,...
22/08/2024

📢 আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই।

বন্যা কবলিত অঞ্চলে প্রধান কাজ হলো উদ্ধার কার্যক্রম, মানুষ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, খাদ্য ও চিকিৎসা সরবরাহ করা। তাই আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি। সবাই একসাথে কাজ করে এই সমস্যা মোকাবিলা করি। একতাই শক্তি।

সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

21/08/2024

ভারতেও বন্যায় মানুষ মারা যাচ্ছে। ওরা নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে। ওদের দোষ নাই। কেউ কেউ বলার চেষ্টা করছে, বাঁধ খোলার আগে একটু সতর্ক করতে পারতো!

আসলে নদীর বাঁধ খুলে দেওয়াটা অন্যায় না। আন্তর্জাতিক নদীতে অবৈধভাবে বাঁধ দেওয়াটাই অন্যায়৷

ভারত তার সিমান্তে বাঁধ বানিয়ে বাংলাদেশের নদীপথের নাব্যতা ধ্বংস করে দিয়েছে। নদী যদি সবসময় তার গতিপথে থাকতো তাহলে বাংলাদেশের অঞ্চলে নদীর নাব্যতা থাকতো। পানি ধারণের জায়গা থাকতো। মানুষ যেখানে সেখানে খাল/ নদী ভরাট করতে পারতো না কারণ সেখানে সারাবছর পানি থাকতো।
এদেশের নদীপথ ভারতের বাঁধের কারণে বছরের ৭-৮ মাসই থাকে শুষ্ক, মরুভূমি। সেই সময় নদীর সকল সুবিধা ভোগ করে ভারত। এই বন্যাও দুইদেশের কোথাও এত ভয়াবহ হতো না। নদীর পানি নদীতে থাকতো৷ মানুষের ঘরে উঠতো না।

সারাবছর বাঁধ দিয়ে রেখে এদিকটা শুষ্ক রাখার কারণে দিনে দিনে নদী ভরাট হয়েছে। নদীপাড়ে বসতি বেড়েছে। সেজন্য এখন হঠাৎ আসা ঢলের পানিও ভাসিয়ে দিচ্ছে গ্রামাঞ্চল, শহর, নগর।

ভারত একটা ক্রিমিনাল রাষ্ট্র। ইচ্ছেমত নদীতে বাঁধ দিয়ে ভারতের সকল সরকার এইদেশে গণহত্যা চালিয়ে আসছে যুগের পর যুগ। এই বন্যা আমাদের প্রাপ্য না। আমাদের প্রাপ্য সারাবছরের নদীর পানি।

10/06/2024

সিঙ্গাপুর ভ্রমনের নির্দেশিকাঃ
ওয়ার্ক পারমিট হোল্ডারের জন্য:
১। যাত্রীদের অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
২। যাত্রীদের অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট কার্ড/বৈধ IPA বহন করতে হবে।
৩। নতুন IPA হোল্ডারদের অবশ্যই আপডেটেড সিকিউরিটি বন্ড থাকতে হবে।

পর্যটকদের জন্য:
১। যাত্রীদের একটি রিটার্ন টিকিট কেটে রাখতে হবে।
২। যাত্রীদের অর্থপ্রদানের বিবরণ এবং বৈধ বাসস্থান/হোটেল বুকিং এর প্রমান (ডকুমেন্ট) প্রদান করতে হবে।

সমস্ত যাত্রীদের অবশ্যই এই লিঙ্কটি ব্যবহার করে ফ্লাইট ছাড়ার 48 ঘন্টার মধ্যে সিঙ্গাপুর এরাইভাল কার্ড পূরণ করতে হবে এবং জমা দিতে হবে।
লিংকঃ https://eservices.ica.gov.sg/sgarrivalcard/ (এটি সিঙ্গাপুরের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা সহ সকল যাত্রীর জন্য বাধ্যতামূলক )।

সিভিল এভিয়েশন অথরিটি অফ সিঙ্গাপুর (CAAS) সার্কুলার অনুযায়ী সিঙ্গাপুর প্রবেশ-এর কিছু নির্দেশনা, অনুগ্রহ করে অনুসরন করবেন ।

SG Arrival Card is an e-Service developed by the Immigration & Checkpoints Authority (ICA). SG Arrival Card replaces the paper disembarkation/embarkation card and allows visitors to submit their personal information and trip details electronically prior to their arrival in Singapore.

আসসালামুলাইকুমমলি ট্রাভেলস্ এর ৪ বছর পূর্তিতে সকল প্রকার এয়ার টিকিটে ১০% ডিসকাউন্ট রইল।ধন্যবাদ।
30/05/2024

আসসালামুলাইকুম
মলি ট্রাভেলস্ এর ৪ বছর পূর্তিতে সকল প্রকার এয়ার টিকিটে ১০% ডিসকাউন্ট রইল।
ধন্যবাদ।

Address

Sakhipur
1950

Telephone

+6588325819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moly Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moly Travels:

Share

Category