SR Umrah & Travel Ltd.

SR Umrah & Travel Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR Umrah & Travel Ltd., Travel Agency, Patkelghata, Satkhira.

11/07/2025

Have a blessed Friday everyone ❤️

মক্কায় বৃষ্টি ❤️‍🩹
08/07/2025

মক্কায় বৃষ্টি ❤️‍🩹

ভরসা করুন আল্লাহর উপর 🤍
05/07/2025

ভরসা করুন আল্লাহর উপর 🤍

01/07/2025

এক কা'বা, লক্ষ হৃদয়, কোটি কণ্ঠে একই নাম — আল্লাহ 🤍🕋

হজে যাওয়ার স্বপ্ন দেখছেন? 🕋“হজ” শুধু একটি সফর নয়, এটি আত্মশুদ্ধির এক মহান যাত্রা। আর এই যাত্রা শুরু হয় প্রস্তুতি থেকে।💰 ...
29/06/2025

হজে যাওয়ার স্বপ্ন দেখছেন? 🕋

“হজ” শুধু একটি সফর নয়, এটি আত্মশুদ্ধির এক মহান যাত্রা। আর এই যাত্রা শুরু হয় প্রস্তুতি থেকে।

💰 অর্থ জমানো শুরু হোক আজ থেকেই — এই ৫টি কৌশলে:

1. বিশেষ হজ ফান্ড খুলুন

আলাদা একটি ব্যাংক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটে মাসিক জমা দিন—ছোট অংক হলেও ধারাবাহিকতা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে।

2. অপ্রয়োজনীয় খরচ কমান

বাহুল্য খরচ বাদ দিন—বাহারি চা, অনলাইন অর্ডার, বাড়তি বিল—সব কিছুতেই একটু কৃপণতা আজ, বরকত হবে কাল।

3. পারিবারিক বাজেট তৈরি করুন

মাসিক আয়ের নির্দিষ্ট অংশ “হজ ফান্ডে” রাখুন। পরিবারের সবাইকে যুক্ত করলে লক্ষ্য অর্জন সহজ হবে।

4. ফ্রিল্যান্স বা অতিরিক্ত আয় চেষ্টা করুন

পাশাপাশি ইনকামের উৎস তৈরি করুন—যেমন টিউশন, অনলাইন কাজ বা ঘরে বসে কিছু বিক্রি করা।

5. নিয়ত ও দোয়া করুন প্রতিদিন

আল্লাহর উপর ভরসা রাখুন—নিয়ত ও ইচ্ছা যদি পাকা হয়, রাস্তা ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে।

হজে যাওয়ার ইচ্ছা মানেই আপনি ডেকে নিচ্ছেন আল্লাহর দাওয়াত। এখন শুধু প্রয়োজন পরিকল্পনা, নিয়মানুবর্তিতা আর দৃঢ় নিয়ত।

#উমরাহ

নিশ্চয়ই জুম্মার দিন শ্রেষ্ঠ দিন 💝শুক্রবার দরুদ পাঠের বিশেষ দিন। বেশি বেশি দরুদ পাঠ করুন।দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ و...
27/06/2025

নিশ্চয়ই জুম্মার দিন শ্রেষ্ঠ দিন 💝
শুক্রবার দরুদ পাঠের বিশেষ দিন। বেশি বেশি দরুদ পাঠ করুন।

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

শান্তির জায়গা ❤️
25/06/2025

শান্তির জায়গা ❤️

🕋 উমরাহ করার আগে করণীয় ৫টি প্রস্তুতি 🕋 পবিত্র উমরাহ পালন জীবনের একটি স্বপ্নের সফর। এই সফর যেন হয় সুশৃঙ্খল ও বরকতময়, ত...
22/06/2025

🕋 উমরাহ করার আগে করণীয় ৫টি প্রস্তুতি 🕋

পবিত্র উমরাহ পালন জীবনের একটি স্বপ্নের সফর। এই সফর যেন হয় সুশৃঙ্খল ও বরকতময়, তাই উমরাহর আগে কিছু প্রস্তুতি নেওয়া জরুরি।

১. নিয়ত ও ইখলাস ঠিক করা
এই সফর শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য—এটা মনে প্রোথিত করে নিন। শিরক বা লোক দেখানোর উদ্দেশ্য যেন না থাকে।

২. উমরাহ’র মাসআলা-মাসায়েল জেনে নিন
ইহরাম, তাওয়াফ, সাঈ – প্রতিটি ধাপ সঠিকভাবে জানতে অনলাইন কোর্স বা বই পড়ে জ্ঞান অর্জন করুন।

৩. প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিন
ইহরামের কাপড়, হালকা ওয়্যারলেস জুতা, ওষুধপত্র, ছোট ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে ভুলবেন না।

৪. ট্রাভেল ডকুমেন্ট চেক করুন
পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং—সবকিছু আগেই চেক করে নিশ্চিত হয়ে নিন।

৫. পরিবারের সাথে বিদায় ও দোয়া চেয়ে নিন
এই সফরে বের হওয়ার আগে মা-বাবা, আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে দোয়া চাইতে ভুলবেন না।

🤲 উমরাহ যেন হয় কবুল ও সহজ — এই কামনা রইলো।

আপনার পরিচিতদের জন্য শেয়ার করুন—জানার ও প্রস্তুতি নেওয়ার সুযোগ হোক সবার।

আপনি কি এই বছর উমরাহ করতে চান?

আমাদের এজেন্সির মাধ্যমে আপনি hassle-free উমরাহ প্যাকেজ নিতে পারেন—ভিসা, টিকিট, গাইড, হোটেল সব ইনশাআল্লাহ আমরা দেখাশোনা করবো।

#উমরাহ

20/06/2025

"শুক্রবার দুরুদ পাঠের দিন।" ❤️‍🩹

হজ ও ওমরার মধ্যে পার্থক্য কী কী? হজ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। হজ ও ওমরার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে।  ১. হজ...
13/06/2025

হজ ও ওমরার মধ্যে পার্থক্য কী কী?

হজ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। হজ ও ওমরার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে।

১. হজ মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত। অন্যদিকে, ওমরাহ আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো الزيارة والقصد জিয়ারত বা সফর ও ইচ্ছা। ওমরাহ ফরজ নয়।

২. প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনকালে হজ পালন করা বাধ্যতামূলক যদি তারা শারীরিকভাবে উপযুক্ত এবং আর্থিকভাবে এটি করতে সক্ষম হয়। ওমরাহ জীবনে একবার হলেও করা ফরজ নয়।

৩. হজ এক নির্দিষ্ট সময়ে (জিলহজ মাসে) করতে হয়। অন্যদিকে, ওমরা বছরের যেকোনো সময়ই করা যায়।

৪. ওমরার মধ্যে আরাফার ময়দান ও মুজদালিফায় অবস্থান, দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে আদায় করা ও খুতবার কোনো বিধান নেই। তাওয়াফে কুদুম ও তাওয়াফে বিদাও নেই। অন্যদিকে, ওই সব কাজ হজের মধ্যে রয়েছে। বরং করতেই হয়।

৫. ওমরার মধ্যে তাওয়াফ আরম্ভ করার সময় তালবিয়া পড়া মওকুফ করা হয়। অন্যদিকে, হজের মধ্যে জামরাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ করার সময় মওকুফ করা হয়।

৬. ওমরাহ নষ্ট হলে বা জানাবত অবস্থায় তওয়াফ করলে একটা ছাগল বা মেষ জবেহ করা যথেষ্ট। অন্যদিকে, হজে তা যথেষ্ট নয় বরং পরবর্তী বছর পুনরায় হজ সম্পন্ন করতে হয়।

আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ইবাদতগুলো করার তাওফিক দান করুন। 🤲

#হজ #ওমরা #ইসলাম #ইবাদত

🌙 পবিত্র ঈদ-উল-আযহা মুবারক 🌙কোরবানির ত্যাগ ও হৃদয়ের বিশুদ্ধতাই হোক আমাদের আসল উৎসব।আসুন, এই পবিত্র দিনে আমরা গরীব, আত্মী...
07/06/2025

🌙 পবিত্র ঈদ-উল-আযহা মুবারক 🌙

কোরবানির ত্যাগ ও হৃদয়ের বিশুদ্ধতাই হোক আমাদের আসল উৎসব।

আসুন, এই পবিত্র দিনে আমরা গরীব, আত্মীয়-স্বজন ও নিজেদের মাঝে কোরবানির আনন্দ ভাগ করে নেই।

SR Umrah & Travels LTD-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আল্লাহ্‌ আমাদের কোরবানি কবুল করুন এবং হজ-উমরার তাওফিক দান করুন। 🤲🏻

06/06/2025

আল্লাহ আমাদের প্রতিটা ত্যাগকে কবুল করুক ❤️

Address

Patkelghata
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Umrah & Travel Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category