Privileged World Travel Club

Privileged World Travel Club Privileged World Travel Club is a loyalty membership club.

We Have Structured a range of Discounts on Various Products and Services for Our Members, Like International & Local Hotel Booking, Air ticketing, Visa Processing etc. The club was formed with the view of serving the elite-class society of Bangladesh with one-stop VIP service solutions.

11/08/2024
08/05/2024
25/02/2024
30/12/2023

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।
১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।
১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

জনস্বার্থে : কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশন।

কেবল ২০টি বগির ১ হাজার ২০ জন মানুষ নয়, যেন ছুটে চলেছে ইতিহাস। ইতিহাসের এই যাত্রার প্রথম চালক লোকোমাস্টার আবদুল আওয়াল রা...
03/12/2023

কেবল ২০টি বগির ১ হাজার ২০ জন মানুষ নয়, যেন ছুটে চলেছে ইতিহাস। ইতিহাসের এই যাত্রার প্রথম চালক লোকোমাস্টার আবদুল আওয়াল রানা। তিনি বলেন, কক্সবাজার সারা দেশের সবচেয়ে বড় পর্যটন নগরী। এখান থেকে প্রথম বাণিজ্যিক ট্রেন চালিয়ে নিয়ে যাবো। আমি আমার যখন চাকরি থেকে অবসর নিবো তখন আমার নাতি-নাতনিরা কক্সবাজার ঘুরতে আসলে বলতে পারবো আমিই প্রথম ট্রেনটা চালিয়েছিলাম।

#কক্সবাজার #ট্রেন #পর্যটন #নগরী #বাণিজ্যিক #প্রথমচালক #লোকোমাস্টার

https://asthatrip.com/Singapore Invitation (Loi ) Rate 400 TakaSingapore Visa With Invitation 4100 takaVietnam Visa Appr...
19/11/2023

https://asthatrip.com/

Singapore Invitation (Loi ) Rate 400 Taka

Singapore Visa With Invitation 4100 taka

Vietnam Visa Approval 6000 Taka

Astha Trip , Join The World. World

Address

Road 36 House 24 Gulshan 2
Shahzadpur
1212

Alerts

Be the first to know and let us send you an email when Privileged World Travel Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Privileged World Travel Club:

Share

Category