14/07/2024
ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর টিপস! ✈️
এক দেশে ভ্রমণ ভিসায় কতদিন থাকতে হবে?
একটি দেশে ভ্রমণ ভিসায় কতদিন থাকতে হবে তা নির্ভর করে সেই দেশের ভিসা নীতির উপর। তবে, সাধারণত, নূন্যতম ৭২ ঘন্টা (৩ দিন) অবস্থান করলেই ভালো।
ভুলগুলো এড়িয়ে টাকা সাবধানে খরচ করুন:
• অনেকেই কম খরচে প্যাকেজ ট্যুর কিনলেও ট্রাভেল হিস্ট্রি তৈরির জন্য প্রয়োজনীয় সময় সেখানে থাকে না।
• মনে রাখবেন, দেশে প্রবেশ করে বেরিয়ে আসলেই ট্রাভেল হিস্ট্রি হয় না, প্রতিটি দেশে পর্যাপ্ত সময় থাকতে হবে।
কিভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন?
• একসাথে ৩-৪ টি দেশ ঘুরে আসুন: থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম; ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া (ঐচ্ছিক)। প্রতিটি দেশে ৩ রাত করে থাকুন।
• সিঙ্গেল ভ্রমণের ক্ষেত্রে ট্যুরের মধ্যে ২-৩ মাস গ্যাপ রাখুন।
• সেন্জেন ভিসার জন্য, কমপক্ষে ৬-৭ টি দেশ ভ্রমণ করুন।
এই টিপসগুলো অনুসরণ করলে আপনি সহজেই আপনার ট্রাভেল হিস্ট্রি শক্তিশালী করতে পারবেন।
আপনার ভ্রমণ শুভ হোক! ✈️
🏠 অফিসঃ Ga 93, Gulshan Link Road, Dhaka 1212