Express Tours and Travels

Express Tours and Travels Tours And Travels

☀️তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা, কিছু সাধারণ নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যায়। তাপ প...
11/05/2025

☀️তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা, কিছু সাধারণ নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যায়।
তাপ প্রবাহের সময় ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। এসময় নিজের ও পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করতে করণীয়গুলো জেনে রাখুন।

#তাপপ্রবাহ #হিটস্ট্রোক #তাপমাত্রা #ডায়রিয়া

Express Tours and Travels পরিবারের পক্ষ থেকে শ্রমজীবী প্রতিটি মানুষের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। #মেদিবস
01/05/2025

Express Tours and Travels পরিবারের পক্ষ থেকে শ্রমজীবী প্রতিটি মানুষের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

#মেদিবস

ভাঙা সম্পর্ক, ফেলে আসা মুহূর্ত, পুরনো বন্ধু, সব আবার ফিরে আসুক, এই নববর্ষ হোক ফিরে পাওয়ার বছর। "শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ...
13/04/2025

ভাঙা সম্পর্ক, ফেলে আসা মুহূর্ত, পুরনো বন্ধু, সব আবার ফিরে আসুক, এই নববর্ষ হোক ফিরে পাওয়ার বছর।

"শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ"

Congratulation Bangladesh women Football Team❤SAFF Champion agin 2024 ⚽⚽🫶🇧🇩
31/10/2024

Congratulation Bangladesh women Football Team❤

SAFF Champion agin 2024 ⚽⚽🫶🇧🇩

18/09/2024
🇺🇸  আমেরিকা ভ্রমণ করার কথা ভাবছেন?  ✅ আমেরিকায় এখন নিজে বা সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যায়।✅ আপনি কি ইন্ডীয়া, মাল...
14/07/2024

🇺🇸 আমেরিকা ভ্রমণ করার কথা ভাবছেন?

✅ আমেরিকায় এখন নিজে বা সপরিবারে ৫ বছরের ভিজিট ভিসা পাওয়া যায়।
✅ আপনি কি ইন্ডীয়া, মালোয়শীয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা যে কোন দেশে টুরিস্ট ভিসায় গিয়েছিলেন?
✅ অথবা অন্তত ২/১ টি দেশের ভিসা আছে?
✅ আপনার বয়স ৩০ এর উপর হলে ফ্রেশ পাসপোর্ট ও চলবে।
✅ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
✅ ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পরামর্শদাতার মাধ্যমে সম্পূর্ণ নির্ভুল ভাবে ফাইল প্রসেস করে থাকি।
✅ সর্বাধিক ভিসা গ্যারান্টি
✅ সম্পূর্ণ আন্তরিকতা এবং স্বচ্ছতার সাথে ভিসা প্রক্রিয়া।

U.S.A Embassy-তে Multiple Visit Visa-র জন্য যেসব Documents দরকার সেগুলো হলো:-
যদি আপনি Business Man হন তাহলে:
1. Trade Licence
2. Tin Certificate.
3. Passport .
4. Bank Statement.
5. Visiting Card.
6. Your Photograph(Passport size + 2’’x 2’’ size).
7. Hotel Booking +Ticket Booking
8. Asset Evaluation

যদি আপনি Service Holder/Employee হন তাহলে:
1. Salary Certificate.
2. Appointment Letter from your Company.
3. Passport .
4. Tin Certificate.
5. Visiting Card.
6. Update Resume.
7. NOC Letter.
8. Bank Statement.
9. Your Photograph (Passport size + 2’’x 2’’ size).
10. Hotel Booking +Ticket Booking
11. Asset Evaluation

🎯 বিস্তারিত জানতে কল করুন
☎️ 01329711344 ( WhatsApp)

🇨🇦 নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য...
14/07/2024

🇨🇦 নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦

আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

১. প্রাথমিক প্রস্তুতি

প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।

২. অ্যাপ্লিকেশন শুরু

আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)

আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC

সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৪. পেমেন্ট

ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD

৫. বায়োমেট্রিক্স

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

৬. রেজাল্টের জন্য অপেক্ষা

আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।

৭. রিজেকশন ও পুনরায় আবেদন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

🎯 ভ্রমণ বিষয়ে যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন

🎯 +8801329711344 ( WhatsApp)

ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর টিপস! ✈️এক দেশে ভ্রমণ ভিসায় কতদিন থাকতে হবে?একটি দেশে ভ্রমণ ভিসায় কতদিন থাকতে হবে তা নির্ভর ...
14/07/2024

ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর টিপস! ✈️

এক দেশে ভ্রমণ ভিসায় কতদিন থাকতে হবে?

একটি দেশে ভ্রমণ ভিসায় কতদিন থাকতে হবে তা নির্ভর করে সেই দেশের ভিসা নীতির উপর। তবে, সাধারণত, নূন্যতম ৭২ ঘন্টা (৩ দিন) অবস্থান করলেই ভালো।

ভুলগুলো এড়িয়ে টাকা সাবধানে খরচ করুন:

• অনেকেই কম খরচে প্যাকেজ ট্যুর কিনলেও ট্রাভেল হিস্ট্রি তৈরির জন্য প্রয়োজনীয় সময় সেখানে থাকে না।

• মনে রাখবেন, দেশে প্রবেশ করে বেরিয়ে আসলেই ট্রাভেল হিস্ট্রি হয় না, প্রতিটি দেশে পর্যাপ্ত সময় থাকতে হবে।

কিভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন?

• একসাথে ৩-৪ টি দেশ ঘুরে আসুন: থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম; ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া (ঐচ্ছিক)। প্রতিটি দেশে ৩ রাত করে থাকুন।

• সিঙ্গেল ভ্রমণের ক্ষেত্রে ট্যুরের মধ্যে ২-৩ মাস গ্যাপ রাখুন।

• সেন্জেন ভিসার জন্য, কমপক্ষে ৬-৭ টি দেশ ভ্রমণ করুন।
এই টিপসগুলো অনুসরণ করলে আপনি সহজেই আপনার ট্রাভেল হিস্ট্রি শক্তিশালী করতে পারবেন।

আপনার ভ্রমণ শুভ হোক! ✈️

🏠 অফিসঃ Ga 93, Gulshan Link Road, Dhaka 1212

বাংলা নববর্ষ শুভেচ্ছা
13/04/2024

বাংলা নববর্ষ শুভেচ্ছা

10/04/2024

🌙ঈদ মোবারক ,🌙

ঈদে পূর্ণতা পাক আত্মশুদ্ধি , পবিত্রতায় । Express Tours and Travels এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ।

16/03/2024

ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়া ১০০% কনাফার্ম ভিজিট ভিসা

#নো_ভিসা_নো_ফি

অনুগ্রহ করে আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
☎️+88 01329 711344

এ ছাড়া ও আমরা সেনজেন, কানাডা, চায়না, দুবাই, থাইল্যান্ড , ভিয়েতনাম কনাফার্ম ভিসা করে থাকি।

🏠অফিসের ঠিকানা: বাড়ি: গ-৯৩, গুলশান লিংক রোড, গুলশান-০১, ঢাকা-১২১২।

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801329711344

Alerts

Be the first to know and let us send you an email when Express Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category