Shahin Hajj Group.

Shahin  Hajj Group. হজ্ব ও উমরাহ বুকিং করুন।

শাহীন হজ্ব এভিয়েশন।

অফিস; তেরাবাজার মাদ্রাসা মার্কেট শেরপুর।

আলহামদুলিল্লাহ,
আমরা ২০০৭ সাল থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে হজ্জ ও ওমরাহ প্যকেজ করে আসছি।
আমাদের দ্বারা আপনারা পাবেন হজ্বে যাওয়ার জন্য একটি গাইড লাইন।
আমরা দিচ্ছি আপনাকে সুন্দর ও নিরাপদে হজ্ব ও ওমরাহ পালনের এক নির্ভরযোগ্য আঙ্গিকার

পাসপোর্ট, মুয়াল্লেম ফি, ভিসা, বিমান টিকেট, মক্কায় (হেরাম শরিফের আতি নিকটতম বাড়িতে থাকা), মদীনায় যাওয়া,আসা, থাকা,খা ওয়া
দর্শনীয় স্থান ভ্রমন এবং দেশে ফিরে আসা পর্য

ন্ত আভিজ্ঞ গাইড দ্বারা পরিচালিত এক ঝামেলা মুক্ত প্যকেজ।
আমরা দিচ্ছি আপনাকে সুন্দর ও নিরাপদে হজ্ব ও ওমরাহ পালনের এক নির্ভরযোগ্য আঙ্গিকার।

পবিত্র হজ্ব পালন শেষে শাহীন হজ্ব গ্রুপের সকল হজ্বযাত্রী সুস্থতার সাথে দেশে ফিরেছেন। গতকাল রাতে জেদ্দা হতে বাংলাদেশ বিমান...
18/06/2025

পবিত্র হজ্ব পালন শেষে শাহীন হজ্ব গ্রুপের সকল হজ্বযাত্রী সুস্থতার সাথে দেশে ফিরেছেন।

গতকাল রাতে জেদ্দা হতে বাংলাদেশ বিমানের বিজি-৩৫১০ এবং আজ সকালে বিজি-৩৩২ এই দুটি ফ্লাইটে আমাদের সকল হজ্বযাত্রীগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন৷

বিমানবন্দরে হজ্বযাত্রীদের শাহীন হজ্ব এভিয়েশনের পক্ষ থেকে আল্লাহর ঘর থেকে ফিরে আসা মেহমানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। তাদের বরকতে বাংলাদেশকে আল্লাহ কবুল করুন।

মুজদালিফায় রাত্রী যাপনআল্লাহুম্মাগফিরলি
06/06/2025

মুজদালিফায় রাত্রী যাপন
আল্লাহুম্মাগফিরলি

03/06/2025
 #এহরাম হজ্ব ২০২৫হজ্ব বা উমরার জন্য এহরামের পূর্ব প্রস্তুতি ও এহরাম পরিধানের সময়ের কার্যাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো...
02/06/2025

#এহরাম হজ্ব ২০২৫
হজ্ব বা উমরার জন্য এহরামের পূর্ব প্রস্তুতি ও এহরাম পরিধানের সময়ের কার্যাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো সুন্নত ও আদবসমূহ অনুসরণ করে করলে ইবাদত আরও পূর্ণতা পায় এবং সওয়াবও বৃদ্ধি পায়।

---

🌿 এহরামের পূর্ব প্রস্তুতি

এহরাম পরিধানের আগে যেসব কাজ সুন্নত:

১. গোসল (স্নান) করা:

নবী (সা.) হজ্ব বা উমরার জন্য এহরামের আগে গোসল করেছেন।

যদি গোসল সম্ভব না হয়, তাহলে ওজু করাই যথেষ্ট।

২. পরিচ্ছন্নতা:

নখ কাটা, গোফ ছাঁটা, বগল ও লজ্জাস্থানের অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করা (যদি প্রয়োজন হয়)।

৩. সুগন্ধি ব্যবহার করা (শুধু এহরামের আগে):

পুরুষদের জন্য শরীরে (এহরামের কাপড়ে নয়) সুগন্ধি ব্যবহার করা সুন্নত।

নারীদের জন্য সুগন্ধি ব্যবহার নিষেধ।

---

🕋 এহরাম পরিধানের সময় কার্যাবলি

✅এহরামের কাপড় পরিধান:

পুরুষরা:

দুটি সেলাইবিহীন কাপড় পরবেন (একটি নিচে - ইজার, একটি উপরে - রিদা)।

মাথা ও মুখ খোলা রাখতে হবে।

নারীরা:

স্বাভাবিক শরীয়তসম্মত পোশাক পরবেন।

মুখে কোনো কাপড় লাগানো যাবে না (মুখ ঢাকতে চাইলে সামনে কাপড় ঝুলিয়ে রাখতে পারেন)।

✅২ রাকাত সালাতুল এহরাম নামাজ আদায় করা

✅. নিয়ত করা (মীকাত থেকে হজ্বে তামাত্তু হলে ঘর/ হোটেল থেকে।

✅ তালবিয়া পাঠ শুরু:

> لَبَّيْكَ اللّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

এহরামের পর থেকে ১০ ই জিলহজ জামারায় পাথর নিক্ষেপ করার আগ পর্যন্ত বারবার তালবিয়া পাঠ করতে থাকা

---

⚠️ এহরামের পর যেসব কাজ নিষেধ (মাহজুরাতুল এহরাম):

১. মাথা ঢেকে রাখা (পুরুষদের জন্য)
২. মুখ ঢেকে রাখা (পুরুষদের জন্য)
৩. সুগন্ধি ব্যবহার
৪. চুল কাটা বা নখ কাটা
৫. সেলাইযুক্ত জামা পরিধান (পুরুষদের জন্য)
৬. স্ত্রী সহবাস বা যৌন আচরণ
৭. শিকার করা বা শিকারকে সাহায্য করা
৮. মশা,মাছি,উকুন ইত্যাদী কীট মেরেফেলা
৯, হারামের সীমানায় কোনো গাছের ডাল পাতা ছেড়া

মিনা বিশ্বের বৃহত্তম তাঁবুর শহর.. #হজ্জ
02/06/2025

মিনা বিশ্বের বৃহত্তম তাঁবুর শহর..

#হজ্জ

📍  #মিনা – পৃথিবীর সবচেয়ে বড় তাবু নগরী! 🕋হজের মৌসুম এলেই মক্কার পাশে জেগে ওঠে এক বিস্ময়কর শহর – মিনা, যেখানে একসঙ্গে লক্...
02/06/2025

📍 #মিনা – পৃথিবীর সবচেয়ে বড় তাবু নগরী! 🕋
হজের মৌসুম এলেই মক্কার পাশে জেগে ওঠে এক বিস্ময়কর শহর – মিনা, যেখানে একসঙ্গে লক্ষাধিক হাজী একত্রিত হন।

🏕️ হজ্ব ২০২৫/১৪৪৬ এর জন্য মিনায় রয়েছে প্রায় ১ লাখ আগুন-প্রতিরোধী এয়ার কন্ডিশন্ড তাবু, যেগুলো তৈরি টেফলন-কোটেড ফাইবারগ্লাস দিয়ে।
🔥 প্রতিটি তাবুতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পানি ছিটানোর স্প্রিংকলার, এবং ফায়ার অ্যালার্ম থাকে – ১৯৯৭ সালের ভয়াবহ আগুনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সৌদি সরকার এসব ব্যবস্থা নিয়েছে।

🧭 তাবু শহরটি এতটাই বিশাল যে এতে গুগল ম্যাপে নির্দিষ্ট তাবু লোকেট করার সুবিধাও রয়েছে!
📱 হাজীরা তাদের তাবুর জন্য আলাদা QR Code বা ডিজিটাল লোকেশন ট্যাগ ব্যবহার করে হারিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে পারেন।

🕋 এখানেই হাজীরা শয়তানকে পাথর নিক্ষেপ (রমি জামারাত) করেন – এটি হজের গুরুত্বপূর্ণ অংশ।

💡 জানেন কি?
মিনার একেকটি তাবুর মূল্য প্রায় ৮,০০০ থেকে ১২,০০০ মার্কিন ডলার, কারণ এগুলো পুরোপুরি আগুন প্রতিরোধী এবং আধুনিক প্রযুক্তিতে নির্মিত।

🔁 শেয়ার করে জানিয়ে দিন – হজ শুধুই ইবাদত নয়, এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও সাংগঠনিক চ্যালেঞ্জগুলোর একটি সফল আয়োজনও।

রাজকীয় সৌদি সরকারের গ্র্যান্ড মুফতি দুই পবিত্র মসজিদের ধর্ম বিষয়ক বিভাগের প্রেসিডেন্ট এবং মসজিদ আল হারামের ইমামদের অভ্য...
31/05/2025

রাজকীয় সৌদি সরকারের গ্র্যান্ড মুফতি দুই পবিত্র মসজিদের ধর্ম বিষয়ক বিভাগের প্রেসিডেন্ট এবং মসজিদ আল হারামের ইমামদের অভ্যর্থনা জানান।
Inside the Haramain

 #শোক_সংবাদশাহীন হজ্ব এভিয়েশন থেকে ২০১১ সালে হজ্ব ব্রত পালন করা হাজী, গৌরিপুর নিবাসি, কাজি আবু জাফর মো: (সালাউদ্দিন) এর ...
30/05/2025

#শোক_সংবাদ

শাহীন হজ্ব এভিয়েশন থেকে ২০১১ সালে হজ্ব ব্রত পালন করা হাজী, গৌরিপুর নিবাসি, কাজি আবু জাফর মো: (সালাউদ্দিন) এর সহধর্মিণী,
শেরপুর জেলা কাজি সমিতির জয়েন্ট সেক্রেটারি, Kazi Abuzor MdAlamin এর মাতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
কাজী আলআমিন সহ মরুহুমার ৩ সন্তান ও ২ জামাতা শাহীন হজ্ব এভিয়েশন থেকে হজ্বের সফরে রয়েছে।
সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেনো এই মরহুমা কে মাগফেরাত দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
শোক সন্তপ্ত পরিবারকে শোক সইবার তৌফিক দান করেন।

আমিন

ভিড়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত অনুসরণ করুন এবং হাজরে আসওয়াদের দিকে শুধু হাত দিয়ে ইশারা করু...
29/05/2025

ভিড়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত অনুসরণ করুন এবং হাজরে আসওয়াদের দিকে শুধু হাত দিয়ে ইশারা করুন।

#মক্কা_ও_মদিনা_আপনাদের_জন্য_অধীর_আগ্রহে_অপেক্ষা_করছে
#স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি

 #জরুরীহারামাইনের পরিচ্ছন্নতা বজায় রাখা, আল্লাহর পবিত্র স্থানগুলোর প্রতি আপনার শ্রদ্ধার প্রকৃত বহিঃপ্রকাশ।    #স্বাচ্ছন...
29/05/2025

#জরুরী
হারামাইনের পরিচ্ছন্নতা বজায় রাখা, আল্লাহর পবিত্র স্থানগুলোর প্রতি আপনার শ্রদ্ধার প্রকৃত বহিঃপ্রকাশ।

#স্বাচ্ছন্দ্য_ও_প্রশান্তি

লিবিয়ার একজন হুজ্জাজের একটি অলৌকিক কাহিনী:আমের নামে এক তরুণ লিবীয় ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন, যখন বিমানবন্দ...
27/05/2025

লিবিয়ার একজন হুজ্জাজের একটি অলৌকিক কাহিনী:

আমের নামে এক তরুণ লিবীয় ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন, যখন বিমানবন্দর প্রক্রিয়া চলাকালীন সময় তার নাম সম্পর্কিত একটি নিরাপত্তা সমস্যার সম্মুখীন হন।
নিরাপত্তাকর্মী তাকে বলল, "আমরা তোমার জন্য এটি সমাধান করার চেষ্টা করব, কিন্তু তোমাকে আমাদের সাথে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।"
অন্যান্য হজ্বযাত্রীরা তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে, বিমানে উঠে পড়েন এবং দরজা বন্ধ হয়ে যায়।
কয়েক মিনিট পরে, আমেরের সমস্যার সমাধান হয়ে গেল, কিন্তু পাইলট তার জন্য দরজা খুলতে অস্বীকৃতি জানালেন এবং বিমানটি উড়ে গেল।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললেন, "আল্লাহ বিজয়ী; তিনি তোমার জন্য সবকিছু সহজ করেন নাই।" তবে, আমের বিমানবন্দর ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে জোর দিয়ে বলেন, "আমি হজ্জ করতে চাই, এবং ইনশাআল্লাহ, আমি যাব।"

হঠাৎ, তারা একটি খবর পেল যে বিমানটিতে কোনও ত্রুটি দেখা দিয়েছে এবং তারা ফিরে আসছে। বিমানটি ফিরে আসে এবং রক্ষণাবেক্ষণ করা হয়, কিন্তু পাইলট তখনও দরজা খুলতে অস্বীকৃতি জানান। অফিসার তাকে বললেন, "এটা তোমার জন্য ছিল না।" আমের দৃঢ়তার সাথে উত্তর দিলেন, "আমি হজ্জ করার ইচ্ছা পোষণ করছি, এবং ইনশাআল্লাহ, আমি যাব।"

বিমানটি আবার চলতে শুরু করে, এবং কিছুক্ষণ পর, একটি রিপোর্ট আসে যে এটিতে আবার ত্রুটি দেখা দিয়েছে, তাই এটি দ্বিতীয়বারের মতো ফিরে আসে। সেই মুহূর্তে, পাইলট বুঝতে পারলেন কী ঘটেছে এবং বললেন, "আল্লাহর কসম আমি আমেরকে ছাড়া উড়বো না।" তারা তার একটি ছবি স্মারক হিসেবে তুলেছিল এবং তারা নিরাপদে পৌঁছেছিল।"
©insidetheharamain

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী
তাকাব্বালাল্লহুল হাজ্ব

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Hajj Group. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahin Hajj Group.:

Share

Category