
06/04/2025
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, হজ ২০২৫ এ বাংলাদেশ থেকে বেসরকারি মাধ্যমে ৮১,৯০০ জন হজযাত্রী হজে গমন করবেন। সৌদি সরকারের রোড ম্যাপ/টাইমলাইন অনুযায়ী মক্কা-মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য নির্ধারিত ছিল। পরবর্তীতে এ সময়সীমা যথাক্রমে গত ২৫.০৩.২০২৫ খ্রি. তারিখ এবং ০৩ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে আট বার তাগিদপত্র প্রেরণ এবং জুম সভায়ও বহুবার অনুরোধ জানানো হয়। বারংবার অনুরোধ করা সত্ত্বেও নিম্নবর্ণিত এজেন্সিসমূহ তাদের নামের পার্শ্বে উল্লিখিত সংখ্যক হজযাত্রীর নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তির জন্য সৌদি নুসক মাসার সিস্টেমে অন্তর্ভুক্ত করেনি। ফলে তার এজেন্সির বর্ণিত সংখ্যক হজযাত্রীর হজে গমনের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বর্ণিতাবস্থায়, সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্নের জন্য সৌদি নুসক মাসার সিস্টেমে অন্তর্ভুক্ত না করায় কেন সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত ব্যাখ্যা আগামী ০৭ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখের মধ্যে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, কোন হজযাত্রী এজেন্সির অবহেলা জনিত কারণে হজ পালন করতে না পারলে সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।