
26/06/2025
🚌 Elite Express — যাত্রীসেবায় অঙ্গীকারবদ্ধ 🛣️
দীর্ঘদিন ধরেই Elite Express ঢাকা-ময়মনসিংহ-শেরপুর-ঝিনাইগাতী রুটে নিরলসভাবে যাত্রীসেবা দিয়ে আসছে। এই পথচলায় আমরা পেয়েছি যাত্রীদের ভালোবাসা, সমালোচনা এবং মূল্যবান পরামর্শ—যা আমাদের আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।
আমরা স্বীকার করি, এই যাত্রায় আমাদের কিছু সীমাবদ্ধতা এবং অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল। কিছু যাত্রী হয়তো কাঙ্ক্ষিত সেবা পাননি—তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের সেবাকে আরও উন্নত করতে।
🚍 নিরাপত্তা ও আরামের প্রতিশ্রুতি:
আমাদের বাসে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিমি/ঘণ্টা, যাতে নিরাপদ যাত্রা নিশ্চিত হয়।
রয়েছে GPS ট্র্যাকিং সিস্টেম, যাতে ওভারস্পিডিং নিয়ন্ত্রণে রাখা যায়।
বাসে রয়েছে সিসিটিভি ক্যামেরা, অগ্নি নির্বাপক যন্ত্র, ও প্রাথমিক চিকিৎসা বক্স — যাত্রী নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা।
📡 এলিট এক্সপ্রেস বাসের সুবিধাসমূহ:
ফ্রি ওয়াইফাই সেবা
মোবাইল চার্জিং পোর্ট
পরিচ্ছন্ন ও আরামদায়ক ইন্টেরিয়র
আমরা বিশ্বাস করি, শুধু গন্তব্যে পৌঁছানোই নয়—পুরো যাত্রাটাই হওয়া উচিত আরামদায়ক, নিরাপদ ও সম্মানজনক। Elite Express যাত্রীদের প্রতি দায়বদ্ধ, আর তাই আমরা প্রতিদিনই নিজেদের আরও ভালো করার চেষ্টায় রত।
🙏 আমরা কৃতজ্ঞ সেই সকল যাত্রীদের প্রতি, যারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।
📣 আপনিও আমাদের সেবার অংশ হোন, মতামত দিন—আমরা শুনছি।
Elite Express — আপনাদের পথচলার নির্ভরযোগ্য সঙ্গী ♥️
#বিশ্বাসেরসাথেভ্রমণ #নিরাপদযাত্রা #স্মার্টবাসসেবা #শেরপুর_ঢাকা #ময়মনসিংহ #এলিট_এক্সপ্রেস #টিকিট #শেরপুর #আপনারবিশ্বাসআমাদেরপ্রেরণা