নিসর্গযাত্রী

নিসর্গযাত্রী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিসর্গযাত্রী, Tour guide, Shyampur.

🌿 নিসর্গযাত্রী 🌿

প্রকৃতি যেখানে ডাকে, আমরাই সেই পথের পথিক।
নীল আকাশ, সবুজ বন, দূরের পাহাড়—সবাই যেন হাতছানি দিয়ে ডাকে।
অজানা গন্তব্য, অদেখা সৌন্দর্য আর পথের গল্প নিয়ে আমাদের যাত্রা।

চলো, একসঙ্গে ছুঁই দিগন্তের হাতছানি!

বাংলাবান্ধা ইস ওপেন।
23/02/2023

বাংলাবান্ধা ইস ওপেন।

29/01/2023

চল সিকিম যাই ….. ( বিস্তারিত আসতেছে )

18/09/2022

we are comming.

18/09/2022


04/09/2022

🖤

এইতো আজকে অফিসে বসে সবার সাথে গল্প করছিলাম পঞ্চগড়,তেতুলিয়া  থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ নিয়ে।  বেশ কিছু ছবি দেখালাম । ...
25/08/2022

এইতো আজকে অফিসে বসে সবার সাথে গল্প করছিলাম পঞ্চগড়,তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ নিয়ে। বেশ কিছু ছবি দেখালাম । ঠিক সেই সময় অফিস এর বস বলে ফেললো," একটা গান আছে না অঙ্গন দত্ত এর কাঞ্চনজঙ্ঘা নিয়ে ?"। আমি বললাম ,হু ভাই , আমার প্রোফাইলে গান টা শেয়ার দেওয়া রয়েছে ।তিনি ২,৩ লাইন গেলেন

["একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়"]।
https://youtu.be/dplz21YAAXI

আর এক সময় নাকি গিটার নিয়ে এইসব গান গাইতেন । সাথে কবির সুমন , নচিকেতা এর কথাও হলো ।

আসলে , তিনি অঞ্জন দত্ত এর গান আর সমরেশ মজুমদার এর বই পড়ে , কাঞ্চনজঙ্ঘা ,কার্শিয়াং, কালিম্পং , দার্জিলিং এই জায়গা গুলোর প্রতি যাওয়ার অনেক আগ্রহ পেয়ে ছিলেন ,।বললো আমাকে হিমালয় , কাঞ্চনজঙ্ঘা, কার্শিয়াং, কালিম্পং , দার্জিলিং কোন দিন হতাশ করেনি ।

ভাই বলে ফেললো বেশ কিছু বছর থেকে আর গান শোনাও হয় না, গাওয়া হয় না।

তিনি আজ সব কিছু ছেড়ে দিয়েছেন , হাসতে হাসতে বলে ফেললো ,"আমাকে যা দেখতেছো তার ১৮০ ডিগ্রি উল্টো ছিলাম ।আজ হাতে গিটার নেই । "

কিন্তু ওনার মাঝে যে হাজার ভ্রমণ কাহিনী আছে , এটা বুঝার বাকি রাখে না।

খুব শীঘ্রই আমরা আসতেছি ।

নিচের ছবি গুলো Mahmud (আল মাহমুদ) ভাই এর তোলা ।

এইতো আজকে অফিসে বসে সবার সাথে গল্প করছিলাম পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ নিয়ে।  বেশ কিছু ছবি দেখালাম । ঠিক সেই সম...
25/08/2022

এইতো আজকে অফিসে বসে সবার সাথে গল্প করছিলাম পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এ নিয়ে। বেশ কিছু ছবি দেখালাম । ঠিক সেই সময় অফিস এর বস বলে ফেললো," একটা গান আছে না অঙ্গন দত্ত এর কাঞ্চনজঙ্ঘা নিয়ে ?"। আমি বললাম ,হু ভাই , আমার প্রোফাইলে গান টা শেয়ার দেওয়া রয়েছে ।তিনি ২,৩ লাইন গেলেন
[
"একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়"]। আর এক সময় নাকি গিটার নিয়ে এইসব গান গাইতেন । সাথে কবির সুমন , নচিকেতা এর কথাও হলো ।

আসলে , তিনি অঞ্জন দত্ত এর গান আর সমরেশ মজুমদার এর বই পড়ে , কাঞ্চনজঙ্ঘা ,কার্শিয়াং, কালিম্পং , দার্জিলিং এই জায়গা গুলোর প্রতি যাওয়ার অনেক আগ্রহ পেয়ে ছিলেন ,।বললো আমাকে হিমালয় , কাঞ্চনজঙ্ঘা, কার্শিয়াং, কালিম্পং , দার্জিলিং কোন দিন হতাশ করেনি ।

ভাই বলে ফেললো বেশ কিছু বছর থেকে আর গান শোনাও হয় না, গাওয়া হয় না।
তিনি আজ সব কিছু ছেড়ে দিয়েছেন , হাসতে হাসতে বলে ফেললো ,"আমাকে যা দেখতেছো তার ১৮০ ডিগ্রি উল্টো ছিলাম ।আজ হাতে গিটার নেই । "
কিন্তু ওনার মাঝে যে হাজার ভ্রমণ কাহিনী আছে , এটা বুঝার বাকি রাখে না।

লেখেক
HHasan Masrur Babuখুব শীঘ্রই আমরা আসতেছি . সাথেই থাকুন .

Address

Shyampur

Alerts

Be the first to know and let us send you an email when নিসর্গযাত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিসর্গযাত্রী:

Share

Category