Sishir's Travelogue

Sishir's Travelogue As-Salamu-alaikum. I am Md. Taherul Islam Sishir. I love to travel. This is Sishir's Travelogue. Traveler, Tour manager, Tour Organizer, Event Manager.
(1)

We are providing the best quality tours and travels services in affordable prices.

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "অগ্নিদাহে মৃত ব্যক্তি শহীদ"(আন-নাসায়ী-১৮৪৬)।। সকল শহীদ মাছুমদেরকে মহান আল্লাহ রাব্বুল আল-আমিন...
21/07/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
"অগ্নিদাহে মৃত ব্যক্তি শহীদ"(আন-নাসায়ী-১৮৪৬)।।

সকল শহীদ মাছুমদেরকে মহান আল্লাহ রাব্বুল আল-আমিন জান্নাতুল ফেরদৌস নসিব করুন...আমিন।।

Sishir's Travelogue, Nomadic Traveler, Tourism of Bangladesh, Tasnim Islam Tonny, Tasnim's Kitchen "রান্নাঘর- আসুন রকমারি দেশি রান্না শিখি", Mohammad Taherul Islam Sishir এর পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) এর হোটেল-মোটেলে ০১ জুলাই ২০২৫ হতে নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ।  #পর্যটনকর্পো...
20/06/2025

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক) এর হোটেল-মোটেলে ০১ জুলাই ২০২৫ হতে নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ।

#পর্যটনকর্পোরেশন #ভাড়াবৃদ্ধি

🌊 Kadombori - A Premium AC Houseboat In Tangua তে আপনাকে(আপনাদেরকে) স্বাগতম। 🌿 বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে(সৌন্দর্য...
02/05/2025

🌊 Kadombori - A Premium AC Houseboat In Tangua তে আপনাকে(আপনাদেরকে) স্বাগতম।

🌿 বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে(সৌন্দর্যে) ঘেরা টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ জেলার এক অমূল্য রত্ন। "নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল" নামে খ্যাত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। হাওরের নীল জলরাশি, পাহাড়ি সবুজ প্রান্তর এবং পূর্ণিমার রাতে আকাশজুড়ে ছড়িয়ে থাকা চাঁদ-তারা এক অপার্থিব সৌন্দর্যের(সৌন্দর্য্যের) সৃষ্টি করে।

প্রকৃতির অনন্য সৌন্দর্যে(সৌন্দর্য্যে)ভরপুর এই হাওরের কোলে একটুখানি সময় কাটিয়ে দেখুন, মন হারিয়ে যাবে অপার শান্তিতে। পরিবার, প্রিয়জন বা বন্ধুদের নিয়ে চলে আসুন(আসতে পারেন) আজই, হাওরের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।

এই অপরূপ পরিবেশ উপভোগে আপনাকে স্বাগতম জানাচ্ছে “কাদম্বরী” - একটি প্রিমিয়াম এসি হাউজবোট, যেখানে আরাম ও বিলাসিতার সঙ্গে মিশে আছে প্রকৃতির ছোঁয়া।

🕒 ভ্রমণের সময়কালঃ ২ দিন ১ রাত;
√ ভ্রমণ শুরু ও শেষঃ সুনামগঞ্জ-হাওর-সুনামগঞ্জ।

👨‍👩‍👧‍👦 উপযোগীঃ একক, দম্পতি, পরিবারসহ সব বয়সের ভ্রমণকারীদের জন্য।

🌿 ভ্রমণসূচিতে অন্তর্ভুক্ত স্থানসমূহঃ
📍 টাঙ্গুয়ার হাওর,
📍 ওয়াচ টাওয়ার,
📍 টেকেরঘাট,
📍 নীলাদ্রি লেক,
📍 শিমুল বাগান,
📍 যাদুকাটা নদী,
📍 বারিক্কা টিলা,
📍 লাকমাছড়া,

🚢 কাদম্বরী হাউজবোটের বিশেষ সুবিধাসমূহঃ
🔰 ১০টি প্রিমিয়াম কেবিন; প্রতিটি কেবিনে ডোর লক ও প্রাইভেসি নিশ্চিত। ৪টি এসি ও ৬টি নন-এসি কেবিন।
🔰 দোলনার ব্যবস্থা - হাওড়ের মৃদু বাতাস ও পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগে ছাদে দোলনা।
🔰 শৈল্পিক সাজ - প্রতিটি রুমে আয়না, কাপড়ের হ্যাঙ্গার ও এটাচড বাথরুম।
🔰 বিনোদনের জন্য ছাদে কার্পেট - আরামদায়ক আসন, বিনব্যাগ ও আলোকসজ্জা।
🔰 লাউঞ্জে আরামদায়ক বসার ব্যবস্থা - নৌকার ছাদ ও লাউঞ্জে সবুজের ছোঁয়া।
🔰 বৈদ্যুতিক সুবিধা - জেনারেটর, ফ্যান, লাইট ও চার্জিং পয়েন্ট।
🔰 ডাইনিং সুবিধা - ছাদে ডাইনিং স্পেস, ফ্লোরে বসে খাওয়ার কষ্ট নেই।
🔰 নিরাপত্তা ব্যবস্থা - লাইফ জ্যাকেট, লাইফ বয়া, ও হাইজেনিক সামগ্রী।
🔰 সার্বক্ষণিক চা/কফি ও নাস্তা।
-----

#টাঙ্গুয়ারহাওর #কাদম্বরীহাউজবোট

এসো হে বৈশাখ, এসো এসো। ফেলে আসা স্মৃতিটুকু থাক পিছু, নতুন বছর জড়িয়ে দিক নতুন কিছু। সবার জীবন হোক আনন্দময়। শুভ নববর্ষ! টি...
13/04/2025

এসো হে বৈশাখ, এসো এসো।
ফেলে আসা স্মৃতিটুকু থাক পিছু, নতুন বছর জড়িয়ে দিক নতুন কিছু। সবার জীবন হোক আনন্দময়।
শুভ নববর্ষ!

টিম "Sishir's Travelogue" এর পক্ষ থেকে আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইলো নববর্ষের উষ্ণ শুভেচ্ছা। সুখে থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদ থাকুন।

#শুভনববর্ষ #নববর্ষ #শুভ_নববর্ষ_১৪৩২

Free Palestine... একটি জাতি যখন অস্তিত্ব হারানোর দ্বারপ্রান্তে- তখন নিরব থাকা আর নিরপেক্ষ থাকা একই রকম অপরাধ।
07/04/2025

Free Palestine...

একটি জাতি যখন অস্তিত্ব হারানোর দ্বারপ্রান্তে- তখন নিরব থাকা আর নিরপেক্ষ থাকা একই রকম অপরাধ।

ডাইনিং এ বসে সমুদ্র দর্শন।। কক্সবাজার।। ঈদের ছুটিতে ঘুরে বেড়ানো।। এংকর ইকো রিসোর্ট এন্ড স্পা।। 📷 Ms. Tithi Farhana(Ma'am...
05/04/2025

ডাইনিং এ বসে সমুদ্র দর্শন।। কক্সবাজার।। ঈদের ছুটিতে ঘুরে বেড়ানো।। এংকর ইকো রিসোর্ট এন্ড স্পা।।

📷 Ms. Tithi Farhana(Ma'am)

#কক্সবাজার

Happy 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 Day 🇧🇩 26 March 2025 🇧🇩২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।। _ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে মুক্তিযোদ্ধা...
25/03/2025

Happy 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 Day 🇧🇩
26 March 2025 🇧🇩

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।।
_ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অসীম সাহস, বীরত্ব, ও আত্মদানে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বীর সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের এই পতাকা ও মানচিত্র।

— বাংলার স্বাধীনতার জন্য যাঁদের রক্তের নদী বয়ে গিয়েছিলো বাংলার বুকে, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায়– সকল শহীদদের প্রতি রইল(জানাই) বিনম্র শ্রদ্ধা ও সম্মান। 🇧🇩❤️‍🩹♥️

✅ ইভেন্টঃ পরিবার-পরিজন, অথবা/এবং/ও, বন্ধুদের সাথে নিয়ে ঈদের ছুটিতে "সুন্দরবন ভ্রমণ" (২রা এপ্রিল ২০২৫ ইং) আসসালামু আলাইকু...
21/03/2025

✅ ইভেন্টঃ পরিবার-পরিজন, অথবা/এবং/ও, বন্ধুদের সাথে নিয়ে ঈদের ছুটিতে "সুন্দরবন ভ্রমণ" (২রা এপ্রিল ২০২৫ ইং)

আসসালামু আলাইকুম,
সম্মানিত পর্যটকবৃন্দ।
ঈদুল ফিতরের ছুটিতে, আসছে ২রা এপ্রিল এবং ৫ই এপ্রিল ২০২৫ ইং তারিখে ৩দিন ২ রাতের ঈদ স্পেশাল সুন্দরবন ভ্রমণ প্যাকেজ দেওয়া হয়েছে। আপনিও আমাদের সাথে উপভোগ করতে পারেন "সুন্দরবন" এবং সুন্দরবন এর প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য।

✅ ভ্রমণের তারিখঃ এপ্রিল ০২-০৩-০৪ এবং ০৫-০৬-০৭, ২০২৫ ইং।
✅ ভ্রমণের সময়কাল/ব্যপ্তিকালঃ ৩ দিন ২ রাত।
⛵ খুলনা - সুন্দরবন - খুলনা।

📢 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:
🚤 বোট ট্যুরঃ সুন্দরবনের বিভিন্ন নদী ও খাল ধরে জাহাজে ভ্রমন ও ছোট নৌকা নিয়ে সরুখালে ঘুরাঘুরি(ক্যানেল ক্রুজিং)।
🐯 বন্যপ্রাণী পর্যবেক্ষণঃ বাঘ(দেখার সম্ভাবনা ১% এর কম), হরিণ, বানর, বন্য শুকর, বন মোরগ সহ, কুমির এবং অন্যান্য বন্যপ্রাণী দেখার সুযোগ।
🐯 প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য, এবং জীবন সংগ্রাম।
🍽️ ভোজনঃ ওয়েলকাম ড্রিংকসসহ, প্রতিদিন তিনবেলা খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস এবং প্রতিবেলা খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া। আরও থাকছে ২৪ ঘন্টা চা/কফির ব্যবস্থা।
🏡 আবাসনঃ শীততাপ নিয়ন্ত্রিত আরামদায়ক থাকার ব্যবস্থা।
👨 গাইডঃ অভিজ্ঞ ও স্থানীয় গাইডের সাথে সুন্দরবন ঘুরে দেখার সুযোগ।
🧞‍♂️ নিরাপত্তাঃ ফরেস্ট ডিপার্টমেন্ট(বন বিভাগ) থেকে আর্মসসহ(অস্ত্রধারী) গাইড/গার্ড।

🏝️ দর্শনীয় স্থান:
১। আন্ধারমানিক,
২। কটকা অফিস পার, টাইগার পয়েন্ট, টাইগার টিলা।
৩। জামতলা সি বীচ,
৪। কচিখালি অভয়ারণ্য,
৫। ডিমের চর,
৬। করমজল।
#নোটঃ আবহাওয়া এবং জোয়ার ভাটার উপর নির্ভর করে ভ্রমণের স্থানগুলো আগে-পরে অথবা পরিবর্তন হতে পারে(ফরেস্ট অথরিটির অনুমতি সাপেক্ষে)।

🌬️ প্যাকেজ শুরুঃ
♦️ এম.ভি.সিলভার ক্রুজ(শীতাতপ নিয়ন্ত্রিত)
🟢 টুইন শেয়ার বেড কেবিন/রুম ও কমন বাথ; ১৩,০০০ টাকা(প্রতিজন)।
🟢 সিলভার ভিআইপি ট্রিপল ও এক্সিকিউটিভ ফ্যামিলি ফোর শেয়ার বেড কেবিন/রুম + এটাচড বাথ; ১৫,০০০ টাকা(প্রতিজন)।
🟢 সিলভার স্যুইট কাপল বেড কেবিন/রুম + এটাচড বাথ: ১৬,০০০ টাকা(প্রতিজন)।
👶 বেবী পলিসি: ০০-০৩ বছর ফ্রী। ০৩-০৭ বছর ৭,০০০ টাকা(খাবার+এন্ট্রি ফি এবং বাবা মায়ের সাথে রুম শেয়ারিং করবে)।
🗨️ বিদেশী পর্যটককে অতিরিক্ত ৮,৫০০ টাকা ফরেস্ট এন্ট্রি ফি পেমেন্ট করতে হবে।।

👉 কেন যাবেনঃ
° দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সাথে সুন্দরবন ট্যুর পরিচালনার অভিজ্ঞতা।
° প্রশিক্ষিত ও অভিজ্ঞ গাইড।
° ২৪ ঘন্টা রুম সার্ভিস।
° ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ।
° বিশ্বমানের সেবা প্রদান।
° ইনডোর গেমস।
° বিনোদন এর জন্য টিভি, প্রজেক্টর, সাউন্ড সিস্টেমস।
° আনলিমিটেড কুকিজ, চা-কফি।
° সুন্দরবন সম্পর্কে পর্যাপ্ত ব্রিফিং।
° সার্বিক নিরাপত্তা।
° অভিজ্ঞতা সম্পন্ন শেফ(বাবুর্চি)।
° হাইজেনিক ও মুখরোচক খাবার।
° প্রতিটা কেবিনে টয়লেট্রিজ।

🟥 এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির এসি ও নন-এসি জাহাজে ট্যুরের আয়োজন করে থাকি।

☎️ বিস্তারিত জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেনঃ (Contact for more details & booking)

Md. Taherul Islam(Sishir)
(Sales Partner - MV Silver Cruise _ 𝐁𝐋𝐔𝐄 𝐁𝐈𝐑𝐃 𝐓𝐎𝐔𝐑𝐒)
301/3, Hirajheel R/A, Chittagong Road, Siddhirganj, Narayangonj - 1430.
Bangladesh.

And,

MV SILVER CRUISE
Dhurobo Center (2nd floor),
211, Khan Jahan Ali Road, Khulna - 9100,
Bangladesh.

Mobile:
+880-1787-744719 (Call & WhatsApp),
+880-1552-883475.
Email: [email protected]

#সুন্দরবন #সুন্দরবনভ্রমণ

Address

Siddhirganj

Telephone

+8801552883475

Website

https://www.youtube.com/@mdtaherulsishir

Alerts

Be the first to know and let us send you an email when Sishir's Travelogue posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sishir's Travelogue:

Share

Category

About

Hello,Everyone, As-Salamu-Walaikum. I am Md. Taherul Islam Sishir. I love to travel.This page belongs to Personal Blog, Tour Guide, Travel service & Organizing Tour... If any one want to travel with me or us, you can join our team.(i.e. including Foreigners).

This page is about personal & also group travel. Sishir, I live in Narayanganj. My Home district is Faridpur. I want to be a freelancer. I want to make Vlogs(a video blog(noun): a record anyone of thoughts, opinions, or experiences that you film and publish on the internet). Also I want to be a perfect Vlogger-Means-someone who makes vlogs(short films that record anyone thoughts, ideas, or opinions on a subject) and posts them on the internet.

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছড়িয়ে আছে হাজারো লুকায়িত সৌন্দর্য। দেশে-বিদেশে সর্বত্র বাংলাদেশের অনেক মানুষ এখন ঘোরাঘুরি করছে। কিন্তু অনেকেই সঠিক পরিকল্পনা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে পুরোপুরি ভাবে ভ্রমনের আনন্দ উপভোগ করতে পারছেন না। তাই আমরা চেষ্টা করবো, প্রকৃতিকে একটু ভিন্ন ভাবে উপভোগ করার সুযোগটা সবাইকে করে দেবার।