Haor Konna Express : Tanguar Haor

Haor Konna Express : Tanguar Haor ধারণ ক্ষমতা : ১৫-১৮ জন
☎️+8801717840883

গত বছর হাওরে যখন Haor Konna Express : Tanguar Haor নিয়ে নিজেই হাওরের সুন্দর্য্য আবিষ্কার করছি, আমি সাধারণত হাওরে গেলে ৩ ...
17/05/2025

গত বছর হাওরে যখন Haor Konna Express : Tanguar Haor নিয়ে নিজেই হাওরের সুন্দর্য্য আবিষ্কার করছি, আমি সাধারণত হাওরে গেলে ৩ দিন থাকি, আপনারা যারা যান তারা ৪০% হাওরের সুন্দর্য্য দেখে চলে আসেন স্বাভাবিক সময় স্বল্পতা থাকে আর আমি ছুটিতে দেশে থাকি, যাই হোক, এরপরে হাওরে ভ্রমণে আসলে রাজা ঝর্ণাটা মিস কইরেন না, অনেক সুন্দর এই ঝর্ণা, আর আমার মত ইন্ডিয়ান বর্ডারে হুদাই ঘুরতে যাবেন না,পরিস্থিতি এখন ভালো না, আমাদের বর্ডারের মধ্যেই ঘুরবেন, আর মুক্ত বাতাসের মত হাওর কন্যার সেরা বাবুর্চি এইভাবে আপনাকে মেহমানগিরি করবে, ২০১৭ সাল থেকে হাওরে আমি আছি, হাওর বলতে গেলে আমার ঘর বাড়ি,পরিবেশ ঠিক রাখবেন হাওরের, আল্লাহর বিশাল নিয়ামত যে আমাদের এরকম একটা পর্যটন স্পট আছে, আর লোকালদের সম্মান প্রদর্শন করবেন, গত বছর যখন ছিলাম অনেক উগ্র পর্যটক দেখছি যেটা সত্যি খারাপ লাগছে,আমরা ঠিক হই দেশ এমনি ঠিক হবে, সবথেকে অবহেলিত হলো বাংলাদেশ পর্যটন সেক্টর, এইখানে তরুণদের কষ্টের নিজস্ব বিনিয়োগে পর্যটন উন্নয়ন হচ্ছে, তাদের পাশেও থাকেন আর প্লিজ পর্যটন রাজনীতি মুক্ত করেন, অনেক মানুষের রুজি শ্রম ভালোবাসা দিয়ে গড়া এই সেক্টর, সবাইকে হাওর ভ্রমণ করার নিমন্ত্রণ রইলো 🍉

⚓হাওর কন্যা এক্সপ্রেস
17/05/2025

⚓হাওর কন্যা এক্সপ্রেস

বিজ্ঞপ্তি :হাওর কন্যা : টাঙ্গুয়ার হাওর যারা বুকিং বা সার্ভিস নিচ্ছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি নৌকা সংক্রান্ত কোন ফিডব্...
24/09/2023

বিজ্ঞপ্তি :
হাওর কন্যা : টাঙ্গুয়ার হাওর যারা বুকিং বা সার্ভিস নিচ্ছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি নৌকা সংক্রান্ত কোন ফিডব্যাক থাকলে সরাসরি কন্যার অফিসিয়াল পেজে জানাবেন, আমরা চেষ্টা করবো সমাধান দিতে, ধণ্যবাদ সবাইকে 🙏🏼

আজকের হাওর কন্যার অতিথি 🥰বুকিং☎️ +8801998134475
09/09/2022

আজকের হাওর কন্যার অতিথি 🥰
বুকিং☎️ +8801998134475

25/08/2022
বুকিং ঃ 01776848694আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ এবং টাংগুয়া হাওরের বন্যা পরিস্থিতি আরো বেশ কিছুদিন আগে থেকেই নিয়ন্ত্রণ এ এসে...
03/07/2022

বুকিং ঃ 01776848694

আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ এবং টাংগুয়া হাওরের বন্যা পরিস্থিতি আরো বেশ কিছুদিন আগে থেকেই নিয়ন্ত্রণ এ এসে স্বাভাবিক হাওর পরিবেশ বিরাজ করছে।

যেহেতু বন্যায় অনেকেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এর অর্থনৈতিক প্রভাব রয়ে যাবে আরো লম্বা সময় হয়তো।

তবে এই প্রভাব থেকে হাওরবাসীরাও মুক্তি চান।

যেহেতু হাওর অঞ্চল টা মৌসুমি পর্যটন এর স্থান, তারা প্রায় সকলেই এই মৌসুমের জন্য অপেক্ষা করে।

কারণ পর্যটন এর চাকা সচল থাকলে তাদের অর্থনৈতিক চাকাও সচল থাকে। হাওর অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারই পর্যটন এর সাথে সরাসরি সম্পৃক্ত। মাঝি, বাবুর্চি, ইঞ্জিন মিস্ত্রি, লষ্কর (সার্ভিস ম্যান), বাবুর্চি সবই এই হাওরের মানুষজন। হাওরে যেই নৌকাগুলো পর্যটকদের নিয়ে কাজ করে এর বেশিরভাগ নৌকাই হাওরের স্থানীয়দের।
এছাড়া মুদির দোকান, কাঠের মিল, নৌকার মিস্ত্রি, হাস-মুরগির খামার/বিক্রেতা, মোটরসাইকেল চালক, অটো চালক, ছোট নৌকা চালক, টঙ দোকান; এমনকি ঝালমুড়ি বিক্রেতা, শরবত বিক্রেতা সহ সকলেই এই সিজনের অপেক্ষায় থাকে। আর হাওরের সিজন হচ্ছে বর্ষাকাল; জুন থেকে অক্টোবর এর শুরুর দিক পর্যন্ত।

অনেকেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, চাইলেও জনে জনে ক্ষতিপূরণ দেয়া সম্ভব না। কিন্তু পর্যটক আসলে তাদের আয়ের চাকা আবার সচল হবে, তারাও ঘুরে দাড়াতে পারবে। জেনে আশ্চর্যান্বিত হবেন যে এদের বেশিরভাগ মানুষের আয়ের উৎস এই পর্যটন মৌসুম যা দিয়ে প্রায় সারা বছর তারা ঘর-সংসার চালায়।

হাওর এখন আবার ভ্রমণ উপযোগী, আপনারাও ভ্রমণের প্রস্তুতি নিয়ে ফেলুন।

হাওর অঞ্চলের মানুষজন আপনাদের অপেক্ষায় প্রহর গুনছে!!
কপি ঃ জুয়েল ভাই

বন্যার পর ভাটি অঞ্চল আবার তার চিরচেনা রূপে ফিরে এসেছে 😍এখন থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারবেন 🚩
02/07/2022

বন্যার পর ভাটি অঞ্চল আবার তার চিরচেনা রূপে ফিরে এসেছে 😍

এখন থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করতে পারবেন 🚩

আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায়৪০০ বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হলো🤍 #হাওর_কন্যা 💜    🇧...
23/06/2022

আলহামদুলিল্লাহ
আপনাদের দোয়া ও ভালোবাসায়
৪০০ বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করা হলো🤍

#হাওর_কন্যা 💜
🇧🇩

Rainy MorNinG 🌧️
05/06/2022

Rainy MorNinG 🌧️

নিয়মিত বুকিং চলছে 01776848694© মন জুড়ানি এক্সপ্রেস বিডি : Mon Jurani Express BD
06/05/2022

নিয়মিত বুকিং চলছে 01776848694
© মন জুড়ানি এক্সপ্রেস বিডি : Mon Jurani Express BD

যারা নক করেছিলেন শীতের হাওর দেখবেনঅতিথি পাখির কলরব শুনবেন এখন আসতে পারেন  #নৌকা_ভাড়া,, #ক্যাম্পিং_সহ_প্যাকেজনিচের নাম্বা...
17/12/2021

যারা নক করেছিলেন শীতের হাওর দেখবেন
অতিথি পাখির কলরব শুনবেন এখন আসতে পারেন
#নৌকা_ভাড়া,, #ক্যাম্পিং_সহ_প্যাকেজ
নিচের নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিন
01776848694

অক্টোবর মাসে বিশেষ ছাড় দিচ্ছে হাওর কন্যাবুকিং 01776848694
01/10/2021

অক্টোবর মাসে বিশেষ ছাড় দিচ্ছে হাওর কন্যা
বুকিং 01776848694

Address

Sunamganj

Alerts

Be the first to know and let us send you an email when Haor Konna Express : Tanguar Haor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haor Konna Express : Tanguar Haor:

Share