
17/05/2025
গত বছর হাওরে যখন Haor Konna Express : Tanguar Haor নিয়ে নিজেই হাওরের সুন্দর্য্য আবিষ্কার করছি, আমি সাধারণত হাওরে গেলে ৩ দিন থাকি, আপনারা যারা যান তারা ৪০% হাওরের সুন্দর্য্য দেখে চলে আসেন স্বাভাবিক সময় স্বল্পতা থাকে আর আমি ছুটিতে দেশে থাকি, যাই হোক, এরপরে হাওরে ভ্রমণে আসলে রাজা ঝর্ণাটা মিস কইরেন না, অনেক সুন্দর এই ঝর্ণা, আর আমার মত ইন্ডিয়ান বর্ডারে হুদাই ঘুরতে যাবেন না,পরিস্থিতি এখন ভালো না, আমাদের বর্ডারের মধ্যেই ঘুরবেন, আর মুক্ত বাতাসের মত হাওর কন্যার সেরা বাবুর্চি এইভাবে আপনাকে মেহমানগিরি করবে, ২০১৭ সাল থেকে হাওরে আমি আছি, হাওর বলতে গেলে আমার ঘর বাড়ি,পরিবেশ ঠিক রাখবেন হাওরের, আল্লাহর বিশাল নিয়ামত যে আমাদের এরকম একটা পর্যটন স্পট আছে, আর লোকালদের সম্মান প্রদর্শন করবেন, গত বছর যখন ছিলাম অনেক উগ্র পর্যটক দেখছি যেটা সত্যি খারাপ লাগছে,আমরা ঠিক হই দেশ এমনি ঠিক হবে, সবথেকে অবহেলিত হলো বাংলাদেশ পর্যটন সেক্টর, এইখানে তরুণদের কষ্টের নিজস্ব বিনিয়োগে পর্যটন উন্নয়ন হচ্ছে, তাদের পাশেও থাকেন আর প্লিজ পর্যটন রাজনীতি মুক্ত করেন, অনেক মানুষের রুজি শ্রম ভালোবাসা দিয়ে গড়া এই সেক্টর, সবাইকে হাওর ভ্রমণ করার নিমন্ত্রণ রইলো 🍉