Ifty Travels-ইফতি ট্রাভেলস

Ifty Travels-ইফতি ট্রাভেলস Work permit
Air ticket
Hajj & umrah
Student visa
Tour package
(2)

ফ্রান্স ভিসা এখন থেকে vfs এ জমা করা যাবে।
21/08/2025

ফ্রান্স ভিসা এখন থেকে vfs এ জমা করা যাবে।

🌍 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 𝐟𝐨𝐫 𝐕𝐢𝐬𝐚 𝐀𝐩𝐩𝐥𝐢𝐜𝐚𝐧𝐭𝐬! 🇫🇷 ✈️

Visa applications submitted in Bangladesh are processed by the Visa Department of the French Embassy in Dhaka. To improve customer service and reduce appointment waiting times, the Embassy will outsource the collection of visa application files to VFS Global starting 17 September 2025.

📍 Submit your applications at the VFS Global Centre, Dhaka:
🏢 Rangs Z Square, Level 7
📍 118, Gulshan Avenue, Gulshan 2

For more information and updates, visit: https://bd.ambafrance.org/-Accueil-Anglais-

🇫🇷

21/08/2025

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চু`রি!
কোন দেশে আছেন
বাকি বিমানের চাকা থাকতে থাকতে দেশ ছাড়েন।🤣

২৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, বড় সুযোগ বাংলাদেশিদের...
20/08/2025

২৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া, বড় সুযোগ বাংলাদেশিদের...

16/08/2025

আগে থেকে পাসপোর্ট করে রাখার সুবিধা:-

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?

✳️✳️✳️অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"
শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

✳️✳️✳️ পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:⤵️

✅১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

✳️✳️✳️বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও এই ৪০ টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।

1.ভুটান
2.কম্বোডিয়া*
3.মালদ্বীপ*
4.নেপাল*
5শ্রীলঙ্কা**
6পূর্ব তিমুর*
7.বলিভিয়া
8.রুয়ান্ডা*
9.সেশেলস*
10.সিয়েরা লিওন*
11.সোমালিয়া*
12.গাম্বিয়া
13.টোগো*
14বুরুন্ডি*
15.কেপ ভার্দে*
16.কমোরো দ্বীপপুঞ্জ*
17.জিবুতি*
18.গিনি-বিসাউ*
19.লেসোথো
20.মাদাগাস্কার*
21.মৌরিতানিয়া*
22.মোজাম্বিক*
23.ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
24.ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
25.বাহামা
26.বার্বাডোস
27.ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
28.ডমিনিকা
29.গ্রানাডা
30.হাইতি
31.জ্যামাইকা
32.মন্টসেরাত
33.সেন্ট কিটস অ্যান্ড নেভিস
34.কুক আইল্যান্ড
35.ফিজি
36.মাইক্রোনেশিয়া
37.নুউয়ে
38.সামোয়া*
39.টুভালু*
40.ভানুয়াতু

✅২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

✅৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

✳️✳️✳️আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

✅৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

✳️✳️✳️বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।
এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।
অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।

✅৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

✳️✳️✳️বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

✅৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:

✳️✳️✳️দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।
যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন❤❤️❤️

16/08/2025
14/08/2025

বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকেট কম মূল্যে পেতে যোগাযোগ করুন ইফতি ট্রাভেলস্ এ

ইফতি ট্রাভেলস্
আপনার প্রয়োজনে আপনার পাশে সব সময় ।

যোগাযোগঃ
ইফতি ট্রাভেলস্
(সরকার অনুমোদিত)
৩৩২,৪র্থ তলা (লিফট ৩),
সুরমা টাওয়া, তালতলা, সিলেট।

মোবাইল: +8801705816101
অফিস : 01705816102



14/08/2025

Romania 🇷🇴 visa Processing (Schengen)
রোমানিয়া এখন সেনজেন ভুক্ত দেশ।
বর্তমানে রোমানিয়ার ভিসা হচ্ছে।

🔜আগ্রহীরা অতি দ্রুত যোগাযোগ করুন।
বিস্তারিতঃ 01705 816101 / 01705 816102

☸️☸️☸️আপনি পূর্বে Europe বা অন্য যেকোনো দেশে Work/Student/Visit ভিসা রিজেক্ট থাকলে রোমানিয়ার ভিসার জন্য Apply করতে পারবেন।

✳️✳️✳️প্রয়োজনীয় কাগজপত্র:
✅পাসপোর্ট (মেয়াদ এক বছরেরে উর্ধ্বে )
✅ছবি (৪ কপি সাদা ব্যাকগ্রাউন্ড এবং ল্যাব প্রিন্ট)
✅পুলিশ ক্লিয়ারেন্স।
✅ন্যাশনাল আইডি / জম্ম নিবন্ধন সাটিফিকেট।


🌐🌐🌐এছাড়া ও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর কাজ করা হয়।
Portugal 🇵🇹 Slovenia 🇸🇮
Bulgaria 🇧🇬 Bosnia 🇧🇦
Moldova 🇲🇩 Macedonia 🇲🇰 Malta 🇲🇹

ফোন এ কোন তথ্য দেওয়া সম্ভব না, দয়া করে সরাসরি আপনি/আপনার প্রতিনিধি বাবা বা ভাইকে আমাদের অফিসে পাঠান উনারা এসে ভালোভাবে বুঝে শুনে তারপর ফাইল জমা দিবেন।

ইফতি ট্রাভেলস্
(সরকার অনুমোদিত)
৩৩২,৪র্থ তলা (লিফট ৩),
সুরমা টাওয়া, তালতলা, সিলেট।
অফিস: +88 0821 72 22 75
মোবাইল: +8801705 81 61 01
+8801705 81 61 02


ইফতি ট্রাভেলস্(সরকার অনুমোদিত)৩৩২,৪র্থ তলা (লিফট ৩),সুরমা টাওয়া, তালতলা, সিলেট।
10/08/2025

ইফতি ট্রাভেলস্
(সরকার অনুমোদিত)
৩৩২,৪র্থ তলা (লিফট ৩),
সুরমা টাওয়া, তালতলা, সিলেট।

09/08/2025

বাংলাদেশী নাগরিকদের জন্য বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পর্তুগালের 🇵🇹 জব সিকার (Job Seeker) ভি*সা ক্যাটাগরিতে স্কিল ছাড়া আবেদন করার সুযোগ বন্ধ হতে যাচ্ছে। যাদের শিক্ষাগত যোগ্যত...
05/08/2025

পর্তুগালের 🇵🇹 জব সিকার (Job Seeker) ভি*সা ক্যাটাগরিতে স্কিল ছাড়া আবেদন করার সুযোগ বন্ধ হতে যাচ্ছে। যাদের শিক্ষাগত যোগ্যতা, ইন্টার্নি, কাজের অভিজ্ঞতা, সার্টিফিকেট, সহ যোগ্যতা সম্পন্ন মানুষ গুলো এপ্লাই করতে পারবেন।

সুতরাং যারা পর্তুগাল জব সিকার ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন তারা অন্য ক্যাটাগরিতে আবেদন করুন।

Address

332, Level 4. V, I, P Road Surma Tower Taltola
Sylhet

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801728978045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ifty Travels-ইফতি ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ifty Travels-ইফতি ট্রাভেলস:

Share

Category