Piyain Tourism পিয়াইন ট্যুরিজম

Piyain Tourism পিয়াইন ট্যুরিজম Visa Application, Air Ticket, Package Tour and Hotel Booking...

06/06/2025

"ঈদ মোবারক"
সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা

27/12/2024

ই- ভিসা করতে পারেন...
https://eservices.ica.gov.sg/sgarrivalcard/epassenquiry?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0uAfM5nFNXf8JJtKxeeLTDN9VCFyxo-zZ5ZriEKwkmYv9nn0fFuyq1YMw_aem_VG9SskYh9BYNey8V_IjV3g

SG Arrival Card is an e-Service developed by the Immigration & Checkpoints Authority (ICA). SG Arrival Card replaces the paper disembarkation/embarkation card and allows visitors to submit their personal information and trip details electronically prior to their arrival in Singapore.

24/12/2024

ব্রেকিং নিউজ: দুবাইর টুরিস্ট ভিসা চালু হবে ফেব্রুয়ারি ২০২৫ থেকে আলহামদুলিল্লাহ।

20/12/2024

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্

Welcome to electronic visa application system. The official website by ministry of foreign affairs of kingdom thailand.

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

ভালো উদ্যোগ.....দেশের বাহিরে ঘুরতে গিয়ে কিংবা চিকিৎসা করতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিংবা নস্ট হয়ে গেছে।এখন দেশে ফির...
05/07/2024

ভালো উদ্যোগ.....
দেশের বাহিরে ঘুরতে গিয়ে কিংবা চিকিৎসা করতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিংবা নস্ট হয়ে গেছে।এখন দেশে ফিরবেন কিভাবে ?
আপনাকে অবশ্যই প্রথমে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে জিডি করতে হবে। তারপর সেই জিডি কপি সমেত বাংলাদেশ মিশনে গিয়ে ট্রাভেল পাসের জন্য আবেদন করা লাগতো। যদি অনেক সময় দেখা যায় শুধু মিশনে যাওয়ার জন্য বাই রোডে ২/৩ দিন ট্রাভেল করেও যাওয়া লাগতো অথবা টাকা খরচা করে ফ্লাইটে যাওয়া লাগতো।
পাসপোর্ট অধিদপ্তর তাদের ওয়েবসাইটে নতুন একটি সেবা সংযোজন করেছে। দেশের বাহিরে যদি পাসপোর্ট হারিয়ে যায় থানায় জিডি করে পাসপোর্ট এর ওয়েবসাইট ভিজিট করে সাথেই সাথেই অনলাইনে ট্রাভেল পাসের আবেদন করতে পারবেন। ফী নিবে মাত্র ১৫ ডলার। অনলাইনে ফী জমা দিয়ে আবেদন সাবমিট করে দিলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন আপনার আবেদন যাচাই বাছাই করে ট্রাভেল পাস দিয়ে দিবে।
সেই পাস নিয়ে আপনি দেশে ব্যাক করতে পারবেন। এবং এসেই আবার পাসপোর্ট এর আবেদন করতে পারবেন।

30/05/2024

সুইজারল্যান্ডের ভিসা আবেদন প্রক্রিয়া বেশ কিছু ধাপ ও প্রয়োজনীয়তা নিয়ে গঠিত। নিচে সাধারণ প্রক্রিয়া উল্লেখ করা হলো:
১. ভিসার ধরন নির্ধারণ
সুইজারল্যান্ডে বিভিন্ন ধরনের ভিসা আছে, যেমন:
- পর্যটক ভিসা (শেঙ্গেন ভিসা)
- ব্যবসায়িক ভিসা
- শিক্ষার্থী ভিসা
- কাজের ভিসা
প্রথমে, আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার ধরন নির্ধারণ করুন।
২. আবেদনপত্র পূরণ
সুইজারল্যান্ডের ভিসা আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হয়। সাধারণত এটি [সুইজারল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রের](https://www.swiss-visa.ch/) ওয়েবসাইটে পাওয়া যাবে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত নিম্নরূপ:
- পূর্ণাঙ্গ আবেদনপত্র
- বৈধ পাসপোর্ট (ভ্রমণের পর কমপক্ষে ৩ মাসের মেয়াদ থাকতে হবে)
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- ভ্রমণের উদ্দেশ্য প্রমাণকারী ডকুমেন্টস (হোটেল বুকিং, ইনভাইটেশন লেটার, ইত্যাদি)
- ভ্রমণ বিমা
- আর্থিক সক্ষমতার প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণপত্র, ইত্যাদি)
৪. ভিসা ফি পরিশোধ
সুইজারল্যান্ডের ভিসা আবেদন ফি সাধারণত ৬০ ইউরো। তবে বিভিন্ন ভিসার জন্য ফি পরিবর্তিত হতে পারে।
৫. আবেদন জমা দেওয়া
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিকটস্থ সুইজারল্যান্ড ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক তথ্য দিতে হতে পারে।
৬. সাক্ষাৎকার
কখনও কখনও ভিসা ইন্টারভিউয়ের জন্য দূতাবাসে হাজির হতে হতে পারে। এটি আপনার ভ্রমণের উদ্দেশ্য ও আপনার প্রোফাইলের উপর নির্ভর করে।
৭. ভিসা অনুমোদন ও পাসপোর্ট সংগ্রহ
ভিসা অনুমোদিত হলে আপনাকে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে অথবা মেইল ​​দ্বারা তা পাঠানো হবে।
উল্লেখ্য, সুইজারল্যান্ড একটি শেঙ্গেন অঞ্চলভুক্ত দেশ, তাই শেঙ্গেন ভিসা পেতে গেলে ২৬টি ইউরোপীয় দেশেও আপনি ভ্রমণ করতে পারবেন।
ভিসা আবেদনের পূর্বে সর্বশেষ তথ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সুইজারল্যান্ড দূতাবাসের ওয়েবসাইটে যাওয়া শ্রেয়।

30/05/2024
কমলাপুরে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে স্টেশনের মূল ভবনেই আবাসিক হোটেলের মতো বিশ্রাম কক্ষের ব্যবস্থা করেছে রেলওয়ে। ...
25/05/2024

কমলাপুরে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে স্টেশনের মূল ভবনেই আবাসিক হোটেলের মতো বিশ্রাম কক্ষের ব্যবস্থা করেছে রেলওয়ে। হোটেলে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পরিবেশ অত্যন্ত সুন্দর। এখানে বাজে কোনো লোকের আড্ডা নেই।

এই হোটেলে মোট ১৬টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষ শুধুমাত্র হোটেলের কর্মচারীরা ব্যবহার করেন। আর বাকি ১৫টি কক্ষ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এর মধ্যে ৭টি কক্ষে রয়েছে এসিসহ ফ্যান। আর বাকি ৮টি কক্ষে শুধু ফ্যান রয়েছে।

এসি কক্ষে চারজন থাকতে পারবে; এমন রুম রয়েছে ৫টি। এসব কক্ষের ভাড়া দুই হাজার টাকা। দুজন করে থাকতে পারবেন এমন কক্ষ রয়েছে দুটি। এসব রুমের ভাড়া এক হাজার ৫০০ টাকা। অন্যদিকে এসি ছাড়া রুমগুলোর ভাড়া এক হাজার টাকা করে। প্রতি কক্ষে দুজন করে থাকতে পারবেন।

ক্ষেত্রবিশেষে ২০০ থেকে ৩০০ টাকা কম নিয়ে থাকেন তাঁরা। যেকোন সময় চেক-ইন করা যায়। সঙ্গে এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক। চেক-আউট টাইম ১২টায়।

একটি সাধারণ মানের আবাসিক হোটেলে সাধারনত যেসব সুবিধা পাওয়া যায়, যেমন-- খাট, টি-টেবিল, সোফা, ড্রেসিং টেবিল, টেলিভিশন, কাপড় রাখার জায়গা, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বিশুদ্ধ পানি, ফ্রি ওয়াইফাই ও লন্ড্রী সবই আছে রেলওয়ে আবাসিক হোটেলে। খাবারের জন্য দোতলায় আছে "বিরতি রেস্টুরেন্ট"।

এই আবাসিক হোটেলটি আগে তৃতীয় একটি পক্ষ ‘নিকুঞ্জ’ নামে পরিচালনা করত। বিশাল অঙ্কের বকেয়া থাকায় ২০২২ সালে রেলওয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। পরে হোটেলটি বন্ধ হয়ে যায়। অবশেষে এ বছরের (২০২৪) জানুয়ারি মাসে এটি নতুন করে চালু করে বাংলাদেশ রেলওয়ের মার্কেটিং বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল’।

কেউ চাইলে ট্রেনে বসেই এই নম্বরে কল করে রুম বুকিং করতে পারবেন। নম্বরটি হচ্ছে- 01330512069

Address

Jalalpur, Moglabazar
Sylhet
3107

Alerts

Be the first to know and let us send you an email when Piyain Tourism পিয়াইন ট্যুরিজম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Piyain Tourism পিয়াইন ট্যুরিজম:

Share

Category