Khan Travels Sylhet

Khan Travels Sylhet আমরা একটি ট্রাভেল এজেন্সি যারা ভিসা, পাসপোর্ট, টিকেটিং ইত্যাদি সার্ভিস প্রদান করে থাকি।

বাংলাদেশ ২.০ তে সঠিকভাবে পাসপোর্টের আবেদন করবেন যেভাবে।বর্তমানে আমাদের দেশে সব পাসপোর্টই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট...
07/11/2024

বাংলাদেশ ২.০ তে সঠিকভাবে পাসপোর্টের আবেদন করবেন যেভাবে।

বর্তমানে আমাদের দেশে সব পাসপোর্টই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট)। ই-পাসপোর্ট বলতে আবার কেউ পিডিএফ বা এরকম কিছু ভাববেন না।

আগে যে পাসপোর্টগুলো ছিল সেগুলোকে বলা হতো মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। এমআরপি পাসপোর্ট পরিবর্তন হয়ে বর্তমানে যে পাসপোর্টগুলো প্রদান করা হয় তা হচ্ছে ই-পাসপোর্ট।

পাসপোর্টের আবেদন করার আগে প্রথমত ডকুমেন্টস কি কি লাগবে সে সম্পর্কে জানা জরুরী। অনেকের আবেদন করে পাসপোর্ট অফিস যাওয়ার পর সঠিক ডকুমেন্টস নিয়ে আসতে না পারার কারণে বায়োমেট্রিক না দিয়ে চলে আসতে হয়। এইজন্য সবগুলো ডকুমেন্টস নিয়ে পরবর্তীতে পাসপোর্ট অফিস যাওয়া উচিৎ।

ই-পাসপোর্টের জন্য যা যা ডকুমেন্টস প্রয়োজনঃ

🔰 যাদের বয়স ২০ বছর এর উপরে তাদের ক্ষেত্রে ই-পাসপোর্ট এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক। এনআইডি না থাকলে আপনি পাসপোর্ট অফিস গিয়ে যতই যা বলুন না কেনো উনারা আবেদন গ্রহণ করতে পারবেন না। কেননা ই-পাসপোর্ট এর পোর্টালে এনআইডি নাম্বার ছাড়া কোনো আবেদনই করা সম্ভব হয় না। সার্টিফিকেট বা জন্মনিবন্ধন এইসব দিয়ে কোনোভাবে আবেদন হবে না। এনআইডি স্মার্ট কার্ড জরুরী নয়। অনলাইন থেকে যে পিডিএফ পাওয়া যায় সেটা লেমেনেটিং করে নিলেই হবে। যারা নতুন এনআইডির বায়োমেট্রিক দিয়েছেন কিন্তু এনআইডি পিডিএফ পান নাই তারাও আবেদন করতে পারবেন না।

🔰 যাদের বয়স ১৮ বছরের নিচে তাদেরকে ই-পাসপোর্টের আবেদন এর জন্য ইংরেজি জন্মনিবন্ধন দিয়ে আবেদন করতে হবে। জন্মনিবন্ধনটি অবশ্যই অনলাইন থাকতে হবে। everify এর ওয়েবসাইটে গিয়ে সবার আগে জন্মনিবন্ধনটি ভেরিফাই করে নিবেন যে অনলাইন আছে নাকি। জন্মনিবন্ধন এর অনলাইনে নিজের নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ যেভাবে দেওয়া আছে আবেদন ফর্ম ফিলাপ এর সময় বানান অনুরূপভাবে দিতে হবে। জন্মনিবন্ধন এর অনলাইনের সাথে আবেদন এর নামের বানান না মিললে আবেদন বাতিল করা হবে এবং পুনরায় নতুন করে আবেদন করতে হবে। জন্মনিবন্ধন দিয়ে আবেদন এর ক্ষেত্রে মা অথবা বাবা এদের একজন এর এনআইডি নাম্বার অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে। এবং একই সাথে পিতা অথবা মাতার অনুমতিপত্র ফিলাপ করে নিয়ে যেতে হবে। অনুমতিপত্রের নমুনা চাইলে ইনবক্সে ম্যাসেজ দিতে পারেন আমরা Docs ফাইল দিয়ে দিবো।

🔰 যাদের বয়স ১৮-২০ বছরের মধ্যে তারা এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন। এনআইডি কার্ড না থাকলে ইংরেজি জন্মনিবন্ধন দিয়ে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে বয়স এর প্রমাণস্বরূপ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা স্কুল সার্টিফিকেট দেখতে চাইবে। তাই যারা শিক্ষার্থী এবং সত্যিকার অর্থেই বয়স ১৮-২০ এর মধ্যে শুধুমাত্র তারাই জন্মনিবন্ধন দিয়ে আবেদন করবেন। শিক্ষার্থী না হলে এবং বয়স ১৮-২০ এর মধ্যে হলে এনআইডি কার্ড তৈরি করে তারপর আবেদন করা উত্তম। নতুবা বয়স বাড়ানো হয়েছে এরকম সন্দেহের কারণে পাসপোর্ট অফিসের কর্মকর্তা আপনার আবেদনটি গ্রহণ নাও করতে পারেন।

🔰 শিশুদের ক্ষেত্রে ৬ বছর বয়সের নিচে যারা তারা 3R Size Lab Print Quality এর ছবি নিয়ে যাবেন। বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট অফিসে ছবি তুলবে।

🔰 এনআইডি/জন্মনিবন্ধন এর পর পরবর্তী যে ডকুমেন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ন সেটা হচ্ছে পেশাগত ডকুমেন্টস। আপনি শিক্ষার্থী হলে এসএসসি সার্টিফিকেট এবং বর্তমানে যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেই প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্কুল/কলেজ/ভার্সিটি আইডি কার্ড এর কপি লাগবে। বেসরকারি চাকরিজীবি হলে সেই প্রতিষ্ঠান থেকে জব সার্টিফিকেট নিতে হবে। ব্যবসায়ী হলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স দিতে হবে। কৃষক, বেকার, গৃহিণী এইসব প্রফেশন এর জন্য কোনো ডকুমেন্টস লাগবে না। সরকারি চাকরিজীবিদের জন্য প্রতিষ্ঠান থেকে NOC নেওয়া লাগবে এবং তা নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড থাকতে হবে।

🔰 মা-বাবার আইডি কার্ড লাগবে। মা-বাবা কেউ যদি মৃত হন তাহলে তাদের মৃত্যু সনদ দিতে হবে। বয়স্কদের ক্ষেত্রে যাদের মা-বাবার আইডি কার্ড হয়ই নাই এবং অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন যখন মৃত্যু সনদ ছিল না তাদের ক্ষেত্রে মা-বাবার ডকুমেন্টস লাগবে না। খেয়াল রাখতে হবে যে নিজের আইডি কার্ডে প্রদর্শিত মা-বাবার নামের সাথে যাতে মা-বাবার আইডি কার্ড এর নাম মিল থাকে।

🔰 বিবাহিত হলে কাবিন এর কপি এবং স্বামী/ স্ত্রীর আইডি কার্ড এর কপি লাগবে। আবেদনে স্বামী/স্ত্রীর যে পেশা উল্লেখ করবেন সম্ভব হলে সেই পেশা সম্পর্কিত ডকুমেন্টস ও দিয়ে দিবেন। গৃহিণী হলে কোনো ডকুমেন্টস লাগবে না।

🔰 বর্তমান এবং স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিলের কাগজ এর ফটোকপি দিতে হবে। যারা বিকাশে বিদ্যুৎ বিলের পেমেন্ট দিয়ে থাকেন তারা বিকাশ থেকে প্রাপ্ত পিডিএফটি প্রিন্ট করে নিবেন এবং মিটারের কার্ডের ফটোকপি করে নিবেন।

🔰 নাগরিক সনদপত্র/চেয়ারম্যান সার্টিফিকেট এর ফটোকপি দিতে হবে। বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় এক্ষেত্রে উভয় ঠিকানার নাগরিক সনদপত্র দিয়ে দিবেন। নাগরিক সনদপত্র পুলিশ ভেরিফিকেশন এর সময় পুলিশকেও দেওয়া লাগবে।

🔰 পাসপোর্ট রিনিউ এর ক্ষেত্রে অর্থাৎ যাদের পূর্ববর্তী এমআরপি/ই-পাসপোর্ট আছে তারা পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং সাথে মূল পাসপোর্ট নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে। মূল পাসপোর্টটি তারা স্ক্যান করে আবার আপনাকে দিয়ে দিবে। মূল পাসপোর্ট হারিয়ে গেলে সেক্ষেত্রে জিডি কপি দিতে হবে। পূর্ববর্তী পাসপোর্টের সাথে বর্তমান আইডি কার্ড এর নিজের নাম, জন্মতারিখ, মা-বাবার নাম, জন্মস্থান এই ৫ টি তথ্যের কোনো অমিল থাকলে অঙ্গীকারনামা পূরণ করে দিতে হবে এবং সাথে এনআইডি এর অনলাইন ভেরিফাইড কপিও দিতে হবে। অঙ্গীকারনামা এর নমুনা লাগলে আমাদেরকে ম্যাসেজ দিতে পারেন আমরা Docs ফাইল দিয়ে দিবো।

উপরোক্ত ডকুমেন্টস সবগুলো সঠিকভাবে দিতে পারলে ইনশা’আল্লাহ আপনার আবেদনটি গ্রহণ করা হবে।
..

অনলাইনে আবেদন যেভাবে করবেন এবং পাসপোর্ট এর জন্য ব্যাংক চালান যেভাবে দিবেনঃ-

✅ E-Passport লিখে গুগলে সার্চ দিলে প্রথমেই ই-পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনার ইমেইল দিয়ে একটি একাউন্ট খুলে নিবেন। চেষ্টা করবেন কোনো কম্পিউটার/ল্যাপটপ থেকে আবেদনটি করতে। মোবাইল থেকেও সম্ভব তবে কম্পিউটার/ল্যাপটপে ফর্ম ফিলাপটা আপনার জন্য সহজ হবে।

✅ ইউজার আইডি হয়ে গেলে Sing In করে Apply for a new e‑Passport এ ক্লিক করে Ordinary Passport এ ক্লিক করবেন। Official Passport যে অপশনটি সেটা হচ্ছে যারা সরকারিভাবে পাসপোর্ট করবেন তাদের জন্য। এটা নিয়ে আমাদের চিন্তা না করলেও হবে। ৯৯.৯৯% আমাদের সবার Ordinary Passport হবে।

✅ আপনার আইডি কার্ড/জন্মনিবন্ধন অনুযায়ী Personal Information পেইজটি ফিলাপ করবেন। এখানে আপনি পেশা যেটি দিবেন সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্টস প্রদর্শন করতে হবে।

✅ পরবর্তীতে Address এ আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ফিলাপ করবেন। বর্তমান ঠিকানা যেখানে হবে সেখানকার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনাকে বায়োমেট্রিক প্রদান করতে হবে। Address পেইজটি খুব সতর্কতার সাথে ফিলাপ করবেন। City/Village/House যে অপশন এখানে ফিলাপ এর পর শেষে কমা (,) দিবেন না। কেননা সার্ভার থেকে অটোমেটিক একটি কমা মূল পাসপোর্টে বসবে। পুরো ঠিকানাটা কমা এবং স্পেসসহ ৯৬ শব্দের মধ্যে হতে হবে।

আপনার স্থায়ী ঠিকানা যদি সিলেটের জকিগঞ্জ / বিয়ানীবাজার এরকম কোনো উপজেলায় হয় আর আপনি পড়ালেখা কিংবা চাকরির কারণে সিলেট শহরে বসবাস করেন এক্ষেত্রে স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি আলাদা আলাদা দেন তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশন দুটি আলাদা আলাদা থানায় হবে। এক্ষেত্রে চাইলে Present address is the same as Permanent এ ক্লিক করে শুধুমাত্র স্থায়ী ঠিকানাতেই পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন।

পাসপোর্টের এই Address বিষয়টা একেকজন এর ক্ষেত্রে একেকরকম। তাই অভিজ্ঞ কারো কাছ থেকে এই অংশটুকু কিভাবে ফিলাপ করবেন সে সম্পর্কে পরামর্শ নিয়ে নিবেন তাহলে আপনার জন্য সহজ হবে।

Address ফিলাপ সম্পর্কে পরামর্শ লাগলে আমাদেরকে কল না দিয়ে Messenger or Whatsapp এ টেক্সট অথবা ভয়েস ম্যাসেজ দিতে পারেন। ইনশা’আল্লাহ ফ্রি সময়ে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবো।

✅ ID Documents পেইজে আপনার এনআইডি নাম্বার এবং যাদের আবেদন জন্মনিবন্ধন দিয়ে তারা জন্মনিবন্ধন নাম্বার দিবেন। রিনিউ হলে পূর্ববর্তী পাসপোর্টের তথ্য দিয়ে পরবর্তী পেইজে চলে যাবেন।

✅ Parental Information পেইজে মা-বাবার নাম, পেশা এবং এনআইডি থাকলে এনআইডি নাম্বার উল্লেখ করে দিবেন। মা-বাবার পেশা সম্পর্কিত ডকুমেন্টস থাকলে তা আবেদনের সাথে ফটোকপি দিয়ে দিবেন। খেয়াল রাখবেন আপনার আইডি কার্ডের মা-বাবার নামের সাথে যাতে মা-বাবার আইডি কার্ড এর নামের মিল থাকে।

✅ বিবাহিত হলে Spouse Information পেইজে Spouse এর তথ্য দিবেন এবং Spouse এর পেশা সম্পর্কিত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন এর সাথে দিয়ে দিবেন। অবিবাহিত হলে কিছু লাগবে না।

✅ Emergency Contact এ তথ্যগুলো ফিলাপ করে নিবেন। Emergency Contact এ সবার নিচে যে Contact Number সেখানে Emergency Contact এর ব্যক্তির নাম্বার না দিয়ে এপ্লিকেন্ট এর নিজের নাম্বার দিয়ে দিবেন। কেননা পাসপোর্টে শুধুমাত্র এই নাম্বারটিই আসবে। বিদেশের নানান কাজের ক্ষেত্রে এই নাম্বার এর প্রয়োজন হতে পারে।

✅ Passport Page, Validity, Delivery Option এগুলো আপনার চাহিদা অনুযায়ী সিলেক্ট করে নিবেন।

✅ Overview of application data পেইজ থেকে সবগুলো তথ্য ভালোভাবে চেক করে নিবেন। সবকিছু ঠিক থাকলে Confirm and proceed to Payment এ ক্লিক করে পরবর্তী পেইজে চলে যাবেন।

✅ Offline Payment এবং Online Payment এই দুটো অপশন পাবেন। Online Payment এই অপশন টা সিলেক্ট না করার পরামর্শ থাকবে। কেননা আবেদনে কোনো ভুল এর কারণে তা বাতিল করে নতুন করে আবেদন করা লাগতে পারে। এক্ষেত্রে Online Payment দিলে আবেদন বাতিল করলে টাকাটা লোকসান হয়ে যাবে। Offline Payment সিলেক্ট করেও আপনি A Chalan ওয়েবসাইট এর মাধ্যমেই ঘরে বসেই ব্যাংক চালান দিতে পারবেন। আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে না।

✅ Offline Payment সিলেক্ট করার পর আবেদন সাবমিট হয়ে যাবে। তখন Print Summary এবং Download Application Form for Printing এই দুটো পিডিএফ ডাউনলোড করে নিবেন। ফাইল যখন রেডি করবেন তখন Print Summary পেইজটি সবার উপরে রাখবেন।

✅ ঘরে বসেই ব্যাংক চালান দেওয়ার জন্য A Chalan লিখে গুগলে সার্চ দিবেন। Automated Challan System - iBAS নামে প্রথম যে ওয়েবসাইট পাবেন সেটাতে গিয়ে আবেদনের প্রকৃতি এবং বিতরণের প্রকৃতি সিলেক্ট করে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে চালান দিতে পারবেন।
..

ব্যাংক চালান দিয়ে দেওয়ার পর আপনার কাজ শেষ। Print Summary, Bank Chalan, Registration Form এই কাগজগুলো সবার উপরে রাখবেন। আর আপনার বাকি ডকুমেন্টসগুলো এগুলোর সাথে লাগিয়ে নিবেন। মূল এনআইডি, জন্মনিবন্ধন, পাসপোর্ট এগুলো পাসপোর্ট অফিস যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন। যদি সঠিকভাবে আবেদন করতে পারেন তাহলে ইনশা’আল্লাহ তারা আপনার আবেদনটি অবশ্যই গ্রহণ করবে।



আবেদন গ্রহণ করলে আপনি বায়োমেট্রিক দিয়ে ডেলিভারি স্লিপ নিয়ে চলে আসবেন। নতুন পাসপোর্ট এর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল দেওয়া হবে। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তা যদি দেখা করতে বলেন তখন আপনার ডকুমেন্টস এর ফটোকপি নিয়ে উনার সাথে দেখা করে ডকুমেন্টস দিয়ে আসবেন।

অনলাইনে আপনি আপনার আবেদন এর স্ট্যাটাস চেক করতে পারবেন। Passport Ready for Issuance এই লেখা দেখালে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন ইনশা’আল্লাহ।

আমাদের থেকে কোনো তথ্য জানতে চাইলে Messenger অথবা WhatsApp এ ম্যাসেজ দিতে পারেন অথবা ম্যাসেজ ড্রপ করতে পারেন 😁।

Hi,Hello এইসব ম্যাসেজ না দিয়ে অনুগ্রহ করে আপনার জানার বিষয়টি বিস্তারিত লিখবেন অথবা ভয়েস ম্যাসেজ দিবেন। সম্ভব হলে সাথে ডকুমেন্টস এর ছবি পাঠিয়ে দিবেন। বিশেষ জরুরী না হলে কল না দেওয়ার জন্য অনুরোধ রইলো। ব্যস্ততার কারণে সবসময় কলে কথা বলে সম্ভব হয় না। ইনশা’আল্লাহ ফ্রি সময়ে আপনাদের কুয়েরি এর উত্তর দেওয়া হবে।

জরুরী প্রয়োজন হলে অফিসে চলে আসতে পারেন।

📍Khan Travels Sylhet
Rose View Complex, 3rd Floor, Uposhahar Point, Sylhet
📞 01682-987242 (WhatsApp, Telegram)

Proud to be the Jersy sponsor of BBA FALCONS at Metropolitan University League-M Season-8.Good Luck Falcons.
28/10/2024

Proud to be the Jersy sponsor of BBA FALCONS at Metropolitan University League-M Season-8.

Good Luck Falcons.

✅ পাসপোর্টের সব ধরণের প্রসেসিং এর কাজ করা হয়।✅ নতুন পাসপোর্ট✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)..↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্ট...
01/05/2024

✅ পাসপোর্টের সব ধরণের প্রসেসিং এর কাজ করা হয়।
✅ নতুন পাসপোর্ট
✅ রিনিউ (তথ্য সংশোধনসহ)..
↪️ পাসপোর্টের আবেদনের জন্য ডকুমেন্টাস যা যা লাগবেঃ
১। বয়স ২০ বছরের উর্ধে হলে নতুন পাসপোর্ট অথবা রিনিউ এর ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) লাগবে। জাতীয় পরিচয়পত্র (NID) এর তথ্য অনুযায়ী নিজের নাম, মা-বাবার নামে এবং জন্মতারিখ পাসপোর্টে আসবে। মূল আইডি কার্ড পাসপোর্ট অফিস সাথে নিয়ে যেতে হবে।

২। বয়স ১৮ বছরের নিচে হলে ইংরেজি জন্মনিবন্ধন এবং মা-বাবার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ করা যাবে।

৩। বয়স ১৮-২০ এর মধ্যে হলে আইডি কার্ড থাকলে আইডি কার্ড অথবা ইংরেজি জন্মনিবন্ধন এবং মা-বাবার আইডি কার্ড দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ উভয় করা যাবে। নিজের আইডি কার্ড থাকলে মা-বাবার আইডি কার্ড লাগবে না।

৪। যাদের পাসপোর্ট রিনিউ করবেন তাদের রিনিউ এর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID)/ইংরেজি জন্মনিবন্ধন(প্রযোজ্য ক্ষেত্রে) এবং পুরাতন পাসপোর্ট উভয়ই মূল কপি পাসপোর্ট অফিস নিয়ে যেতে হবে।..
পেশাগত ডকুমেন্টস হিসেবে কেউ শিক্ষার্থী হয়ে থাকলে যেকোনো স্কুল সার্টিফিকেট এর একটা ফটোকপি লাগবে। অন্যান্য পেশার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না।..
🗺️ ঠিকানাঃ Khan Travels Sylhet, রোজ ভিউ, ৩য় তলা, উপশহর, সিলেট

📞 যোগাযোগঃ 01819-878883, 01719078881 (WhatsApp)

Address

Rose View (3rd Floor), Uposhohor
Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Saturday 11:30 - 19:00
Sunday 11:00 - 19:00

Telephone

+8801682987242

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Travels Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan Travels Sylhet:

Share

Category